নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

.........স্রোতে ভেসে যেতে চাই

০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:১২




জ্বলে নিভে কখনো কি তুমি
ক্লান্ত হও না , আকাশতারা ?

যদি কখনো মনে হয়
তোমার কাজ হয়েছে সারা !
তবে , শুধু আমার জন্য
বর্ষিয়ো তোমার আলোর ধারা ।


অন্যের আলো চুরি করে
যুগ যুগ ধরে বাহবা পেলে
ওগো চাঁদ তুমি ,
নিজে কিছুই না করে ।

এসব যদি একঘেয়ে -
কখনো লাগে তোমার ,
তবে , নেমে এসে জানলা দিয়ে
ঢুকে এসো ঘরে আমার ।

তারপর চলো -
তুমি আর আমি কবিতা লিখি
না না , তার থেকে হবে ভালো
যদি একসাথে বসে সিরিয়াল দেখি ।



এসব বলে আমি কি শুধুই
করছি সময় নষ্ট ?
ওগো সময় , তোমার সাথে -
লড়তে , সত্যি বড়ো কষ্ট ।

যদি ভুলে যাই
সংখ্যা গুণতে
কিংবা ঘড়ি দেখতে ,
'সময় ' -
তবু তুমি চলে যাবে
আমার কভু না হবে ।

তাই তোমার কাছে
চাওয়ার কিছুই নাই ।
শুধু তোমার স্রোতে
ভেসে যেতে চাই !

মন্তব্য ২৮ টি রেটিং +২/-০

মন্তব্য (২৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:২৭

শাহাদাত হোসেন বলেছেন: চমৎকার কবিতা ভালো লাগলো।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:৩১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।
ধন্যবাদ ।

২| ০৩ রা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

পরি
সময়ের স্রোতে ভেসে যাওয়াটা খুব সহজ। সেখানে সাধারণ হবে কেন? নিজে চাঁদ হও। মিহি আলো ছড়াও। অন্যের জন্যে।
ঘড়ি বেচে দাও। সূর্যকেন্দ্রিক দিনযাপন করো। রাত্রিটা না হয় কবিতা খেয়ে বাঁচুক। :)

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:২২

নীলপরি বলেছেন: ছোট্ট চিঠিটা ভালো লাগলো ।
কিন্তু আমি যে খুব সাধারণ । কি করি ?


কবিতাটা কেমন লাগলো রাজপুত্রের ? সে ব্যপারে কিছু লেখা দেখছি না । :)

শুভকামনা ।
ভালো থাকবেন ।

৩| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:২৪

নীলপরি বলেছেন: আপনার খুব ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।
আপনাকেও ধন্যবাদ ।

৪| ০৩ রা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:০২

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল !

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:২৬

নীলপরি বলেছেন: কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৫| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ৯:১৯

আরণ্যক রাখাল বলেছেন: সুইট :P

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১০:২৯

নীলপরি বলেছেন: তাই ?
কবিতা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা । :)

৬| ০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:২৫

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার। ভালো লাগলো।

০৩ রা মার্চ, ২০১৬ রাত ১১:৩২

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।
ধন্যবাদ ।
শুভকামনা ।

৭| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১২:৪২

মিজানুর রহমান মিরান বলেছেন: তারপর চলো -
তুমি আর আমি কবিতা লিখি
না না , তার থেকে হবে ভালো
যদি একসাথে বসে সিরিয়াল দেখি।


সিরিয়াল না দেখে কবিতা লিখলেই ভালো হয়!
চমৎকার লাগলো কবিতা।

০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১০:২৪

নীলপরি বলেছেন: সহমত আপনার সাথে। তবে বড্ড অলস তো আমি । তাই সিরিয়াল । :)
কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৮| ০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ৯:১১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমিও ভেসে যেতে চাই :D.
কবিতায় ভালোলাগা!

০৪ ঠা মার্চ, ২০১৬ সকাল ১০:৪৪

নীলপরি বলেছেন: কবিতাটা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
অনেক ধন্যবাদ ।
ভালো থাকবেন ।

৯| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১২:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কবিতা তো কবিতাই। ভালো লাগে আমার সবসময়। তবে ভুলভাল ধরিয়ে দেওয়া হয় কোন দেওয়ালে কবিতার জঞ্জাল যেন না জন্মে তাই। দেওয়ালে বেড়ে উঠুক কবিতার কলমিলতা।

তুমি ভালো লেখ পরি। তবে আরো চর্চা আর কবিতা পড়ার প্রয়োজন। আমি সাজেস্ট করবো তুমি ভালো কিছু কবিতা পড়ে ঐ কবিতার অন্তর্জাল ছেদ করো। সেটা আমাদের বলো। আর সেই কবিতার মাটিকাদা দিয়ে আরেকটা কবিতা বানাও। বুঝলে পরিবানু!?

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:১৮

নীলপরি বলেছেন: হুম বুঝলাম । আগে বললেই হতো! বলেননি কেনো ? :)

১০| ০৪ ঠা মার্চ, ২০১৬ দুপুর ১:৩৪

কাবিল বলেছেন: কবিতায় ভাল লাগা রেখে গেলুম।

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:২৭

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগলো। অনেক ধন্যবাদ ।

১১| ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন:

কোন কারণ নেই। তুমি ভালো লেখ কিংবা লিখতে পারো। এটা সাধারণের থেকে বেশি কিছু। কবিতার মতো সুন্দর থেকো।

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৪:৪০

নীলপরি বলেছেন: :)

১২| ০৪ ঠা মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

দীপংকর চন্দ বলেছেন: মহামান্য সময় ভীষণ স্বেচ্ছাচারী!!

ভালো লাগা থাকছে। অবশ্যই।

আমার শুভকামনা জানবেন। অনিঃশেষ।

ভালো থাকবেন কবি। অনেক ভালো।

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৫১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।
ধন্যবাদ ।
ভালো থাকবেন আপনিও ।
শুভকামনা ।

১৩| ০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ৯:০৩

সুমন আকরাম বলেছেন: SuperB!!

০৪ ঠা মার্চ, ২০১৬ রাত ১০:৫৩

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৪| ২১ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩

এহসান সাবির বলেছেন: দেরিতে হলেও বাংলা নববর্ষের শুভেচ্ছা রইল :)

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫

নীলপরি বলেছেন: কোথা্য় দেরী ? শুভেচ্ছা পেতে যে কোনো সময়ই ভালো লাগে । আর এখনো তো বৈশাখ আছে ! :)

অনেক ধন্যবাদ ।
আপনাকেও অনেক শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.