নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

নিয়ম ভাঙব

১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৪




রাতের অন্ধকার মুছেছি , নিয়ন আলো জ্বেলে
সমিধ সাজিয়েছি আজ , নিয়ম ভাঙব বলে ।

ক্ষত আমার হলেও , তোমারই ছিল ত্রুটি
সেইসব নিয়মকে আজ থেকে দিয়েছি ছুটি ।


কবিতা লেখায় যে কবি দক্ষ
আমি পেরিয়ে যাবো তার কক্ষ ।

মেধাধর্ষিত তার যত অক্ষর
তখন খুঁজবে আমার স্বাক্ষর ।

যতই কবি করুন না কেনো , শ্রীরামের বন্দনা
তাঁকে আমি জানিয়ে দেবো , সীতাও একলা না ।


আজ আর ভিক্ষা চাইবো না কোনো সুখ
সানন্দে নিয়ে নেব এক আঁজলা দুঃখ ।

মন্তব্য ৩৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫২

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে। +।

সাক্ষর < স্বাক্ষর

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫২

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার কাছ থেকে প্লাস পেয়ে খুব ভালো লাগছে ।
আর , মিসটেক ঠিক করে নিয়েছি । অনেক ধন্যবাদ ভুলটা ধরিয়ে দেওয়ার জন্য ।
শুভকামনা ।

২| ১৭ ই মার্চ, ২০১৬ রাত ১:১৬

রাইসুল ইসলাম রাণা বলেছেন: বাহ!

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৫৪

নীলপরি বলেছেন: আমার ব্লগে বোধহয় প্রথম এলেন । স্বাগতম । ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।

৩| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২৬

অগ্নি কল্লোল বলেছেন: সুন্দর!!

১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৩০

নীলপরি বলেছেন: হুম , অনেকদিন বাদে আসলেন ।
ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।

৪| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:

নিটল পদচিহ্ন রেখো দগ্ধ দুপুরে
বিকেল উড়িয়ে হাওয়া খুঁজে নেবে
যতোই আবছায়া হও
আকাশ চিনে যাবে।

+

কবিতা অসাধারণ লেগেছে। একটা শ্রীহীন সৌন্দর্য আছে।

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০০

নীলপরি বলেছেন: ও আসার সময় হোলো শেষমেষ । আপ্লুত হলাম ।

আপনার মতো কবির কাছ থেকে প্লাস পেয়ে ভালো লাগলো ।

রাজপুত্রদের কাছে রাজকন্যা ছাড়া বাকি সব সৌ্ন্দর্য্যই শ্রীহীন
কি আর করবো ? শ্রী আনার জন্য মনিমাণিক্য কিছুই নেই ভান্ডারে ।
দীনহীন আমি । :)


শুভকামনা ।

৫| ১৭ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সানন্দে নিয়ে নেব এক আঁজলা দুঃখ ।

কিন্তু কেন?
ব্যথাতুর কাব্য অসাধারণ হয়েছে!

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:০৮

নীলপরি বলেছেন: তিনি ( ঈশ্বর ) যদি ব্যথা দিতে পারেন , তো সেটা সানন্দে গ্রহন করাই ভালো ।

আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।
ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।
শুভকামনা ।

৬| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:০৯

মিজানুর রহমান মিরান বলেছেন: ক্ষত আমার হলেও , তোমারই ছিল ত্রুটি

লাইনটা একটু বেশিই ভালো লেগেছে। চমৎকার কবিতা! ++++++

১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:১৭

নীলপরি বলেছেন: আর এই কথাটা শুনে আমার খুউব ভালো লাগলো ।
আপনার কাছ থেকে প্লাস পেয়ে খুব ভালো লাগছে ।

ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।
শুভকামনা ।

৭| ১৭ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯

বিজন রয় বলেছেন: পরিপাটী কবিতা হয়েছে। কল্পনার মিশেল অভাবিত!

কিন্তু অনেক বানান ভুল আছে।
সমিধ সাজিয়েছি আজ।

শুভকামনা।

১৭ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৪

নীলপরি বলেছেন: ও তাই নাকি ? দেখব একবার ।
লেখাটা পড়ার জন্য অনেক ধন্যবাদ ।

৮| ১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৪০

আরণ্যক রাখাল বলেছেন: গুড ওয়ান

১৮ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫

নীলপরি বলেছেন: বলছেন ?
তাহলে অনেক ধন্যবাদ ।

৯| ১৮ ই মার্চ, ২০১৬ বিকাল ৩:৪৮

উল্টা দূরবীন বলেছেন: সুন্দর। ভালো লাগলো।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:২৮

নীলপরি বলেছেন: এটা জেনে আমারও খুব ভালো লাগলো।
ধন্যবাদ ।

১০| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:০৮

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ ।

একরাশ মুগ্ধতা রইল।

১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৩৯

নীলপরি বলেছেন: অনেক দিন বাদে এলেন। ধন্যবাদ লেখাটা পড়ার জন্য।
শুভকামনা ।

১১| ১৮ ই মার্চ, ২০১৬ রাত ৯:৪৮

জিমার পেঙ্গুইন বলেছেন: ভাল কবিতা :)

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৩

নীলপরি বলেছেন: আমার ব্লগে বোধহয় প্রথম এলেন । স্বাগতম । ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।

১২| ১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৫

কল্লোল পথিক বলেছেন:






বাহ!চমৎকার।

১৯ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৫

নীলপরি বলেছেন: এটা জেনে আমারও খুব ভালো লাগলো।
ধন্যবাদ ।

১৩| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৫

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। খুব ভাল লাগল।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:০২

নীলপরি বলেছেন: এটা জেনে আমারও খুব ভালো লাগলো।
আপনাকেও ধন্যবাদ ।
উত্তর দিতে দেরী হয়ে গেলো । দুঃখিত ।

১৪| ১৯ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৪৫

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: অতি চমৎকার নিখুঁত কবিতা। মুগ্ধ হওয়ার মত যথেষ্ট কারন ফুঁটেছে, শতদল বিকশি উঠেছে প্রতি পর্বে ছন্দে ছন্দে। চরণে চরণে স্মরণ করিয়ে দেয় সুদক্ষ হাতের আঁচড়ে অঙ্কিত মনোগ্রাহী ছবি কার।।
নমঃস্কার নমঃস্কার নমঃস্কার।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৫

নীলপরি বলেছেন: আমার ব্লগে বোধহয় প্রথম এলেন । স্বাগতম ।আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।
ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।
শুভকামনা ।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৮

নীলপরি বলেছেন: উত্তর দিতে দেরী হয়ে গেলো । দুঃখিত ।

১৫| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৫

নীল প্রজাপ্রতি বলেছেন: এগিয়ে যাক আপনার পথচলা...শুভ কামনা।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৭

নীলপরি বলেছেন: ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।
আপনাকেও শুভকামনা ।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৯

নীলপরি বলেছেন: উত্তর দিতে দেরী হয়ে গেলো । দুঃখিত ।

১৬| ১৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৪৬

জেন রসি বলেছেন: চমৎকার।

নিয়ম ভাঙতে আমার এমনিতেই ভালো লাগে।

নিয়ম ভাঙার কবিতাও ভালো লেগেছে। :)

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:১১

নীলপরি বলেছেন: যাক দলে একজনকে পাওয়া গেলো । :)
আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।
ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।
শুভকামনা ।

১৭| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৬

দীপংকর চন্দ বলেছেন: তাঁকে আমি জানিয়ে দেবো , সীতাও একলা না

অনেক অনেক ভালো।

অনিঃশেষ শুভকামনা জানবেন কবি।

ভালো থাকবেন। সবসময়।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৭

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।
ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।
আপনিও ভালো থাকবেন। আর আমার শুভকামনা জানবেন ।

১৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৬

এহসান সাবির বলেছেন: আজ আপনার কবিতা পড়ছি, ভালো লাগছে খুব।

শুভেচ্ছা।

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫৬

নীলপরি বলেছেন: হুম , সেটা দেখে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.