নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আসসালামু আলাইকুম\nআমি আপনাদের সান ড্যান্স aka স্যাম রহমান :)

সানড্যান্স

এই যে ব্যাস্ততা বাড়ছে, এই যে নিকোটিন!জ্বালিয়ে দেয়া সিগারেটে ধোয়াচ্ছন্ন বেডরুমপ্রতিদিন ভাল্লাগেনার ছাই জমে এস্ট্রেতেব্যাস্ততার কালচে লাইটার, এই যে অলস ঘুম!এক কপি স্বপ্ন আসে সৌজন্য কপি হয়েসারারাত ঘুমিয়ে থাকি প্রচ্ছদে হাত বুলিয়ে।কাশাফাদৌজা নোমান

সানড্যান্স › বিস্তারিত পোস্টঃ

পর্ণোগ্রাফীর টুকিটাকি-৬

২৪ শে আগস্ট, ২০১৬ রাত ৯:১৫

আপনাদের ব্যাপক আগ্রহে এই সিরিজ চলছে, গত পাচঁ পর্বের লিঙ্ক বরাবর এর মত দেয়া হয়েছে। পর্ণোগ্রাফীর ব্যাপারে জিনিস গুলো আসলে সবার জানা দরকার, কারণ এতে শুধু মাত্র ক্ষতি ছাড়া লাভ তেমন নাই! আশা করি আপনারা শেয়ার করে নিজেদের বন্ধুবান্ধব কে জানাবেন, কারণ নেট ইউজ করে প্রচুর মানুষ এই পর্ণোগ্রাফে আসক্ত!

গত দিন আমি আপনাদের বেশ কিছু ক্ষতিকর দিক তুলে ধরেছিলাম, আজ আশা করি আরো কিছু আপনাদের জানাতে পারব।অনেকের মতে পর্ণগ্রাফী সেক্স এডুকেশনের একটা অজুহাত, আসলে সেক্স এডুকেশন বলে অনেকে এই ব্যাপারটার বৈধতা দেয়ার চেস্টা করলেও এই জিনিসে আপনার ক্ষতি ছাড়া লাভ নেই। অনেকে আবার বলেন, পর্ণোগ্রাফী বিবাহিত জীবনের দাম্পত্য কে সুখী করে, ব্যাপারটা আপাদ মস্তক এক ভুল! গবেষক দের মতে পর্ণোগ্রাফীর অতিরিক্ত ব্যবহার আপনাকে উলটো দাম্পত্য জীবনে সংগীর প্রতি নিরুৎসাহিত করে। খুব কম সঙ্গী ই এধরণের বিশয় পছন্দ করেন। যৌন ক্রিয়ার সময় পর্ণ মুভিতে দেখা ফ্যান্টাসি কে বাস্তবতার সাথে মিলাতে যেয়ে অনেকেই চূড়ান্ত রকম হতাশ হয়ে পড়েন!

আরো বিশদভাবে বলতে গেলে, পর্ণো গ্রাফি আপনার এবং আপনার সংগী দুজনের ই -সেলফ স্টিম কে আঘাত করে। আসক্ত ব্যক্তিদের মনে হয় তার স্ত্রী তাকে সঠিক এবং পুরোপুরিভাবে যৌন তৃপ্তি দিতে পারছে না। যার ফলশ্রুতিতে একটি স্বাভাবিক দাম্পত্য জীবনে সুখ হীনতায় ভোগে!

এরপরে আসি আর্থিক ক্ষতির দিকে, আগেই বলেছি বাতসরিক প্রায় ১২ বিলিয়ন ডলারের ব্যবসা করে এই ইন্ডাস্ট্রি! এটা আমেরিকার হিসাব, এখন এই টাকা কোথা হতে আসে? এই টাকা আমি-আপনিই কিন্তু খরচ করে থাকি! যে তাকা ফ্যামিলির পেছনে খরচ করার কথা, সেই টাকা ব্যয় করা হয় এই নোঙ্গরা পর্ণোগ্রাফীতে!

এক হিসাবে দেখা যায়, পাচ বিলিয়ন ইউ এস ডলার ওয়ার্কিং আওয়ার এর সমপরিমান অর্থ আমেরিকায় ব্যায় হয় এই সাইবার পর্ণের ক্ষেত্রে! সকাল ৯টা থেকে ৫টার অফিস আওয়ারেই আদান প্রদান হয় সত্তুরভাগ পর্ণের! মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি চার জনে একজন মানুষ কর্ম ক্ষেত্রে এধরণের ওয়েবসাইটে ঢোকার জন্য চাকুরী হারান!


বিজনেস উইকের এক হিসাব অনুযায়ী, ইন্টারনেট কানেকশন আছে এমন সব অফিসের শতকরা ৪৪ ভাগ কর্মচারী মার্চ, ২০০৪ সালে অফিস থেকে এক্স রেটেড ওয়েবসাইটে ঢোকার কথা স্বীকার করেন!


ধর্মীয় দৃষ্টি কোন থেকেও পর্ণোগ্রাফী আমাদের ক্ষতি করে যাচ্ছে! মোটামুটি সব ধর্মেই পর্ণোগ্রাফী নিষিদ্ধ, গবেষণায় দেখা যায় পর্ণোগ্রাফী আপনার বিশ্বাস ও আপনার মাঝে দূরত্ব তৈরি করে। পর্ণোগ্রাফী আপনার প্রার্থনায় বাধাঁ দান করে, ইবাদতে বিঘ্ন ঘটায়, বাইবেলে বলা হয়

1 peter 3:12
For the eyes of the lord are on the righteous
And his ears are open to their prayers.
But the face of the lord is against those who do evil!

সৃষ্টিকর্তার চোখ আপনার প্রয়োজনের দিকে, তার কান আপনাদের প্রার্থনার জন্য উন্মুক্ত! কিন্তু যারা খারাপ কাজ করেন, তাদের দিক থেকে তিনি মুখ ঘুরিয়ে রাখেন!

Psalm 66:18
if i regard iniquity in my heart, The lord will not hear.

আমার হৃদয় অপরিষ্কার থাকলে, সৃষ্টিকর্তা আমার প্রার্থনা শুনবেন না!

তাই আপনি যখন ই পররণ দেখা শুরু করলেন, ঠিক তখন ই আপনার এবং সৃষ্টিকর্তার মাঝে একটি দেয়াল তৈরি হল!

Proverbs 23:7
For as he think in his heart, so is he: Eat and drink, saith he to thee; but his heart is not with thee.

একজন মানুষ ঠিক সেরকম, যেরকম সে নিজের হৃদয়কে তৈরি করেছে, এবং সেভাবেই সেখায়, পান করে!

তাই নিজে যদি কেউ খারাপভাবে চিন্তা করে, তাহলে সে আসলেই করাপ্ট বা দূর্ণীতি গ্রস্থ! আপনি জানেন কি, পর্ণ দেখতে দেখতে একজন মানুষ স্বাভাবিক যৌণ ক্রিয়ার প্রতি উদাসীন হয়ে পড়েন!

1 Timothy 4:2
speaking lies in hypocrisy, having their conscience seared with a hot iron, ASV. through the hypocrisy of men that speak lies, branded in their ...


আসলেই একজন মানুষ যখন পর্ণোগ্রাফীতে আসক্ত হয়, তখন সে একটি ভয়াবহ দুনিয়ায় প্রবেশ করে!

Hebrews 6:4-6
It is impossible for those who have once been enlightened, who have tasted the heavenly gift, and have become partakers of the holy spirit and have tasted the good word of the God and the powers of the age to come, if they fall away, to renew them again to repentance, since they crucify again for themselves the son of God and put him to an open shame!

এখন আপনি বলতে পারেন কেন পর্ন দেখবেন না? কোরান থেকে শুরু করে যাবতীয় আসমানী কিতাবেই মানুষ কে তার লজ্জা স্থানের হেফাযত করতে বলা হয়েছে।

(চলবে)
পর্ণোগ্রাফীর টুকিটাকি-৫

পর্ণোগ্রাফীর টুকিটাকি-৪

পর্ণোগ্রাফীর টুকিটাকি-৩

পর্ণোগ্রাফীর টুকিটাকি-২

পর্ণোগ্রাফীর টুকিটাকি-১

মন্তব্য ৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৪ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৫

চিন্তিত নিরন্তর বলেছেন: আপনার লেখাগুলোকেই সেক্স এডুকেশন বলা যায়। আশা করি সবারই উপকারে আসবে।

২| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:৫৮

আলগা কপাল বলেছেন: সেক্স এডুকেশনের নামে বর্তমানে স্কুলের পাঠ্যবইয়ে যা দেওয়া হয়েছে তাতে.........

৩| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৮:০৫

মোঃ মঈনুদ্দিন বলেছেন: সেক্স ভিডিও বা সেক্স কন্টেন্ট নির্ভর সাইট গুলো একটা মরণ ব্যধিতে পরিণত হয়েছে। বোধহয় এর থেকে মুক্তি নেই কেবল ধ্বংস ছাড়া। আপনার পোস্টটি সার্থক হবে যদি মানুষ তা উপলব্ধি করতে পারে। ধন্যবাদ।

৪| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৪

গোফরান চ.বি বলেছেন: খুব ভালো লিখেছেন ব্রো । শুভেচ্ছা রইলো ।

৫| ২৫ শে আগস্ট, ২০১৬ রাত ১০:০৯

আমি তুমি আমরা বলেছেন: একজন মানুষ যখন পর্ণোগ্রাফীতে আসক্ত হয়, তখন সে একটি ভয়াবহ দুনিয়ায় প্রবেশ করে!

পোস্টে ভাল্লাগা রইল :)

৬| ২৬ শে আগস্ট, ২০১৬ রাত ২:০৩

সোহানী বলেছেন: ১২০০ রিডার বাট মন্তব্য ৫!!!!!!!!!!

৭| ২৬ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:৩৬

জহুরুল অপূর্ব বলেছেন: ওভারঅল আপনার এই উদ্যোগ ভালো লেগেছে। জানার মাধ্যমে মানুষজন যদি এই নোংরামী থেকে বেরিয়ে সুস্থ জীবন যাপন করতে পারে অন্তত একটি সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে উঠবে বলে আশাকরি। পরিশীলিত চিন্তাভাবনা না হলে মানুষের কাছ থেকে সুন্দর সমাজব্যবস্থা আশাকরা কঠিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.