নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুহৃদ আকবর

Do Well, Be Well

সুহৃদ আকবর › বিস্তারিত পোস্টঃ

ও শরতের মেঘ

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০০


শরতের আকাশের দিকে তাকিয়ে মেঘকে বললাম
আমি যাব তোমার সাথে
এখানে আমি আর থাকতে চাই না
মানুষ নামের অমানুষদের আস্ফালন শুনতে শুনতে
আমার কান এখন ত্যক্ত বিরক্ত।
পাশবিকতা দেখতে দেখতে অনুভূতিগুলো ভোঁতা
এখন আর কোনো কষ্টকেই কষ্ট মনে হয় না
কোনো সুখকেই সুখ মনে হয় না
কাউকে আর আপন ভাবতে পারি না
‘সরলতা’, ‘ভালোবাসা’, ‘বিশ্বাস’, ‘সততা’, এ নিরীহ শব্দগুলো
‘স্বার্থপর’ নামক দানবের লাথি উষ্ঠা খেতে খেতে বড়ই কান্ত।
মেঘ আমার দিকে চেয়ে হেসে হেসে বলল
তুমি বুঝি আমার প্রেমের নাগর!
বেশ তাহলে চলো আমার সাথে
আমি যাব চাঁদের দেশে
পুড়তে রাজি থাকলে এসো আমার সাথে
আমারতো নির্দিষ্ট কোনো গন্তব্য নেই
তুমি আমার ভালোবাসা, তুমিই অপ্সরীÑ
লালপরী, নীলপরী, সাদাপরী
ও শরতের মেঘ,
তুমি যেখানে যাও
চোখ বন্ধ করে আমি তোমার সাথে চলে যাব
আমি যে তোমাকে ভালোবাসি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

গেম চেঞ্জার বলেছেন: ভালবাসার নাইকো কোন মুল্য, নেই কোন অর্থ, নেই তার কায়া
অশরীরি সে, আঘাত দেয় খালি বারেবারে ।
সে অসুখি, মর্মরোগে অসুখী, খিল দেয় সব সুখের নোনাজলে ।
ভালবেসে যাও, গোলাপের কাঁটা দিয়ে রক্তাক্ত করো তোমার এক হাতে,
নিরন্তর নীলাম্মবরী সাথে উড়তে উড়তে মেতে ওঠো এ সংসারে

২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৫৮

সুহৃদ আকবর বলেছেন: মানুষ ভােলোবাসার কাঙাল

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর+

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৫

সুমন কর বলেছেন: ভালো হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.