নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

কিছু কালজয়ী ফটোগ্রাফি ও ছোট্ট করে বাহাইন্ড দ্য সিন ...

১৭ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩১

পৃথিবীতে কিছু কাল-পুরষ্কার-সমালোচক হৃদয়জয়ী ছবি নিয়ে এই ব্লগ। ছবি গুলো এবং তার পেছনের ছোট্ট গল্প সব ই নেট থেকে সংগ্রহ করা, ব্যাপারগুলো আপনার কিওরিসিটি জাগাতে বাধ্য! আপনাদের নিরাশ করবো না, কথা দিচ্ছি।

তো আমরা শুরু করি-

ষাটের দশকের মধ্যভাগ পর্যন্ত পৃথিবীতে অনেক জায়গায় আফ্রিকার কালো মানুষ দের মানুষ হিসেবে গণ্য করা হত না। তাদের কে চিড়িয়াখানার আকর্ষণ হিসেবেও রাখা হত! সত্য বড় নির্মম, তাদের কে তখনো কিটপতংগ এবং শৈবাল হিসেবে ট্রিট করা হত! তাদের হত্যা করা কোন অপরাধ ছিল না!


নিচের ছবিতে দেখা যাচ্ছে হিটলারের হাতে হাত ধরে আছে হিটলারের বিখ্যাত কমান্ডার গোয়েবলস এর মেয়ে হেলগা গোয়েবলস। এই নিষ্পাপ শিশুটির জন্ম এবং বেড়ে ওঠা দুইই নাজী হৃদয়ের মাঝে। মেয়েটি হিটলারের আত্নহত্যার দিন নিজ পিতা-মাতার হাতে মৃত্যুবরণ করে।


পরের ছবিতে শিশুটির নাম আজিম শালা। কাটাতারের ভেতর দিয়ে তাকে পরিবারের কাছে পৌছুনো হচ্ছে। আলবেনীয়ার কুকস ক্যাম্পে যখন হাজার হাজার কসোভীয় আশ্রয় নেয়, তখনকার সময়ের ছবি।


তেসোরা সেপ্টেম্বর, ২০১৫ তে এক মধ্যপ্রাচ্যের ইমিগ্রান্ট প্রত্যাশী পরিবারের উপর হাঙ্গেরীয় পুলিশের নির্যাতনের ছবি। হাংগেরীর বিস্কে তোলা এই ছবিটি মিডল ইস্ট ক্রাইসের উদাহরণ। দ্য নিউ ইয়র্ক টাইমস যৌথভাবে সেবছরের ব্রেকিং নিউজের ছবির ক্যাটাগরীতে পুলিতজার জিতে নেয় এই ছবিটি দিয়ে


নভেম্বর ২২, ২০১৪, ইন্দোনেশীয়াতে তে তোলা এছবিটিতে কিছু বার্মিজ এবং থাই জেলেদের বিশ্রামরত অবস্থায় দেখা যাচ্ছে। কমার্শিয়াল সী ফুড এর জন্য নিয়োগকৃত শ্রমিক দের অমানবীয় শ্রমদাসের জীবন ডকুমেন্টেশন এর এই ছবিটি পুলিতজার প্রাপ্ত

বার্ধক্যের কারণে স্মৃতিভ্রস্ট প্রেমিকা কে নতুন করে এলফ্যাবেট শেখাচ্ছেন প্রেমিক!


একটা কিডনী লাগবে, প্রিয়তমা যে অসুস্থ!!

কোরিয়া যুদ্ধের সময় ক্রস ফায়ারে মা কুকুর টি নিহত হলে, জনৈক আমেরিকান সোলজার মেরিন সার্জেন্ট ফ্রাঙ্ক পেইতর ড্রপারে করে দুধ খাওয়াচ্ছে মা কুকুরের সন্তান কে!

স্পেনের এক পাগলাগারদের মাঝে তোলা নীচের ছবিটি

এ ছবিটি বেশ মজার। যক্ষাক্রান্ত মা কে ডক্টর স্ট্রিক্ট বেড রেস্ট দেয়াতে, রবিবার বিকেলে পরিবারের সাথে হাটতে বেরুনোর সময়েও বেড কাছ ছাড়া করেননি মা!


ফিলাডেলফিয়ার মানসিক হাসপাতালের ভায়োলেন্ট ওয়ার্ড এর একটি দৃশ্য


ছবিতে দড়ির ফাসে ঝুলন্ত অবস্থায় দেখা যাচ্ছে ফরেন্সিক বিজ্ঞানী ডা নিকোলাই কে, যিনি বিজ্ঞানের সেবায় এই আত্মাহুতি দিয়েছিলেন। স্টেট স্কুল অফ সায়েন্স, বুখারেস্ট এর এই বিজ্ঞানী ফাসঁ লাগিয়ে হত্যা এবং আত্মহননের উপর গবেষণা করতে গিয়ে মৃত্যুবরণ করেন।

নিজের অপ্রাপ্তবয়সী সন্তান কে কুকুরের খাচায়ঁ গলায় বেল্ট পরিয়ে নগ্নভাবে রাখার দায়ে গ্রেফতার কার্লা নামের ৩১ বছর বয়সী এক নারীর ছবি, ব্যাপারটা প্রথম আবিষ্কার করেন তার ই এক প্রতিবেশী। কার্লা নিজের সন্তান দের মাঝে একজন কে গ্রেফতারের আগেই রান্না করে খেয়ে ফেলে

১৯৬৯ সালে দুর্ভিক্ষ পীড়িত আফ্রিকার এক অঞ্চলের কিছু শিশু

২০০৬ সালের এক ভ্রমণে কেনিয়ার ঐতিহ্যবাহী পোশাকে বারাক ওবামা

২৭ বছর কারাভোগের পর মুক্ত ম্যান্ডেলা

ভিয়েতনাম যুদ্ধে মার্কিন বাহিনীর নাপাম বোমার নির্মমতা


মার্চ ত্রিশ, ১৯৮০ সালে এসাসিনেটেড হন মার্কিন প্রেসিডেন্ট রোন্যাল্ড রিগ্যান। ওয়াশিংটন হিল্টন হোটেলের সামনে ঘাতক জন হিঙ্কলে জুনিয়রের গুলিতে বুলেট বিদ্ধ হন প্রেসিডেন্ট সহ আরো তিন ব্যক্তি। হামলার সাথে সাথেই প্রেসিডেন্ট কে ছুড়ে ফেলা হয় লিমুজিনের মাঝে, কাশির সাথে রক্ত উঠে আসলে মি রিগ্যান বুঝতে পারেন ঘাতকের বুলেট তার লাংস ফুটো করে দিয়েছে

৩১ অক্টোবার ১৯৮৪ সালে নিজ দেহরক্ষীদের হাতে খুন হন ইন্ডিয়ার প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। খুনীদের প্রতি প্রতিশোধপরায়ণ হয়ে ইন্ডিয়ার আর্মি জোর করে এক শিখ মন্দিরে ঢুকে পড়ে। ছবিটি তার শব দাহের আগের, এই ছবি পরবর্তীতে এন্টি শিখ ধারণার জন্ম দেয় যার শিকার হয় হাজারো শিখ, যাদের জীবন্ত পুড়িয়ে হত্যা করা হয়েছিল সাম্প্রদায়িক দাঙ্গায়


তিয়েনমান স্কয়ারে ম্যাসাকারের সবচাইতে আইকনিক ছবি


কঠিন সেপারেশন ভেঙ্গে দুই দশক পরে একত্রিত হয় দুই জার্মানি নয় নভেম্বর, ১৯৮৯ সালে। কড়া শত্রু থেকে বন্ধুতে পরিণত হয় দুই দেশ, কিন্তু সুস্পস্ট নির্দেশনা না থাকায় কিংকর্তব্যবিমূড় হয়ে পড়ে দুই দেশের সীমান্তরক্ষীরা


চেরনোবিল দুর্যোগে নিউক্লিয়ার এক্সপ্লশনে একটি বাড়ির ছবি


কালজয়ী মেরিলিন মুনরো

টাইটানিক ডোবার পরের দিনের পত্রিকা

মার্লবোরো সিগারেটের কালজয়ী মডেল, আদৌ এই চেহারার কেউ ছিলেন না। একে দ্য মার্লবোরো ম্যান বলা হয়ে থাকে।

গ্রেট বৃটেনের সাবেক কিং এডোয়ার্ড সেভেন এর একমাত্র কালার ফটোগ্রাফ, তার পরনে হাইল্যান্ডার পোশাক।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানি ইম্পেরিয়াল ফোর্সের হাতে বন্দি এবং খুন হন অস্ট্রেলিয়ান সার্জেন্ট লিওনার্ড সিফ্লিট। ভাইস এডমিরাল মিচাকি কামাদার অর্ডারে তাকে আরো দুই ব্যক্তিসহ নিউ গিনিতে টর্চার করে শিরোচ্ছেদ করা হয়

সদ্য বিবাহিত এবং সদ্য বিধবা হওয়া বড়ভাইয়ের বউ এর সাথে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই জ্যাকি কেনেডি, যে এফ কে এর ফিউনারেল এর দৃশ্য


লাইফ ম্যাগাজিনের সর্বাধিক কন্ট্রোভার্শিয়াল কাভার এর একটি।ভিয়েত্ নাম যুদ্ধের প্রতিকী প্রতিবাদে দেয়া কাভার, যা পরবর্তীতে সেই যুদ্ধের বিরুদ্ধে জনমত তৈরিতে বিশাল ভুমিকা রেখেছিল [img|http://s3.amazonaws.com/somewherein/pictures/sundance/sundance-1468778284-407703c_xlarge.jpg

দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মান বাহিনীর পোল্যান্ড আক্রমনের ছবি

সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের সাথে কালজয়ী গায়ক এলভিস প্রিসলী

জোসেফ স্ট্যালিনের একটি ক্যান্ডিড ইমেজ

১৯৬৪ সালে মোহাম্মদ আলি এবং লিস্টনের ফাইটিং ম্যাচের দৃশ্য, সে ম্যাচে আলী চ্যালেঞ্জ ডেকেছিলেন লিস্টন কে। চার নং রাউণদের সময় ক্লে বা আলী কম্পলেন করেন ফাইটের সময় লিস্টন কোন কিছুর মাধ্যমে তার চোখে জ্বালা পোড়া তোরি করছেন, পরবর্তীতে সন্দেহের খাতিরে আলীই জয়ী হন, বলা হয় লিস্টনের কেটে যাওয়া অংগ থেকে রক্ত গিয়ে আলীর চোখের ভিজ্যুয়ালিটি হ্যাম্পার করছিল।

পরে, একবছরের মাথায় লিস্টন চ্যালেঞ্জ করলে আলী তার জবাব দিতে রিং এ ওঠেন, প্রথম রাউন্ডের মাঝামাঝি সময়েই লিস্টন ধরাশায়ী হন আলির হাতে, ছবিটি খেলাধুলার ফটোগ্রাফীতে , সেঞ্চুরীর গ্রেটেস্ট ছবি হিসেবে স্থান পায়

আপেলের মাঝ দিয়ে বুলেট যাওয়ান নান্দনিক দৃশ্য

১৯৪০ সালে, আইফেল টাওয়ার, প্যারইস, ফ্রান্সে হিটলার, সাথে তার প্রিয় স্থাপত্যবিদ এলবার্ট স্পিয়ার এবং প্রিয় ভাস্কর আর্নো ব্রেকার (ডানে), ব্রেকার স্থাপত্যে তদকালীন নাজি জাতীয়তাবাদ প্রকাশ পেত


১৯৬০ সালে লন্ডনের একতি ছবি তোলার সময় ক্যামেরা নিয়ে ব্যস্ত ফটোগ্রাফার ব্রেট ওয়েস্টন

মন্তব্য ২২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ২:১৯

প্রবাসী পাঠক বলেছেন: আপেলের ছবিটা প্রথম দেখলাম।

পোস্টে লাইক।

২| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৩:২৭

বৃতি বলেছেন: খুব সুন্দর ছবি ব্লগ-- প্রত্যেকটা ছবি যেন কথা বলছে। শেয়ারের জন্য থ্যাংকস।

৩| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৩:৪২

শেয়াল বলেছেন: খুব বেশ ভাল পোস্ট ।

৪| ১৮ ই জুলাই, ২০১৬ ভোর ৪:০৬

সোহানী বলেছেন: প্রতিটি ছবিই অসাধারন, শুধু মানব অত্যাচারের ছবি যে একই :(

৫| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৪

পুলহ বলেছেন: খুব ভালো লাগলো আপনার পোস্ট। সোহানী আপুর কমেন্টের সাথে সুর মিলিয়ে বলি- প্রতিটি ছবিই অসাধারন, শুধু মানব অত্যাচারের ছবি যেরকম এক, ভালোবাসার ছবিগুলোও সার্বজনীন!

"লাইফ ম্যাগাজিনের সর্বাধিক কন্ট্রোভার্শিয়াল কাভার এর একটি।"-- এ ছবিটা বোধহয় আসে নি, নাকি আমিই দেখতে পারছি না কে জানে!
ভালো থাকবেন ভাই। পোস্ট প্রিয়তে

৬| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩৫

ঢে্উটিন বলেছেন: অসাধারারন সব ছবি। পোষ্টে লাইক।

৭| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৪

আহলান বলেছেন: ছবি ও বর্ণনা .. চমৎকার পোষ্ট

৮| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

অপু তানভীর বলেছেন: পোস্টে পিলাস !

৯| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: পিলাস!

১০| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪২

জেন রসি বলেছেন: কিছু ছবি ইতিহাসকে চোখের সামনে তুলে আনে। তেমন কিছু ছবি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে। :)

১১| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

সুমন কর বলেছেন: চমৎকার সব ছবি এবং কিছু কথা মিলিয়ে, পোস্ট ভালো লাগল।

১২| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫৪

ক্লে ডল বলেছেন: ছবির সাথে বর্ণনা মিলেমিশে পোষ্টটিকে প্রাণবন্ত করে তুলেছে!

১৩| ১৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: দারুন এক ফটোব্লগ!!!!!!!!!!!!!!!!!!!!

অতুলণীয় :)

++++++++++++

১৪| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১০

আমি ইহতিব বলেছেন: ছবি ও সাথে ইতিহাস, দারুন।
আপেলের ছবিটি বেশী দারুন।

১৫| ২৯ শে জুলাই, ২০১৬ রাত ১:০৬

হুমায়ুন তোরাব বলেছেন: প্রিয়তে নিলাম দাদা ।

১৬| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:০৫

মাদিহা মৌ বলেছেন: অসাধারণ সব ছবি! কিন্তু কিছু কিছু ছবি কি অদ্ভুত সময়ে তোলা। গলায় দড়ি দিয়ে আত্মহত্যার ছবিটা, কিংবা শিরোচ্ছেদের ছবিটা - এসব সময়ে কি ছবি তোলার সিচুয়েশন থাকে?

১৭| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৯:১২

সোহাগ সকাল বলেছেন: এত ছবি পাইলেন কই! ফাঁসির গবেষকের আত্মাহুতি ব্যাপারটা বুঝলাম না। উনি কি সেচ্ছায় আত্মাহুতি দিয়েছেন নাকি এক্সিডেন্ট?

১৮| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: পাগলা গারদের ছবিটা কি কোন শিশুর?

১৯| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:০০

সাদা মনের মানুষ বলেছেন: আপেলের মাঝখান দিয়ে বুলেট যাওয়ার দৃশ্যটা আমার কাছে অস্বাভাবিক লেগেছে, যেদিক দিয়া বুলেটটা ঢুকেছে সেদিক দিয়া ভেতরে ডুকে যাওয়া উচিৎ ছিল, তাছাড়া ঢোকা এবং বের হওয়া দুটোর রিফ্লেক্স একই সাথে হওয়াটাও সমিচিন নয় (গেয়ানী কতার ইমো হবে)

২০| ০২ রা আগস্ট, ২০১৬ দুপুর ১:০৫

সাদা মনের মানুষ বলেছেন: নিজের অপ্রাপ্তবয়সী সন্তান কে কুকুরের খাচায়ঁ গলায় বেল্ট পরিয়ে নগ্নভাবে রাখার দায়ে গ্রেফতার কার্লা নামের ৩১ বছর বয়সী এক নারীর ছবি, ব্যাপারটা প্রথম আবিষ্কার করেন তার ই এক প্রতিবেশী। কার্লা নিজের সন্তান দের মাঝে একজন কে গ্রেফতারের আগেই রান্না করে খেয়ে ফেলে ............ভয়ঙ্কর তথ্য

২১| ২৩ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:২৩

কাকা ঠাকুর বলেছেন: বাঙালের কোন ছবি নাই । দুদান্ত কালেকশন

২২| ২৩ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: চৎকার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.