নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুহৃদ আকবর

Do Well, Be Well

সুহৃদ আকবর › বিস্তারিত পোস্টঃ

এই শরতে মেঘের ওড়াওড়ি

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৯

কান পাতলে এখনো বৃষ্টির ধ্বনি কানে বাজে। বৃষ্টির নূপুর আজে পুরোপুরি থামেনি। ইতিমধ্যে বাংলার ঋতুতে শরৎ এসে হাজির হয়েছে। আকাশের বুকে ছুটে চলছে সাদা সাদা মেঘ। গুচ্ছ গুচ্ছ মেঘ। থোকা থোকা মেঘ। শরৎ এমন এক কৌশলী ঋতু কেউ বুঝতেই পারেনা যে শরৎ এসেছে। কিছুদিন পর শরৎ তার নিজ স্বভাবে কথা বলতে শুরু করে। সেদিক থেকে শরৎ কিছুটা নতুন বউয়ের মতই। শরৎ এসেই ছোটাছুটি করে দেয়। দস্যি ছেলের মত তার দূরন্তপনা যেন আর থামে না। সে শোরগোল করে। হৈহুল্লোড় করে। দৌড়াদৌড়ি করে। নাচানাচি করে। হাসাহাসি করে। ঝাপাঝাপি করে। সে কাশফুলের সাথে হাসে। শিউলির সাথে কথা বলে। বকুলের সাথে নাচে। সে বয়ে চলে দখিনা সমীরণে। এভাবে শরৎ ধীরে ধীরে তার এক একটি সৌন্দর্যের সাথে আমাদের পরিচয় করিয়ে দেয়। প্রকৃতির আকাশে, বাতাসে, নদীতে, ফুলের বাগানে, পাহাড়ে-পর্বতে সর্বত্রই তখন শরৎ আর শরৎ। পলিপাটি বিধৌত দেশের প্রতিটি জনপদে যেন তখন শরতের বাজার বসে। শরৎ আমাদের মুখে হাসি ফোটায়। বিবেককে জাগ্রত করে, মনকে ভাবায়, হৃদয়কে কাঁদায়। নীলাভ আকাশের ভেলায় করে ভেসে বেড়ায় সাদা মেঘ। এ তো মেঘ নয় যেন আমার দাদীর সাদা শাড়ি। শরৎ এলে প্রিয় মানুষগুলোর কথা খুব বেশি মনে পড়ে। সাদা মেঘের সাথে যেন ভেসে বেড়ায় প্রিয় মানুষগুলোর কথা। নীল আকাশে ভেসে উঠে প্রিয় মানুষের মুখচ্ছবি। প্রিয় মানুষের শরীরের ঘ্রাণ, প্রিয় মানুষের হাসি। প্রিয় মানুষের সাথে কাটানো বিশেষ মুহূর্তগুলোর কথা কি করে ভুলে থাকি। সে প্রিয় মানুষটি আমাদেরকে ছেড়ে চলে গেছে অনেক দূর । হয়তো ইহজীবনে তার সাথে আর দেখাই হবে না। বাতাসে কান পাতলে শোনা যায় সেই প্রিয় মানুষের হৃদয়ের গান।
শরতের আকাশে জমে থাকা সাদা মেঘপুচ্ছকে দেখলে মনে হবেÑ কেউ বুঝি আকাশময় শিমুল তুলা ছড়িয়ে দিয়েছে। এ মেঘের আবার কত রঙ আর ঢঙ-নীল, সাদা, বেগুনি, খয়েরি; তবে পুরো শরৎজুড়ে সাদা মেঘের ছড়াছড়ি বেশি ল্য করা যায়। আর শরতের মেঘের ঢঙের কথা বললে বলতে হয়-মেঘগুলোকে কখনো পাহাড়ের মতো, কখনো রঙ তুলির মতো, কখনো রজনীগন্ধা ফুলের মতো, কখনো সাদা হাঁসের পালকের মতো, কখনোবা কানা বকের মতো দেখায়। মাঝে মাঝে এ মেঘগুলোকে কলমির ফুলের মতো লাগে। তখন আকাশটাকে মনে হয় কলমির তে। আমাদের মাথার উপর বিশাল আকাশ। দিনে আকাশ থাকে আলোকময়Ñ উজ্জ্বল রোদে ঝকঝক করতে থাকে পথঘাট। সোনালি রোদে খেলা করে সবুজ পাতার বুক। পুকুরের স্বচ্ছ জলে ঝিলিক দেয় পুঁঠি মাছের পিঠ। গাছের ডালে ডাকাডাকি করে ছোট পাখির দল। এমন সময় মেঘের পালকিতে ছড়ে পরীর দেশে চলে যেতে মন চায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.