নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

.....থাক শুধু বসন্তের কিছু ঝরা পাতা

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:২২



ঘুমখাতাটা খালি হয়ে গেছে
মনখারাপ মেঘের সাথে
স্বপ্নগুলো কবেই উড়ে গেছে !

কতশত অসফল রেখা
সেগুলো জোড়াতালি দিয়েই
আমার ছবি আঁকতে শেখা ।

সেসব যদি চলেই গেলো প্রবাসে
খালি খাতাটা আমার -
আর কোন কাজে আসে ?

রহস্যের নীলরঙে ঢাকা গতজন্ম ।
ইচ্ছে রংগুলোও পাইনি ঠিকঠাক
এসবের হিসেব কি রাখবে পরজন্ম ?

হিংসা , সন্দেহ বা রাগ সবই উদ্বায়ী যেন
কমতে কমতে একদিন সব ফুরিয়ে যায়
আচ্ছা , ভালোবাসা ফুরোয় না কেনো ?

খালি খাতার আর নেই প্রয়োজন
কবেই বা তাতে ছিল
কোনো সিংহাসন ?

আমিই বা রানী , কবে ছিলাম কার ?
তাই রাজার আর
নেই কোনো দরকার ।

শুনতে পাই কালের নদীর বহমানতা
আমার জন্য থাক শুধু
বসন্তের কিছু ঝরা পাতা ।



মন্তব্য ৩৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৫

সুমন কর বলেছেন: শুরুটা ভালো হয়েছিল, মাঝে একটু হারিয়ে গেল এবং শেষে এসে আবার সুন্দর হয়েছে।

শুভ রাত্রি।

০৬ ই মার্চ, ২০১৬ রাত ২:১৫

নীলপরি বলেছেন: আপনার একটু হলেও ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হয়েছি ।
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
আপনাকেও শুভ রাত্রি।

২| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: শুনতে পাই কালের নদীর বহমানতা
আমার জন্য থাক শুধু
বসন্তের কিছু ঝরা পাতা ।
*****

০৬ ই মার্চ, ২০১৬ রাত ২:২০

নীলপরি বলেছেন: কবিতা পাঠের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
কেমন লেগেছে বুঝলাম না।
শুভকামনা ।

৩| ০৬ ই মার্চ, ২০১৬ ভোর ৪:১৫

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: "কতশত অসফল রেখা
সেগুলো জোড়াতালি দিয়েই
আমার ছবি আঁকতে শেখা ।"


খুব ভাল লাগলো।

অসামান্য ভাল থাকবেন।

০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:২১

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম। আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৪| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩০

বিজন রয় বলেছেন: শুরুটা আর শেষটা ভাল হয়েছে। ঝরা পাতারা অনেক সময় দামী।
++++++

০৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৮

নীলপরি বলেছেন: যেটুকু ভালো লাগে সেটুকুই আমার কাছে অনেক । পরবর্তী লেখার অনুপ্রেরণা । অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৫| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৮

এম এইচ নাজমুল বলেছেন:
শুনতে পাই কালের নদীর বহমানতা
আমার জন্য থাক শুধু
বসন্তের কিছু ঝরা পাতা ।

++++

০৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:০৭

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো প্লাস পেয়ে ।
ধন্যবাদ ।
শুভকামনা ।

৬| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২১

কল্লোল পথিক বলেছেন:









চমৎকার কবিতা।
কবিতায়++++++++++

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৮

নীলপরি বলেছেন: আপনার ভালো লাগা মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো । প্লাসে খুশি ।
অনেক ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য ।
ভালো থাকবেন ।

৭| ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমার জন্য থাক শুধু
বসন্তের কিছু ঝরা পাতা .........

এতো হতাশ কেনরে পরী?
কেন অপ্রাপ্তির দীর্ঘশ্বাস?
যা চলে যায় যাকনা -তবু,
নিজেতে রেখো বিস্বাস!

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৩

নীলপরি বলেছেন: কবিতা পড়ার ও এতো সুন্দর একটা মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ।
ভালো লাগলো সহমর্মীতা ।
ভালো থাকবেন ।
শুভকামনা ।

৮| ০৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬

উল্টা দূরবীন বলেছেন: মোটামুটি লাগলো।

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:১৪

নীলপরি বলেছেন: কবিতা পড়ার ও মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৯| ০৬ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন:


দেখা দিয়ে গেলাম। :)

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৩৮

নীলপরি বলেছেন: হুম । রাজপুত্র এতো ব্যস্ততার মধ্যেও এরকম একটা অতি সাধারণ ব্লগে দেখা দেওয়ার সময় পেয়েছেন , সেটা আমার কাছে যথেষ্টর থেকে অনেক অনেক বেশী । আপ্লুত বললেও কম বলা হয় । শব্দাভাব আছে বলে অনুভুতি প্রকাশ দু্‌ঃসাধ্য হয়ে উঠছে ।

যদি কখনো আমার উত্তর পড়ার সময় পান তাহলে শুভেচ্ছা নেবেন ।

ভালো থাকুন খুব , খুউব .............

১০| ০৬ ই মার্চ, ২০১৬ রাত ৮:৫৬

মিজানুর রহমান মিরান বলেছেন: ভালোবাসার আসলেই ফুরোয় না।
চমৎকার কবিতা। +++++

০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৬

নীলপরি বলেছেন: কবিতা পড়ার ও প্লাস দিয়ে উৎসাহ দেওয়ার জন্য ধন্যবাদ বললেও কম বলা হয়। আসলে আমার লেখা পড়ার ও যোগ্য নয় । তবু নিজেদের সময় খরচ করে আমার লেখা পড়েন, তারজন্য আমি আন্তরিক ভাবে কৃতজ্ঞ। আপনাকে উত্তর দিতে কথাটা লিখলাম । তবে যারাই আমার ব্লগে আসেন তাঁদের সবাইকেই এই কৃতজ্ঞতা জানাচ্ছি ।
শুভকামনা ।

১১| ০৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

স্বপ্নদের সুতো বেঁধে রাখতে হয়। উড়ে যাবে না আর।

ঘুমখাতাটা খালি হয়ে গেছে
দারুণ লাইন কিন্তু। ঘুমহীন বোঝাতে এর চেয়ে ভালো উপমা আর কি হতে পারে!

পুরো কবিতা জুড়েই ঝরা পাতায় প্রিয় মুখের অপ্রিয় হয়ে ওঠার গন্ধ। কেমন যেন আক্ষেপযুক্ত। নাকি অভিমান। ধরতে পারছি না।

আমিই বা রানী , কবে ছিলাম কার ?
রানীই তো। :)


প্রথম মন্তব্যের প্রতিউত্তরে উল্টাপাল্টা কি লিখছো? X((

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩৯

নীলপরি বলেছেন: হুম । আমি তো সবসময় উল্টাপাল্টাই লিখি ।সেটাই বলেছিলাম । তো ? রেগে গেছেন কেনো ? এতে রাগার কি আছে ?

কে যেন লিখেছিল - সুল্টো জামা উল্টো পরে .........
সেই থেকে উল্টো পিছু ছাড়ছে না । সব দোষ তার । আমি কি করবো ? :)

১২| ০৭ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮

আরণ্যক রাখাল বলেছেন: শুরুটা অসাধারণ ছিল।
শেষমেশ, ভাল্লাগছে

০৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪

নীলপরি বলেছেন: যাক , শেষমেশ ভালো লেগেছে শুনে প্রীত হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৩| ০৭ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর ছন্দের কবিতা । রানী রানী ভাব আছে !!

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৬

নীলপরি বলেছেন: রানী রানী ভাব - :) মন্তব্যটা ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৪| ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪১

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে ।

০৮ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮

নীলপরি বলেছেন: ভালো হয়েছে শুনে প্রীত হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ০৯ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩১

মায়াবী রূপকথা বলেছেন: সুন্দর হয়েছে নীলপরী আপু :)

১২ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০৯

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ দিদি ।

১৬| ১০ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

১২ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১২

নীলপরি বলেছেন: কবিতা পড়ার জন্য আপনাকে ও অনেক ধন্যবাদ । ভালো থাকবেন।

১৭| ১০ ই মার্চ, ২০১৬ রাত ১১:২৯

উল্টা দূরবীন বলেছেন: ভালো লাগলো। দারুণ ছন্দময় কবিতা।

১২ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৫

নীলপরি বলেছেন: যাক ২ য় বারে আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম। :)
ধন্যবাদ ।
শুভকামনা ।

১৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪০

এহসান সাবির বলেছেন: চমৎকার ছন্দময় কবিতা।

ভালো লাগল বেশ!

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৯

নীলপরি বলেছেন: ভালো হয়েছে শুনে প্রীত হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.