নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

রঙ বেরঙ

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪০



মেয়েটি বলেছিল ' কি সুন্দর নীল ফুলটা '
ছেলেটি বলেছিল ' এটা নীল নয় , আকাশনীলা । '
' ঠিক যেমন তোর মনটা । '

মেয়েটি বলেছিল ' ধ্যাৎ , মনের আবার রঙ হয় নাকি ?'
ছেলেটি বলেছিল ' মনেই তো রঙের চাষ '
' তাছাড়া , পুরোটাই ফাঁকি ।'


মেয়েটি বলেছিল ' ইশস , যত্তোসব হেঁয়ালী । '
ছেলেটি বলেছিল ' হেঁয়ালীর রঙ ধূসর । '
' সেটাতো তুই ই আমাকে চেনালি । '


মেয়েটি বলেছিল ' আচ্ছা ! আর কিসের কিসের রঙ হয় ?
বল তবে , আমি একটু নাহয় জানি -- '
ছেলেটি বলেছিল ' রঙ তো লুকানো থাকে প্যাস্টেল সাজানোর প্রবনতায়
ব্যপারটা হলো , আমরা কি তাদের চিনি ? '


ছেলেটি আরো বলেছিল ' যেমন ধর , হরিণীর চোখে ভয়
তাতে মিশে আছে কালো রঙা ত্রাস ।
আর বাঘের মনের লোহিতাভ নির্মম উল্লাস ?
তার নাম হলো জয় । '

' আবার ধর হলদে জোৎস্না মাখানো তোর ঐ মুখ ।
খুশি মিশে তা যদি হয় আরো গাঢ়
তবেই তো আমার মনে আসে সুখ ।'

' এমনই যেখানে আর যা যা কিছু রয়
সুখ , দুঃখ , যন্ত্রনা বা বেদনা কিংবা অভিমান
সব কিছুরই আলাদা আলাদা রঙ হয় । '



আজ ছাইরঙা উদ্বেগ মেয়েটি মেখেছে
ছেলেটির যন্ত্রনানীল দেহ
তার সামনে পড়ে রয়েছে ।

উদাসরঙা আকাশি অ্যাপ্রন বা তাচ্ছিল্যরঙা খাঁকি
সব রঙ চিনে নিয়েছে মেয়েটি
তার আর কোনো রঙ চেনা নেই বাকি ।

তবু মেয়েটির ফ্যাকাশে ওষ্ঠ
নেহাতই অভ্যাসে প্রশ্ন করে বসে
ছেলেটির তরফ থেকে
কোনো উত্তর নাহি আসে ।


হাহাকারের কি রঙ হয় ?
প্রশ্ন শুনে ছেলেটির চোখ
নিষ্পলক চেয়ে রয় ।


আসলে তো নিথর চোখে -
কোনোদিনই উত্তর দেয়নি জন্মান্ধ ছেলেটি ,
একথাটা ভালোই জানত মেয়েটি ।

'

মন্তব্য ৪৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮

বিজন রয় বলেছেন: সুন্দর কথপোকথনের ডালি।
অনেক ভাল লাগল।
++++

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০১

নীলপরি বলেছেন: প্রথম মন্তব্যেই প্লাস পেয়ে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৪৮

কল্লোল পথিক বলেছেন:






বাহ!চমৎকার লিখেছেন।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৩

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ৯:৫৬

অভ্রনীল হৃদয় বলেছেন: মুগ্ধপাঠ! ভালো লাগল খুব।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৪

নীলপরি বলেছেন: পাঠে মুগ্ধ হয়েছেন শুনে প্রীত হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৪| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০২

রাফা বলেছেন: রঙের খেলা হইছে ভালো- নীলপরি,ধন্যবাদ।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:০৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । রঙের খেলা ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।
আপনাকেও অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৫| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১১

মোস্তফা সোহেল বলেছেন: বেশ লাগল। শুভ কামনা রইল কবি

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা ।

৬| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২২

তাসলিমা আক্তার বলেছেন: জ্বর গায়ে শুয়ে আছি। পণ করেছি সব পড়ে ফেলবো। প্রথমেই আপনার কবিতা। প্রথমেই ভালোলাগা। "সব কিছুরই আলাদা আলাদা রং হয়" পর্যন্ত বেশী ভালো। তিনটের মধ্যে নীল ফুলটা বেশী সুন্দর।

আপনার নিক নীলপরি আর আমার সত্যি নাম(ডাকনাম) নীলা। সে ডাকে "নীল"। এতো কথা কেন বললাম!!! সম্ভবত জ্বরের দোষ।

শুভেচ্ছা নীলপরি।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩০

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার আরোগ্য কামনা করছি ।
আপনার বেশী কথার মন্তব্য ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভেচ্ছা ।

৭| ১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১০:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

আকাশনীল। :)


কবিতা অসাধারণ লাগল।
মুগ্ধতা, হাহাকার মিলেমিশে গেছে।


আমিও নীল খুঁজেছিলাম দুচোখে। নিকানো উঠোনজুড়ে পেয়েছিলাম সবুজ। তাই আজ আরণ্যক হয়েছি।
তোমারটা পড়ে আমারও লিখতে ইচ্ছে করলো। :)

ভালো থেকো।

১৪ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩৭

নীলপরি বলেছেন: আমিও নীল খুঁজেছিলাম দুচোখে। নিকানো উঠোনজুড়ে পেয়েছিলাম সবুজ। তাই আজ আরন্যক হয়েছি।
তোমারটা পড়ে আমারও লিখতে ইচ্ছে করলো।

ইচ্ছে যখন করেছে তখন এটুকু কেনো ? কেনো যে বারবার প্রশ্ন করে ফেলি !
যাক আরন্যক নয় । রাজপুত্র ই ঠিক আছে । একটু সহমর্মী হলে ভালো হতো ।
আপনিও ভালো থাকুন ।

৮| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
আচ্ছা মাঝে কি আবার কোন প্রশ্ন মিস করেছি?

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৫

নীলপরি বলেছেন: কোনো প্রশ্ন ? মানে একটা ?

৯| ১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:১৪

জেন রসি বলেছেন: রঙ এবং অনুভূতির খেলা।

ভালো লেগেছে। :)

১৪ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৪৮

নীলপরি বলেছেন: হুম । ঠিকই বলেছেন ।
ভালো লেগেছে ভালো লাগলো ।
ধন্যবাদ আপনাকে ।

১০| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:০৯

রুদ্র জাহেদ বলেছেন: রঙবেরঙেরর মেশাল

খুব ভালো লাগল

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০৪

নীলপরি বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।
ধন্যবাদ আপনাকে দিদি ।

১১| ১৪ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:২৫

মিজানুর রহমান মিরান বলেছেন: হাহাকারের কি কোন রং হয়??
আমারও জানতে ইচ্ছে করে!

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০৭

নীলপরি বলেছেন: না মনে হয় ।হাহাকার বোধহয় বিবর্ন ।
কবিতা আপনার কেমন লাগলো বুঝতে পারলাম না ।

১২| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

নীল প্রজাপ্রতি বলেছেন: অন্যরকম সজীবতার প্রলেপ প্রতিটি লাইনের ভাজে ভাজে..

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:০৯

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।সজীবতার প্রলেপ খুঁজে পেয়েছেন জেনে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৩| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

দীপংকর চন্দ বলেছেন: মুগ্ধতা!!!

এবং মুগ্ধতা!!!

আমার শুভকামনা অনিঃশেষ জানবেন।

অনেক অনেক ভালো থাকবেন। সবসময়।

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব খুব ভালো লাগলো ।
অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
আপনিও ভালো থাকুন ।

১৪| ১৪ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

সুমন কর বলেছেন: আসলে তো নিথর চোখে -
কোনোদিনই উত্তর দেয়নি জন্মান্ধ ছেলেটি ,
একথাটা ভালোই জানত মেয়েটি ।
+

১৫ ই মার্চ, ২০১৬ সকাল ৭:১৮

নীলপরি বলেছেন: অবশেষে আপনার কাছ থেকে প্লাস পেলাম । খুব ভালো লাগলো ।
অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ১৫ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১০

নুর ইসলাম রফিক বলেছেন: ভালো লাগা রেখে গেলাম।

১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:১১

নীলপরি বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

ধন্যবাদ আপনাকে ।

১৬| ১৬ ই মার্চ, ২০১৬ দুপুর ২:৩১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ফাটাফাটি! চমৎকার!! অসাধারণ!!!
দয়াকরে একটু আমার ব্লগ থেকে ঘুরে এসে
আমাকে কৃতার্থ করুন!

১৬ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৫

নীলপরি বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আপনাকে ।

কৃতার্থ করুন -- এভাবে বলবেন না প্লিজ । আমি তো এমনিতেই যাই আপনার ব্লগে লেখা পড়তে । একটু ব্যস্ত ছিলাম । এখনি যাচ্ছি ।

১৭| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:১০

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর কথামালা
ভালো লাগলো

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:১৮

নীলপরি বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।

১৮| ১৬ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫৮

জ্যোস্নার ফুল বলেছেন: চমৎকার কবিতাকপোন :) পাঠ্যসুখ আছে।

তবে কিছু কবিতা ছন্দময় না হওয়াই বেশি সুরেলা। কিছু কবিতা গল্প বলে, দৃশপট মেলে ধরে মাথার ভেতর। এটি তেমন।

ছন্দের জন্য কিছু যায়গায় সুর কেটে গেছে যেমন
ছেলেটির তরফ থেকে
কোনো উত্তর নাহি আসে ।


একান্ত ব্যাক্তিগত অভিমত। :)
ভালো থাকবেন, কবি হয়ে থাকবেন।

১৬ ই মার্চ, ২০১৬ রাত ১১:৫৭

নীলপরি বলেছেন: না না ঠিকই বলেছেন । আমি সহমত আপনার সাথে ।
ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৯| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আসলে যাদের আমি পছন্দ করি তাদের সাথে আমি একটু বেশিই দুষ্টামি করি। কখনো কখনো সেটা মনেহয় মাত্রা ছাড়া হয়ে যায়। আসলে কষ্ট দেওয়ার জন্য নয় দুষ্টামি করেই এভাবে বলেছি। ভুলত্রুটি মার্জনীয়!

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১০:৩৬

নীলপরি বলেছেন: আবার ? এটা বলারও কোনো দরকার ছিলো না ।:)

২০| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:১২

এন.আর মাহমুদ বলেছেন: প্রতিটা লাইন মুগ্ধ করেছে। শুভ কামনা।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৫৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা ।

২১| ১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৩

নকীব কম্পিউটার বলেছেন: হাহাকারের কি রঙ হয় ?
প্রশ্ন শুনে ছেলেটির চোখ
নিষ্পলক চেয়ে রয় ।


আসলে তো নিথর চোখে -
কোনোদিনই উত্তর দেয়নি জন্মান্ধ ছেলেটি ,
একথাটা ভালোই জানত মেয়েটি ।


ভালো লাগলো। + + + + সবশেষে আমি।

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২১

নীলপরি বলেছেন: ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।প্লাস পেয়ে খুশি হলাম । উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।

২২| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪১

এহসান সাবির বলেছেন: শেষে এসে তো কষ্ট পেয়ে গেলাম!!

++++

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৩

নীলপরি বলেছেন: আচ্ছা এটাকে কি আমার সার্থকতা হিসাবে ধরতে পারি ? :)
প্লাস পেয়ে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
অফুরান শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.