নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আমিই শুধু জানি

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:২২



জমিয়ে রাখি অনেক কিছুই অকারন
যেমন ধর , প্রিয় সব টেডি বিয়ার
কিংবা ধর , গল্পে শোনা কান্না রাধার
এসব কেন করি জানে না মন ।


জমানো তোমার আমার
মাঝের ছোট্ট হাইফেন
কবিতা লেখে সাদা কাগজে পেন
এসব ভেবেই দিন হল কাবার ।


রেখে দিয়েছি তোমার পাথুরে হৃদয়
লুকানো আছে নির্জনতা না বলা কথার
যেমন বিষাদ জমায় আঁধার
কেনো জানি না আমার ভূতের ভয় ।


জানি , হয়ত তুমি কোথাও নেই
না হওয়া প্রেমকে যত্নে তুলে রাখি
তবু , দু চোখ জুড়ে মায়াকাজল মাখি
জানি , সুখ থাকলে অসুখও থাকবেই ।


অথবা , তুমি বেখেয়ালী পরম অভিমানী
কেনো তবে তোমার জন্য রাত জাগি ?
কেনোই বা মন হতে চায় বৈরাগী ?
উত্তর আমার অজানা ,না আমিই শুধু জানি ।

মন্তব্য ৬০ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: উত্তর আমার অজানা ,না আমিই শুধু জানি ........

ভীষণ ভীষণ ভালো লাগা!

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৯

নীলপরি বলেছেন: প্রথমেই ভীষণ ভীষণ ভালো লাগা মন্তব্য পেয়ে উৎসাহ বোধ করছি । আপনার মন্তব্যে ++

অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৮

গেম চেঞ্জার বলেছেন: চমকপ্রদ ছন্দমিল রেখে লিখা। দারুণ একটি কবিতা!! পড়ার সময় অনুভব করতে বাধ্য করে।

তবে শেষের প্যারা এসে একটু অসামঞ্জস্য লাগলো। বোল্ড করা শব্দ দুটি দেখবেন।

অথবা , তুমি বেখেয়ালী পরম অভিমানী
কেনো তবে তোমার জন্য রাত জাগি ?
কেনোই বা মন হতে চায় বৈরাগী ?
উত্তর আমার অজানা ,না আমিই শুধু জানি ।

টাইপোঃ লোকানো < লুকানো

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: টাইপো ঠিক করে নিয়েছি । ধন্যবাদ ।
শব্দ দুটিতে অসামঞ্জস্য কেনো লাগলো ? বুঝতে পারলাম না । আমি চরিত্র বোঝাতে লিখেছিলাম ।
আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো । কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৩| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

ফরিদ আহমাদ বলেছেন: অসাধারণ ছন্দমিল কিন্তু শব্দ চয়ন সে তুলনায় দরিদ্রই মনে হলো।
ভালো লেগেছে।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে জেনে ভালো লাগলো । কৃতজ্ঞতা ।
ধন্যবাদ ।
শুভকামনা ।

৪| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫০

সুমন কর বলেছেন: ভালো লাগা রইলো।

০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬

নীলপরি বলেছেন: ভালো লাগা সানন্দে গৃহীত হল ।
অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৫| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫১

ফয়সাল রকি বলেছেন: জানি , হয়ত তুমি কোথাও নেই
না হওয়া প্রেমকে যত্নে তুলে রাখি
তবু , দু চোখ জুড়ে মায়াকাজল মাখি
জানি , সুখ থাকলে অসুখও থাকবেই ।
----- সুন্দর।
+++

০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫১

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার সুন্দর লাগায় আমি খুশি হলাম । প্লাস পেয়ে অত্যন্ত খুশি ।
অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৬| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৮

মনিরা সুলতানা বলেছেন: তুমি বেখেয়ালী পরম অভিমানী
কেনো তবে তোমার জন্য রাত জাগি ?
কেনোই বা মন হতে চায় বৈরাগী ?
ভালো লেগেছে পরি :)

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৫

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে আসলেন , তাই দেখে খুব ভালো লাগলো ।তারপর আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ।
অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৭| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:১৫

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ হয়েছে।
পরির ষোড়শী হয়ে ওঠা। :) কবিতার খাতায়।

শব্দজ্যোস্নায় পাঠকের রাত্রিবিলাস। সাথে ছন্দসঙ্গীত।
একেবারে পরিয় ব্যাপারস্যাপার।

মুগ্ধতা রেখে গেলাম। +

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৭

নীলপরি বলেছেন: মুগ্ধতা কে মুগ্ধ হয়ে গ্রহন করলাম । আর মন্তব্য পড়ার অনুভূতিটা মনখাতায় জমিয়ে রেখেছি । তাই ওটা অব্যক্তই থাক ।


ভালো থাকুন সবসময় ।
শুভকামনা ।

৮| ০৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৪

জেন রসি বলেছেন: ভালো লেগেছে আপু। :)

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৮

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০০

রূপক বিধৌত সাধু বলেছেন: "জানি , হয়ত তুমি কোথাও নেই
না হওয়া প্রেমকে যত্নে তুলে রাখি
তবু , দু চোখ জুড়ে মায়াকাজল মাখি
জানি , সুখ থাকলে অসুখও থাকবেই ।
অথবা , তুমি বেখেয়ালী পরম অভিমানী
কেনো তবে তোমার জন্য রাত জাগি ?
কেনোই বা মন হতে চায় বৈরাগী ?
উত্তর আমার অজানা ,না আমিই শুধু জানি।" মন ছুঁয়ে গেলো ।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩১

নীলপরি বলেছেন: আর আপনার মন্তব্যে আমার মন খুশিতে ভরে গেল ।

অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১০| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:২৭

রিপি বলেছেন:
চমৎকার কবিতা। সহজ সরল কাব্যকথা। প্লাস রেখে গেলাম নীলপরির কবিতায়।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে আর প্লাসে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:৩৯

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতায় ভাল লাগা থাকল।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৬

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম ।
অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ২:১২

মুসাফির নামা বলেছেন: অনেক ভাল লাগল।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৪৭

নীলপরি বলেছেন: আপনার অনেক ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম ।
অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৪৬

প্রামানিক বলেছেন: অথবা , তুমি বেখেয়ালী পরম অভিমানী
কেনো তবে তোমার জন্য রাত জাগি ?
কেনোই বা মন হতে চায় বৈরাগী ?
উত্তর আমার অজানা ,না আমিই শুধু জানি ।

পুরুষরা বৈরাগী হয় আর মহিলারা বোষ্টমী হয়। কবিতা ভাল লাগল। ধন্যবাদ

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৫

নীলপরি বলেছেন: আমার দোষ নয় ছন্দের দোষ । :( আচ্ছা , এভাবে ভাবলে হয় না , যে মন বৈরাগ্য চায় সেই বৈরাগী । তবু তথ্য জানানোর জন্য আপনাকে ধন্যবাদ ।
আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম ।
কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৪| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯

কল্লোল আবেদীন বলেছেন:





অনেক ভাল লাগল।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার অনেক ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম ।
অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৫| ০৯ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৩

রাজসোহান বলেছেন: ভূতের ভয় পড়ে হেসে ফেলেছি। :P কবিতায় প্লাস।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:০১

নীলপরি বলেছেন: সে কি আপনি ভূতে পান না ? ওরা যদি শুনতে পায় ?

প্লাস পেয়ে খুব খুশি হলাম । অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

১৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩২

উল্টা দূরবীন বলেছেন: ছন্দমিল দারুন। প্রথম স্তবকে ধর না লিখে ধরো লিখলে আরো বেশি জমতো।

জানি , হয়ত তুমি কোথাও নেই
না হওয়া প্রেমকে যত্নে তুলে রাখি
তবু , দু চোখ জুড়ে মায়াকাজল মাখি
জানি , সুখ থাকলে অসুখও থাকবেই ।

একেবারে বাস্তব কথা বলেছেন। সুখ এবং অসুখ দুটোই আছে জীবনে। মুদ্রার ন্যায়।

কবিতায় অনেক ভালোলাগা রইলো।

০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৬

নীলপরি বলেছেন: সহমতে খুশি হলাম ।আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম ।
অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৭| ০৯ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৪

আরণ্যক রাখাল বলেছেন:
জমিয়ে রাখি অনেক কিছুই অকারণ :P
সুন্দর লেগেছে

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৩

নীলপরি বলেছেন: হুম অকারণই । :)

আপনার সুন্দর লেগেছে জেনে আমি খুব খুশি হলাম ।
শুভকামনা ।

১৮| ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০০

মানসী বলেছেন: বলা না বলা অনেক কথা, অনেক স্বপ্ন ৷


পোস্টে + + + +

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুব খুশি হলাম । অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

১৯| ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

হাফিজ বিন শামসী বলেছেন:
"অথবা , তুমি বেখেয়ালী পরম অভিমানী
কেনো তবে তোমার জন্য রাত জাগি ? "



সবই যেন জেনেশুনে পাগলামি। :)

০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

বাহ , দারুন মন্তব্য । :) প্রীত হলাম ।

অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২০| ০৯ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

জুন বলেছেন: আমারও বাতিক আছে পুরনো স্মৃতিময় জিনিসগুলো জমিয়ে রাখার নীলপরি।
কবিতায় অনেক ভালোলাগা।
+

০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:০৯

নীলপরি বলেছেন: যাক একজনকে দলে পাওয়া গেলো।
প্লাস পেয়ে খুব খুশি হলাম । অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

২১| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৪

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




মানুষের মন নদীর মতো, বয়েই চলে । মনের ভেতর জমিয়ে রাখা কথাগুলোর মুখ আলগা করে দেয়াতে কবিতার লাইনে লাইনে তা যেন বয়েই গেলো । +

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৬

নীলপরি বলেছেন: মন্তব্য পড়ে আর প্লাস পেয়ে খুব খুশি হলাম ।
অনেক ধন্যবাদ । উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

২২| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৩

অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: অনেক ভাল লাগল। :)

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম ।
অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৩| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫২

দীপংকর চন্দ বলেছেন: সুখ থাকলে অসুখও থাকবেই

অনেক অনেক শুভকামনা।

ভালো থাকবেন কবি। সবসময়। অনেক ভালো।

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৩

নীলপরি বলেছেন: হুম । আপনার মন্তব্য পেয়ে খুব খুশি হলাম ।
অনেক ধন্যবাদ । উৎসাহ দেওয়ার জন্য কৃতজ্ঞতা ।
আপনিও ভালো থাকবেন ।
শুভকামনা । :)

২৪| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫

গ্রেট উৎস বলেছেন: যে যাই বলুক ভাই আমার কিন্তু খারাপ লাগেনি। ভাল লেগেছে। নির্লজ্জভাবে বলছি ভাল লাগাটা একটু বেশিই ছিল। উপমা মাথায় আসছে না।

just awesome.

১০ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৯

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম । তবে অন্যদের মন্তব্যেও খারাপ শুনিনি এখনও পর্যন্ত । :)
অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৫| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৩

ইমরাজ কবির মুন বলেছেন:
সুন্দর।
টেডী ২টা কিউট ||
:)

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: যাক কেউ একজন টেডিগুলোকে কিউট বললো । ওদের হয়ে আমি ধন্যবাদ জানাচ্ছি । :)
আপনার সুন্দর লেগেছে জেনে আমি খুব খুশি হলাম ।
কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

২৬| ১০ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

আমিই মিসির আলী বলেছেন: সুর দিলে তো চমৎকার একটা গান হয়ে যায়।
ভা লো লাগিলো।
+

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৪

নীলপরি বলেছেন: সুর দিলে তো চমৎকার একটা গান হয়ে যায় ।

বাহ , এই কথাটা প্রথম শুনলাম । খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৭| ১০ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: এভাবেই অনেক কিছু তুলে রেখে দিতে হয় ! ভাল লেগেছে কবিতা ।

১০ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৪৬

নীলপরি বলেছেন: হুম । আপনার ভালো লেগেছে জেনে আমি খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ । আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৮| ১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২১

মিজানুর রহমান মিরান বলেছেন: অভিমানী কবিতা! সুন্দর...++

১১ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪

নীলপরি বলেছেন: অভিমানটা কেউ ধরতে পারলে তা ভালোলাগায় পরিনত হয় । :)

আপনার সুন্দর লেগেছে জেনে আমি খুশি হলাম । আর প্লাস পেয়ে খুব খুশি হলাম ।
কৃতজ্ঞতা ।অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৯| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৬

শামছুল ইসলাম বলেছেন: সব জেনেও .......

//জানি , হয়ত তুমি কোথাও নেই
না হওয়া প্রেমকে যত্নে তুলে রাখি
তবু , দু চোখ জুড়ে মায়াকাজল মাখি
জানি , সুখ থাকলে অসুখও থাকবেই ।//


সুন্দর কবিতা।

ভাল থাকুন। সবসময়।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে আমি খুশি হলাম ।
কৃতজ্ঞতা ।অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
আপনিও ভালো থাকবেন ।

৩০| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০২

এহসান সাবির বলেছেন: জমানো তোমার জামা থেকে
ছিড়ে নেওয়া ছোট্ট হলুদ বোতাম......

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৭

নীলপরি বলেছেন: হলুদের প্রতি দূর্বলতা আছে দেখছি ! :)
আপনার প্রিয় রং কি হলুদ ?

মন্তব্যটা খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.