নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

মন কাহিনী

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:০৮



সে লিখেছিল মায়াবী রাত
দেখেছিল জ্যোৎস্নারাঙা
রাজকণ্যার শাড়ী ।
আর সেই রাতে আমি
শুধুই দেখেছিলাম -
ভূতে পাওয়া ঘরবাড়ী ।

কুঞ্জবন নাকি তরুলতা ?
না না বৃক্ষই হবে বোধহয় !
তার মসীর টানে সব কিছুই
ফুলে ফুলে ভরে যায়।
তাই দেখে , আমি ভাবি
জীবন ঋণ কি করে শোধ হয় ?


তার জলরঙে মোহময়ী হয়
সাদামাটা দিন রাত !
আমি ভয়ে ভয়ে পথ হাটি
তবু থামেনা রক্তপাত !


তার লেখনীতে -
দোল খায় এই ভূলোক
কান্নার সাথে হাত ধরাধরি করে
চলি , আমি আর আমার শোক !

তার সুরলহরীতে
বসন্তের জয়গান ।
আমার জীবনস্রোতে
শোনা যায় বর্ষার কলতান ।

পলাশের লাল রঙে -
সে প্রেমগন্ধ পায় ।
আগুন রাঙা ঐ ফুলে
আমার চোখ জ্বলে যায় ।


জীবন মন্ত্র নাকি জীবনচরিত ?
না না , কবিতাই লেখেন কবি ।
আমার জীবনে মেঘপর্দার
আড়ালেই থাকেন রবি !


আমার মনপর্দায় কেনো -
সেই মনছবি ভেসে ওঠে ?
যে মন কখনো লেখেনি আমায় !
আমার লেখনীতে কেনো -
সেই মনকাহিনী ফুটে ওঠে ?
যে মন আজও আমায় কাঁদায় !

মন্তব্য ৮৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৫৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমার মনপর্দায় কেনো -
সেই মনছবি ভেসে ওঠে ?
যে মন কখনো লেখেনি আমায় !
আমার লেখনীতে কেনো -
সেই মনকাহিনী ফুটে ওঠে ?
যে মন আজও আমায় কাঁদায় !

কারণ আমি তাকে ভালোবেসেছিলাম। হয়তো এখনো ভালবাসি তাই।
পরীদের আবেগও এতো তীক্ষ্ণ হয়! জানতাম নাতো!
কবিতায় ++++

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৩

নীলপরি বলেছেন: প্রথমেই এতো সুন্দর মন্তব্য আর প্লাস পেয়ে খুব ভালো লাগছে । অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।
শুভকামনা ।

২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০০

দিল মোহাম্মদ মামুন বলেছেন: আপনার কবিতাটা খুব ভাল লাগলো, ধন্যবাদ আপনাকে

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো ।
আপনাকেও ধন্যবাদ ।
শুভকামনা ।

৩| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

মাসুদ মাহামুদ বলেছেন: খুব ভাল
লাগলো,

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার খুব ভালো লেগেছে জেনে আমারও খুউব ভাল লাগলো ।
আপনাকে ধন্যবাদ ।
শুভকামনা ।

৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

সুমন কর বলেছেন: শেষে ভালো লাগল।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০২

নীলপরি বলেছেন: আপনার শেষটুকু ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগছে । বাকিটা চেষ্টা করবো ।
পুরোটা ভালো লাগার অপেক্ষায় থাকলাম ।
অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।
শুভকামনা ।

৫| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

স্বপ্ন ও ভালোবাসা বলেছেন: ভালো লাগলো

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:০৩

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো ।
ধন্যবাদ ।
শুভকামনা ।

৬| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:১২

জ্যোস্নার ফুল বলেছেন: আমার কাছে উলটা মনে হচ্ছে, সে হচ্ছেন আপনি আর আপনি হচ্ছেন সে।

শুরুটা অনেক সুন্দর ছিল

তার জলরঙে মোহময়ী হয়
সাদামাটা দিন রাত !
আমি ভয়ে ভয়ে পথ হাটি
তবু থামেনা রক্তপাত !

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৬

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার যেটুকু ভালো লেগেছে , তাতেই আমি খুশি ।
আর আপনার মনে হওয়ায় আমার হাত নেই ! :)
অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।
শুভকামনা ।

৭| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৩৭

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: নীলপরির মন হরণকারী সেই মোহময় কবি কে? যাকে উদ্দেশ্য করে এই 'মন কাহিনী'! ;)

চমৎকার কবিতায় ভাল লাগা রেখে গেলাম নীলপরি!
শুভ কামনা জানবেন!

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো ।
ধন্যবাদ ।
আর নিজের প্রশ্নের উত্তরটা নিজেই ভাবতে থাকুন । দিব্যি দেখছি আয়েশ করে বসে আছেন , একটা কাজ অন্তত করুন ! :)
ভালো থাকবেন ।
আপনাকেও শুভকামনা ।

৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

জনৈক অচম ভুত বলেছেন: আমার মনপর্দায় কেনো -
সেই মনছবি ভেসে ওঠে ?
যে মন কখনো লেখেনি আমায় !
আমার লেখনীতে কেনো -
সেই মনকাহিনী ফুটে ওঠে ?
যে মন আজও আমায় কাঁদায় !


ভাল লিখেছেন।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪২

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো ।
ধন্যবাদ ।
শুভকামনা ।

৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৭

কল্লোল পথিক বলেছেন: নান্দনিক কবিতা।
এক রাশ ভাল লাগা রেখে গেলাম।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৩৭

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো ।
ধন্যবাদ ।
শুভকামনা ।

১০| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২১

সোজোন বাদিয়া বলেছেন: কথামালা মন ছুঁয়ে যায়, কিন্তু মনে হয় যেন জটিলতাটা কমানো যেত।

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৫

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো জটিল কোনটা ?
ধন্যবাদ ।
শুভকামনা ।

১১| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মন কেড়ে নিল কবিতা, দারুন লিখেছেন-------

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:৪৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো।
ধন্যবাদ ।
শুভকামনা ।

১২| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১১:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৫

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো।
ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:০৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

অনেক দীর্ঘ একটা মন্তব্য করবো
তুমি শব্দ গুণতে গুণতে শব্দ হয়ে যাবে
তাই দিয়ে কবিতা বুনবো
তুমি ছন্দ হয়ে শিশির ছুঁয়ে মিলিয়ে যাবে

হা হা। কবিতায় মন্তব্য করবো কি বুঝতে পারছিলাম না। মাথায় ঢুকছে না। ভোঁ ভোঁ করছে। :)

শুভ্রাত্রি।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৪৮

নীলপরি বলেছেন: তুমি ছন্দ হয়ে শিশির ছুঁয়ে মিলিয়ে যাবে
যাক মিলিয়ে যাওয়ার আগেই যে রাজপুত্র সময় করে এসেছেন তাতেই ভালো লাগলো । সেটাই অনেক ।

হা হা। কবিতায় মন্তব্য করবো কি বুঝতে পারছিলাম না। মাথায় ঢুকছে না। ভোঁ ভোঁ করছে:)

মন্তব্য না করেছেন তো কি হয়েছে ?হাসি তো পেয়েছে ! এটাই বা কম কি ? রাজপুত্র খুব দয়ালু তাই সরাসরি বলেন না । তবে এটা তাঁর কবিতা নয় , মন্তব্য । তাই অনুভূতি প্রকাশ করতেই পারতেন ! যাহোক আমি বুঝে গেছি । এটা খুব বাজে লেখা হয়েছে ।
আর মাথায় ঢুকবে কি করে ? রাজপুত্র এতো রাতে মন্তব্য করেছেন দেখলাম । তখন তো রাজকণ্যা , নীলাদ্রিতারা স্বপ্নে আসবে আসবে করছে । মাথা তো সেই চিন্তায় ফুল লোড হয়ে আছে , তখন পরির এইসব হাবিজাবি লেখা মাথায় ঢোকে না । তাই মাথা ভোঁ ভোঁ করার দোষ পরিকে দেওয়া যাবে না । সে মানবে না ।
তবে রাজপুত্রকে লেখাটা কষ্ট করে পড়তে হয়েছে বলে পরি দুঃখিত ।

পুনশ্চ ; রাজপুত্রের চার লাইনের কবিতাটা ভালো লাগলো । আর মাথায় না মনখাতায় লিপিবদ্ধ থাকলো ।

শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১২:২৫

রেজওয়ানা আলী তনিমা বলেছেন: সুন্দর কবিতা। ভালো থাকবেন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫১

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো।
ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: "তার সুরলহরীতে
বসন্তের জয়গান ।
আমার জীবনস্রোতে
শোনা যায় বর্ষার কলতান ।
পলাশের লাল রঙে -
সে প্রেমগন্ধ পায় ।
আগুন রাঙা ঐ ফুলে
আমার চোখ জ্বলে যায় ।" সুখে অাছে যারা সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:৫৫

নীলপরি বলেছেন: সুখে অাছে যারা সুখে থাক তারা, সুখের বসন্ত সুখে হোক সারা!
হুম ঠিক বলেছেন । সহমত আপনার সাথে ।
কবিতাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:০৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:


পরি পুরোটাই মিথ্যে অভিযোগ। ব্যস্তাতার জন্য কথাটা বলেছিলাম।

আর কবিতা কিন্তু অনেক ভালো লেগেছে।


সে লিখেছিল মায়াবী রাত
দেখেছিল জ্যোৎস্নারাঙা
রাজকণ্যার শাড়ী ।


এর পর কি আর খারাপ লাগতে পারে। অদ্ভুত! সুন্দর! :)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৪৪

নীলপরি বলেছেন: কোনটা অভিযোগ ? বলবেন কি ? ব্যস্ততার মধ্যেও উত্তরটা যদি দেন তো ভালো হয় !

১৭| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫২

দিশেহারা রাজপুত্র বলেছেন:

তোমার মন্তব্য পড়ো বুঝতে পারবে, পরিবানু। আর আবারো কবিতা দারুণ হয়েছে।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৩৬

নীলপরি বলেছেন: পড়েছি ।তবু বুঝতে পারলাম না ।আমার আই. কিউ - মাইনাস । কি করি ?

১৮| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৬

সোজোন বাদিয়া বলেছেন: বেশ দায়িত্ব দিলেন যখন বলি, প্রথম প্যারাটিই দৃষ্টান্ত হিসেবে তুলে দেই, লিখেছেন:
সে লিখেছিল মায়াবী রাত
দেখেছিল জ্যোৎস্নারাঙা
রাজকণ্যার শাড়ী ।
আর সেই রাতে আমি
শুধুই দেখেছিলাম -
ভূতে পাওয়া ঘরবাড়ী ।

আপনি ঠিক কোথায় আছেন, ভূতগুলো কারা, কোথা থেকে আসল, রাত-আকাশ-প্রকৃতি-মুক্ত বাতাস থাকতে ঘরবাড়ী কেন? - ইত্যাদি প্রশ্নের উত্তরের কূল-কিনারা করতে পারি নি। হাঁসছেন নিশ্চয়ই। তবুও অকপটে স্বীকার করলাম্। তবে শেষ প্যারাটা বেশ বুঝতে পেরেছি - আপনি সত্যিকারের প্রেমে পড়েছেন! ঠিক হয়েছে কিনা?:)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪২

নীলপরি বলেছেন: অসাধারণ । আপনার ব্যখ্যা আমার খুব ভালো লাগলো । কিন্তু লেখা পড়েই কি লেখককে জানা যা্য় ?
শেষ প্যারাটা বেশ বুঝতে পেরেছি আপনি তো নিজেও ভালো লেখেন । তাই উত্তরটা আপনিই ভালো দেবেন ।

শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৯| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:৪৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:

পরি,

দুপুরবেলা খাওয়া হয়েছে? হলে তাহলে আর একবার খাও। না হলে দুবার।

ওজন বাড়ুক। না হয় আই কিউ। ;)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬

নীলপরি বলেছেন: ওওওওও খেয়ে খেয়ে মোটা হয়ে যাই । যাতে উড়তে না পারি ! সেটাই চান বুঝি ?

২০| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২২

উল্টা দূরবীন বলেছেন: অনেক সুন্দর এবং খুব ভালো লাগলো। মুগ্ধতা রেখে গেলাম।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫০

নীলপরি বলেছেন: এতো সুন্দর মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগছে । অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।
শুভকামনা ।

২১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

মিজানুর রহমান মিরান বলেছেন: পলাশের লাল রঙে -
সে প্রেমগন্ধ পায় ।
আগুন রাঙা ঐ ফুলে
আমার চোখ জ্বলে যায় ।

পুরো কবিতায় মোহিত হলাম....

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

নীলপরি বলেছেন: আর এরকম মন্তব্য পেয়ে আমিও আপ্লুত । অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকবেন ।
শুভকামনা ।

২২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:২১

অগ্নি কল্লোল বলেছেন: সুন্দর কবিতা আপুনি!!!

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫৩

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকবেন ।
শুভকামনা ।

২৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:১৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: বাহ্ বাহ্ সেই রকম কবিতা , মন ভরে গেল। ভাল থাকবেন আপুনি নিরন্তন।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২২

নীলপরি বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকবেন ।
শুভকামনা ।

২৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৪

শেষ বেলা বলেছেন: ভালবাসার কবিতা যতটা সহজ, সরল ও তরল হয় ততই ভালো, ভালবাসা জটিল করে দেখতে নাই, তাই কবিতার ভাষাগুলো অত দূবোর্ধ্য না হলে আরো ভাল লাগতো। তারপরও ...., চালিয়ে যান ।

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:২৯

নীলপরি বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকবেন ।
শুভকামনা ।

২৫| ২৯ শে ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

কাবিল বলেছেন: অল্প ভাল লাগলো।

০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:২৬

নীলপরি বলেছেন: তাতেই খুশি হলাম । কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকবেন ।
শুভকামনা ।

২৬| ০১ লা মার্চ, ২০১৬ রাত ১২:৩৭

কথাকথিকেথিকথন বলেছেন: পড়তে ভাল লেগেছে । সুন্দর ।

০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:২৯

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে সুন্দর মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগছে ।
অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।
শুভকামনা ।

২৭| ০২ রা মার্চ, ২০১৬ রাত ৯:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মোটা পরি!!! =p~

০২ রা মার্চ, ২০১৬ রাত ১০:৪৪

নীলপরি বলেছেন: এই নোটিফিকেশনটা পেয়েছিলেন তাহলে ?
মোটা পরি!!! বললেই হোলো ? রাজপুত্রের আদেশ অনুশারে পরি খেতে শুরু করে দেয়নি ! কথাটা জেনে রাখা ভালো ।

এতো হাসির কি আছে ? মোটা হলে বুঝি এরকম হাসবেন ?

২৮| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১০:৫২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



............কান্নার সাথে হাত ধরাধরি করে
চলি , আমি আর আমার শোক !

সুন্দর ।

০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:১১

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে সুন্দর মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগছে ।
অনেক ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন ।
শুভকামনা ।

২৯| ০২ রা মার্চ, ২০১৬ রাত ১১:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:


=p~ =p~ =p~
দাঁড়াও হেসে নেই। পরে কথা হবে। ;)

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৪৮

নীলপরি বলেছেন: ঘুম পেয়েছে । দাঁড়াতে পারবো না। আপনি হাসতে থাকুন।
শুভরাত্রি।

৩০| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:০৬

বিজন রয় বলেছেন: কবিতা আপনার মতোই। সোজা ও সর্পিল।
++++

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১২:৫২

নীলপরি বলেছেন: প্লাস ও মন্তব্য দেখে ভালো লাগলো। ধন্যবাদ ।

৩১| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪১

বাউন্ডুলে মাইনুল বলেছেন: আমি মুগ্ধ....
চমৎকার কাব্যশৈলী!!
প্রেমে পড়ে গেছি....
......কাব্যের। :)

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৪৯

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো।
ধন্যবাদ ।
শুভকামনা ।

৩২| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৪৪

প্রামানিক বলেছেন: চমৎকার কাব্য কথামালা। ধন্যবাদ

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৫০

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো।
ধন্যবাদ ।
শুভকামনা ।

৩৩| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
ঐ মন্তব্যটার প্রতিউত্তর ক্যামন হল?

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:২৩

নীলপরি বলেছেন: ও এতোদিন পরে প্রতিউত্তর দেখলেন বুঝি ? উফ কেমন হোলো মানে ? ভালো না খারাপ ?

৩৪| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আজকের কবিতাটায়।

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩০

নীলপরি বলেছেন: রাজপুত্র খুব খেয়ালী
সবকিছুতেই তার হেঁয়ালি
আমার তো সোজা উত্তর
বোঝা নয় মোটেই দুষ্কর
সে সব বড্ড শ্রী হীন
কি করি আমি যে দীনহীন।

শুভসকাল।

৩৫| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

একটা পৃষ্ঠার ওপিঠে কেউ ছিল। উল্টে দেখা হয় নি।

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫২

নীলপরি বলেছেন: কে দেখেনি ? কখনো কি সহজ করে কিছু বলতে নেই ?

৩৬| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কে তা তো জানি না।
আর সহজ করে তো বলতেই পারি না। :(

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২২

নীলপরি বলেছেন: আমাকে বলতে হবে। ব্যস।

৩৭| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:

প্রিয় নীলমলাট খাতা। যার প্রতিটি পৃষ্ঠার কাছে দায়বদ্ধতা। ইচ্ছেমতো ছুটোছুটি করবার। আমি বাধ্য হতে চাই। এক ধূসর নীল কবিতার।

১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭

নীলপরি বলেছেন: হুম। জেনে ভালো লাগলো।

আর না লেগে কি উপায় ? আপনি তো কথার রাজা।
রাজপুত্রের সব ইচ্ছে পূরণ হোক।
কিন্তু ট্রাকড্রাইভারের ইচ্ছেটা মানতে পারলাম না!
সরি!

৩৮| ১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: আরে ঐ তিনলাইনের পর আর লিখতে পারি নি। হয় হয় হয়ে হয়ে হচ্ছে না। সেটাই বুঝিয়েছি।

১৮ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩১

নীলপরি বলেছেন: ও বুঝলাম ।
বাকিটাও হয়ে যাবেই । মন বলছে। :)

৩৯| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

হা হা। ;)

১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

নীলপরি বলেছেন: কোন কথা শুনে হাসি পেলো ?

৪০| ১৮ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

মনের মুখে কয়টা দাঁত? ;)

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৮:৪৮

নীলপরি বলেছেন: জানিনা ! উফফ সারাক্ষণ লেগপুল করেন কেনো ?
আপনার মনটাকে প্রশ্নটা করুন আগে।

৪১| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: আমার টা বাকপ্রতিবন্ধী। :)

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩১

নীলপরি বলেছেন: বাকপ্রতিবন্ধী ? - অনেকটা এবিষয় নিয়ে কাল সামুতে একটা পোষ্টে মন্তব্য করেছি । কিন্তু আপনার কাছ থেকে এই শব্দ আশা করি না । জানি সাধারণভাবেই বলেছেন । তবুও । কিছু বোঝানোর জন্য শব্দের প্রয়োজন হয় না । ওনারা আমাদের থেকে অনেক ভালোভাবে বোঝাতে পারেন ।
আমি চাই শব্দ গুলো রাজপুত্রের শুধুমাত্র শব্দ বা সাবজেক্ট না হয় । তাঁর লেখনীতে যেন তাঁর অনুভবের চিহ্ন থাকে । যেমন - 'হ্যালো ঈশ্বর '। তাছাড়া যখন আরো বিখ্যাত হবেন , তখন তো সাংবাদিকরা আপনার কথা ' কোট ' করবে । তখন যদি কেউ বলে - কি অসংবেনশীল কবি ! তাই .......।

ইশসস , কতো কথা বলে ফেললাম । এটা আমার অনেকগুলোর মধ্যে অন্যতম প্রতিবন্ধকতা ।

৪২| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০১

দিশেহারা রাজপুত্র বলেছেন:



আমি ভালো শ্রোতা। তোমার ক্ষেত্রে মুগ্ধ।
মন্তব্যটা বারবার পড়লাম। কিছু সময় মৌনতা শ্রেয়। তুমি আমার এক্টা চেনা স্পৃহা।

১৯ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: রাজকীয় বাংলা ।
তাই মৌনতাই শ্রেয় ।:)

৪৩| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৪

এহসান সাবির বলেছেন: কৃষ্ণচূড়া ফুল নিয়ে কিছু লিখতে চাই....!!


কবিতায় ভালো লাগা।

১১ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৬

নীলপরি বলেছেন: কৃষ্ণচূড়া নিয়ে লিখবেন শুনে ভালো লাগলো । অপেক্ষায় থাকলাম ।

আপনার কবিতা ভালো লেগেছে জেনে আমারও খুব ভাল লাগলো।
ধন্যবাদ ।
শুভকামনা ।
শুভসকাল ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.