নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

২০১৫ এর ব্যতিক্রম কিছু মুভির রিভিউ

২৩ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:০৬

এ বছর রিলিজ হওয়া পাঁচ সিনেমা যা আপনার এখনই দেখে ফেলা উচিত জুরাসিক ওয়ার্ল্ড', 'ইনসাইড আউট' কিংবা জেমস বন্ডের 'স্পেকটার'-তো দেখেছেন।সাউথ প, ডোপ, এভারেস্ট, মার্টিয়ান্স, নামেও লিস্টের বাইরে দু-তিনটে মুভি আছে সুন্দর! কিন্তু জাননে কী এসব সুপারহিটে সিনেমার বাইরেও সারা বছর এমন বেশ কিছু সিনেমা রিলিজ হল যা আপনার সত্যি দেখা উচিত। শুধু বক্স অফিস সাফল্যের বিচারে নয় এসব সিনেমাগুলো অনেকদিন মনে রাখার তালিকায় ঠাঁই করে নিল!

১) স্পটলাইট (৯/১০)-শিশুদের উপর যৌন নির্যাতনের বিষয়ে করা সেরা সিনেমা হিসেবে বলা হচ্ছে টমাস ম্যাকার্থি পরিচালিত এই সিনেমা। ক্যাথালিক চার্চে কিছু পাদ্রীদের শিশুদের ওপর যৌন অত্যাচারের খবর ফাঁস করতে চাওয়া কিছু সাংবাদিকদের ঘটনা নিয়েই তৈরি এই সিনেমা। মনে করা হচ্ছে ২০১৬ অস্কারে সেরা ছবি হিসেবে এই সিনেমাই শেষ অবধি বাজিমাত করবে। ছবিতে অভিনয় করেছেন মাইকেল সুগার, স্টিভ গলিন, নিকল রকলিন, ব্লে পেগন ফাস্ট।

২) রুম (৮.৮/১০)-- একটা ঘরে বন্দি করে রাখা হয় এক মহিলা ও তার পাঁছ বছরের সন্তানকে। ছোট্ট ঘরে কোনও জানলা নেই। ঘরের ছাদের ওপর দিয়ে দেখা যায় শুধু এক টুকরো আকাশ। মা তার মধ্যেই বড় করে তোলে মেয়েকে। শেষ অবধি মে বন্দিদশা থেকে পালিয়ে যায়। বাকি গল্পটা জানতে পুরো সিনেমাটা দেখুন।



৩) দ্য ওয়াক (৮.৫/১০)--১৯৭৪ সালের ৭ আগস্ট। নানান বাঁধা আর বিপদ এড়িয়ে, স্ত্রীর অনুপ্রেরণায় ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের নর্থ ও সাউথ টাওয়ারের মাঝে ২০০ কিলোগামের একটি লম্বা তার তিনি বেঁধে নেন দলের সহায়তায়। উঠে দাঁড়ান ২৬ ফুট লম্বা আর ৫৫ পাউন্ড ওজনের ব্যালান্সিং পোল হাতে তারের উপর। টানটান উত্তেজনাময় এ ছবিটির মূল গল্প নেয়া হয়েছে ফিলিপ্পে পেটিট রচিত ‘টু রিচ দ্য ক্লাউড’ বইটি থেকে। ১৩০ মিনিট দৈর্ঘ্যের এ ছবিটি পরিচালনা করেছেন রবার্ট জেমেকিস। আর যৌথভাবে দ্য ওয়াক ছবিটি প্রযোজনা করছে ইমেজ মুভার ও ট্রিস্টার পিকচার্স।



৪) ক্যারোল (৮/১০)--প্যাট্রিশিয়া হাইস্মিথের উপন্যাস অবলম্বনে এই সিনেমা গল্প বলে ক্যারোল নামের এক নারীর, যে প্রণয়ে জড়িয়ে পড়ে একটি ডিপার্টমেন্টাল স্টোরের নারী কর্মীর সঙ্গে। পঞ্চাশের দশকের প্রেক্ষাপটে সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন ব্ল্যানচেট। সিনেমাটিতে তার প্রেমিকার ভূমিকায় দেখা যাবে রুনি মারাকে।রূনি মারা পুটু মারা মেয়েটা প্রতিটা সিনেমায় উদ্ভট সব ক্যারেক্টার করে, আমার ধারনা মেয়েটা ন্যাচারাল লাইফেও পাঙ্ক, সেই যে দ্য গার্ল উইথ আ ড্রাগন ট্যাটু থেকে শুরু হইছে!


৫) মি অ্যান্ড আর্ল অ্যান্ড দ্য ডায়িং গার্ল (৭.৫/১০)-অসাধারণ গল্প। ক্যান্সারে আক্রান্ত এক মহিলাকে জীবন দেখাতে এক তরুণের কাহিনি।


প্রতিটা সিনেমা পাইরেট বে কিংবা কিক এসে আছে। লিঙ্ক দিব না, সব কিছু দিলে কেউ কিছু নিজে করতে শেখে না।

মন্তব্য ১৫ টি রেটিং +১১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৪:৩৯

মেহেদি হাসান মানিক বলেছেন: ভাল লাগল

২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ ভোর ৬:২৭

নীল বরফ বলেছেন: চমৎকার শর্ট রিভিউ ভাইয়া। ভালো ভালো মুভি'র সন্ধান দেবার জন্যেও ধন্যবাদ। আমিও স্পটলাইট কে এ বছর আগিয়ে রেখেছি অস্কার দৌড়ে এখন পর্যন্ত। ভাল থাকবেন। :)

৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:০২

অশ্রুকারিগর বলেছেন: ৫নং টাই শুধু দেখা। বাকিগুলো দেখে ফেলতে হবে। ১,২ এর নামই শুনিনি আগে ! ধন্যবাদ !

৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: পড়ে গেলাম ।

৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:১০

রক্তিম দিগন্ত বলেছেন: স্পটলাইটই অস্কার পাবে। ঐসব মুভিগুলো হিট করে না। কিন্তু সমালোচকরা পছন্দ করে।

ভালো পোষ্ট

৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

অগ্নি সারথি বলেছেন: একটাও দেখা হয় নাই। শর্ট রিভিউ ভাল হয়েছে।

৭| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩১

সুমন কর বলেছেন: ৩ ও ৪নং সম্পর্কে জানা ছিল এবং দেখবো।

বাকিগুলোও তালিকায় রাখলাম। রিভিউ ভাল হয়েছে।

৮| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:৩৯

নীল আকাশ ২০১৬ বলেছেন: সমকামিতাকে প্রমোট করে, এমন কোন মুভির রিভিঊ দয়া করে করবেন না - যদিনা নেগেটিভলি দেখানো হয়!

৯| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৩

সত্যচারী বলেছেন: আ্যনিমেশন মুভি 'হোম' দেখতে পারেন। আমার মনে হয় ইনসাইড আউটের চেয়ে একশোগুন ভালো হইসে।

১০| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৮

আহসানের ব্লগ বলেছেন: রূনি মারা পুটু মারা মেয়েটা প্রতিটা সিনেমায় উদ্ভট সব ক্যারেক্টার করে :-&

১১| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৫৭

লিও কোড়াইয়া বলেছেন: লেসবিয়ান লাভ স্টোরী নিয়ে এতো ছবি হয় কেন? মুভিগুলো দেখার আগ্রহ পেলাম। দেখবো আশা করি।

১২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:০৫

রিকি বলেছেন: অল্প কথায় সিনেমার কাহিনী অসাধারণ স্টাইলে ব্যক্ত করার জন্য আপনি একধাপ এগিয়ে থাকবেন ভাই। :-B

৩০ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:০৮

সানড্যান্স বলেছেন: ইউ গট মি ড্যুড! থ্যানক্স

১৩| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:৩১

রুদ্র জাহেদ বলেছেন: মুভি নিয়ে চমৎকার পোস্ট।একটাও এখনো দেখা হয় নাই :-B
+++

১৪| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৬

রিয়াদ হাকিম বলেছেন: আহসানের ব্লগিং বলেছেন: রূনি মারা পুটু মারা মেয়েটা প্রতিটা সিনেমায় উদ্ভট সব ক্যারেক্টার করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.