নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

উপত্যকা পার হয়ে

০২ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৬



নিসর্গ যাদের মনে পুলক জাগায় ,
তাদের জন্য রূপের ডালি সাজিয়ে ,
বসে আছে ঐ উপত্যকাটা ।
ও'র এই প্রান্তে আমি আছি বসে ।
না জানি কত দিন , মাস বা বছর ,
নাকি জন্ম জন্ম ধরে ।

সায়াহ্নে লোহিত লাভা ছড়ানো সূর্যটাকে ,
দেখেছি , উপত্যকার ঐ প্রান্তে ,
গলে পড়তে ।

যেখানে , হয়তো বা তুমি আছো ।
তুমি আছো ভাবলে -
কষ্টেরা কাছে এসে ভিড় করে ।
একই সাথে দুঃখেরা ,
ডানা মেলে উড়ে যা্য় ।

তুমি আছো ভাবলে -
মেঘেরা কবিতা হয়ে ঝড়ে পড়ে ,
ঐ উপত্যকার মাঝখানে ।
চোখের জলের সাথে ,
ভেসে যায় অভিমান ।

তুমি আছো ভেবে -
চোখ খুলে দেখেছি বহুদূর ।
আর চোখ বন্ধ করে ,
তার চেয়েও বেশী দূর ।

তুমি আছো ভেবে -
হারিয়েছি অনেক কিছুই ।
কিন্তু , পাওয়ার কিছু ছিল কি না ,
ভেবে দেখা হয় নি ।

আচ্ছা , উপত্যকার ওপ্রান্তে ,
যেখানে সূর্যটা গলে পড়ে ,
সেখানে কি -
সত্যিই তুমি আছো ?

উপত্যকাটা পার হয়ে ,
আসবে কি কোনোদিন ?

মন্তব্য ৩০ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৩

সুমন কর বলেছেন: আসবে, আসবে....কোন দিন নিশ্চয় চলে আসবে। ;)

কবিতায় লাইক। ভালো হয়েছে।

একই সাথে দুঃক্ষেরা < দুঃখেরা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।
আর এডিট করে নিয়েছি । অনেক ধন্যবাদ ।

ভালো থাকবেন ।

২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২১

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। ধন্যবাদ

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুশি হলাাম । অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।

৩| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিশ্চই আসবে। :)

কবিতা অসাধারণ লিখেছো। আরো বেশি বেশি লেখো।


তুমি আছো ভাবলে -
মেঘেরা কবিতা হয়ে ঝড়ে পড়ে ,


কবিতায় মুগ্ধতা রেখে গেলাম।

+

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

নীলপরি বলেছেন: রাজপুত্রের মন্তব্যে উৎসাহিত হলাম ।

তবে , রাজপুত্র জ্যোতিষী কবে থেকে হোলো ?
কবিই তো অনেক ভালো ছিলো । :)

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

নীলপরি বলেছেন:

এটা প্লাস দেওয়ার জন্য ।

৪| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩২

শেষ বেলা বলেছেন: যেখানে , হয়তো বা তুমি আছো ।
তুমি আছো ভাবলে -
কষ্টেরা কাছে এসে ভিড় করে ।
একই সাথে দুঃখেরা ,
ডানা মেলে উড়ে যা্য় ।..............।

অসাধারণ। ভাল লাগলো, ব্লগে বেশ কিছু দিন ধরে ঘোরাঘুরি করছি। খুব একটা লেখা হয় না। তবে কবিতাগুলো খুব মনোযোগ দিয়ে পড়ি। ভাল লাগলো। ধন্যবাদ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো । ধন্যবাদ ।
ভালো থাকবেন ।
শুভকামনা ।

৫| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: জ্যোতিষী হলাম কিভাবে? B:-)

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১২

নীলপরি বলেছেন: ওই যে প্রথমেই ভবিষ্যদবানী করেছেন তাই। :)
শুভরাত্রি।

৬| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:১৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: :)

ভালো থাকা হোক। শুভ্রাত্রি।

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

নীলপরি বলেছেন: হুম। শুভসকাল।
রাজপুত্রের জন্যও অনেক শুভেচ্ছা রইলো।

৭| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৪

অগ্নি কল্লোল বলেছেন:
উপত্যকা পার হয়ে
আসবে কি কোনদিন?

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৪

নীলপরি বলেছেন: কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

৮| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৮

অগ্নি কল্লোল বলেছেন: ধন্যবাদ গ্রহণযোগ্য।।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৮

নীলপরি বলেছেন: :)

৯| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:০২

কল্লোল পথিক বলেছেন: অনবদ্য কবিতা
চমৎকার হয়েছে।
শুভ কামনা জানবেন।

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:২০

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমি খুশি হলাম ।
অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ ।

১০| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

বিজন রয় বলেছেন: খুব ভাল লাগল।
++

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমরও ভালো লাগলো ।
ধন্যবাদ ।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩০

ফারিহা নোভা বলেছেন: খুবই সুন্দর লিখেছেন। অনেক অনেক শুভ কামনা। :)

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ । আপনাকেও শুভকামনা ।

১২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:১০

অভ্রনীল হৃদয় বলেছেন: খুব সুন্দর একটি লেখা। সে আসবে কোনো একদিন। সকল অপেক্ষার প্রহর কেটে যাবে। শুধু মাত্র সময়ের অপেক্ষা। স্রেফ সময়ের অপেক্ষা! :)

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৩

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো । অনেক ধন্যবাদ । তবে আমার উত্তর দিতে দেরী হয়ে গেলো । দুঃখিত ।

১৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৭

মাহবুবুল আজাদ বলেছেন: চমৎকার একটা কবিতা । অসাধারণ লাগল।

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে ভালো মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগছে । অনেক ধন্যবাদ ।

১৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৯

এহসান সাবির বলেছেন: তুমি আছো ভাবলে -
কষ্টেরা কাছে এসে ভিড় করে ।
একই সাথে দুঃখেরা ,
ডানা মেলে উড়ে যা্য় ।

তুমি আছো ভাবলে -
মেঘেরা কবিতা হয়ে ঝড়ে পড়ে ,
ঐ উপত্যকার মাঝখানে ।
চোখের জলের সাথে ,
ভেসে যায় অভিমান ।

তুমি আছো ভেবে -
চোখ খুলে দেখেছি বহুদূর ।
আর চোখ বন্ধ করে ,
তার চেয়েও বেশী দূর ।

তুমি আছো ভেবে -
হারিয়েছি অনেক কিছুই ।
কিন্তু , পাওয়ার কিছু ছিল কি না ,
ভেবে দেখা হয় নি ।

সত্যিই তুমি আছো ?





দারুন কবিতা.....!!



আচ্ছা তুমি নাই ভাবলেই কি কি হয়??


১১ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহিত বোধ করছি।
আর নেই ভাবলে তো ফুলস্টপ পড়ে যাবে। ভাবনার দরকার হবে না। কারন বিগ ব্যাং নিয়ে ভাবনার ক্ষমতা নেই।
অনেক ধন্যবাদ।
ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.