নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নগুলো সব করেছি জড়ো

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪১



মনে মনে তো অনেক কিছুই
লিখব ঠিক করি ,
মনের সাথে অকারনেই
কলম করে আড়ি ।

স্বর্গ থেকে তো
নামে না কোনো কথা
চারপাশে লুকিয়ে আছেন
রহস্যে মোড়া জীবন দেবতা ।


আমার ভাগ্য লেখেন তিনি
কিন্তু কারো ভাগ্য লেখার দায়িত্ব
আমার হবে না জানি ।


এই অক্ষরগুলো আমার নয়
কে জানে এরা কার
জীবনের কথা কয় ।

জলও তো নদীর নয়
তবু তো সে
নদীর হৃদয়েই বয় ।

বোকা বোকা চোখে
এসব কিছুই চেয়ে চেয়ে আমি দেখি ,
সময় বুঝে অবসাদটাও
দিয়ে যায় আজ ফাঁকি ।

মাঝরাতে কোকিল ডাকে
বসন্ত বেল বাজায়
কে জানে তবু
স্বপ্নগুলো সব রংচটা কেনো ,
কোন দেবতার সাজায় ।

জীবনদেবতা , বোঝা দায় তোমার হাবভাব
ইচ্ছে রঙে রাঙানো নাকি
তোমার স্বভাব ।

ভাবছি কেমন হবে ,
বেরঙীন ঐ স্বপ্নগুলোর গায়
অনিচ্ছাতেও তোমার তুলি থেকে
বেখেয়ালে যদি কিছু রঙ এসে যায় ।

জীবনদেবতা , জানি কৃপণ তুমি বড়ো
তবু তোমার জন্যই নীল খামে ভরে
স্বপ্নগুলো সব করেছি জড়ো ।

মন্তব্য ৭৪ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫০

বিজন রয় বলেছেন: স্বপ্ন সত্যি হোক।
+++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৯

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ কবিতা পড়ার জন্য।
ভালো থাকবেন।

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০২

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও অনেক ভালো লাগছে । ধন্যবাদ ।
শুভকামনা ।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: চমৎকার ছন্দময় স্বপ্নের কবিতায় ভাল লাগা! অনেক ভাল লাগলো কবিতাটি।
শুভ কামনা জানবেন!

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০৮

নীলপরি বলেছেন: আপনার অনেক ভালো লেগেছে জেনে আমি খুব খুশ হলাম। ধন্যবাদ ।
শুভকামনা আপনাকেও।
ভালো থাকবেন ।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: বাহ্। আজ ছন্দময়ী পরি কে দেখলাম।
কবিতায় ভালো লাগা অনেক।
আশারাখি
জীবনদেবতা নীলখাম খুলে দেখার অবসর পাবে।

ভালো থাকুক পরি।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯

নীলপরি বলেছেন: রাজপুত্রের মন্তব্য পেয়ে পরি খুশি।

পরি তো আশাহত হতে অভস্ত। তিনি যেন রাজপুত্রের আশাটা রাখেন।
'ভালো লাগা অনেক ' মানে? ঠিক কতটা স্যর ? :)

ভালো থাকুন অহর্নিশ ।
শুভকামনা ।

৫| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮

তার আর পর নেই… বলেছেন: জলও তো নদীর নয়
তবু তো সে
নদীর হৃদয়েই বয়


এ অংশটুকু বেশি ভাল লেগেছে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৩

নীলপরি বলেছেন: খুব খুব ভালো লাগছে আমার , আপনার ভালো লেগেছে জেনে। অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লাগা কতখানি?

দৈর্ঘ্যে প্রস্থে মাপপো নাকি ওজন বুঝতে পারছি না। তাই পরিমাণ বা আকার বলতে পারলাম না। ;)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৩

নীলপরি বলেছেন: সাথে সাথে উত্তর পেয়ে ভালো লাগলো।
আরে, রাজপুত্রের ও না বোঝা কিছু আছে তাহলে! :)

৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৭

মনিরা সুলতানা বলেছেন: জীবনদেবতা , জানি কৃপণ তুমি বড়ো
তবু তোমার জন্যই নীল খামে ভরে
স্বপ্নগুলো সব করেছি জড়.....

এই খানেই তো সব সমস্যা পরি /:)
ছন্দ কবিতা ভালোলেগেছে :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪৫

নীলপরি বলেছেন: হুম। সমস্যাদের সাথে থাকতে থাকতে ওরা এখন বন্ধু হয়ে গেছে । :)
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ধন্যবাদ ।
শুভকামনা ।

৮| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: জলও তো নদীর নয়
তবু তো সে
নদীর হৃদয়েই বয় ।
বাহ! কি অসাধারণ লাইন!
পরীর জন্য শুভকামনা।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

নীলপরি বলেছেন: লাইনটা আপনার অসাধারণ লেগেছে জেনে আমার খুউব ভালো লাগলো । ধন্যবাদ ।
আপনার জন্যও অনেক শুভকামনা।
ভালো থাকবেন ।

৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি বুঝি না অনেক। :)

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬

নীলপরি বলেছেন: যাক একজন রাজপুত্র পওয়া গেল যে অনেক কিছু বোঝে না । এমনিতে তো রাজপুত্ররা সবজান্তা হয় ।

তবে ,অনেক কিছু না বুঝেও হাসি পাচ্ছে কেনো ?

১০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৮

নীলপরি বলেছেন: আমার কিন্তু খুউব ভালো লাগলো আপনার সোজাসুজি মন্তব্য ।
ধন্যবাদ ।
আপনার জন্য অনেক শুভকামনা।
ভালো থাকবেন ।

১১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৯

র্স্পশহীন বলেছেন: চলনসই.....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগত । ধন্যবাদ ।

১২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৬

দীপংকর চন্দ বলেছেন: গভীর জীবনবোধযুক্ত কিছু পঙক্তি উঁকি দিচ্ছে লেখায়!

এই অক্ষরগুলো আমার নয়
কে জানে এরা কার
জীবনের কথা কয়

ভালো লাগা থাকছে। অনেক।

অনিঃশেষ শুভকামনা কবি।

ভালো থাকবেন। সবসময়।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:২৬

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে ভালো শুনে আমারও খুব ভালো লাগছে । অনেক ধন্যবাদ ।
আপনাকেও অনেক শুভকামনা ।
আপনিও খুব ভালো থাকুন ।

১৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:০৮

এম এইচ নাজমুল বলেছেন: স্বপ্নময়ীর স্বপ্ন পূরণ হোক সেই কামনা থাকছে।

ভাল লেগেছে ।

১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম আপনাকে ।
আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো । ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২

প্রামানিক বলেছেন: আমার ভাগ্য লেখেন তিনি
কিন্তু কারো ভাগ্য লেখার দায়িত্ব
আমার হবে না জানি ।


দারুণ কাব্য কথামালা। ধন্যবাদ

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:২৫

নীলপরি বলেছেন: কিছু ভেসে বেড়ানো কথাদের এক জায়গায় করার চেষ্টা করেছি। মালা গাঁথতে পেরেছি কিনা জানি না। তবু আপনার এটাকেই কথামালা মনে হয়েছে জেনে ভালো লাগলো। অনুপ্রাণিত হলাম।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



বেশ ছন্দময় । তবে কবিতার তুলি থেকে আরও যদি কিছু রঙিন শব্দ এসে যেত, ভালো হতো ।
এইটুকু দারুন সুন্দর ---
জলও তো নদীর নয়
তবু তো সে
নদীর হৃদয়েই বয় ।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৭:৩৮

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে গঠনমুলক পরামর্শ পেয়ে খুব ভালো লাগলো । আর কবিতার কিছু অংশ আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
এভাবে পাশে থেকে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৬| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

জুন বলেছেন: চমৎকার ছন্দময় স্বপ্নের কবিতায় অনেক ভাল লাগা নীলপরি ।
+

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে বোধহয় অনেকদিন পরে আসলেন । দেখে ভালো লাগলো । আর প্লাস পেয়ে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভেচ্ছা ।

১৭| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১১

মিজানুর রহমান মিরান বলেছেন: দারুন আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন কবিতাই। স্বপ্ন পূরন হোক।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । ধন্যবাদ কবিতা পড়ার ও মন্তব্য করার জন্য ।

১৮| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

উল্টা দূরবীন বলেছেন: খুব সুন্দর লিখেছেন।

জলও তো নদীর নয়
তবু তো সে
নদীর হৃদয়েই বয় ।

উদারতার মাঝেও বুঝি কিছু হাহাকার লুকিয়ে থাকে।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৪

নীলপরি বলেছেন: সহমত আপনার সাথে । আর আপনার কবিতাটা সুন্দর লেগেছে দেখে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।

১৯| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২২

নাজরুল ইসলাম পাটওয়ারী বলেছেন: নীল খামে করে আকাশ পানে উড়ে চলোক নীলপরি। ছন্দের জনজনানী, আর আকাশের ঐ তারা গুলো যেমন আকাশকে মহিমান্নীত করেছে, টিক তেমনি আমার হ্দয়কে পোলকিত করেছে আপনার ছন্দের টানে।ধন্যবাদ আপনাকে

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম আপনাকে । আর কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।

২০| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৬

আহমেদ নীল বলেছেন: তাই

২০ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯

নীলপরি বলেছেন: কি তাই ? কবিতা পড়ে যদি কোনো প্রশ্ন আসে মনে তবে সে উত্তর কবিতাই দিতে পারবে । কবি নয় ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

২১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৩

নীল চিরকুট বলেছেন: বিশেষ করে কোন লাইনকে ভালো বলতে পারলাম না, পুরো লেখাটাই ভালো লাগলো, আশা করি ভবিষৎ এ আপনার কাছ থেকে এরকম সুন্দর আরো লেখা পাবো।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৫

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে এরকম একটা মন্তব্য পেয়ে আমার ও খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।

২২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৬

নিলিমার নীল বলেছেন: অসাধারন

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।অনেক ধন্যবাদ ।

২৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: "জীবনদেবতা, বোঝা দায় তোমার হাবভাব
ইচ্ছে রঙে রাঙানো নাকি তোমার স্বভাব!" যথার্থই! নীলপরির (এইবার লালপরি বলিনি কিন্তু) কবিতা ভাল্লাগসে! ছন্দেই চালিয়ে যেতে পারেন ।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪১

নীলপরি বলেছেন: হুম , এইবার লালপরি বলেননি । আমাকে জেনেই আমার কবিতা পড়েছেন ও মন্তব্য করেছেন দেখে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।

২৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

হাসলে হার্ট এটাকের সম্ভাবনা কমে তাই।

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯

নীলপরি বলেছেন: কার জন্য মন্তব্য ? ভুল করে এখানে নাকি ? বুঝতে পারছি না ।

২৫| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: দিশেহারা রাজপুত্র বলেছেন:
আমি বুঝি না অনেক। :)
১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৬ ০
লেখক বলেছেন: যাক একজন রাজপুত্র পওয়া গেল যে অনেক কিছু বোঝে না । এমনিতে তো রাজপুত্ররা সবজান্তা হয় ।

তবে ,অনেক কিছু না বুঝেও হাসি পাচ্ছে কেনো?


দিশেহারা রাজপুত্র বলেছেন:

হাসলে হার্ট এটাকের সম্ভাবনা কমে তাই।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯ ০
লেখক বলেছেন: কার জন্য মন্তব্য ? ভুল করে এখানে নাকি ? বুঝতে পারছি না ।

X(

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৩১

নীলপরি বলেছেন: না , ভুলটা পরির ওহো লেখিকারই । প্রশ্ন করে তার মনে রাখা উচিত ছিল । উত্তরদাতা যখন রাজপুত্র । কারন তিনি গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত থাকেন । তাঁর সময়টাই সঠিক সময় । সে ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ প্রশ্নের , উত্তর ২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৯ ০ দিলেও , তবু তো দিয়েছেন । তাই পরি মানে লেখিকা ক্ষমাপ্রার্থী ।

হাসলে হার্ট এটাকের সম্ভাবনা কমে তাই। --
এই তথ্যটি রাজপুত্র জানেন । খুব ভালো । আচ্ছা উনি কি শুধু নিজের কথা ভেবেই হাসেন ? তাহলেও ভালো ।

দেখা যাচ্ছে উনি রেগে গেছেন ! রাগ করলে কি হয় , তা কি উনি জানেন ? তথ্য বলেছে --এক ) যে রাগ করে , রাগ তার স্বাস্থ্যের পক্ষে হানিকর । দুই ) যার উপর রাগ করে , তার খুব কষ্ট হয় । :(

এসবের এফেক্ট যেনো ২৫/২৬ তারিখ না হয় । রাজপুত্রের কাছে আর্জি থাকলো ।

২৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কিছু অনুভূতি কবিতার দুঃসাধ্য প্রকাশ

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:১৯

নীলপরি বলেছেন: আর গদ্যে ?

২৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

গদ্য আমার চায়ের কাপে যাচে না

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৫

নীলপরি বলেছেন: গদ্য চায়ের কাপে যাচে কিনা সেটা পাঠকরাই ঠিক করবেন ।
আপনি সহজ করে কেনো বলেন না বলুন তো ? সেই কখন থেকে আমার একশ লাইনের জবাবে এক লাইন ? আমি তো জানি মানুষ
খুব রেগে থাকলে এরকম উত্তর দেয় ! তো এখানে কি অবস্থা ?

২৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অবস্থা অনাবস্থা আজকের বিকেলে চায়ের টোস্টবিস্কিট।



কে রাগে আছে? B:-/

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩১

নীলপরি বলেছেন: বাহ ভালোই ।

কে রাগে আছে? জানেন না ?

২৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৬

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: খুব চমৎকার সরল তো আপনার কবিতার ভাষা! শুভেচ্ছান্ত...।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৩৫

নীলপরি বলেছেন: সরল কিনা জানিনা । তবে এর বেশী কিছু ,আমি পারি না । :)
আপনাকেও শুভেচ্ছা ।
আর অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।

৩০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন:

না তো! 8-|

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫২

নীলপরি বলেছেন: তাই ? আপনি দেখছি ঠান্ডা মাথায় অন্যকে দিশেহারা করে ছাড়বেন ।

হাতে নাতে প্রমান নিজের পোষ্টে নিজে মন্তব্য করলাম । তারপর আবার এখন উত্তর দিচ্ছি । ............

৩১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:


দলবদ্ধভাবে দিশেহারা হবার মজাই আলাদা। :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৮

নীলপরি বলেছেন: হুম । মজা টের পাচ্ছি । এক কাজ দুবার করতে হচ্ছে ।

৩২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৯

আলোরিকা বলেছেন: 'জলও তো নদীর নয়
তবু তো সে
নদীর হৃদয়েই বয় ।' -- ' আপন আপন করিস যারে সেতো আপন নয় ' - আপনার কবিতা পড়ে এই লাইনটিই মাথায় এল । সুন্দর ভাবনা :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮

নীলপরি বলেছেন: আমার কবিতার লাইন পড়ে , এতো ভালো একটা লাইন আপনার মাথায় এসেছে শুনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।

৩৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:


প্রাক্টিস মেকস আ উইমেন পারফেক্ট। :P

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫০

নীলপরি বলেছেন: বুঝলাম ।আর ছেলেরা কি ইন বর্ন পারফেক্ট ?

৩৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:


না। কোনভাবেই না।
বিষয়টা হলো আমরা ছেলেরা কোন প্রাক্টিসেই পারফেক্ট হই না। ইম্পারফেকশন ইজ দ্যা বিগেস্ট পারফেকশন হেয়ার। ;)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১০

নীলপরি বলেছেন: বাহ কেয়া বাত হ্যায় জী । চিত ভি মেরি পট ভি মেরি ।

৩৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৮

অপূর্ব আফজাল বলেছেন: অসাধারণ

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০৮

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।

৩৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

সুদীপ্তা মাহজাবীন বলেছেন: সুন্দর কবিতা । ভাললাগা রইল । :)

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৭

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।

৩৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৬

এহসান সাবির বলেছেন: 'স্বপ্নগুলো সব করেছি জড়ো' নামের একটা সুন্দর কবিতা পড়লাম।

ভালো লাগা, শুভেচ্ছা।

০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৩

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লাগাতে শিরোনামটা সুন্দর হোলো ।
অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভেচ্ছা ।
ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.