নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুহৃদ আকবর

Do Well, Be Well

সুহৃদ আকবর › বিস্তারিত পোস্টঃ

ভালো বন্ধু চেনার ২০ উপায়

০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৫


মানুষ সমাজবদ্ধ জীব। সে একা চলতে পারে না। জীবন চলার পথে অনেকের সাথে তাকে উঠাবসা করতে হয়। ভালো বন্ধুর গুরুত্ব সর্বপ্রথম। ভালো সঙ্গ মানুষকে স্বর্গে নিয়ে যায় অন্যদিকে খারাপ সঙ্গ মানুষকে নরকে তো নিবেই তার উপর এই দুনিয়ার জীবনকে সে দুর্বিসহ করে তোলে। তাই জীবন চলার পথে ভালো বন্ধুর প্রয়োজনীয়তা অপরিহার্য। এ বন্ধুত্ব ছোটবড় যে কারো সাথেই গড়ে উঠতে পারে।নিচে ভালো বন্ধু চেনার ২০টি উপায় উল্লেখ করা হলো:
১. আপনাকে হাসি মুখে গ্রহন করে কিনা।
২. আপনার সাথে গল্প করতে পছন্দ করে কিনা।
৩. আপনার পছন্দ-অপছন্দকে গুরুত্ব দেয় কিনা।
৪. মনের কথাগুলো আপনার সাথে শেয়ার করে কিনা।
৫. আপনাকে নিয়ে ঘুরতে বের হয় কিনা।
৬. আপনার মান-সম্মানের দিকে লক্ষ্য রাখে কিনা।
৭. আপনাকে বুঝতে চেষ্টা করে কিনা।
৮. বন্ধুর পছন্দ নয় এমন ব্যক্তির সাথে বন্ধুত্ব বা চলাফেরা করে কিনা।
৯. আপনার ভুলগুলো আঙুন দিয়ে দেখিয়ে দেয় কিনা।
১০. আপনাকে ভালো পরামর্শ দেয় কিনা।
১১. আপনার পিছনে বদনাম করে কিনা।
১২. আপনার আদর্শকে পছন্দ করে কিনা।
১৩. অন্য কারো সামনে আপনাকে অপমান করে কিনা।
১৪. ভুল বোঝাবুঝি হলে তৃতীয় জনকে না জানিয়ে নিজেরা সমাধান করে কিনা।
১৫. আপনার রাগ কিংবা অভিমান ভাঙায় কিনা।
১৬. ভালো পথে চলার পরামর্শ দেয় কিনা।
১৭. খারাপ পথে গেলে বাধা দেয় কিনা।
১৮. আপনার জন্য আল্লাহর নিকট দোয়া করে কিনা।
১৯. আপনার ছোটখাট স্বপ্নকে পূরণ করে কিনা।
২০. আপনার ছোটখাট অপরাধগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে কিনা।

উপরোক্ত বৈশিষ্ট্য না থাকলে তাকে বন্ধু হিসাবে গ্রহণ করা আত্নঘাতী সিদ্ধান্ত বৈ কিছু না। ভুল পথে না হেঁটে সময় থাকতে সঠিক পথে হাঁটা শিখুন। দেখবেন জীবনটা সত্যিই সুন্দর।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ দুপুর ২:৫১

স্পর্শিয়া বলেছেন: বন্ধু চেনার উপায়গুলো আসলেই এমনই হওয়া উচিৎ। দারুন পোস্ট।

২| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৭

সুহৃদ আকবর বলেছেন: স্পর্শিয়া আপনার মন্তব্যটি ভালো লাগল। আর আপনি যে আমার লেখা পড়েছেন তাতে আমি আনন্দিত হয়েছি। আপনার ফেসবুক আইডি আছে কি?

৩| ০৩ রা নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৪৩

কিরমানী লিটন বলেছেন: স্পর্শিয়া বলেছেন: বন্ধু চেনার উপায়গুলো আসলেই এমনই হওয়া উচিৎ। দারুন পোস্ট।
মুগ্ধ ভালোলাগা-শুভকামনা জানবেন-সতত,প্রিয় সুহৃদ আকবর ...

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০০

সুহৃদ আকবর বলেছেন: প্রিয় কিরমানী লিটন, আমার লেখা পডেছেন জেনে আমি আনন্দিত হয়েছি। পরামর্শের জন্য ধন্যবাদ। ভালোবাসা রইল, ভালো থাকবেন প্রতিদিন।

৪| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ৮:১৭

বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত কিছুর পরও অনেক সময় বন্ধু বন্ধুকে খুন করে, বন্ধু বন্ধুকে প্রতারিত করে, বন্ধু বন্ধুর টাকা মেরে দেয়। তাই সমসময় ফর্মূলা কাজ করে না...

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০১

সুহৃদ আকবর বলেছেন: ঠিক বলেছেন ভাই, তবে এটা আমার নিজের চিন্তা থেকে লিখা। তবে একটা কথা ঠিক সময়ের ব্যবধানে জানতে পারা যায় কে আসল বন্ধু।

৫| ০৩ রা নভেম্বর, ২০১৫ রাত ১১:১৮

সুমন কর বলেছেন: আপনি চিনেছেন তো !!

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০২

সুহৃদ আকবর বলেছেন: সুমন কর, ধন্যবাদ লেখা পড়ার জন্য। আমি কয়েকজনকে চিনেছি।

৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ ভোর ৬:১০

এ কে এম রেজাউল করিম বলেছেন:
বিচার মানি তালগাছ আমার বলেছেন: এত কিছুর পরও অনেক সময় বন্ধু বন্ধুকে খুন করে, বন্ধু বন্ধুকে প্রতারিত করে, বন্ধু বন্ধুর টাকা মেরে দেয়। তাই সমসময় ফর্মূলা কাজ করে না...

জীবনে চলার পথে কোন কুত্তার বাচ্চাকেও বিশ্বাস করতে নাই।
উপরে আল্লাহ আর নিজের বিবেক-বদ্ধিই আসল এবং নিজের মনই আসল বন্ধু।

"মন, তোর মত এমন বিস্বাসযোগ্য বন্ধু আর কোথাও পেলাম না" - সম্রাট বাবর

০৪ ঠা নভেম্বর, ২০১৫ দুপুর ২:০৪

সুহৃদ আকবর বলেছেন: রেজা ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার ("মন, তোর মত এমন বিস্বাসযোগ্য বন্ধু আর কোথাও পেলাম না" - সম্রাট বাবর) মন্তব্যতে নতুন শিক্ষা পেলাম। তবে জীবন চলার পথে দুই একজন ভালো বন্ধুর প্রেয়োজন আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.