নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ছিল বাকি কিছু ঋণ

২১ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৪৭





হে কৃষ্ণ ! এখনো কি তোমার বাঁশি ,
করে শুধু রাধা রাধা ?
এখনো কি তার নামটা
তোমার হৃদয়ে রয়েছে বাঁধা ?

নাকি এসব টপিক
পুরানো হেয়েছে আজ !
এখন তো আবার ,
কোয়ান্টাম তত্ত্বের -
পৃথীবি জুড়ে রাজ ।

তাই বসন্তের চাঁদ
নিঃসঙ্গ পড়ে থাক
জোৎস্নামাখা হলুদ পাখী
একলাই উড়ে যাক ।

বনমহুয়ার গন্ধ মেখে
বাতাসটা দাঁড়িয়ে থাক
এক মন ছেড়ে অন্য মনে
যে যাবার , সে যাক ।

প্রেম ? মানে তো আজ শুধুই হরমোন
হে কৃষ্ণ !তোমার ঐ মোহন বাঁশি
করতে পারে না কারো
এখন আর রাগ মোচন ।


হায় কৃষ্ণ ! ঐ মোহন বাঁশি
কেনো আজ দীন হীন ?
তুমি বোধহয় ভুলেছিলে
রাধার কাছে তোমারও
ছিল বাকি কিছু ঋণ ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৫/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৪

জায়গীরদার বলেছেন: খুব ভালো লাগলো।
ভালো থাকবেন

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার খুব ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ ।
আপনিও ভালো থাকবেন ।

২| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কোট করতে পারছি না। সবটুকুতেই ভালো লাগা। অনিঃশেষ।

ছন্দের দাপট কবিতায় প্রবল।
সুন্দর লিখেছো। +++

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৫

নীলপরি বলেছেন: রাজপুত্রের ভালো লাগায় তার থেকেও বেশী ভালো লাগলো পরির । আর প্লাস পেয়ে আপ্লুত ।

বিষয়ের বাইরে -- আপনার রাগের অবস্থা এখন কেমন ?

৩| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৭

দিয়া আলম বলেছেন: ভালো লাগা

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।

৪| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৩

মিজানুর রহমান মিরান বলেছেন: চমৎকার ছন্দের ছোঁয়া পেলাম। ভালো লাগলো অনেক।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৮

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।

৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:২৭

অগ্নি কল্লোল বলেছেন: অনেক ভাল লাগলো নীলপরি আপু।।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।

৬| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫২

কান্ডারি অথর্ব বলেছেন:


সুন্দর।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৮

নীলপরি বলেছেন: কবিতাটা আপনার সুন্দর লেগেছে বলে ধন্যবাদ । ভালো থাকবেন ।

৭| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১০

নীলপরি বলেছেন: কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

৮| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭

কল্লোল পথিক বলেছেন: হে কৃষ্ণ ! এখনো কি তোমার বাঁশি ,
করে শুধু রাধা রাধা ?
এখনো কি তার নামটা
তোমার হৃদয়ে রয়েছে বাঁধা ?



চমৎকার কবিতা।

২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৮

নীলপরি বলেছেন: কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

৯| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৫৯

আবু শাকিল বলেছেন: কবিতা ভাল্লাগছে ।
আমি পড়েছি- সনাতন ধর্মে কৃষ্ণ এর সাথে রাধার কোন সম্পর্ক ছিল না। ইহা নাকি কিছু রসময় সাহিত্যের বানানো কাহিনী ??

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৫

নীলপরি বলেছেন: রসময় সাহিত্য মানে ? আমার সাহিত্য জ্ঞান অতি সীমিত । সেই সীমানার মধ্যে কর্কষ সাহিত্য বলে কিছু পড়িনি । মহাভারত মহাকাব্য । সেখানে কৃষ্ণ বা রাধা দুটি চরিত্র । যদিও রাধা খুব সামান্য অংশ । এছাড়া রাধার উল্লেখ পূরাণে পাই । কৃষ্ণ শব্দের অর্থ আকর্ষণ । রাধিকা অর্থাৎ আরাধিকা , যিনি কৃষ্ণকে আরাধনা করেছেন । আর সব কাহিনী বানানোই হয় ।
যাক , আমার ব্লগে স্বাগতম । আর আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
অনেক ধন্যবাদ । :)

১০| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৬

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



সুন্দর-ই লিখেছিলেন । শিরোনামটিও ছিলো কাব্যিক । শুধু গুটি কয়েক ইংরেজী শব্দ মনে হয় কবিতার মর্মবেদনাকে ফিকে করে দিয়ে গেছে ।

শুভেচ্ছান্তে ।

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২০

নীলপরি বলেছেন: তারমানে আপনার একটু হলেও সুন্দর লেগেছে তো ? তাতেই অনেক খুশি হলাম । বাকিটা চেষ্টা করবো ।
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা । :)

১১| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: "হায় কৃষ্ণ! ঐ মোহন বাঁশি
কেনো আজ দীনহীন ?
তুমি বোধহয় ভুলেছিলে
রাধার কাছে তোমারও
ছিল বাকি কিছু ঋণ ।" হবে হয়তো!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৩

নীলপরি বলেছেন: সহমত । লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

১২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৫১

কথাকথিকেথিকথন বলেছেন: ছন্দময় কাব্য মন্দ লাগে নি । ভাল লেগেছে বেশি !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।

১৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৩৪

প্রামানিক বলেছেন: হায় কৃষ্ণ ! ঐ মোহন বাঁশি
কেনো আজ দীন হীন ?
তুমি বোধহয় ভুলেছিলে
রাধার কাছে তোমারও
ছিল বাকি কিছু ঋণ ।


দারুণ লাগল কবিতা। ধন্যবাদ

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো।
আপনাকেও অনেক ধন্যবাদ ।

১৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৫

জ্যোস্নার ফুল বলেছেন: তাই বসন্তের চাঁদ
নিঃসঙ্গ পড়ে থাক
জোৎস্নামাখা হলুদ পাখী
একলাই উড়ে যাক ।

বনমহুয়ার গন্ধ মেখে
বাতাসটা দাঁড়িয়ে থাক
এক মন ছেড়ে অন্য মনে
যে যাবার , সে যাক ।


বিমুগ্ধ হলাম কবি। আপনি একজন জাত কবি। তবে একটু বেশি বেশি করে পড়া আপনার জন্য খুব সহায়ক হবে।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যও আমার খুব ভালো লাগলো । আমি চেষ্টা করবো পড়া বাড়ানোর । তবে আমি খুব অলস । তবু .......
অনেক ধন্যবাদ ।

১৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৫

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: সুর ছাড়া যে বাঁশি বাজে না, আর বাঁশি না বাজলে যে সুর উঠে না। তবে কৃষ্ণের বাঁশিতে সুর না উঠলেও নীলপরির কবিতায় ঝংকৃত হচ্ছে সেটা স্বীকার করতেই হয়! ;)

অঃ টঃ- কিছু টাইপো আছে ঠিক করে নিয়েন-
হেয়েছে < হয়েছে
পৃথীবি < পৃথিবী

কবিতায় ভাল লাগা!
শুভ কামনা জানবেন!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৫

নীলপরি বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ । ইশশ টাইপোগুলো খেয়াল করিনি । এইজন্য আরেকটা ধন্যবাদ ।
ভালো থাকবেন ।
শুভ কামনা ।

১৬| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:১৮

মাসুদ মাহামুদ বলেছেন: খুব ভালো লাগলো।

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৯

নীলপরি বলেছেন: আমারও ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে।
ধন্যবাদ ।
শুভকামনা ।

১৭| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৩

দেবজ্যোতিকাজল বলেছেন: সহজিয়া

২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১৯

নীলপরি বলেছেন: ধন্যবাদ ।
শুভকামনা ।

১৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৫

এহসান সাবির বলেছেন: রাধা আমার রাধা
জীবটা তো এক সুতাতে বাঁধা....

কার যেন লেখা এটা- শক্তি না জয় গোস্বামী.. ভুলে গেছি..

কবিতাটা ঐ রকম প্রেমের মনে হল।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২০

নীলপরি বলেছেন: আমার কবিতার মন্তব্যে যাঁদের নাম নিলেন , তাই দেখে আমি আপ্লুত হলাম । অনেক ধন্যবাদ আপনাকে ।

ব্যস্ততার মধ্যেই খুব ভালো থাকুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.