নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

মেঘ জমেছে মেঘের কারনেই

১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০১



মনের মধ্যে মেঘ জমেছে
মেঘের কারনেই ।
বৃষ্টি জানি মানবেনা বাধা
কারো বারনেই ।

জানি আমি , মেঘ তুমি
বৃষ্টির সেলসম্যান ।
মনে মনে করি আমি
বিষণ্নতার ধ্যান ।


মন বলেছে , যাবে না
কারো দ্বারে ।
ভীনদেশী মেঘ দাঁড়িয়ে থাকো
জানলার ওপারে ।

মেঘ তোমার সাথে আমার
সবকিছুতেই মতভেদ ।
জেনে রাখো তুমি , আমার
ভীষণ জেদ ।

মেঘ , তোমার জন্য রয়েছে
আকাশ পৃথিবীময় ।
মনের মাঝে কবিতার ছাউনি
আমার আশ্রয় ।

মেঘ , তোমার আমার মাঝের
সেতুটি বর্ষাকাল ।
বর্ষানদীতে পথ হারালে হবে
নৌকা বেসামাল ।


তবু কেনো মন জুড়ে
মেঘের আবেগ ?
তাকে দেখলে কবিতার ছন্দে
হারাই গতিবেগ ।

সুখের সাথেই হৃদয়ে বাজে
বেদনার সুর ।
কে জানে মেঘের দেশ
কোথায় ? কতদূর ?


মনের মধ্যে মেঘ ভাঙার
ভীষণ বজ্রাঘাত ।
সুখ , দুঃখ একই পথে
ঘোরে চক্রবৎ ।


মন্তব্য ৫৬ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার হয়েছে মেঘ কাহিনী।কবিকে অসংখ্য ধন্যবাদ।।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১০

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে শুনে ভালো লাগলো । কবিতা পাঠের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

উল্টা দূরবীন বলেছেন: সুখের সাথেই হৃদয়ে বাজে
বেদনার সুর ।
কে জানে মেঘের দেশ
কোথায় ? কতদূর ?

যে হারে গরম পড়ছে বৃষ্টির খুব দরকার কিন্তু। :)

ছন্দময় কবিতা খুব ভালো লেগেছে।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১২

নীলপরি বলেছেন: যে হারে গরম পড়ছে বৃষ্টির খুব দরকার কিন্তু।

সহমত । :)

আপনার খুব ভালো লেগেছে জেনে প্রীত হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

সুমন কর বলেছেন: মেঘ আসুক...খুব দরকার।

কবিতায় +।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৪

নীলপরি বলেছেন: হুম । আমারও সেই মত ।

প্লাস পেয়ে আনন্দিত । :)

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৪| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

রাজসোহান বলেছেন: হাহা, ভালো কবিতা। বারণেই বানানটা একটু দেইখেন। প্লাস।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৮

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ধন্য হলাম ।
বারণেই বানানটা দেখছি । অসুবিধা কি ?

প্লাস পেয়ে আনন্দিত । :)

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৫| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১২

হাফিজ বিন শামসী বলেছেন:
"মনের মধ্যে মেঘ জমেছে
মেঘের কারনেই ।
বৃষ্টি জানি মানবেনা বাধা
কারো বারনেই ।"

মেঘকে বৃষ্টি হয়ে ঝরতে দিন। এতে দুটি আকাশই হালকা হবে। :)

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২০

নীলপরি বলেছেন: তাই ? জানলাম ।

কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৬| ১২ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

মির্জা বাড়ির বউড়া বলেছেন: আসেন দেখেন ব্লগের সবচেয়ে পুরান নাটকের পুন:প্রচার। শরণার্থী নিকে ব্যাপক ল্যাদানির পরও মনমত সাড়া না পাওয়ায় অগ্নিসারথি গতকালকে নিজেই খুলেন বেলের শরবত নামে এক ইচিং ব্লগিং ক্যারেক্টার, তারপর সারাব্লগ ভাসিয়ে দেন নিজেই নিজেকে গালি দিয়ে কমেন্ট করে যেন মানুষের সহানুভূতি আদায় করে ভোট পাওয়া যায়। নিজের গোমর নিজেই গভীর রাতে ভুলে ফাঁস করে ফেলেন পোস্ট দিয়ে যে তিনি ববস.কমে জিতে চাকরি ছেড়ে রেসিডেন্ট ব্লগার হতে চান এই ব্লগের। মারহাবা।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৩

নীলপরি বলেছেন: আপনার আমার ব্লগে আসার কারন বুঝলাম না । অযাচিত মন্তব্য করে সময় নষ্ট করবেন না ।

৭| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: সুন্দর কবিতা! মেঘের খুব দরকার সাথে বৃষ্টিরও! ভীষণ ভীষণ ভালো লাগলো!

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৭

নীলপরি বলেছেন: আপনার ভীষণ ভীষণ ভালো লাগার কথা শুনে আমি খুব খুউব আনন্দিত ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।


বৃষ্টি আসুক । :)

৮| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

মো: ইমরান আল হাদী বলেছেন: দারুন মেঘের কবিতা,আপনাকে একরাশ মেঘের শুভেচ্ছা।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:২৯

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা আর শুভেচ্ছা।

৯| ১২ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৪

মিজানুর রহমান মিরান বলেছেন: কে জানে মেঘের দেশ
কোথায় ? কতদূর ?


খুব কাছেই কিন্তু!

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩১

নীলপরি বলেছেন: যাক আপনি মেঘের দেশ চেনেন দেখছি ! :)

কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১০| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৩২

ইসমাইলহোসেন০০৭ বলেছেন: বাহ। চমৎকার।
সুখ , দুঃখ একই পথে
ঘোরে চক্রবৎ ।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩২

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনার চমৎকার লেগেছে শুনে ভালো লাগলো । কবিতা পাঠের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১১| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৯

প্রামানিক বলেছেন: চমৎকার মেধের কবিতা। খুব ভাল লাগল। ধন্যবাদ

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৩

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে শুনে ভালো লাগলো । কবিতা পাঠের জন্য আপনাকও অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১২| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯

জুন বলেছেন: কে জানে মেঘের দেশ কোথায় কতদুর? ভীষন উদগ্রীব হয়ে অপেক্ষা করছি মেঘের নীলপরি।

১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৫

নীলপরি বলেছেন: হুম , ঠিকই বলেছেন । সবারই এক অবস্থা ।

কবিতা পাঠের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৪

ইমরাজ কবির মুন বলেছেন:
mishti, ovimanmondito kabbo.
sundor LagLo :)

১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৪

নীলপরি বলেছেন: রোমানে সুন্দর লাগলো লেখা দেখতে খুব ভালো লাগলো । :)
কবিতা পাঠের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
১লা বৈশাখের শুভেচ্ছা আপনাকে ।

১৪| ১৩ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:১৬

আরণ্যক রাখাল বলেছেন: এই জায়গাটা ভালো লেগেছে-

মনের মধ্যে মেঘ ভাঙার
ভীষণ বজ্রাঘাত ।
সুখ , দুঃখ একই পথে
ঘোরে চক্রবৎ ।

১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৫

নীলপরি বলেছেন: আপনার ভালো লাগার কথা শুনে আমি খুব আনন্দিত ।
অনেক ধন্যবাদ ।
১লা বৈশাখের শুভেচ্ছা আপনাকে ।

১৫| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৭

রানার ব্লগ বলেছেন:



মন মানেনা মনের কারনে
সেযে লাফিয়ে বেড়ায়
দাপিয়ে বেড়ায়
থামেনা সে কোন বাড়নে।

১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৭

নীলপরি বলেছেন: বাহ , দারুন কাব্যিক মন্তব্য ।
কবিতা পাঠের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
১লা বৈশাখের শুভেচ্ছা আপনাকে ।

১৬| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫২

মুসাফির নামা বলেছেন: অনেক সুন্দর কবিতা।

১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৩৯

নীলপরি বলেছেন: আপনার অনেক সুন্দর লাগার কথা শুনে আমি খুব আনন্দিত ।
অনেক ধন্যবাদ ।
১লা বৈশাখের শুভেচ্ছা আপনাকে ।

১৭| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ভালো হয়েছে ।

১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪১

নীলপরি বলেছেন: ভালো হয়েছে শুনে প্রীত হলাম ।
অনেক ধন্যবাদ ।
১লা বৈশাখের শুভেচ্ছা আপনাকে ।

১৮| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫

বিজন রয় বলেছেন: কবিতা মন কেড়েছে কবির কারণে।
+++

১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৩

নীলপরি বলেছেন: মন্তব্য পড়ে আপ্লুত হলাম ।
প্লাস পেয়ে আনন্দিত । :)

অনেক ধন্যবাদ ।
১লা বৈশাখের শুভেচ্ছা আপনাকে ।

১৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৬

আমিই মিসির আলী বলেছেন:
মন বলেছে , যাবে না
কারো দ্বারে ।
ভীনদেশী মেঘ দাঁড়িয়ে থাকো
জানলার ওপারে ।

আহা!
আহা!
আকাশেতে লক্ষ তারা, চাঁদ কিন্তু একটাই।
কবিতা ভালো লাগছে।
+

১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৫

নীলপরি বলেছেন: কবিতা ভালো হয়েছে শুনে প্রীত হলাম ।
প্লাস পেয়ে আনন্দিত । :)
অনেক ধন্যবাদ ।
১লা বৈশাখের শুভেচ্ছা আপনাকে ।

২০| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৮

ডি মুন বলেছেন: মেঘ তোমার সাথে আমার
সবকিছুতেই মতভেদ ।
জেনে রাখো তুমি , আমার
ভীষণ জেদ ।


---------- হা হা হা, মেঘের সাথে মান অভিমান। :)

১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৭

নীলপরি বলেছেন: হুম । কি আর করি ! :(
কবিতা পাঠের জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
১লা বৈশাখের শুভেচ্ছা আপনাকে ।

২১| ১৩ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৬

শামছুল ইসলাম বলেছেন: খুব সুন্দর কবিতা।

সুখ-দুঃখরাও মেঘের মতইঃ

//মনের মধ্যে মেঘ ভাঙার
ভীষণ বজ্রাঘাত ।
সুখ , দুঃখ একই পথে
ঘোরে চক্রবৎ । //


ভাল থাকুন। সবসময়।

১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৯

নীলপরি বলেছেন: আপনার খুব সুন্দর লাগার কথা শুনে আমি খুব আনন্দিত ।
অনেক ধন্যবাদ ।
১লা বৈশাখের শুভেচ্ছা আপনাকে ।

আপনিও ভাল থাকুন। সবসময়।

২২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৫

তাসলিমা আক্তার বলেছেন: মেঘের কবিতা ভালো লেগেছে নীলপরি। প্লাস।

১৪ ই এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫০

নীলপরি বলেছেন: কবিতা ভালো লেগেছে শুনে প্রীত হলাম ।
প্লাস পেয়ে আনন্দিত । :)
অনেক ধন্যবাদ ।
১লা বৈশাখের শুভেচ্ছা আপনাকে ।

২৩| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৪

গেম চেঞ্জার বলেছেন: মেঘ বলেছে যাবো যাবো.... মনে পড়ে গেল।

মেঘ বলেছে যাবো যাবো রাত বলেছে যাই
সাগর বলে কূল মিলেছে আমি তো আর নাই

দুঃখ বলে রইলো চুপে তাহার পায়ের চিহ্ন রূপে
আমি বলে বিলাই আমি আর কিছু না চাই

ভুবন বলে তোমার তরে আছে বরণমালা
গহন বলে তোমার তরে লক্ষ প্রদীপ জ্বালা

প্রেম বলে যুগে যুগে তোমার লাগি আছি জেগে
মরণ বলে আমি তোমার জীবন তরী বাই।


১৪ ই এপ্রিল, ২০১৬ সকাল ৭:০১

নীলপরি বলেছেন: ভালো কথা মনে করেছেন ।
সকালবেলা গানটা শুনতে ভালো লাগলো ।

কবিতা পাঠ আর গান শোনানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
১লা বৈশাখের শুভেচ্ছা রইলো ।

২৪| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৬

ফারিহা নোভা বলেছেন: অনেক অনেক ভাল লাগা

১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩১

নীলপরি বলেছেন: কবিতা ভালো লেগেছে শুনে প্রীত হলাম ।
অনেক ধন্যবাদ আর শুভেচ্ছা আপনাকে ।

২৫| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৪

এহসান সাবির বলেছেন: জানি আমি , মেঘ তুমি
বৃষ্টির সেলসম্যান ।
মনে মনে করি আমি
বিষণ্নতার ধ্যান ।

+++++

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:৪০

নীলপরি বলেছেন: আপনি কবিতাগুলো পড়েছেন দেখে খুব ভালো লাগছে । তারপর প্লাস পেয়ে খুউব আনন্দ পেলাম ।
অনেক ধন্যবাদ ।

২৬| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: সেলসম্যান শব্দটা ভালো লাগে নি।
বাকিটা বেশ। ভালোলাগানিয়া। আবার মেঘ জমুক আমার আকাশে।

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:০০

নীলপরি বলেছেন: সেলসম্যান শব্দটা ভালো লাগে নি ? কেনো ? ইংরেজি শব্দ হয়ে গেছে বলে ?

তবু কিছুটা ভালো লেগেছে দেখে ভালো লাগলো ।

২৭| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ওখানে থেমেছিলাম। কবিতায় থামতে ভালো লাগে না। শব্দগুলো মিলে নদী হলে বেশ হয়।

১০ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৪১

নীলপরি বলেছেন: তাই ? কি জানি , আমি কি তেমন কোনোদিন লিখতে পারবো ?

২৮| ১০ ই জুলাই, ২০১৬ সকাল ৭:৪৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: হুম। তোমার অনেকগুলো লেখাই দারুণ।

১০ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৭

নীলপরি বলেছেন: শুনতে ভালো লাগলো ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.