নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাটছি একাকী আমি

লালপরী

সূর্যের নিচে একা

লালপরী › বিস্তারিত পোস্টঃ

মহিলাদের অবশ্য প্রয়োজনীয় ১০ টি খাবার

০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৫০


মহিলারা শুধু পুরুষদের থেকে শারিরীক, মানসিক এবং বায়োলজিক্যালি আলাদা নন,মহিলাদের পুস্টি চাহিদাও ভিন্ন । এখানে সেই রকমই কিছু খাবারের আলোচনা করব যা মহিলাদের জন্য খুবই দরকার সুস্থ থাকার জন্য |

১) দুধ- যদিও সবারই রোজ দুধ খাওয়া দরকার, কিন্তু মহিলাদের জন্য একটু বেশিই দরকার | দুধের মধ্যে ক্যালসিয়াম রিবোফ্লোভিন, ভিটামিন বি১২ আর পটাসিয়াম আছে |দুধের মধ্যে এছাড়াও দরকারি পুস্টি আছে | সুন্দর ত্বক, মজবুত দাঁত এবং হাড়, ওজন নিয়ন্ত্রন সব ক্ষেত্রেই দরকারি |রোজ দুধ খেলে ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার এর ঝুকি কমে আসে |

২)জাম, স্ট্রবেরি এদের মধ্যে এন্টি ক্যান্সার এজেন্ট আছে |এরা নতুন কোষ তৈরি করতেও সাহায্য করে | এরা মুত্র নালীর প্রদাহ থেকেও রক্ষা করে |

৩) Whole grains এ ফাইবারের পরিমাণ খুব বেশি থাকায় পেটের অসুখ, যা সাধারণত মহিলাদের বেশি হয়, থেকে রক্ষা করে | বিভিন্ন হার্টের অসুখ, ডাইবেটিস এবং ক্যানসারের রিস্ক ও অনেকটা কমিয়ে দেয় | ওট মিল whole wheat bread বা লাল চালে-এ প্রচুর পরিমাণে কাব্রোহাইড্রেট এবং আশ থাকে |

৪) যদিও ফলিক অ্যাসিড সবার জন্যই দরকার কিন্তু গর্মভবতী মহিলাদের জন্য বেশি জরুরী |বিভিন্ন শাক পাতা, কমলা লেবু এদের মধ্যে প্রচুর পরিমাণে ফলিক অ্যাসিড থাকে, এরা হার্টকেও সুস্থ রাখে |

৫)আখরোট রক্তের কোলেস্টেরল কমাতে খুব সাহায্য করে |রোজ অল্প পরিমাণে আখরোট খেলে হার্টো ভালো থাকে |

৬)পেয়ারা, কমলা লেবু, আঙুর, আপেল, কলা, স্ট্রবেরি এই সব ফলের মধ্য প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে | এন্টি অক্সিডেন্ট ছাড়াও হার্টকে ভালো রাখে | মহিলারা রোজ ৭৫ এমজি করে ভিটামিন সি খেলে উপকার পাবেন |

৭) পাতা আলা সব্জী যেমন বাঁধা কপি, ফুল কপি, পালং শাক, লেটুশ, ব্রকলী এদের সুপার ফুড বলা হয় | এতে প্রচুর পরিমাণে আঁশ,পলিফেনলস , ভিটামিন বি , ভিটামিন এ এবং সি আছে |

৮)আমাদের দেশে মহিলাদের প্রায়ি দেখা যায় রক্তালপ্তায় ভুগছেন | খাবারে তাই আয়রনের এর মাত্রা বাড়ানো দরকার | আয়রন শুধু হিমোগ্লোবিন তৈরি করতেই সাহায্য করে না এটা মাসল এর কাজ এবং মস্তিস্কের কাজেরো উন্নতি ঘটায়। গরু বা খাসীর মাংস ডিমের কুসুম, বীন, সোয়াবিন , মাছ, মুরগী এতে প্রচুর পরিমাণে আয়রন আছে |মহিলাদের রোজ ১২-১৫ মিলিগ্রাম আয়রন খাওয়া উচিত |

৯) দুধ, দই, পনির, মাছ, সোয়াবিন, ব্রকলি এই সব খাবারে প্রচুর পরিমাণ ক্যলসিয়াম পাওয়া যায় |শুধু মজবুত দাঁত বা শক্ত হাড় নয়, রোজ সঠিক পরিমাণে ক্যালসিয়াম খেলে অস্থি ক্ষয়ের হাত থেকেও বাঁচা যায় এবং রোগা হতে সাহায্য করে |

১০) আমাদের শরীরের ৭৫ ভাগই পানি দিয়ে তৈরি | তাই রোজ ৮ থেকে ১০ গ্লাস পানি খাওয়া উচিত, এতে শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বেরিয়ে যায়,হজম শক্তি বাড়ায় এবং রোগা হতেও সাহায্য করে |

মন্তব্য ১৯ টি রেটিং +২/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৫৮

শায়মা বলেছেন: কি যে বলো লালপরী তাহলে চকলেট, কোক, কে এফ সি পিজ্জা এসব কি মজা করে খাবে শুধু ছেলেরা!:(

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৪৯

লালপরী বলেছেন: শায়মাপু কমেন্টগুলা না দেখার জন্য অনেক অনেক অনেক দুখিত :(
তাইতো শুধু কি ছেলেরা খাবে!! কখনই না আ আ আ :)

২| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ৯:৫৯

সুফিয়া বলেছেন: উপকারী পোস্ট। তবে উপস্থাপনাটা আরও সুন্দর হতে পারত।

শেয়ার করার জন্য ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫০

লালপরী বলেছেন: জি ঠিক ধরছেন আপু। ধন্যবাদ :)

৩| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:১২

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ।

তবে যেহেতু এই লেখাটি অন্য মাধ্যমেও পূর্ব প্রকাশিত হয়েছে, সেহেতু আপনাকে মূল সোর্সটি পোস্টে সংযুক্ত করে দিতে হবে।

ধন্যবাদ। শুভ ব্লগিং!

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫২

লালপরী বলেছেন: ভুল হয়ে গেছে ভাই।
এইবারের মত ক্ষমা চাই।
আর হবেনা এমন ভুল
ব্লগে শুধু ফুটবে ফুল :)

৪| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: দরকারি পোস্ট শেয়ারে ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫২

লালপরী বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি :)

৫| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১০:৫২

মাথা ঠান্ডা বলেছেন: ধন্যবাদ।

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫২

লালপরী বলেছেন: ধন্যবাদ :)

৬| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:১১

দৃষ্টিসীমানা বলেছেন: উপকারি পোস্ট ,শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।প্রিয়তে নিলাম ।

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৩

লালপরী বলেছেন: আপনাকেও আপুনি :)

৭| ০৩ রা মার্চ, ২০১৫ সকাল ১১:৩৪

হেমলক, ধুতুরা ও অন্যান্য বলেছেন: সোজা কথা কইলেই তো হয়-

"সব কিছু খাইতে হইব" --- :-P :-P

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৩

লালপরী বলেছেন: =p~

৮| ২২ শে জুন, ২০১৫ রাত ১০:৩৪

রাবার বলেছেন: কমেন্টের উত্তর কঈ !

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৪

লালপরী বলেছেন: ভুলে গেছিলাম ভাই রাবার :(

৯| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৩৯

রুদ্র জাহেদ বলেছেন: কেজো পোস্ট

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৫

লালপরী বলেছেন: :) :)

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩২

এহসান সাবির বলেছেন: জেনে রাখলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.