নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

মুর্খ শুমারী!

১৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:৫৬



দিন কয়েক আগে ঝাকানাকা একটা স্ট্যাটাস দেখছিলাম, বেশ ভাল রকম জ্ঞাণ সমৃদ্ধ, গল্পটা শুনি, চলেন!

রাজ্যে গোপালের জনপ্রিয়তা দেখে, হিঙ্গসে তাকে জব্দ করার ফন্দি আঁটলেন! মহারাজ গোপাল কে নির্দেশ দিলেন পাচ জন পিওর মূর্খ মানুষ নিয়ে আসতে হবে রাজ দরবারে! নচেৎ গোপালের মুন্ডু শরীর থেকে আলাদা করে ফেলা হবে!


নির্দিষ্ট দিনে গোপাল দুইজন মূর্খ সহ রাজার দরবারে হাজির, মহারাজ এর খুশি আর ধরেনা, তাহলে এবার ন্যায়সঙ্গত ভাবেই গোপাল কে আচ্ছা মতন ঢিট করা যাবে! রাজামশাই বললেন, ওহে গোপাল আমিতো তোমাকে পাচঁ জন মূর্খ আনতে বলেছিলাম, তুমি কেবল দুজন নিয়ে কোন সাহসে এখানে এসেছ?

গোপাল ভ্রু কুচকে মহারাজ কে জবাব দেয়, মহারাজ! আমি চিন্তা করে দেখেছি রাজ্যে আমার চাইতে নির্বোধ কিংবা মূর্খ আর কেউ নেই! মহারাজ বললেন, তোমাকে সহ ও তো মোটে তিনজন হচ্ছে! গোপাল মৃদু হেসে বলে


রাজ্যের অতীব গুরুত্ব পূর্ণ কাজ বাদ দিয়ে এরকম মূর্খ খোজাঁর মত মিনিংলেস কাজ এর আদেশ যে দিতে পারে, তার সাথে কি অন্য কারু মূর্খতার তুলনা হয়?


মহারাজ বিব্রত অবস্থা কাটিয়ে এহে হে হে করে হেসে বলেন, তবুও তো গোপী চার জন হল, পাচ নং?

গোপাল সহ্যাস্যে জবাব দেয়, ফেসবুকের নিউজফীডে যে ব্যক্তি তার মূল্যবান সময় নষ্ট করে এই ফালতু কৌতুক পড়ছে!!

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৬ রাত ১:৪৭

ফেরদৌসা রুহী বলেছেন: :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.