নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

স্বপ্নের কুঞ্জবনেই রাধার বাস

৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৭:৫৪



সারা বছর তুমি দেবতা সেজে
বসে ছিলে সিংহাসনে ।
দেখনি তুমি কোথায় লেগেছে আঘাত
সেই সময়ে আমি গেছি রক্তপাতে ভিজে ।

শুধু বসন্তেই আসো তুমি প্রিয় বেশে
দিগন্তে ফাগ লাগিয়ে , লোহিত কণায় প্রেম জাগিয়ে ।
তাই তোমায় বরণ করি
জন্মান্তরের শোকগাথা থেকে বেরিয়ে এসে ।


মেঘে পূর্বরাগের আভাস
আজ আকাশের ঈশান কোণে ।
তাই বিদায় চাইছে
বসন্তের দক্ষিণা বাতাস ।

না হয় করব আজ সীমা অতিক্রম
তোমার ঐ মোহন বাঁশির সুরে ।
চিত্তে যখন লাগল দোলা , নৃত্যেও উঠুক শিহরণ
বিফলে যাক , যেখানে আছে যত সংযম ।

একবার নয় ভেসেই যাই তোমার অনুরাগে
নির্জনতায় খসে পড়ুক অলীক মেঘের আড়াল ।
সঞ্চারীতে পরেছি আজ সমর্পনের নূপুর
চন্দন চিহ্ন নাই বা থাকুক আমার অঙ্গরাগে ।


আবার তো অপেক্ষায় থাকা বছরের বাকি মাস
তার আগেতে তুমি , পবিত্র যজ্ঞাগ্নি জ্বালো ।
হারিয়ে যেতে চাই আমি অনায়াস আরাধনায়
কারন সবাই জানে , স্বপ্নের কুঞ্জবনেই রাধার বাস ।

মন্তব্য ৩৪ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:০৫

বিজন রয় বলেছেন: শ্যামের বাঁশি কই লো রে সই, শ্যামের বাঁশি !!

অনেক সুন্দর ভাষার সমাবেশ ঘটেছে কবিতায়, যেটি এই কবিতাকে একটি উঁচু যায়গায় পৌঁছে দিয়েছে।

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৪

নীলপরি বলেছেন: ঐ তো , শ্যামের বাঁশি রাধার হাতেই আছে ।
আর আপনার সুন্দর মন্তব্যে আমি কৃতার্থ হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:১৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: হারিয়ে যেতে চাই আমি অনায়াস আরাধনায়
কারন সবাই জানে , স্বপ্নের কুঞ্জবনেই রাধার বাস । :)

শুভ সকাল..

৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ২:৫৮

নীলপরি বলেছেন: মনে হয় আমার ব্লগে প্রথম এলেন । স্বাগতম ।
কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।


শুভ দুপুর । :)

৩| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৪২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ভালো!

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০১

নীলপরি বলেছেন: আর আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাফলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৪| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:১৩

মাহবুবুল আজাদ বলেছেন: বাহ অনেক অনেক সুন্দর ।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০১

নীলপরি বলেছেন: আর আপনার সুন্দর মন্তব্যে আমি কৃতার্থ হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৫| ৩১ শে মার্চ, ২০১৬ সকাল ৯:২৫

মধ্য রাতের আগন্তক বলেছেন: স্রেফ অসাধারণ।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:০৫

নীলপরি বলেছেন: মনে হয় আমার ব্লগে প্রথম এলেন । স্বাগতম ।
আর আপনার অসাধারণ লেগেছে জেনে আমারও অসাধারণ ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৬| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
এতো বেশি নিবেদন। অপেক্ষা। সমার্পণ।
অস্বস্তি জাগায়।

কবিতায় ভালো লাগা অনেক। +

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১১

নীলপরি বলেছেন: অস্বস্তি জাগায় ? তো জাগুক অস্বস্তি । সবসময় স্বস্তি দেওয়া তো যাবে না ।



অস্বস্তিকে হারিয়ে প্লাস পাওয়ায় আমি খুউউব আনন্দিত । :)

শুভকামনা ।

৭| ৩১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব সুন্দর প্রত্যাশা ভালবাসা অপেক্ষা আত্মনিবেদনের আকুলতা আচ্ছন্ন করে মনপ্রাণ। চমৎকার কবিতা। ভাল লাগল।

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৪

নীলপরি বলেছেন: আর আপনার সুন্দর মন্তব্যে আমি কৃতার্থ হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৮| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১০

জেন রসি বলেছেন: না হয় করব আজ সীমা অতিক্রম
তোমার ঐ মোহন বাঁশির সুরে ।
চিত্তে যখন লাগল দোলা , নৃত্যেও উঠুক শিহরণ
বিফলে যাক , যেখানে আছে যত সংযম।

চমৎকার।

++

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৩:১৭

নীলপরি বলেছেন: আর আপনার চমৎকার লেগেছে শুনে আমি আপ্লুত । প্লাস পেয়ে কৃতার্থ হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৯| ৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৪:৫৪

প্রামানিক বলেছেন: অনেক ভাল লাগল। ধন্যবাদ

৩১ শে মার্চ, ২০১৬ বিকাল ৫:০৭

নীলপরি বলেছেন: আর আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাফলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১০| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ১২:১৯

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ভাল লেগেছে । কবিতার প্রথম আস্তরণ চমৎকার হয়েছে ।

০২ রা এপ্রিল, ২০১৬ রাত ১২:২১

নীলপরি বলেছেন: বেশ কয়েকদিন পরে আসলেন মনে হয় । আপনাকে দেখে আর আপনার কবিতা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১১| ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৮

কান্ডারি অথর্ব বলেছেন:



শুরুটাতে বেশ মুন্সিয়ানা ছিলো।

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১২| ০১ লা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২০

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর হয়েছে । Click This Link

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৬

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে শুনে আমি আপ্লুত ।
ধন্যবাদ ।
শুভকামনা ।

১৩| ০১ লা এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৩

মিজানুর রহমান মিরান বলেছেন: চিত্তে যখন লাগল দোলা , নৃত্যেও উঠুক শিহরণ
বিফলে যাক , যেখানে আছে যত সংযম ।

লাইনগুলো আমার চিত্তেও দোলা লাগিয়ে দিলো।
কবিতায়+++

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুব ভালো লাগলো। আমি
আনন্দিত।
ধন্যবাদ অনেক ।
শুভকামনা ।

১৪| ০২ রা এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

রাজিব ওয়াহিদ বলেছেন: খুব ভালো লাগছে

০৩ রা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৪

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৪

চন্দ্ররথা রাজশ্রী বলেছেন: খুব খুব খুব ভাল।
লাইক!

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৪

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমিও খুব খুশি হলাম।
ধন্যবাদ ।
শুভকামনা ।

১৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৫

সুমন কর বলেছেন: ১০ম প্লাস। সুন্দর।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৯

নীলপরি বলেছেন: আর আপনার কাছ থেকে ১০ম প্লাস পেয়ে আমি আপ্লুত । সুন্দর লেগেছে শুনে খুব ভালো লাগছে ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৭| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৬

এহসান সাবির বলেছেন: সুন্দর কবিতা।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:২০

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে শুনে আমি আপ্লুত ।
ধন্যবাদ ।
শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.