নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

প্রিয় ইয়াহু মেসেঞ্জার!

১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৭:৪৪

প্রিয় ইয়াহু মেসেঞ্জার!
ক্যামন আছ তুমি? ওখানে কি এখন আরো নতুন ওলোরারা আসে?
রেসিডেন্সিয়ালের ছেলেরা ডেস্কের তলে ডুবে যায় কি মিগে?


রসনার সে কী লজ্জা! নাম জিজেস করলেই ম্যাপল লীফের মেয়েটি ,
প্লীজ, ঈটস রাসনা!

ঘোলাটে ওয়েব ক্যামে কি কিশোরী থেকে বাড়ন্ত তরুনী সুদূর হংকং এ বসে
আফরিন এখনো লোভ দেখায় ছেলেটাকে?

হলিক্রসের উইনি পাসোয়ার্ড দেয় কি সেই দুষ্ট ছেলের নামে?
ভিকি তাসমি কি মজা করে বলে, চেনেন আমাকে?

আমি তারেক জিয়ার শালী,
আধি ঘার ওয়ালী!

নদী কি এখনো তোমার ছবি আকে, অদ্ভুত ফন্টের ইমো দিয়ে?
প্রিয় ইয়াহু, প্রিয় মিগ
খুব মিসাই তোমাদের কে! ঐ বয়স টা কে! ঐ তরুণ আমিটা কে!

মন্তব্য ৯ টি রেটিং +২/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:০৮

হামিদ আহসান বলেছেন: !!

২| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:১১

গেম চেঞ্জার বলেছেন: সেই সময়টা!! আহারেঃ!!

৩| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৮:২৩

আমি মিন্টু বলেছেন: আহা আহারে কতই না সৃত্বি ভরাত সময়কার কথা তুলে ধরছেন ভালো লেখছেন :) !

৪| ১৬ ই নভেম্বর, ২০১৫ সকাল ৯:২১

শতদ্রু একটি নদী... বলেছেন: আইআরসি আর বাংলাক্যাফে দিয়া শুরু। ইয়াহু, এমএসএন কিংবা মিগ পালাক্রমে পিকে ছিলো। খুবই আনন্দময় সময় ছিলো সেসব, খুবই আনন্দময়।

কবিতা ভাল্লাগছে। :)

৫| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৩১

রানার ব্লগ বলেছেন: ইয়াহু বন্ধ হয়ে গিয়ে বড়োই হতাশায় আছি, কবে আবার চালু হবে।

৬| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: @রানার ব্লগ - এখনো চালু আছে: https://messenger.yahoo.com/

৭| ১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:২১

রানার ব্লগ বলেছেন: ওরে ভাই নকশী ইয়াহু চালু আছে আমি জানি ইয়াহু চ্যট এর কথা বলছি ।

৮| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:৫৪

সাদরিল বলেছেন: অল্প কিছু লাইনের মধ্যে অনেক কিছু পেলামঃ

কৈশরঃ রেসিডেন্সিয়ালের ছেলেরা ডেস্কের তলে ডুবে যায় কি মিগে?
যৌনতাঃ ঘোলাটে ওয়েব ক্যামে কি কিশোরী থেকে বাড়ন্ত তরুনী সুদূর হংকং এ বসে
আফরিন এখনো লোভ দেখায় ছেলেটাকে?

রাজনীতিঃ আমি তারেক জিয়ার শালী,
আধি ঘার ওয়ালী!

প্রযুক্তির সাথে মানুষের এজিং এর সম্পর্কঃ নদী কি এখনো তোমার ছবি আকে, অদ্ভুত ফন্টের ইমো দিয়ে?
প্রিয় ইয়াহু, প্রিয় মিগ
খুব মিসাই তোমাদের কে! ঐ বয়স টা কে! ঐ তরুণ আমিটা কে!

৯| ০২ রা ডিসেম্বর, ২০১৫ রাত ১:০৭

হুমায়ুন তোরাব বলেছেন: কিছু বলার নাই । আমি দুইটার কোনটায় চালায় নাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.