নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কতোগুলো বর্ষা এলে / পাহাড়ের বুকে ফুল ফোটে ?

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:৩৪



চাবুক তো ক্রীতদাস ছাড়া
আর কিছু নয় ।
সাধ করে তারে পিঠে তুলে নিলে
বোকা আর কারে কয় !

লড়াই তো তোমার সাথে
ছিল না কোনোদিন ।
নিজের সাথেই নিজে
লড়ে যাই নিশিদিন ।

লড়তে গিয়ে
পেলাম ক্ষত ।
যুগের হাওয়া লাগাতে পারলে
যোগফলটা ভিন্ন হত ।


যা ছিলই না কোনোদিন
তাকেই সত্য মেনেছি ।
টলোমলো সেতু থেকে
পা পিছলে পড়েছি ।


রুক্ষ ঐ পাহাড়ী মাটি
কিভাবে তার অপেক্ষা প্রহর কাটে ?
কতোগুলো বর্ষা এলে
পাহাড়ের বুকে ফুল ফোটে ?

মন্তব্য ৪৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১:১৫

গেম চেঞ্জার বলেছেন: যেমনটি করতে মন থেকে সায় আসেনা বাস্তবে হয়তো সেটাই বেশি প্রযোজ্য হয়। সফলতাও বেশি আসে। অথচ বাধা বলতে সেখানে নিজেই।
হারিয়ে ফেলতে হয় জীবন থেকে অনেক কিছু। :(

রুক্ষ ঐ পাহাড়ী মাটি
কিভাবে তার অপেক্ষা প্রহর কাটে ?
কতোগুলো বর্ষা এলে
পাহাড়ের বুকে ফুল ফোটে ?

এর উত্তর হলো, জানিনা
কবিতায় ভাললাগা। (+)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪৮

নীলপরি বলেছেন: এতো রাতে আমার কবিতা পড়েছেন দেখে প্রথমেই অনেক ধন্যবাদ । আর প্লাস পেয়ে খুশি হলাম। সত্যি, কেনো জানিনা কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায় না।

শুভকামনা ।
ভালো থাকবেন।

২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৪:৪৬

ফেরদৌসা রুহী বলেছেন: যা ছিলই না কোনোদিন
তাকেই সত্য মেনেছি ।
টলোমলো সেতু থেকে
পা পিছলে পড়েছি ।


এটাই হয়। যা আমার নই, তাই নিজের মনে হয়।

প্রতিটা প্যারাই খুব ভাল লেগেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । ভোরবেলা আমার কবিতা পড়ে আপনার ভালো লেগেছে জেনে , আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৩৩

নুরএমডিচৌধূরী বলেছেন: রুক্ষ ঐ পাহাড়ী মাটি
কিভাবে তার অপেক্ষা প্রহর কাটে ?
কতোগুলো বর্ষা এলে
পাহাড়ের বুকে ফুল ফোটে ?
এর উত্তর হলো, জানিনা।
কবিতায় ভাললাগা।
+++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩১

নীলপরি বলেছেন: আপনার ভাললাগায় আমার কৃতজ্ঞতা জানবেন । আর প্লাস পেয়ে খুশি হলাম।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকবেন।

৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৪১

সুমন কর বলেছেন: চমৎকার এবং ৩য় +।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৩৩

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে এবং ৩য় প্লাস পেয়ে খুব খুশি হলাম।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকবেন।

৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩১

কান্ডারি অথর্ব বলেছেন:



প্রথম দুই স্তবক চমৎকার লাগছে। +++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২১

নীলপরি বলেছেন: দুই স্তবকের ভালো লাগায় প্লাস পেয়ে আমি অত্যন্ত খুশি হলাম । অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা রইল।

৬| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৩৯

মিজানুর রহমান মিরান বলেছেন: চমৎকার ভালো লাগা!

নিজের সাথেই নিজে
লড়ে যাই নিশিদিন। আসলেই সত্য ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:২৮

নীলপরি বলেছেন: আপনার সহমতে ভালো লাগা । কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকবেন ।

৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৪৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: যুগের হাওয়া লাগাতে পারলে
যোগফলটা ভিন্ন হত ।

রুক্ষ ঐ পাহাড়ী মাটি
কিভাবে তার অপেক্ষা প্রহর কাটে ?
কতোগুলো বর্ষা এলে
পাহাড়ের বুকে ফুল ফোটে ?

এই লাইনগুলো আমার কাছে অসম্ভব ভালো লেগেছে।
পরীর জন্য নিরন্তর শুভকামনা।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৩৭

নীলপরি বলেছেন: আপনার লাইনগুলো ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।
আর আপনাকেও জানাই শুভকামনা ।
ভালো থাকবেন ।

৮| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন: কতোগুলো বর্ষা এলে
পাহাড়ের বুকে ফুল ফোটে ?


যতগুলো বর্ষায় পাহাড়ে নদী হয়।।

অন্যরকম। ছন্দময়। ভালো লেগেছে। অনেক।
+++++

লেখালিখি চলুক। নিয়মিত। :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৪৮

নীলপরি বলেছেন: যাক এতক্ষণে একজন উত্তর দিলেন। কিন্তু , 'যতগুলো বর্ষা' মানে ? এটা আমার কাছে মোনালিসার হাসির থেকেও কঠিন লাগলো !
উৎসাহ আর প্লাস পেয়ে খুশি ।
কেমন আছেন ? :)

৯| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আমি পাহাড় নাকি আমি বলবো? :)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:১২

নীলপরি বলেছেন: না না পাহাড় না। তবে প্রশ্ন এড়ানোর দক্ষ কারিগর ।
আর 'আপনি কেমন আছেন' , সেটা কে বলবে ? তার ঠিকানা তো আমার জানা নেই । যদি জানতাম, তাহলে না হয় জেনে নিতাম ।

১০| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৪

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর ছন্দময়। ভালো লেগেছে।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৩৯

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

১১| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৯

কথাকথিকেথিকথন বলেছেন: দারুণ কাব্য । শেষ স্তবকটা তো অসাধারণ, তবে উত্তর জানা নেই !!

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৫৮

নীলপরি বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগা ।
ধন্যবাদ ।
শুভকামনা ।

১২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ঠিকানা ব্লগে কিছুদিন ঝুলিয়েছিলাম। পরির চোখে বাঁধে নি। আমি কি করবো।

ভালোই আছি। ম্যাচটার জন্য ওয়েট করছি।

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:১১

নীলপরি বলেছেন: বেঁধেছিল। কিন্তু পরির মুখবই নেই। তাই ...
যাহোক ঠিক আছে ।

কোন ম্যচ ? বুঝতে পারছি না।

১৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫০

কল্লোল পথিক বলেছেন: যা ছিলই না কোনোদিন
তাকেই সত্য মেনেছি ।
টলোমলো সেতু থেকে
পা পিছলে পড়েছি ।


চমৎকার কবিতা।
কবিতায়+++++++++++++++++++++

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

নীলপরি বলেছেন: ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৪| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১৪

প্রামানিক বলেছেন: কবিতা অনেক ভাল লাগল। ধন্যবাদ

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৩

নীলপরি বলেছেন: কবিতাটা পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৫

তার আর পর নেই… বলেছেন: শিরোনাম দেখে ভাবছিলাম হয়তো উত্তরও আছে, দেখি যে উত্তর নেই, লেখক শুধু প্রশ্ন করেছেন :(

ভাল লাগলো +

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:১৪

নীলপরি বলেছেন: :( একই অবস্থা আমার ও। প্রশ্ন করে উত্তর পাচ্ছি না।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।
ধন্যবাদ আর শুভকামনা । :)

১৬| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: "লড়াই তো তোমার সাথে
ছিল না কোনোদিন ।
নিজের সাথেই নিজে
লড়ে যাই নিশিদিন ।" অামার মনের ঘরে দিয়ে তালা সুখ পিয়াসে ঘুরি, নিজের সাথে খেলি নিজেই নিঠুর লুকোচুরি । মুগ্ধ চোখে রুপ দেখে যাই গ্রহণ যেন লাগে বারেবারে! তুমি এমনই জাল পেঁতেছো সংসারে, কার বা এমন সাধ্য অাছে এ মায়ার জাল ছেড়ে যেতে পারে!

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা খুব ভালো লাগলো।
ধন্যবাদ।।

১৭| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৪

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার কবিতা মালা ।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:৫৯

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

১৮| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: অনেক সুন্দর কবিতাখানি, ভাল লাগা রইল। ভাল থাকবেন কবি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:২৫

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা । আপনিও ভালো থাকবেন ।

১৯| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২২

বনমহুয়া বলেছেন: রুক্ষ ঐ পাহাড়ী মাটি
কিভাবে তার অপেক্ষা প্রহর কাটে ?
কতোগুলো বর্ষা এলে
পাহাড়ের বুকে ফুল ফোটে ?


দারুন নিলপরি।

২৫ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৪

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

২০| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:০৭

বিজন রয় বলেছেন: চাবুক তো ক্রীতদাস ছাড়া
আর কিছু নয় ।
সাধ করে তারে পিঠে তুলে নিলে
বোকা আর কারে কয় !

শুরুটাই নাড়া দিয়ে গেল।
+++++

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:২২

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২১| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৬

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: সুন্দর।

শুভকামনা রইল।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৯

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২২| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৩

এহসান সাবির বলেছেন: ছন্দ নিয়ে বেশ খেলেছেন দেখছি।

একগাদা প্লাস কবিতায়।

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৪

নীলপরি বলেছেন: একগাদা প্লাস পেয়ে একেবারে আপ্লুত । আমার কবিতাগুলো সময় করে পড়ছেন দেখে খুব ভালো লাগছে ।
অনেক ধন্যবাদ ।
কৃতজ্ঞতা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.