নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

আমার রুমে একটা হলদে বাতি জ্বলে!

২৫ শে মে, ২০১৬ সকাল ৮:৩৩



আমার রুমে একটা হলদে বাতি জ্বলে
ফিলিপস, ষাট ওয়াটের উজ্জ্বলতায়
সে হলদে বাতি ইশারা করতে জানে
আর পোড়ে, চোখ ঝলসানো কয়েলে
একটা হলদে বাতি জ্বলে...


পেটের দায়ে এসেছিলাম, দেশান্তর হইনি
ঢাকা বিভাগ ছেড়েছি সবে
চাকর যুবক জীবন, পোড় খাওয়া
চিতায় ওঠা, পুরো ইশারাবিহীন
যুবক জীবন জ্বলে!


আচ্ছা, হলদে বাতিটি কি পোড়ে?
বিদ্যূত আর জেনারেটর ছোবলে?
সে কী নীল হয়? বৈদ্যুতিক দংশনে?
নাকি জ্বলে, আলো দেয়
আর সুইচ টিপলে নেভে!


উজ্জ্বল চোখ ধাধাঁনো আলোতে
একটা হলদে বাতি
আমার রুমে জ্বলে!


পূর্ণ যৌবন নিয়ে সে উজালা!
জ্বলে আর নেভে!
এ জীবনের সুইচ খুজঁছি, অন্ধকারে,
লোডশেডিং এ, অন্ধের মত হাতড়ে!


একটিবার টিপে দিলে নিভে যেত,
সব মুছে যেত তোমার উজ্জ্বলতা
ভুলে যেত তীব্রতা!


একটা হলদে বাতি জ্বলছে, ষাট পাওয়ার...


সান ড্যান্স
২২/০৫/১৬, রাত ৩.৩০
শমসের নগর রোড, মৌলভীবাজার

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৫ শে মে, ২০১৬ দুপুর ২:৩৪

শামছুল ইসলাম বলেছেন: খুবই চমৎকার কবিতা।

একটু দর্শনের ছোঁয়া পেলাম।

ভাল থাকুন। সবসময়।

২| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৩:১৪

বিজন রয় বলেছেন: সুন্দর।
+++

৩| ২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনি কি এখন দেশে । বেশ লিখেছেন ।
আপনার রুমে হলদে বাতি জ্বলছে
আমার রুমে সংসার বাতি জ্বলছে ।

ভাল থাকবেন সুপ্রিয় ব্লগার ।

৪| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

বিদ্রোহী ভৃগু বলেছেন:

এ জীবনের সুইচ খুজঁছি, অন্ধকারে,
লোডশেডিং এ, অন্ধের মত হাতড়ে!

একটিবার টিপে দিলে নিভে যেত,
সব মুছে যেত তোমার উজ্জ্বলতা
ভুলে যেত তীব্রতা!

বাহ! দারুন ভেবেছেনতো!
কবিতায় ভাললাগা ++++++++

৫| ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:৪৭

অদৃশ্য বলেছেন:



ভালো লাগলো...

শুভকামনা...

৬| ২৬ শে মে, ২০১৬ দুপুর ১:১২

সিক্ত শ্রাবণ বলেছেন: অনেক সুন্দর তো! ভালো লাগলো।

৭| ২৪ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৩৩

সিগনেচার নসিব বলেছেন: কবিতায় জীবন জীবন কবিতা
অনিঃশ্বেস শুভেচ্ছা নিবেন কবি

৮| ২৩ শে আগস্ট, ২০১৬ রাত ৮:১৫

তাওহীদ পলাশ বলেছেন: ভালো লাগলো...
শুভ কামনা।

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৫

শমীক বন্দ্যোপাধ্যায় বলেছেন: বেশ ভালো

১০| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.