নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কাঁচ হোক বা স্বপ্ন , একদিন ঠিক ভাঙবেই

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ৯:৩০



কতবার খুঁজেছি তাকে , মরমী প্রদীপ জ্বালিয়ে
নীল স্বপ্নে সে ধূসর হয়ে গেছে ।
আমি বিষাদ পুঁতে রেখেছি
কৃষ্ণপক্ষের অন্ধকার অবসাদে ।

আমি , নির্জন দুপুরে -
অনুভবের তুলি দিয়ে তাকে আঁকতে গিয়েছি ,
সেই স্তব্ধ ক্ষণে শিহরণ তুলে
সে বাতাসে ভেসে গেছে ।

পদ্যরূপে তার গালিবের শায়েরীর স্পর্শ
শব্দমালার দ্যুতি শোভিত হয় সেই মোহন রূপে ।
আমার শব্দেরা হারিয়ে যায় নিঃশব্দে
সেই অদেখার কথা ভেবে ।

অবশেষে , বুদবুদের নজর এড়িয়ে
ইছামতী নদীতে তার প্রতিবিম্ব দেখেছি ।
হায় , বুঝতে পারিনি আমি
তার নজর কোথায় রেখেছিল সে ।

যন্ত্রণার সুপ্ত অনুভূতি নিয়ে
হৃদয় পোড়ালাম , অপার্থিব ভালোবাসার স্বপ্নে ।
যখন যানতামই -
কাঁচ হোক বা স্বপ্ন , একদিন ঠিক ভাঙবেই ।

মন্তব্য ৩৬ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

বিজন রয় বলেছেন: পেলে একদিন হারাতেই হয়।
ঠিক এই কবিতার শিরোণামের মতো।

দারুন।
++++

০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪২

নীলপরি বলেছেন: এরকম নিয়ম কেনো , বলুন তো ? :(
আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো । মন্তব্য আর প্লাসের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৯

রাজসোহান বলেছেন: কবিতার নামটা আমার দূর্দান্ত পছন্দ হয়েছে, "কাঁচ হোক বা স্বপ্ন , একদিন ঠিক ভাঙবেই"

কবিতায় প্লাস :)

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৪

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । কবিতার নামটা আপনার দূর্দান্ত পছন্দ হয়েছে শুনে আমিও ভীষণ খুশি হলাম । প্লাস পেয়ে আনন্দিত ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬

বিজন রয় বলেছেন: শেষ পর্যন্ত মৃত্যু হয় বলেই এরকম নিয়ম আছে।
এই নিয়মই সত্য, নিষ্ঠুর এবং বেদনার।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৩

নীলপরি বলেছেন: হুম ঠিকই বলেছেন । খুবই নিষ্ঠুর । :(

৪| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:১৬

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আহারে .......
এতো কষ্ট লাগছে কেন!!
কবিতায় ++++++++

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৩৯

নীলপরি বলেছেন: আপনার মতো কবিকে , আমার কবিতার সমব্যথী হিসাবে পেয়ে আমি আপ্লুত ।
আর প্লাস পেয়ে আনন্দিত ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ রাত ১১:৩১

সুমন কর বলেছেন: ভালো হয়েছে। +।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৫

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম । আর প্লাস পেয়ে আনন্দিত ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৬| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৩

ফারিহা নোভা বলেছেন: যন্ত্রণার সুপ্ত অনুভূতি নিয়ে
হৃদয় পোড়ালাম , অপার্থিব ভালোবাসার স্বপ্নে ।
যখন যানতামই -
কাঁচ হোক বা স্বপ্ন , একদিন ঠিক ভাঙবেই

চমৎকার , খুবই চমৎকার লিখেছেন, বিষাদ ছুঁয়ে গেল।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২২

নীলপরি বলেছেন: মনে হচ্ছে প্রথম এলেন । আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৭| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৫

মিজানুর রহমান মিরান বলেছেন: হাহাকার!
স্বপ্ন সে তো ভাঙবেই।
কবিতায়..+

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৮

নীলপরি বলেছেন: স্বপ্ন সে তো ভাঙবেই।
হুম । সহমতে ভালোলাগা । হাহাকারের সুর শুনতে পেয়েছেন জেনে কৃতজ্ঞতা । আর প্লাস পেয়ে আনন্দিত ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৮| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ১:০৭

জ্যোস্নার ফুল বলেছেন: আমি বিষাদ পুঁতে রেখেছি
কৃষ্ণপক্ষের অন্ধকার অবসাদে ।

আমিও পুতে রেখেছি গাছ হয়ে যাচ্ছে দিনে দিনে

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৯

নীলপরি বলেছেন: আমিওপুঁতে রেখেছি গাছ হয়ে যাচ্ছে দিনে দিনে
আরে দলে একজনকে পেলাম । কিন্তু ভালো লাগলো না কেনো ? না না , আপনার গাছে জ্যোৎস্না নেমে আসুক । ফুল ফুটুক তাতে । প্রার্থনা রইলো ।
মন্তব্য আর পাঠের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৯| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪০

মাহবুবুল আজাদ বলেছেন: অসাধারণ, আমি মুগ্ধ, অতিশয় মুগ্ধ শব্দের জাদুতে।
অনেক অনেক ভাল লাগা রইল।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪২

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্যে আমি আপ্লুত । আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১০| ০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৫

তাসলিমা আক্তার বলেছেন: কবিতার কষ্ট আমাকেও ছুঁয়ে গেল।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫২

নীলপরি বলেছেন: কবিতার কষ্ট আমাকেও ছুঁয়ে গেল।
কথাটা জেনে ভালো লাগলো । কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১১| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
পাওয়ার সীমারেখার কিছুটা আগে ঝুলিয়ে রাখবো। না হবে পাওয়া তাহলে থাকবে না না পাওয়া কিংবা পেয়ে হারানো। যদি গুনতে বসি হাজার রাত লেগে যাবে গুটিকত রাতের হিসেব করতে। তবু আলসেমি আসবে না। অপ্রাপ্তির খাতায় যে থাকে রাজ্যের আগ্রহ। বিস্ময়। কৌতূহল। কাঁচ হোক বা স্বপ্ন। ভেঙে যাবে তাই বলে কি ছুঁয়ে দেখবো না। আমি তো ছোঁবোই। ভাঙলে ভাঙুক। হাতড়ে বেড়াবো অসীম অরণ্য সেই কাঁচের অন্য দিকটায়। সবার বুকের মধ্যেই মন্থকূপ আছে। আমি ভরাট করবার চিন্তা মাথাতেই আনি না। থাকুক অমন।

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৪৮

নীলপরি বলেছেন: আর আমি সেই অসীম অরণ্যে পথ হারাই ।

আপনার মন্তব্য আমার ব্লগ পাতাকে সমৃদ্ধ করেছে । আপনার মন্তব্যে ++ ।আমার কবিতা কেমন লেগেছে সে বিষয়ে কিছু বলা নেই । তাই ধরে নিলাম ভালো লাগেনি । তাও যে , এই অনালোকিত কবিতাটা পড়েছেন , তারজন্যে আমি কৃতার্থ , কৃতজ্ঞ ।

শুভকামনা ।
ভালো থাকুন সবসময় ।

১২| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বিধিবিধান বড্ড দুঃসহ!

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৫

নীলপরি বলেছেন: চলুন তবে , বিধিবিধান মানছি না মানবো না করে আন্দোলন শুরু করি । :)

কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ । তবে , পাঠ করে কেমন লাগলো সেটা জানালে প্রীত হতাম ।

শুভকামনা ।

১৩| ০৫ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯

কথাকথিকেথিকথন বলেছেন: স্বপ্ন ভাঙ্গা গড়া নিয়েই তো এগিয়ে যাওয়া, যতটুকু টিকে থাকে । ভাল লেগেছে কবিতা ।

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:৫৭

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৪| ০৫ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

নেক্সাস বলেছেন: যন্ত্রণার সুপ্ত অনুভূতি নিয়ে
হৃদয় পোড়ালাম , অপার্থিব ভালোবাসার স্বপ্নে ।
যখন যানতামই -
কাঁচ হোক বা স্বপ্ন , একদিন ঠিক ভাঙবেই

চমৎকার। পুরো কবিতার ভাব ও শব্দের প্রবাহ বেশ ভাল লেগেছে।
শেষ করেছেন চমৎকার মুন্সিয়ানাতে

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০১

নীলপরি বলেছেন: মনে হচ্ছে প্রথম এলেন । আমার ব্লগে স্বাগতম । আপনার মন্তব্য পড়ে আমি খুব খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ০৫ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর :)

০৬ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৩

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার সুন্দর লেগেছে জেনে আমি খুব খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কবিতা পড়েই মাথায় এসেছিল মন্তব্যটা।
কবিতা ভালো লেগেছে। বলাটা সবসময় প্রয়োজন নেই।


:)

০৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৮

নীলপরি বলেছেন: তাই ? জানলাম।

১৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫২

উল্টা দূরবীন বলেছেন: চমৎকার।

০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৫৯

এহসান সাবির বলেছেন: স্বপ্ন ভাঙার কষ্ৎাই অন্য রকম। হোক না সে কাচা আর গাঢ়....!!

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১৮

নীলপরি বলেছেন: হুম ঠিক বলেছেন । সহমর্মীতা ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.