নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন?!

০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১০:১২

ঘড়ির কাটার আওয়াজে একটা মাদকতাময় সৌন্দর্য্য আছে।
যাদের রুমে ওয়ালক্লক গুলো আছে তারা আরো বেশী করে টের পাবেন! কোয়ার্টয লেখা আমার রুমের এরকম একটা ওয়াল ক্লক। বেশ অত্যাচার এর ঝড় পাড়ি দিয়েছে ক্লকটা। রাগের মাথায় একবার ঘুষি মেরে কাচ হাল্কা নাড়িয়েও দিয়েছিলাম। পরে আবার আদর করে একটা বাউন্সার স্টিকার লাগিয়েদিয়েছিলাম। আমি সিগারেট, লাইটার চকোলেট ছাড়াও স্টিকার খুব ভালোবাসি! আমার কাছে এনিমেটেড কার্টুন, সুপার হিরো এর স্টিকার ও আছে। যাহোক, ঘড়িটা বছর দুই ধরে হটাত পাগলাটে হয়ে গেল। হঠাত দেখি একদিন একঘন্টা আগায়ে গেসে! আবার আরেকদিন দেখি ঠিক এক ঘন্টা পিছায়ে গেসে। উল্লেখ্য আমার এবসেন্সে আমার রুমের কোন কিছু কেউ টাচ করবে না। আমি ভাবলাম হয়ত ব্যাটারীটা বিগড়েছে! নতুন ব্যাটারী এনে লাগালাম। অনেক পুরনো ঘড়ি, কত সহস্র পরীক্ষার রাত আমাকে সাহস জুগিয়েছ

-পিকচার আভি বাকি হ্যায় মেরে দোস্ত!


ভাড়া বাসায় থাকতাম যখন, ইন্টার ফার্স্ট ইয়ার হবে। দেশে তখনো এফ টিভি ডিশে দেয়। আমি ছিলাম ডে-বয়! রাতের বেলা সবাই ঘুমিয়ে পড়লে মনিটরে টিভিকার্ড দিয়ে সেই যে এফটিভি দেখতাম! উফফ!! ভোর কেন তুমি নারীর মত সুন্দর! সকালে মাঝে মাঝে দু একবার গীটার বাজিয়ে শাওয়ার নিয়ে, ছোট্ট ন্যাপ দিয়ে সোজা কলেজ! দিন গুলো খুব মজার ছিল! আবার ঘড়ির কথাটা বলি, আমি সকালে চোখ খুলে চোখের কোনায় দেখি কয়টা বাজে। দেন উঠি!

প্রফের সময় কত বীভতসা ভাইবা প্রস্তুতির নির্মমতার সময়ের সে টিক টিক করা বন্ধুটার মায়া ত্যাগ করতে হবে আজ, বুকটা মোচড় মারছে, জড় বস্তুর সাথে অসম ভালোবাসা কি করে জন্মায়, নাকি পুরোটাই ব্যবহারের আদলে মায়া!?

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৬ সকাল ১১:৪২

বেগুনী ক্রেয়ন বলেছেন: এত ভালবাসা'র ঘড়ি থাক না, ভেতরের পার্টস টা পাল্টে নিতে পারেন।

২| ০৩ রা মার্চ, ২০১৬ দুপুর ২:০০

দিগন্ত জর্জ বলেছেন: জড় বস্তুর সাথে অসম ভালোবাসা কি করে জন্মায়, নাকি পুরোটাই ব্যবহারের আদলে মায়া!? ভাবনার বিষয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.