নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুহৃদ আকবর

Do Well, Be Well

সুহৃদ আকবর › বিস্তারিত পোস্টঃ

না প্যারিস না সিরিয়া

১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ২:৪৭


অনেকে ইতিমধ্যে প্রোপাইল ফিকচার পরিবর্তন করে ফেলেছেন। আর যারা করতে পারেন নাই তারা আপসোস করতাছেন আহ্ বোধহয় দেরি করে ফেললাম। তারা কি জানেন প্যারিসে হামলার ১ ঘন্টার মধ্যে সিরিয়ায় ৬০০০ শরনার্থীর অশ্রয় শিবির জ্বালিয়ে দেয়া হয়েছে। তারা কি ভেবে দিয়েছেন নাকি আবেগের বশবর্তী হইয়া খিস্তি খেউর তুলতাছেন।প্যারিসে হামলা হলে শোক করবেন আর সিরিয়ায় মানুষ মারলে চুপ মাইরা থাকবেন তা তো হয় না। সিরিয়ার মুসলমানরা কি মানুষ না। নাকি তারা মুসলমান মানুষ না।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:০১

বাংলার জামিনদার বলেছেন: বড়লোকের বাড়িতে লোক মরলে জানাজার লোকের কমতি হয়না। পরে খাওন তো ভাল পাওয়া যাবে।

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৭

সুহৃদ আকবর বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

২| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

রিয়াদ ফেরারী বলেছেন: আমরা তো নির্বোধ বাঙ্গালী, ওপোরের টা নিয়ে পাগল হই ।
নিজের কি হলো তা নিয়ে কোন চিন্তা নেই ।

আপনার লেখা টা পড়লাম কিন্তু কোথাও এরূপ লেখা আজ কোন পত্রিকায় পাইনি ।
যাই হোক লেখাটা সঠিখ হলে , যারা পি.পি বদল করেছে তারা ভুল করেছে ।

৩| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:১৫

সজিব হাওলাদার বলেছেন: নিকৃষ্ট জাতরা উৎকৃষ্টদের তা ই মনে করে।

১৬ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৮

সুহৃদ আকবর বলেছেন: আপনার মন্তব্যের জন্য ধন্যবাদ

৪| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২১

স্বপ্নাতুর পুরব বলেছেন: সেরকম খবর কোথাও পেলাম না । নিউজের লিংকটা দিলে ভালো হয় ।

৫| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯

আরণ্যক রাখাল বলেছেন: দুজন লোক মারা গেলে কি একজনের বাড়িতে গিয়ে স্বান্তনা দেয়া পাপ? সিরিয়া নিয়েও অনেক লেখালেখি হয়েছে| অনেক কথাবার্তা হয়েছে| আসলে কতগুলো মানুষের এই গন্ধ শোকাটাই অভ্যাস

৬| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

অন্য কথা বলেছেন: Click This Link

৭| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৩

অন্য কথা বলেছেন: স্বপ্নাতুর পুরব : Click This Link

৮| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১৫

অপলক দৃষ্টি বলেছেন: এটি আমেরিকার চাল হতে পারে।

৯| ১৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:২৫

সুমন কর বলেছেন: কোনটিই কাম্য নয়।

১০| ১৬ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৫:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: মুসলমানরা আত্ম পরিচয়ে হীনমন্যতায় ভোগে! তাই এই অবস্থা!

তারা যদি নিজের পরিচয়ে গর্বিত বোধ করতে- তখন সমানে সমানে আলোচনা চলত! কিন্তু তাদের মনোবল এবং এই চেতনাটাই গুড়িয়ে দেয়া হয়েছে। ফলে একে অন্যকে দোসারুপ করে, গণ্ধ শোকার অভিযোগে অভিযুক্ত করে, চেতনায় হাজারো বিভক্তি! জাতিগত ঐক্যে খ্রীষ্টান বৌদ্ধ বা হিন্দুরা যতটা এক মুসলমানরা ততটাই বহুধা বিভক্ত!
অথচ আল্লাহর রাসূল সা: বারবার এই ঐক্যের কথাই বলেগেছেন। তোমরা যতদিন ঐক্যবদ্ধ থাকবে ততদিন কোন শক্তি তোমাদের কোন ক্ষতি করতে পারবে না।
আজ আমরা বিভক্ত বলেই বিচ্ছিন্ন ভাবে সকলেই আক্রান্ত হচ্ছি! এবং মতপ্রকাশেও বহু বহু ভিন্নতায় আনলিমিটেড মাত্রায় পৌছে গেছি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.