নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুহৃদ আকবর

Do Well, Be Well

সুহৃদ আকবর › বিস্তারিত পোস্টঃ

মখা আলামগীরকে জুতার শুভেচ্ছা, এ কেমন অভিনন্দন

১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:০৬

কথায় আছে-মানীর মান জুতা দিয়ে পিটলেও যায় না। এমনই এক ঘটনা ঘটেছে আজ চাঁদপুরে। তাও আবার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর উপর জুতা নিক্ষেপ! কত স্পর্ধা চাঁদপুরের জনগণের। এত সাহস তারা পেল কোথায়? তাহলে এদের উপর কি কাদের মোল্লার পেতাত্না ভর করেছে?

এক সময়ের পাকিস্থান আমলের জাঁদরেল আমলা, বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরকে আজ বিকাল ৫টার সময় তার নির্বাচনী এলাকা-কচুয়াবাসীরা জুতার শুভেচ্ছা জানিয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের অনেক দেশপ্রেমিক চাকরি ছেড়ে যুদ্ধে যোগদান করলেও তিনি (মখা আলমগীর সাহেব) তার দেশপ্রেমের পারিচয় দিলেন সরকারী চাকরিতে বহাল থেকে। তিনি কিছুতেই তার চাকরি ছাড়লেন না। লাখো মানুষের প্রাণের বিনিময়ে এক সময়ে আমাদের দেশ পাকিস্তানী হানাদার মুক্ত হলো। মখা সাহেব আবার স্বাধীন দেশে আওয়ামীলীগের সাথে সখ্য সম্পর্ক স্থাপন করে উপযুক্ত পদে বহান হন। অবশ্য স্বাধীনতা যুদ্ধের সময় চাকরি না ছাড়ার ফলে-রাজাকারের লিস্টে তার নাম উঠে যায়। এমন অভিযোগ করেছেন-বঙ্গবীর কাদের সিদ্দিকী।

মখা আলমগীর বরাবরেই উল্টো পথে হাঁটেন। উল্টো কথা বলেন এটাই তার স্বভাব। কিছুদিন আগে রানা প্লাজা ধসের তার নাড়ানাড়ির কথায় আলোড়ন সৃষ্টি করে সারা দেশে।

বিএনপির ভাষায় বর্তমান অবৈধ সরকারে মখা সাহেবের জায়গা হলো না তাতে কি? বৈধ সরকারের পাওয়ার ফুল দায়িত্ব-স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আচ্ছামত ধোলাই দিয়েছে।

মখা আলমগীর সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন-হেফাজত ইসলাম বাংলাদেশের শাপলা চত্বরের জনসভায় রাতের আধাঁরে নিরীহ মুসল্লিদের উপর নির্বিচারে গুলি করার কারণে।

বাংলাদেশ আওয়মীলীগের মত একটা পরীক্ষিত দল কবে যে মখাদের মত এমন বেফাঁস মন্তব্যকারী ব্যাক্তিদের হাত থেকে মুক্ত হবে কে জানে। এক সময়ের পাকিস্থান আমলের জাঁদরেল আমলা, বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরকে আজ বিকাল ৫টার সময় তার নির্বাচনী এলাকা-কচুয়াবাসীরা জুতার শুভেচ্ছা জানিয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় পূর্ব পাকিস্তানের অনেক দেশপ্রেমিক চাকরি ছেড়ে যুদ্ধে যোগদান করলেও তিনি (মখা আলমগীর সাহেব) তার দেশপ্রেমের পারিচয় দিলেন সরকারী চাকরিতে বহাল থেকে। তিনি কিছুতেই তার চাকরি ছাড়লেন না। লাখো মানুষের প্রাণের বিনিময়ে এক সময়ে আমাদের দেশ পাকিস্তানী হানাদার মুক্ত হলো। মখা সাহেব আবার স্বাধীন দেশে আওয়ামীলীগের সাথে সখ্য সম্পর্ক স্থাপন করে উপযুক্ত পদে বহান হন। অবশ্য স্বাধীনতা যুদ্ধের সময় চাকরি না ছাড়ার ফলে-রাজাকারের লিস্টে তার নাম উঠে যায়। এমন অভিযোগ করেছেন-বঙ্গবীর কাদের সিদ্দিকী।

মখা আলমগীর বরাবরেই উল্টো পথে হাঁটেন। উল্টো কথা বলেন এটাই তার স্বভাব। কিছুদিন আগে রানা প্লাজা ধসের তার নাড়ানাড়ির কথায় আলোড়ন সৃষ্টি করে সারা দেশে।

বিএনপির ভাষায় বর্তমান অবৈধ সরকারে মখা সাহেবের জায়গা হলো না তাতে কি? বৈধ সরকারের পাওয়ার ফুল দায়িত্ব-স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের আচ্ছামত ধোলাই দিয়েছে।

মখা আলমগীর সবচেয়ে বেশি সমালোচিত হয়েছেন-হেফাজত ইসলাম বাংলাদেশের শাপলা চত্বরের জনসভায় রাতের আধাঁরে নিরীহ মুসল্লিদের উপর নির্বিচারে গুলি করার কারণে।

বাংলাদেশ আওয়মীলীগের মত একটা পরীক্ষিত দল কবে যে মখাদের মত এমন বেফাঁস মন্তব্যকারী ব্যাক্তিদের হাত থেকে মুক্ত হবে কে জানে।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৬ ই জানুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৭:১৪

বিদ্রোহী ভৃগু বলেছেন: জয় বাংলা!!!!!!!!

উপহার পাওয়ায় অভিনন্দন!!

৫মের আত্মারা এই ভর করলো বইলা!!!;)

উনার রাতের ঘুম হারাম হয়ে যাবে!
সাউন্ড গ্রেনেডের শব্দে স্বপ্নে ঘেমে নেয়ে যাবে, কানে তবক্দা লেগে যাবে..

তারপর ... তারপর উনি পরপারে গিয়েও তাদের জুতা উপহারের অপেক্ষায় থাকবেন :P X( X((

২| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ৮:০৪

উদাস কিশোর বলেছেন: জয় বাংলা , জুতা সামলা

৩| ১৬ ই জানুয়ারি, ২০১৪ রাত ১১:২৩

তাজুল_ইসলাম বলেছেন: প্রথম আলোর লজ্জা পাওয়ার কিছু নেই। সত্য প্রকাশে লজ্জা। "ওয়াজ মাহফিলে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ওপর ইটপাটকেল" শিরোনামের খবরটি কিন্তু ৫-৬ পত্রিকার সাথে মিলছে না। মনে হয় কিছুটা বিকৃতি করা হয়েছে।
মজার ব্যাপার হল সেখানে পাঠকের মন্তব্য এর ঘর রাখা হয় নাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.