নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

তোমার কাছে রইলো আমার ঋণ

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৮:২১



রঙিন স্বপ্নরা স্বপ্নেই ছিল ভালো
অক্ষর দিয়ে তাদের সাজাতে গিয়ে দেখি ,
সব রঙ শুষে নিয়েছ কালো ।

আমার অক্ষরেরা উড়ে যায় আকাশ সীমানায়
কবিতা হয়ে ওঠার আগেই -
বৃষ্টিধারায় আমার সৃষ্টি ধুয়ে যায় ।


শুনেছি কবির জামায়
জ্যোৎস্না এসে জমা হয়
শেষরাতে কবি তা দিয়ে অক্ষর শানায় ।

সেই অক্ষরে আছে ফুলের সুবাস
আবার কখনো মনে হয়
তাতে ধরা আছে জীবনের নির্যাস ।

আমিও তো ক্লান্ত চোখে রাত জাগি
চাঁদের অপেক্ষায় ,
শেষ রাতে বুঝে যাই , সেদিনই চাঁদ ছিল বিবাগী ।

হৃদয় নিংরানো বিষাদ বা কথামালা কল্পনার
সবকিছুকেই গ্রাস করে নেয়
একলা ভীষণ একলা মনের অন্ধকার ।

তাই জমা হয় কিছু সম্ভাবনাহীন অক্ষর
তার মধ্যে কবিতা খোঁজা ?
সত্যি , কাজটা বড়ই দুষ্কর ।


চুপকথাদের রূপকথা করতে পারিনি কোনোদিন
তবুও তাদের সাক্ষ্মী হয়ে তুমি ছিলে সাথে
হে পাঠক ,
তাই তোমার কাছে তোমার কাছে রইলো আমার ঋণ ।





আমার ব্লগের সকল পাঠককে লেখাটা উৎসর্গ করলাম ।

মন্তব্য ৪৮ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৮) মন্তব্য লিখুন

১| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩২

কালের সময় বলেছেন: ভালো লিখেছেন ।

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে আমারও ভালো লাগলো । কৃতার্থ হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৮:৩২

জুন বলেছেন: হে পাঠক ,
তাই তোমার কাছে তোমার কাছে রইলো আমার ঋণ ।

অদ্ভুত সুন্দর কবিতা। উতসর্গটিও দারুন নীলপরি।
+

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪০

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে শুনে আমারও ভালো লাগলো । প্লাসের জন্য আনন্দ পেলাম তার সাথে কৃতার্থও হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৮:৪৩

তার আর পর নেই… বলেছেন: কবির জামায় জোৎস্না এসে জমা হয়! সত্যি নাকি? কোন কবিকে জিজ্ঞেস করবো? :D
প্রথম চার স্তবক খুব ভালো লেগেছে।+

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৮:৫৮

নীলপরি বলেছেন: আপনি তো নিজেই ভালো কবি । আপনার জামায়ইতো জমা হয়ে আছে ।

চার স্তবকেই প্লাস পেয়ে আনন্দিত । তার সাথে কৃতার্থও হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৪| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৫

তার আর পর নেই… বলেছেন: আরে না, কোন জোৎস্না নেই। শুধুই আঁধার …
কবি হইতে পারলে নিশ্চয়ই থাকতো! :(

২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:০৮

নীলপরি বলেছেন: আঁধারেই তো চাঁদ ওঠে ।
ভালো থাকুন ।
আবারো শুভকামনা । :)

৫| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:১৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
তুমি জ্যোৎস্নাচোর। তাই কবির জামা নিষ্প্রভ।
চাঁদ চুলোয় যাক। এমন কবিতার জন্য দুএক রাত নির্দ্বিধায় চোখের পাতাদের ক্লান্ত করা যায়।
মনঘরের জানাল খোল। দেখ আধার পালাবে।
বৃষ্টির ফোটা গুনে হিসেব কষছি। ঋণ শুধবার সময়য় আসুক। কবিতার দেখা হবে। দুপুরের সাথে।

মুগ্ধ কবিতা। +

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৩

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্যে আমি মুগ্ধ ।আমার ব্লগপাতা সমৃদ্ধ । কৃতজ্ঞতা জানবেন ।

সেই দুপুরের অপেক্ষায় রইলাম ।

ভালো থাকুন সবসময় ।

শুভকামনা ।

৬| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:২৩

মুসাফির নামা বলেছেন: জানিনা কবিতাকে আজ বড্ড বন্দী মনে হচ্ছে।সেতো নদীর মতো হবে।

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৬

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
হুম এইটা আপনি বুঝেছেন দেখে আপনাকে অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৭| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ৯:৩৮

সায়েল বলেছেন: চমৎকার কথামাল্য!!

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো । কৃতার্থ হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৮| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১০:৪৩

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমিও তো ক্লান্ত চোখে রাত জাগি
চাঁদের অপেক্ষায় ,
শেষ রাতে বুঝে যাই , সেদিনই চাঁদ ছিল বিবাগী ।

কবিতায় ++++++++++++

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০০

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো । প্লাসের জন্য আনন্দ পেলাম । তার সাথে উৎসাহ দেওয়ার জন্য কৃতার্থও হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৯| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৪

প্রামানিক বলেছেন: শুনেছি কবির জামায়
জ্যোৎস্না এসে জমা হয়
শেষরাতে কবি তা দিয়ে অক্ষর শানায় ।


দারুণ কাব্য কথামালা। ধন্যবাদ

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০২

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো । তার সাথে উৎসাহ দেওয়ার জন্য কৃতার্থও হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১০| ২৮ শে মার্চ, ২০১৬ রাত ১১:১৪

সুমন কর বলেছেন: চমৎকার হয়েছে। +।

২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৫

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমি আপ্লুত । তার সাথে উৎসাহ দেওয়ার জন্য কৃতার্থও হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১১| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



শেষরাতে নয়, বালিকা রাতে অক্ষর শানিয়ে শানিয়ে দুষ্কর কবিতা খোঁজার কাজটা অনবদ্য ভাবে করে গেলেন ।
আবার বিবাগী চাঁদের শেষ আলোটুকু ছড়িয়ে দিলেন শেষটাতে ------ আমার ব্লগের সকল পাঠককে লেখাটা উৎসর্গ করলাম ।

দারুণ ...............................

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২০

নীলপরি বলেছেন: বাহ , আপনার মন্তব্য পড়ে আমি অভিভূত । আর উৎসাহ দেওয়ার জন্য কৃতার্থও হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১২| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:১৩

গেম চেঞ্জার বলেছেন: নিজের অপারগতা সবাই উপলদ্ধি করতে পারে না। যারা পারে তারা সৃষ্টিশীল অথবা ক্ষমতাশালী অথবা উভয়টিই।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে , আপনার মানসিক উদারতা প্রকাশ পেয়েছে । অনেক ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য । সেইসাথে কৃতার্থও ।
শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৩| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৪৭

তাসলিমা আক্তার বলেছেন: আমিও তো ক্লান্ত চোখে রাত জাগি
চাঁদের অপেক্ষায় ,
শেষ রাতে বুঝে যাই , সেদিনই চাঁদ ছিল বিবাগী



কবিতা ভালো লেগেছে প্রিয় নীলপরি।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:২৮

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৪| ২৯ শে মার্চ, ২০১৬ দুপুর ১:৫০

আমিই মিসির আলী বলেছেন: শুনেছি কবির জামায় জ্যোৎস্না এসে জমা হয় শেষরাতে কবি তা দিয়ে অক্ষর শানায়


এটা খুবই আধ্যাত্মিক টাইপ মনে হইল।
+

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬

নীলপরি বলেছেন: মনে হচ্ছে আমার ব্লগে প্রথম এলেন । ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে আমারও ভালো লাগলো । কৃতার্থ হলাম ।আধ্যাত্মিকতা ভেবে লিখি নি । তবে আমাদের সবকিছুই তো কোনো না কোনোভাবে তাঁর সাথে যুক্ত । আমরা তো নিমিত্ত মাত্র । :)
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ২৯ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:১৩

মি. বিকেল বলেছেন: ভালো লেগেছে। ***** দিলাম।

২৯ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে আমারও ভালো লাগলো । কৃতার্থ হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৬| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:১১

জ্যোস্নার ফুল বলেছেন: জ্যোৎস্না নিয়া কথা বার্তা হচ্ছে, চইলা আসলাম B-)

২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:২২

নীলপরি বলেছেন: স্বাগত সবসময় । :)
কিন্তু কথা বার্তা আপনার কেমন লাগলো , সেটা বুঝতে পারলাম না যে !

১৭| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ৮:২৮

জ্যোস্নার ফুল বলেছেন: সবচেয়ে আকাশ নক্ষত্র চন্দ্র মল্লিকার রাত্রি ভালো,
তার চেয়ে আরও ভালো
পরী জামায় যখন জ্যোৎস্না এসে জমা হয় :)

৩০ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:১৬

নীলপরি বলেছেন: না না এতো সৌভাগ্য পরীর নেই । কারন চাঁদ বড়োই একচোখা । সে সব জ্যোৎস্না ফুলের জন্য জমিয়ে রাখে ।:)

কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৮| ২৯ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৪

এন.আর মাহমুদ বলেছেন: চমৎকার লেখনি,,,,।।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০০

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে আমারও ভালো লাগলো । কৃতার্থ হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৯| ৩০ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৩৬

উল্টা দূরবীন বলেছেন: শুনেছি কবির জামায়
জ্যোৎস্না এসে জমা হয়
শেষরাতে কবি তা দিয়ে অক্ষর শানায়

খুব ভালো লাগলো কবিতা। উল্লেখিত অংশে যথার্থই বলেছেন। রাতের শেষ ভাগে শব্দরা জেঁকে বসে।

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০৪

নীলপরি বলেছেন: তার মানে আপনার কাছে এরকম শব্দের স্টক আছে । ধার নিতে হবে দেখছি । তবে শোধ করবো না ।:)

আপনার ভালো লেগেছে আমারও ভালো লাগলো । কৃতার্থ হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২০| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১:০৪

উল্টা দূরবীন বলেছেন: আমি গরীব মানুষ। নুন দিয়া দিলে পান্তা পইচ্ছা যাইবো। সেই পঁচা পান্তার দায়দায়িত্ব কিন্তু আপনার।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫১

নীলপরি বলেছেন: আমি কিন্তু শুনেছি ধনীরাই এরকম কথা বলে । :) :)

২১| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭

উল্টা দূরবীন বলেছেন: তাহলে ধনীদের সাথেই আপনার উঠাবসা!!!!!!!!!

৩১ শে মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

নীলপরি বলেছেন: হুম ! ইনক্লুডিং ইউ ! :)

২২| ৩১ শে মার্চ, ২০১৬ রাত ৯:৫০

উল্টা দূরবীন বলেছেন: হেহ!

৩১ শে মার্চ, ২০১৬ রাত ১০:২৬

নীলপরি বলেছেন: :) :)

২৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৯

নকীব কম্পিউটার বলেছেন: -
‘শুনেছি কবির জামায়
জ্যোৎস্না এসে জমা হয়
শেষরাতে কবি তা দিয়ে অক্ষর শানায় ।’ ভালো লাগলো।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:০৯

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো । কৃতার্থ হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৬

এহসান সাবির বলেছেন: শুনেছি কবির জামায়
জ্যোৎস্না এসে জমা হয়
শেষরাতে কবি তা দিয়ে অক্ষর শানায় ।

আমিও তো ক্লান্ত চোখে রাত জাগি
চাঁদের অপেক্ষায় ,
শেষ রাতে বুঝে যাই , সেদিনই চাঁদ ছিল বিবাগী ।


ওয়াও!!!!

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৪৭

নীলপরি বলেছেন: তাই ?
জেনে ভালো লাগলো ।:)

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.