নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হাটছি একাকী আমি

লালপরী

সূর্যের নিচে একা

লালপরী › বিস্তারিত পোস্টঃ

পেশাজীবনে ১০ ধরনের \'বিষাক্ত\' সঙ্গী থেকে সতর্ক থাকুন -

০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৪

পেশাজীবীদের সবচেয়ে বড় অনলাইন প্ল্যাটফর্ম 'লিংকডইন'-এর প্রভাবশালী লেখক ড. ট্রাভিস ব্রাডবেরি। তিনি বিষাক্ত মানুষদের একটি তালিকা তুলে ধরেছেন। চিনে নিন ১০ ধরনের বিষাক্ত সঙ্গীর কথা, যারা আশপাশে থাকলে আপনার পেশাজীবন তছনছ হয়ে যাবে।

১. গসিপ কিং বা কুইন
লক্ষ্য ও উদ্দেশ্য যাদের সৎ, তারা গঠনমূলক আলোচনা করে। কিন্তু নিচু মনের মানুষেরা অন্যের ব্যক্তিগত বিষয় নিয়ে গল্প ছড়াতে থাকে। তাদের গল্পে একবার মজে গেলে আপনিও মজার উপলক্ষ হয়ে যাবেন।

২. বদমেজাজি
এমন অনেক মানুষ আছে যারা আবেগ নিয়ন্ত্রণ করতে পারে না। তারা হঠাৎ করেই রেগে যায় এবং পরিস্থিতি ঘোলাটে করে ফেলে। এ জাতীয় ঘটনা আপনাকে কেন্দ্র করে ঘটলে মনটা ভেঙে যাবে।

৩. প্রতারণার শিকার
তারা আপনার চারপাশে ঘুরঘুর করতে থাকে যারা প্রতিনিয়ত কারো না কারো প্রতারণার শিকার হয়ে চলেছে বলে দাবি করে। তারা মূলত নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারে না। আর এ ব্যর্থতার দায়ভার অন্যের ওপর চাপিয়ে দেয়।

৪. আত্মকেন্দ্রিক
তারা সব সময় আপনার সঙ্গেই থাকবে। কিন্তু সঙ্গী হিসেবে তাদের উপস্থিতি অনুভব করতে পারবে না। তারা থাকা বা না থাকার মধ্যে কোনো পার্থক্য নেই।

৫. ঈর্ষান্বিত
তারা কারো না কারো প্রতি সব সময় ঈর্ষা অনুভব করে। তারা কারো সঙ্গ পেয়ে তৃপ্ত হতে পারে না। আপনার প্রতিও তারা মনে মনে দারুণ ঈর্ষা রাখে। অথচ তার প্রতি হয়তো আপনার অগাধ বিশ্বাস।

৬. ভেজাল সৃষ্টিকারী
তারা যা করবে তাতে আপনার কেবল সময় ও শক্তি নষ্ট হবে। আপনার পছন্দ-অপছন্দ সম্পর্কে তারা স্পষ্ট ধারণা রাখে। তাদের আনাগোনায় আপনার ভালো লাগবে। কিন্তু মূল্যবান সময়ের অপচয় ঘটবে।

৭. 'ডিমেন্টর'
হ্যারি পটার সিরিজে ডিমেন্টর নামের অশুভ কিছু প্রাণী আছে। তাদের কাজ মানুষের আত্মাটাকে শুষে নেওয়া। তারা কাছাকাছি আসামাত্র চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তাদের সাহচর্যে পেশাজীবনটা এলোমেলো হয়ে যাবে।

. অযথাই পেঁচিয়ে ফেলা
তাদের উদ্দেশ্য অসৎ। তারা যেকোনো ঘটনা পেঁচিয়ে ফেলে এবং জটিলতা সৃষ্টি করে। তারা আপনার সঙ্গে ততক্ষণ থাকবে যতক্ষণ স্বার্থ উদ্ধারের আভাস পাওয়া যাবে।

৯. বিচারক মানুষ
তারা যেসব মন্তব্য করে তা কখনোই ভালো লাগবে না। আপনার আবেগে যে বিষয়গুলো নাড়া দেয়, তা নিয়ে ভয়ংকর সব গল্প ফাঁদবে তারা। বিচারকের মতো রায় প্রকাশ করবে। তাদের উপস্থিতি মানে আপনার ঘুম উড়ে যাওয়া।

১০. অহংকারী
তারা নাক উঁচু টাইপের মানুষ। সব কিছু তারা ব্যক্তিগতভাবে নিয়ে নেয়। অহংকার ও আগ্রাসী ভাব তাদের মেকি আত্মবিশ্বাসের প্রকাশ। তাদের পারফরম্যান্স মোটেও ভালো নয়। কিন্তু তারা দারুণ আত্মবিশ্বাসের ভাব দেখায়।

--বিজনেস ইনসাইডার অবলম্বনে সাকিব সিকান্দার
কালের কন্ঠ

মন্তব্য ৭১ টি রেটিং +১২/-০

মন্তব্য (৭১) মন্তব্য লিখুন

১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

প্রামানিক বলেছেন: অনেক ভাল ভাল কথা। ধন্যবাদ

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৫

লালপরী বলেছেন: জি সব ভালো কথা :)

২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

S.M. SHAIN ALAM বলেছেন: ধন্যবাদ এই পোস্ট করার জন্য

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৬

লালপরী বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাইয়া :)

৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩২

গোল্ডেন গ্লাইডার বলেছেন: ভালো শেয়ার

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৭

লালপরী বলেছেন: :) :)

৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৬

চলন বিল বলেছেন: এগুলো বাদ দিলে আর থাকে কি? বনে জঙ্গলে একা একা চলতে হবে

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:২৭

লালপরী বলেছেন: :( :(

৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মন্তব্যের রিপ্লাই না দিলে ক্যামনে হইবো ??
তথ্যগুলি দরকারি , শেয়ার করায় ধন্যবাদ ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩০

লালপরী বলেছেন: দু:খিত ভাইয়া । নেটের সমস্যা ছিল তাই দেরি :(

৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০১

উর্বি বলেছেন: আরেহ! মিল্যা যাইতেসে তো। :O
সত্য সত্য সত্য। আমার আশেপাশে অনেকেই আছে এমন। :O

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩১

লালপরী বলেছেন: বলেন কি :-B

৭| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৩

সুমন কর বলেছেন: ঠিক, একদম ঠিক।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩১

লালপরী বলেছেন: ঠিক ঠিক :)

৮| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:১০

আহমেদ জী এস বলেছেন: লালপরী ,




ধন্যবাদ শেয়ার করার জন্যে । তবে এটা শুধু পেশাজীবিদের বেলাতেই প্রযোজ্য নয় । সব মানুষের পাশেই এই ধরনের লোক থাকে ।

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৫

লালপরী বলেছেন: জি আপনি সঠিক বলেছেন জী এস ভাই :)

৯| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪০

নিশাকর বলেছেন: আমি ভাই বিচারক টাইপ মানুষ,,,, সবাই আম্রে কাহিনী বলে আমি উপদেশ বানী দিয়া দেই

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

লালপরী বলেছেন: B-)

১০| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১০:৪৪

লালপরী বলেছেন: মন্তব্য করার জন্য পাঠকদের ধন্যবাদ :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১১:৩৬

লালপরী বলেছেন: :) :) :)

১১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১১

বিদ্রোহী সিপাহী বলেছেন: দরকারি পোষ্ট ভাই। ধন্যবাদ।
আমার আশেপাশেও এমনতরো মানুষ আছে।
আমিও কোনদিন এমন হয়ে যাই কি না কে জানে? (নাকি হয়েই গেছি?)

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

লালপরী বলেছেন: আমিও কোনদিন এমন হয়ে যাই কি না কে জানে? (নাকি হয়েই গেছি?) B:-)
এইটা কি বলেন বিদ্রোহি ভাই ?

১২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:২৪

রিভানুলো বলেছেন: ৭. 'ডিমেন্টর'
হ্যারি পটার সিরিজে ডিমেন্টর নামের অশুভ কিছু প্রাণী আছে। তাদের কাজ মানুষের আত্মাটাকে শুষে নেওয়া। তারা কাছাকাছি আসামাত্র চারদিক অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়। তাদের সাহচর্যে পেশাজীবনটা এলোমেলো হয়ে যাবে।



আমার আশেপাশেও এমনতরো মানুষ আছে লালপরি :(

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৩৬

লালপরী বলেছেন: আমার আশেপাশেও এমনতরো মানুষ আছে লালপরি :( :(

১৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫

হাসান রাজু বলেছেন: ভাল লাগেনাই । মনটা খারাপ, আমার সম্পর্কে ও লেখা আছে এখানে ।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৩

লালপরী বলেছেন: কত নম্বরটা একটু বলে যান ইহা রাজু ভাই B-)

১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪১

কাবিল বলেছেন: ঠিক ঠিক, একদম ঠিক।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৪

লালপরী বলেছেন: ঠিক ঠিক, একদম ঠিক হুউউউউউউ :P

১৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:৫৮

অন্ধবিন্দু বলেছেন: ট্রাভিস ব্রাডবেরি লেখা ভালো পাই। তবে মানব স্বভাবে এগুলো তো আজকাল খুবই কমন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:৪৫

লালপরী বলেছেন: জী অন্ধবিন্দু ভাই কথা সত্য । ধন্যবাদ

১৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:২০

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালো পোস্ট তবে বিচারক মানুষ-তারা যেসব মন্তব্য করে তা কখনোই ভালো লাগবে না। আপনার আবেগে যে বিষয়গুলো নাড়া দেয়, তা নিয়ে ভয়ংকর সব গল্প ফাঁদবে তারা। বিচারকের মতো রায় প্রকাশ করবে। তাদের উপস্থিতি মানে আপনার ঘুম উড়ে যাওয়া।

এই টাইপের মানুষজন ঘরে বাইরে সবখানেই বিপদজনক।

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৫

লালপরী বলেছেন: এই টাইপের মানুষজন ঘরে বাইরে সবখানেই বিপদজনক। ঠিক বলছেন আপু :)

১৭| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:০১

ঢাকাবাসী বলেছেন: ভাল পোস্ট, জানলুম। আচ্ছা ৭ নং এ ডিমেন্টর, এরা কি বাস্তবে আছে?

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৬

লালপরী বলেছেন: ধন্যবাদ ভাই। ৭ নং আছে কি না আমিও জানি না :(

১৮| ১২ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:১৪

দস্যু বনহুর বাই রোমেনা আফাজ বলেছেন: অত্যন্ত মনগ্রাহী ও সময়োপযোগী লেখা, চাকরি জীবনে সদ্য প্রবেশকারি অথবা যারা সুদীর্ঘ কাল চাকরি করে থেকে শিখেছেন , তারা এই লেখায় অনেক শিক্ষণীয় বিষয় খুঁজে পাবেন।

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৭

লালপরী বলেছেন: ধন্যবাদ :)

১৯| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২৪

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: লিখেছেন খুব খাঁটি কথা তবে এই দোষ নাই এমন মানুষ খুঁজতে গেলে একাই চলতে হবে। :( :( :(

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:২৮

লালপরী বলেছেন: তবে এই দোষ নাই এমন মানুষ খুঁজতে গেলে একাই চলতে হবে। :( :( :( একমত :( :(

২০| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩২

জুন বলেছেন: রেজওয়ানা আলী তনিমা বলেছেন: লিখেছেন খুব খাঁটি কথা তবে এই দোষ নাই এমন মানুষ খুঁজতে গেলে একাই চলতে হবে। সহমত তনিমা ।
আর লালপরী এতদিন আপনার এই পোষ্ট নজরে আসলো না কেন ! এমন মানুষ ই তো আজকাল চারিদিকে দেখি ভরা ।
অনেকগুলো প্লাস আপনার লেখায় , যেখানে একটার বেশি কাউকে দেয়া যায় না :(
+

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩০

লালপরী বলেছেন: ধমনী বলেছেন: পোস্টে উল্লেখিত একটি দোষও নেই এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব প্রায়। তবে বেশি সংখ্যক দোষ আছে এমন ব্যক্তি এড়িয়ে চলাই মঙ্গল।
আপু নীচে ধমনী ভাই এর সাথে একমত :)

২১| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৩

জুন বলেছেন: সাবধান হওয়ার জন্য প্রিয়তেও রাখলাম লালপরী :)

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩১

লালপরী বলেছেন: অনেক খুশি লাগছে আপু

২২| ১৩ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৩৮

ধমনী বলেছেন: পোস্টে উল্লেখিত একটি দোষও নেই এমন মানুষ খুঁজে পাওয়া অসম্ভব প্রায়। তবে বেশি সংখ্যক দোষ আছে এমন ব্যক্তি এড়িয়ে চলাই মঙ্গল। ভালো শেয়ার।

১৭ ই অক্টোবর, ২০১৫ সকাল ৯:৩২

লালপরী বলেছেন: বেশি সংখ্যক দোষ আছে এমন ব্যক্তি এড়িয়ে চলাই মঙ্গল।সহমত

২৩| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫০

ডাঃ মারজান বলেছেন: জটিল পোস্ট। ঠিক এর উল্টা একটি পোস্ট দেন, মজা পাবো।

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৭

লালপরী বলেছেন: হা হা হা তাই দেয়া লাগবে মনে হয় মারজান ভাই :)

২৪| ২১ শে অক্টোবর, ২০১৫ সকাল ১০:৪৭

রুদ্র জাহেদ বলেছেন: শেয়ার করার জন্য ধন্যবাদ।আমাদের এরকম মানুষকে সঠিক পথে পরিচালিত করতে হবে না হয় পরিহার করে চলতে হবে

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৮

লালপরী বলেছেন: আমাদের এরকম মানুষকে সঠিক পথে পরিচালিত করতে হবে না হয় পরিহার করে চলতে হবে ++++্

২৫| ২২ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:০৪

স্পর্শিয়া বলেছেন: শুভকামনা লালপরী।

২৩ শে অক্টোবর, ২০১৫ সকাল ৯:৫৯

লালপরী বলেছেন: অনেক অনেক সুন্দর গল্প লেখা আপুর জন্য ও শুভকামনা :)

২৬| ২৫ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:৫২

এস কাজী বলেছেন: একদম সত্য কথা !!!

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২২

লালপরী বলেছেন: :)

২৭| ১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:২৪

ভ্রমরের ডানা বলেছেন: অনেক সুন্দর বিশ্লেষণ। মানবীয় চরিত্রের ভাল গুন ও পজেটিভলি নেগেটিভ কিছু গুন নিয়ে লেখুন। অনেকের নিজেকে জানতে সাহায্য করবে।

আপনার লেখনশৈলী ভাল লেগেছে তাই অনুরোধ করলান। ভাল থাকুন।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৩

লালপরী বলেছেন: আমার লেখা না ভাইয়া। কালের কন্ঠ থেকে সংগ্রহ করা :)

২৮| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৪

তুষার কাব্য বলেছেন: চারপাশে তো এদের আধিক্যই বেশি । কি যে হবে :(

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৪

লালপরী বলেছেন: চারপাশে তো এদের আধিক্যই বেশি । কি যে হবে :-<

২৯| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:২৩

রাতুল_শাহ বলেছেন: আমার পেশাজীবনে বেশিরভাগই মিলে যাচ্ছে।

পেশাজীবনে ভালো পলিটিক্যাল জ্ঞান না থাকলে চলা মুশকিল। সমস্যার মধ্যে আবার সমস্যা থাকে।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫

লালপরী বলেছেন: মিলে যাচ্ছে! সর্বনাস B:-)

৩০| ২০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:০০

ব্যাটম্যানঃ ডন অব জাস্টিস বলেছেন: কেন যেন নিজেকেই এ দশটি চরিত্রের সাথে মিলিয়ে ফেলছি।

২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২৫

লালপরী বলেছেন: সবগুলির সাথে! বলেন কি! ধন্যবাদ ভাইয়া :)

৩১| ৩০ শে ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২৯

এহসান সাবির বলেছেন: দারুন শেয়ার।


শুভ কামনা রইল।

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৩

লালপরী বলেছেন: শুভ নববর্ষ :)

৩২| ৩১ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

আবু শাকিল বলেছেন: সব নিয়েই চলতে হয়। কিচ্ছু করার নাই।
একা ত পথ চলতে পারব না।
জানানোর জন্য ধন্যবাদ।

০১ লা জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪

লালপরী বলেছেন: সহমত ভাইয়া। শুভ নব বর্ষ :)

৩৩| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

এহসান সাবির বলেছেন: ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা।

ভালো থাকুন, সুস্থ থাকুন।

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮

লালপরী বলেছেন: শুভ নব বর্ষ :)

৩৪| ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৬

তুষার আহাসান বলেছেন: আমার সাথে সব গুলো মিলে গেল্।

নতুন বছরের শুভকামনা।

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

লালপরী বলেছেন: নতুন বছরের শুভ কামনা :)

৩৫| ১৪ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:২৭

বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: ঠিক...

১৪ ই জানুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৯

লালপরী বলেছেন: ঠিক :)

৩৬| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৪

সামিয়া বলেছেন: এত এত গুন!!! :) :) এই গুন গুলো নেই এমন কলিগ তো নাই দুনিয়ায়। :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.