নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

জীবনই রঙিন

২২ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৪




তোমায় দেখলে মনে হয় , যেন তোমার মনে -
বিষাদ জমেনি কখনো ।
রঙিন প্রজাপতিরা তোমার দিকেই উড়ে যায় ।
চাঁদ মোহময় হয় ।
মহানক্ষত্র মিতালী পাতায় হৃদয়ের সাথে ।
তোমার কথা ভেবে ।

রাখাল ছেলে স্বপ্নে বাঁশি বাজায় আজও ।
শুধু তোমাকে দেখবে বলে ।

কবিতা চুঁইয়ে পরে কবির কলম থেকে ।
পয়ারের ছন্দে কুঞ্জবন সাজে ।
তোমাকে মনে করে ।



জানলা দিয়ে যেটুকু আকাশ দেখা যায় ,
তাতে শুধু আরক্ত গোধূলীই দেখেছি ।
জানতাম রক্ত জমাট বেঁধে কৃষ্ণাভ হয় একসময় ।

কিন্তু তোমার নাম ধ্বনিত হয়ে জানায় -
বিরহের শেষ প্রান্তে আছে প্রেম ।

আলোর অভাবই যেমন অন্ধকার ,
ঠিক তেমনই হিংসার অবসানই -
শান্তির দ্যোতক ।

ওগো রাধিকা , তুমি চিনিয়েছো -
মৃত্যু নয় , জীবনই রঙিন ।





সবাইকে হোলির শুভেচ্ছা জানাই । রঙিন হয়ে উঠুক সবার জীবন ।
ভালো থাকুন সকলে ।


মন্তব্য ৫৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৩

কল্লোল পথিক বলেছেন:











কবিতায় এক রাশ ভাল লাগা জানবেন

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৮

নীলপরি বলেছেন: প্রথমে ভালোলাগাময় মন্তব্য পেয়ে খুশি হলাম।
অনেক ধন্যবাদ।
শুভকামনা ।

২| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৬

গেম চেঞ্জার বলেছেন: দারুণস!! :)

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৩

নীলপরি বলেছেন: ধন্যবাদস! বলা যায় ? তাহলে তাই ! :)
শুভকামনা ।

৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৬

সুমন কর বলেছেন: শেষে ভালো লাগল।

২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৪৯

নীলপরি বলেছেন: তাতেই আমি খুব খুশি হলাম।
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা নিয়মিত আমার লেখা পড়ে উৎসাহ দেওয়ার জন্য।
শুভকামনা ।

৪| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৩

জ্যোস্নার ফুল বলেছেন: কবিতা জমাট বেঁধে কৃষ্ণাভ হয়ে গেছে
বিরহের শেষ প্রান্তে প্রেম নেই, আমি দেখিনি

আপনাকেও হোলির শুভেচ্ছা।

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৩

নীলপরি বলেছেন: কবিতা জমাট বেঁধে কৃষ্ণাভ হয়ে যদি যায় , তবে আলো খোঁজার আশা রেখে দিয়ে যায় । চেষ্টা করবো , আলো খুঁজতে ।
বিরহের শেষ প্রান্তে প্রেম নেই, আমি দেখিনি
দেখেননি বলে যে দেখবেন না কোনোদিন , তা কি বলা যায় ? প্রেম আছে ! আপনার মতো কবি এমন কথা বললে যে কবিতাদের অভিমান হবে ।
আপাতাত প্রেম যদি না দেখেন , তবে ছোটোখাটো ভালোবাসা দিয়েই কাজ চালিয়ে নিন ।

৫| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা রইল।

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:০০

নীলপরি বলেছেন: ভালো লাগা পেয়ে খুশি হলাম।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৬| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩২

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: আমাকে মনে করে যদি কেউ কবি হয়ে যায় তবে আর লালচাঁদ নীল আকাশ পাহড়ী ঝর্না বা সাগরের নীল জল হতে আপত্তি কোথায় । বিরহের আড়ালে যদি প্রেম উঁকি দেয় তবে আর বিরহ ভোগে আপত্তি কোথায় । নতুন দ্যোতনা পেলাম অত্র কবিতায়।। নমঃস্কার কবি সহস্রবার।।

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৭

নীলপরি বলেছেন: নমস্কার ।
এতো সুন্দর মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৭| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৮

রিপি বলেছেন:
বাহ। ভালো লাগলো। :)

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৫

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম । কবিতা পাঠের জন্য ধন্যবাদ ।

৮| ২২ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫৫

তার আর পর নেই… বলেছেন: হোলি, হোলি হে … শুভেচ্ছা ... কবিতা ভাল্লাগছে।

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১০:১৮

নীলপরি বলেছেন: শুভেচ্ছা দুহাত ভরে নিলাম।
কবিতা ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ধন্যবাদ ।
শুভকামনা ।

৯| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:০১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: বাহ! বেশ প্রানবন্ত লেখা। কিন্তু হোলি কি?

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১০:২৮

নীলপরি বলেছেন: হোলি মানে দোল। রঙ খেলা।

ভালো লাগলো মন্তব্যটা পড়ে।
ধন্যবাদ ।
শুভকামনা ।

১০| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:০৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভাল লাগা রেখে গেলাম। ধন্যবাদ

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩২

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
কবিতায় ভালো লাগা পেয়ে ভালো লেগেছে ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১১| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৩

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পয়ারের
??????

আমি বলি কি রঙিন হোক। নীল হতে হতে কালচে হয়ে যাক। একসময় কৃষ্ণাভা ঠিকরে বেরোবে। দেখার ইচ্ছে দেওয়ালে আটকে যাক। ওপাশে সে তুমি নাকি অন্যকেউ তা কোন কবিতা হয়ে জন্ম নিক। কোন মেটে তরুণের বুকপকেট আগলে থাকবে। কালকেরর দিনে তা নাহয় আবারো রঙিন হবে হঠাৎ চেনা তরুণীর রঙে।

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৬

নীলপরি বলেছেন: প্রশ্নটাই বুঝতে পারছি না।

পকেট কেনো? মনে জায়গা হবে না ?
বাড়তি কিছু পেলে মন্দ লাগে না। কিন্তু বাড়তি হয়ে যাওয়াটা খুবই বেদনাদায়ক । একান্তই
ব্যক্তিগত অনুভব ।


আপনার মতো কবির মন্তব্যে ভালোলাগা।
শুভকামনা ।
ভালো থাকবেন ।

১২| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৩৪

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার কবিতা

২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:২৫

নীলপরি বলেছেন: চমৎকার মন্তব্য পেয়ে খুশি হলাম।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৩| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৩

বিজন রয় বলেছেন: আলোর অভাবই যেমন অন্ধকার ,
ঠিক তেমনই হিংসার অবসানই -
শান্তির দ্যোতক ।


কবিতার শেষ কথা এটাই।
অনেক বড় ভাবনার!
অনেক ভাললাগার।

আপনাকেও হোলির শুভেচ্ছা।
ভাল থাকেন নীলপরি।

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:০৩

নীলপরি বলেছেন: হুম এটাই বলতে চেষ্টা করেছি ।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো।।

শুভেচ্ছা গ্রহন করলাম
ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন ।

১৪| ২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৩৩

প্রামানিক বলেছেন: চমৎকার কব্তিা। খুব ভাল লাগল। ধন্যবাদ

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।
আপনাকেও অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:৪২

মুসাফির নামা বলেছেন: মনে হচ্ছে, কবি হতে পারলে ভাল হত। অনেক রঙ্গিন।

২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৬

নীলপরি বলেছেন: ব্লগে স্বাগতম ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

১৬| ২৩ শে মার্চ, ২০১৬ রাত ১:৩৯

নীল প্রজাপ্রতি বলেছেন: সত্যি জিবন বড়ই রঙিন ও মনোরম। ধন্যবাদ কবি। ভালো থাকবেন।

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৩৩

নীলপরি বলেছেন: সহমত আপনার সাথে। লেখা পড়ার জন্য ধন্যবাদ ।
শুভকামনা ।

১৭| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৫৮

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ সুন্দর :)

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:৫০

নীলপরি বলেছেন: আপনার অসাধারণ মন্তব্য পেয়ে কবিতা সুন্দর হোলো। :)
ধন্যবাদ।
শুভকামনা ।

১৮| ২৩ শে মার্চ, ২০১৬ সকাল ১১:৩৩

জুন বলেছেন: আলোর অভাবই যেমন অন্ধকার ,
ঠিক তেমনই হিংসার অবসানই -
শান্তির দ্যোতক ।

কবিতায় অনেক ভালোলাগা নীলপরি। কেন জানি জীবনে কখনো কাউকে হিংসা করতে পারলাম না :(

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:২৯

নীলপরি বলেছেন: আমারও আপনার মন্তব্য ভালো লেগেছে ।
হিংসা করা মানে তো আসলে হেরে যাওয়া। তাই.......... :)

ধন্যবাদ ।
শুভকামনা ।

১৯| ২৩ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হলির শুভেচ্ছা।
উত্তরগুলো বাকি থাকল। পহেলা বৈশাখে হালখাতা করে নেব। :)

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

নীলপরি বলেছেন: হুম। শুভেচ্ছা গৃহীত হয়েছে।


উফ, কত দূরের প্ল্যানিং । আমি হিসেবে কাঁচা। তাই দেনা পাওনার হিসেব রাখি না। :)
এমনিতেই গল্পে পরি সাইড ক্যারেক্টার । রাজপুত্রের অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তাও উনি এতোটা ভেবেছেন, সেটাই অনেক ।
ভালো লাগলো। উত্তর না দিলেও চলবে। :)

এই উত্তরটাকে কোনোকিছুর ( সুঁচ, হেনোতেনোর ) সাথে তুলনা করার প্রয়োজন নেই । বোঝা গেলো ?

হাসতে থাকুন।
ভালো থাকুন। সবসময় ।

২০| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:২৯

উল্টা দূরবীন বলেছেন: কবিতায় ভালো লাগা রইলো।

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৪৭

নীলপরি বলেছেন: ভালো লাগা পেয়ে গেছি ।:)
ধন্যবাদ ।

২১| ২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫০

নিলিমার নীল বলেছেন: মনের মাঝে থেকে ভালবাসা দিলেম । কিছু চাইনা হে কবি । তোমায় দিলেম রজনি গন্ধ । গন্ধ বিলাও সবার মনে । শুভ কামনা । মনে রবে তোমায় এ প্রানে । ভুলে যেওনা আমায় নিল পরি আপুনি ।

২৩ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:৫২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো দিদি ।
ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা ।

২২| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
সারাদিন ধরে বাড়িতে বসা। কোন কাজের না আমি
আর তুমি বলো আমি নাকি বিজি।


একদিনের জন্যে মরে যেতে চাই অপ্রিয় সত্যের কাছে।

ঔত্যেরি এইটা কিছু হইতে পারে। :)

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১২:০২

নীলপরি বলেছেন: রাজপুত্ররা নিজে কাজ করে না। অন্যকে দিয়ে করায়।
ব্যস্ত তো আপনি নিজেই বললেন। পহেলা বৈশাখ পর্যন্ত কাজ তৈরী ! তো ?

জানি আপনি ভালো কবি। তা বলে অকারণ এসব বলার কি আছে? অপ্রিয় সত্য .......।

২৩| ২৩ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৭:২৬

প্রামানিক বলেছেন: চমৎকার কবিতা। অনেক ভাল লাগল। ধন্যবাদ

২৪ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যও খুব ভালো লাগলো।
ধন্যবাদ ।
শুভকামনা ।

২৪| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৩৯

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




মহানক্ষত্র মিতালী পাতায় আমারি বুকের 'পরে -
বিরহের শেষ প্রান্তে আছে যে প্রেম , হে রাধিকা
সে তো বাজায় বাঁশি , আমারি মাটির ঘরে ...................

হোলির শুভেচ্ছা আপনাকেও ।

২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১০:৪৯

নীলপরি বলেছেন: শুভেচ্ছা সাদরে গ্রহন করলাম।
আপনার মন্তব্যটা খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৫| ২৪ শে মার্চ, ২০১৬ সকাল ১১:১৫

অগ্নি কল্লোল বলেছেন: খুব সুন্দর!!

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৪

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৬| ২৪ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
রিসেন্ট ঘটনাটা নিয়ে লিখতে চাইছিলাম। পারছিলাম না। শুরুই হচ্ছিল না। প্রথম লাইন ওটা হতে পারে। তাই। উলটা বোঝ কেন? :||

২৪ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৬

নীলপরি বলেছেন: আপনি বোঝাতে পারেননি । তাই............ :)

২৭| ২৬ শে মার্চ, ২০১৬ সকাল ৭:০০

শুদ্ধ রয় বলেছেন: সুন্দর লেখনি আপনার। অনবদ্য। খুব ভাল লাগল কবিতা।

২৬ শে মার্চ, ২০১৬ দুপুর ২:০৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

অনেক ধন্যবাদ ।

২৮| ২৭ শে মার্চ, ২০১৬ রাত ৮:০৯

দীপংকর চন্দ বলেছেন: সুন্দর। অনেক।

অনিঃশেষ শুভকামনা।

ভালো থাকবেন। সবসময়।

জানলা দিয়ে যেটুকু আকাশ দেখা যায় ,
তাতে শুধু আরক্ত গোধূলীই দেখেছি ।
জানতাম রক্ত জমাট বেঁধে কৃষ্ণাভ হয় একসময় ।

২৭ শে মার্চ, ২০১৬ রাত ৮:১৮

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।
আপনাকেও শুভকামনা
আর অনেক ধন্যবাদ ।

২৯| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫১

এহসান সাবির বলেছেন:
হলুদ রং ছুড়ে দিলাম আপনার দিকে...
লাগুক না হয় কিছু রং চোখে মুখে...
ছিটে ফোটা কপালে, থুতনিতে....

দেরিতে হলেও হোলির শুভেচ্ছা।

২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:২৩

নীলপরি বলেছেন: বাহ , বেশ বেশ ।
রঙিন শুভেচ্ছা গ্রহন করলাম ।
হোলির দিন আপনার দিকে কি বা কি কি রঙ এসেছিল ? :)

শুভকামনা অনেক ।



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.