নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আমিও সম্পূর্ণা

০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২




অনেক কিছুই বোঝো তুমি
অনেক কিছুই জানো ।
আমার বেলায়ই শুধু
না বোঝার ভান কেনো ?

নারী স্বাধীনতা বনাম পুরুষতন্ত্র
কিছুই বাদ দাও নি ।
ফুল থেকে মন , মানিব্যাগ
তোমার লেখায় তাও আছে জানি ।

বড় বড় কথা লেখো তুমি কবিতাতে
না জানি ভেবে ভেবে কতক্ষণ ।
আমি তো চারপাশে দেখি
কি ছোটো ছোটো মানুষের মন ।

সাফল্য এসে জমা হয়েছে
তোমার কবিতার কিনারে কিনারে
এ জীবনই চেয়েছিলে নাকি তুমি ?
জানিনা কেনো , আমার ভালো লাগেনা একেবারে !

আমাকে লিখতে গিয়ে তুমি
কবিতা থেকে বৃষ্টিকে দাও ছুটি ।
বৃষ্টি এসে জমা হয় আমার চোখে
কিন্তু আমি যে খরুচে , এটাই আমার ত্রুটি ।


তাই গড়িয়েই যাক বৃষ্টি তবে
বাঁধ মানে না সে কারো ।
জেনে রেখো , আমিও সম্পূর্ণা
বন্দী করার চেষ্টা ক'রো , যদি তুমি পারো ।

মন্তব্য ৫৭ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৭) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

দিব্যেন্দু দ্বীপ বলেছেন: ‘আমিও সম্পূর্ণা’ তবে শব্দটা ‘সম্পূর্ণ’ হলে ভালো হত। অহেতুক লিঙ্গান্তর ভালো লাগে না।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫২

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । কিন্তু কবিতাটা যে ওভাবেই লেখা ।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

ফারিহা নোভা বলেছেন: আমাকে লিখতে গিয়ে তুমি
কবিতা থেকে বৃষ্টিকে দাও ছুটি ।
বৃষ্টি এসে জমা হয় আমার চোখে
আহা বিষাদ ছুঁয়ে গেল- নীলপরি আপু

জেনে রেখো , আমিও সম্পূর্ণা
বন্দী করার চেষ্টা ক'রো , যদি তুমি পারো । এটা হল আসল কথা, জোরালো ভাল লাগা রইল।

০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯

নীলপরি বলেছেন: আপনার জোরালো ভাল লাগা গৃহীত হোলো দিদি ।
অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

নেক্সাস বলেছেন: আমাকে লিখতে গিয়ে তুমি
কবিতা থেকে বৃষ্টিকে দাও ছুটি ।
বৃষ্টি এসে জমা হয় আমার চোখে


ভাবনাটা দারুন লেগেছে।

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩

নীলপরি বলেছেন: ভাবনা যদি কারো একটুও ভালো লেগে থাকে তবেই ভাবনার সার্থকতা । ভাবনাটা আপনার দারুন লেগেছে শুনে খুব ভালো লাগলো । কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা

৪| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
প্রথম প্যারাটায় অনেক গুলান +

মিষ্টি কবিতায় দারুণ একটা কথাসত্য তুলে ধরেছো।
তুমি সম্পূর্ণা। :)

০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩০

নীলপরি বলেছেন: প্রথম প্যারাটায় অনেক গুলান +

ইশসসস , আগে জানলে বাকিগুলো লিখতাম না ।

মন্তব্যে আপ্লুত । খুশি .......।

আরে আমি তো সর্বনাম । :)

৫| ০৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:২৭

সুমন কর বলেছেন: সুন্দর। +।

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে খুশি হলাম । আর প্লাস পেয়ে খুব আনন্দিত ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা

৬| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৫

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর কবিতা পরি।ছন্দ কবিতা পড়তে ভাল্লাগে। :)

আজকের সম্পূর্ণা
দেখো দেখো আজকের সম্পূর্ণা!

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে আনন্দিত হলাম । আর পুরো মন্তব্যটা পড়ে আমার খুব ভাল্লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা

৭| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালা হইসে! শেষ লাইনটায় বালককে চ্যালেঞ্জ করা হইসে মনে হইলো? বেশ!

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম । আরে , চ্যালেঞ্জটা ঠিক ধরেছেন তো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৮| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:০৮

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: আমাকে লিখতে গিয়ে তুমি
কবিতা থেকে বৃষ্টিকে দাও ছুটি ।
বৃষ্টি এসে জমা হয় আমার চোখে
কিন্তু আমি যে খরুচে , এটাই আমার ত্রুটি ।

বাহ! দারুণ হয়েছে!! পোস্টে +++++++++++++

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫১

নীলপরি বলেছেন: আপনার দারুন লেগেছে জেনে খুশি হলাম । আর প্লাস পেয়ে খুব আনন্দিত । উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা

৯| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১২

উল্টা দূরবীন বলেছেন: আমাকে লিখতে গিয়ে তুমি
কবিতা থেকে বৃষ্টিকে দাও ছুটি ।
বৃষ্টি এসে জমা হয় আমার চোখে

চোখের বৃষ্টিতো আর থামে না। কবিতায় অনেক ভালোলাগা রইলো।

ছন্দকবিতায় ছন্দের আরেকটু মসৃণতা আরেকটু মোলায়েম হলে আরো ভালো লাগতো।

সুন্দর কবিতার জন্য অনেক অনেক ধন্যবাদ।

০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

নীলপরি বলেছেন: আমি চেষ্টা করবো । আপনার সুন্দর লেগেছে জেনে আনন্দিত হলাম
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১০| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭

মাহবুবুল আজাদ বলেছেন: দুর্দান্ত কবিতায় দারুণ ভাল লাগা

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৪৫

নীলপরি বলেছেন: আর আপনার এই দুর্দান্ত পড়ে আমার খুউব ভালো লাগছে । উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।



আপনার নতুন পোষ্ট কবে পাবো ?

১১| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২১

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



এভাবেই সম্পূর্ণারা যেন অসামান্যাও হয়ে ওঠেন ।

আমি তো চারপাশে দেখি
কি ছোটো ছোটো মানুষের মন ।
এই লাইন দু'টিতে যে চলতি বাস্তবকেই তুলে এনেছেন ।

দুর্দান্ত বলবোনা , বলবো কবিতা ভালো হয়েছে ।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৫

নীলপরি বলেছেন: আর আপনার শুধু ভালোলাগাটাই আমার অনুপ্রেরণা । আমার কাছে অনেক । কবিতা পাঠ করে উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১২| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

বিজন রয় বলেছেন: কবিরা খুব খারাপ তাইতো!!

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩১

নীলপরি বলেছেন: আচ্ছা আপনি এরকম ভাবলেন কেনো ? আমি খুব দুঃখ পেলাম । তাহলে কি আমি কবিতা ভালোবাসতাম ? না , কবিতার মতো কিছু লেখার চেষ্টা করতাম ?
আপনাদের কবিতা পাঠই আমার অনুপ্রেরণা ।
পাঠ করে উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৩| ০৬ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৫

মুসাফির নামা বলেছেন: ভাল লাগলো,তবে বৃষ্টিকে বাদ দিতে পারলে আমারও ভাল লাগে।বিরামহীন বৃষ্টি কেমন নির্জনতা নিয়ে আসে।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩

নীলপরি বলেছেন: তাই ? জানলাম ।
কবিতা পাঠ করে উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৫

প্রামানিক বলেছেন: সাফল্য এসে জমা হয়েছে
তোমার কবিতার কিনারে কিনারে
এ জীবনই চেয়েছিলে নাকি তুমি ?


চমৎকার কবিতা। খুব ভাল লাগল।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ।
কবিতা পাঠ করে উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:

বিজন রয় বলেছেন: কবিরা খুব খারাপ তাইতো!!

সেইম ধারণা।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৭

নীলপরি বলেছেন: আপনারও এরকম ধারনা কেনো হোলো ? ইচ্ছে হলে জানাবেন !

১৬| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৪৫

মিজানুর রহমান মিরান বলেছেন: কথা আর ছন্দের খেলা!
কবিতা তেমন বুঝিনা। তবে পড়তে বেশ লাগে!

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪১

নীলপরি বলেছেন: কবিতা বোঝেন না তো এতো সুন্দর লেখেন কি করে ? আসলে আমরা কেই বা বুঝি ? আমিও তাই ।

কবিতা পাঠ করে উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৭| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৩৩

কালনী নদী বলেছেন:

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪২

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।কবিতা পাঠ করে উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৮| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৩

মোস্তফা সোহেল বলেছেন: কবিরা বুঝি তার কবিতার মত সুন্দর হয় না?

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৪

নীলপরি বলেছেন: আপনার কি তাই মনে হোলো ? :)

আমার ব্লগে স্বাগতম ।কবিতা পাঠ করে উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৯| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫১

আরণ্যক রাখাল বলেছেন: এই কবিতার মানে কী |-)

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে আসলেন ।
হোয়াট ক্যান বি এক্সপ্লেনড ইজ নট পোয়েট্রি । আমার কথা না । ইয়েটস বলেছিলেন । :)

কবিতা পাঠ করে উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৩

নীলপরি বলেছেন: আমার লেখাটা কবিতা হয়েছে কিনা জানি না । তবে চেয়েছিলাম লিখতে ।

২০| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৫৫

আরণ্যক রাখাল বলেছেন: কিচ্ছু পারলাম না, শুধু বাড়ল ওজন বুক
সুখী গাল বোঝে না, কবিদের অসুখ


রুপম ইসলামের গানটার কথা মনে পড়ছে

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪

নীলপরি বলেছেন: রুপম ইসলামের গানটা শুনিনি এখনো । দেখি এবার শুনবো ।

২১| ০৭ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪

সাথিয়া বলেছেন: ভালোলাগলো কবিতা :)

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৬

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২২| ০৭ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২২

কথাকথিকেথিকথন বলেছেন: সুন্দর কবিতা । মিষ্টি সূক্ষ্ম অভিমানী ! ভাল লেগেছে ।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে আনন্দিত হলাম
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৩| ০৭ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:০২

দীপংকর চন্দ বলেছেন: বৃষ্টি এসে জমা হয় আমার চোখে
কিন্তু আমি যে খরুচে , এটাই আমার ত্রুটি ।


অসম্ভব সুন্দর ভাবনার প্রকাশ!!!

অনিঃশেষ শুভকামনা কবি।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০০

নীলপরি বলেছেন: ভাবনা যদি কারো একটুও ভালো লেগে থাকে তবেই ভাবনার সার্থকতা । ভাবনাটা আপনার সুন্দর লেগেছে শুনে খুব ভালো লাগলো । কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৪| ০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৬

শায়মা বলেছেন: নিলপরীমনি!!!!!!!!!!!!!!

পরীদেরকে কি বাঁধা যায় নাকি!!!!!!!!!!!

তারা তো উড়ে যায়!!!!!!!!!!

কবিতা পড়ে মুগ্ধ হয়ে গেলাম!!!!!!!!!!:)

০৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪

নীলপরি বলেছেন: তাই তো বলেছি যদি তুমি পারো ।
যাক অনেকদিন বাদে আসলেন । দেখে ভালো লাগলো ।
আপনার মুগ্ধতায় আমার কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০০

জুন বলেছেন: চমৎকার
+

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩০

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে ভালো লাগলো । কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

উর্বি বলেছেন: +++++

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৪

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে আসলেন । দেখে ভালো লাগলো ।
প্লাস পেয়ে আরও ভালো লাগলো । কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৭| ১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৯

রাজসোহান বলেছেন: কবিতা লেখার সময় মনে হচ্ছে ব্যাপক রেগে ছিলেন কারও ওপর :|

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: মনের উপর কারো নিয়ন্ত্রণ নেই ! :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৮| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৩

এহসান সাবির বলেছেন: ভালো লিখেছেন।

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:১১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আনন্দিত হলাম ।
কবিতা পাঠ করে উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা জানবেন ।
অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.