নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

জ্বালবো আলো

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৩



অপরাধ থাকে বেহিসেবী খাতায় জমা
নিরাপরাধ হয়ত সতত মুক্তি খোঁজে
অপরাধী কি কখনো চেয়েছে ক্ষমা ?

তারা হৃদয়মাটিতে বিষবৃক্ষ করেছে রোপন
সে বৃক্ষ তো বিষ ছড়াবেই
তাই অপরাধ যত , থাক গোপন ।

হরিণ নিধণেই বাঘের অস্তিত্ত্ব রটে
সন্ত্রাসবাদী যখন সন্ত্রাস ছড়ায় চারদিকে
তখন , অপরাধ সত্যিই কিছু ঘটে ?

ঘরের দেবী মন্দিরে হয়েছে দেবদাসী
যখন দেবী দেবীত্ব রক্ষার্থে অসফল
তখন অপরাধীর প্রাপ্তি তৃপ্তির হাসি ।

আমার তো খুব পরিপাটী জীবন
সুরক্ষিত নীরবতাই একমাত্র আশ্রয় আমার
মন্দ দিনের ছোঁয়াচ বাঁচাই সারাক্ষণ ।

নতজানু হলেও , আমিও জমিয়েছি আগুণ
অপরাধী জেনো , ক্ষমা চাওনি বলে
তুমিও হারিয়েছো , প্রেম ,প্রীতি , ফাগুণ ।

জেনো , সমস্ত অপরাধের রঙই কালো
ঐ বিষবৃক্ষের তলায় দাঁড়িয়ে আমি
লোহিত কণিকা কমলেও , জ্বালবো আলো ।

মন্তব্য ৫০ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫০) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪২

গেম চেঞ্জার বলেছেন: অন্যায় যে করে আর অন্যায় যে সহে,
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে!

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০২

নীলপরি বলেছেন: কবিতা পাঠ আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।

২| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

ইমরাজ কবির মুন বলেছেন:
baah!
khub comotkaar Likhsen Poriii। :)

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৪

নীলপরি বলেছেন: মন্তব্য পেয়ে খুশি হলাম ।
কবিতা পাঠ আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

খায়রুল আহসান বলেছেন: আলো জ্বালানোর এ প্রতিশ্রুতি নিরপরাধ সকলের অন্তরকে আলোকিত করুক, অপরাধীদের নিজ নিজ অন্ধকার গহ্বরের দিকে ধাবিত করুক!
ভালো লাগলো, লাইক।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:০৮

নীলপরি বলেছেন: মনে কিছুদিন বাদে আসলেন ।আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।
কবিতা পাঠ আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।

৪| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫

দীপংকর চন্দ বলেছেন: নতজানু হলেও , আমিও জমিয়েছি আগুণ

অনিঃশেষ শুভকামনা জানবেন।

ভালো থাকবেন। সবসময়। অনেক।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১২

নীলপরি বলেছেন: শুভকামনা গ্রহন করেছি ।
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
আর আপনাকেও শুভকামনা ।
আপনিও ভালো থাকবেন।

৫| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৭

হাফিজ বিন শামসী বলেছেন: "জেনো , সমস্ত অপরাধের রঙই কালো
ঐ বিষবৃক্ষের তলায় দাঁড়িয়ে আমি
লোহিত কণিকা কমলেও , জ্বালবো আলো ।"

চমৎকার।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে জেনে ভালো লাগলো ।
কবিতা পাঠ আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।

৬| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৩

মুসাফির নামা বলেছেন: নতজানু হলেও , আমিও জমিয়েছি আগুণ
অপরাধী জেনো , ক্ষমা চাওনি বলে
তুমিও হারিয়েছো , প্রেম ,প্রীতি , ফাগুণ ।

দারুণ

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২১

নীলপরি বলেছেন: আপনার দারুণ লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।
কবিতা পাঠ আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।

৭| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩০

জুন বলেছেন: নতজানু হলেও , আমিও জমিয়েছি আগুণ
অপরাধী জেনো , ক্ষমা চাওনি বলে
তুমিও হারিয়েছো , প্রেম ,প্রীতি , ফাগুণ ।


এখন হাজার অপরাধে অপরাধী হয়েও সবাই মনে করে সে নির্দোষ, ক্ষমা চাওয়ার প্রশ্নই উঠেনা তার কাছে।
অনেক ভালোলাগা রইলো নীলপরি।
+



১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪০

নীলপরি বলেছেন: হুম ঠিকই বলেছেন । কোনো অনুশোচনা নেই কারোর মধ্যে ।
কবিতা পাঠ আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে । প্লাস পেয়ে খুশি ।
শুভকামনা ।

৮| ১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

সুমন কর বলেছেন: ছন্দ মিলিয়ে দারুণ লিখেছেন। +

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহ পেলাম । প্লাস পেয়ে আনন্দিত হলাম ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।

৯| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: ইদানীং ছন্দ মিলিয়ে লিখছেন! বেশ ভালোই হচ্ছে! চলতে থাকুক। অনেক অনেক শুভকামনা।

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৯

নীলপরি বলেছেন: ওই চেষ্টা করছি আর কি ! আপনার ভালো লাগছে শুনে খুব খুশি হলাম ।
উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
আপনাকেও শুভকামনা ।
ভালো থাকবেন।

১০| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৭

রূপক বিধৌত সাধু বলেছেন: জেনো , সমস্ত অপরাধের রঙই কালো
ঐ বিষবৃক্ষের তলায় দাঁড়িয়ে আমি
লোহিত কণিকা কমলেও , জ্বালবো আলো ।" খুব ভালো লাগলো ।

১৮ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৪

নীলপরি বলেছেন: আপনার খুব ভালো লাগছে শুনে আমিও খুব খুশি হলাম ।
উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।

১১| ১৮ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১১

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা।

//জেনো , সমস্ত অপরাধের রঙই কালো
ঐ বিষবৃক্ষের তলায় দাঁড়িয়ে আমি
লোহিত কণিকা কমলেও , জ্বালবো আলো ।//


ভাল থাকুন। সবসময়।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১০

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।
কবিতা পাঠ আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।
আপনিও ভালো থাকবেন।

১২| ১৮ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

মিজানুর রহমান মিরান বলেছেন: অপরাধ থাকে বেহিসেবী খাতায় জমা নিরাপরাধ হয়ত সতত মুক্তি খোঁজে অপরাধী কি কখনো চেয়েছে ক্ষমা ?

আমি অপরাধী, তাই প্রতিনিয়তই ক্ষমা চাই।
খুব সুন্দর লিখেছেন।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১৭

নীলপরি বলেছেন: অনুশোচনা , অপরাধ বোধের যখন উন্মেশ ঘটে তখন অপরাধীকে অপরাধী বলে গন্য করা হয় না । :)

আপনার খুব সুন্দর লেগেছে জেনে প্রীত হলাম ।
কবিতা পাঠ আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।
ভালো থাকবেন।

১৩| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯

আমিই মিসির আলী বলেছেন:
নতজানু হলেও , আমিও জমিয়েছি আগুণ
অপরাধী জেনো , ক্ষমা চাওনি বলে
তুমিও হারিয়েছো , প্রেম ,প্রীতি , ফাগুণ ।

চমৎকার।
+

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:১০

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।
প্লাস পেয়ে খুশি ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।
ভালো থাকবেন।

১৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪০

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতা বেশ ভাল লাগলো ।

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৬

নীলপরি বলেছেন: আপনার ভালো লাগছে শুনে আমিও খুব খুশি হলাম ।
অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।

১৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:২৭

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



হরিণ নিধণেই বাঘের অস্তিত্ত্ব রটে
। নীলপরি ও যেন তেমন অস্তিত্বের জানান দিতে বিষবৃক্ষের তলায় দাঁড়িয়ে যে মঙ্গল আলো জ্বালার কামনা করেছেন সে কামনা সত্য হয়ে আমাদের সুরক্ষা দিক ।

নীলপরি দূর্গতিনাশিনী হয়ে উঠুক ।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩০

নীলপরি বলেছেন: সাধ্য সীমাবদ্ধ হলেও সাধ সীমাহীন !
খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা ।
উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।

১৬| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩১

প্রামানিক বলেছেন: দারুণ লাগল। ধন্যবাদ

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩১

নীলপরি বলেছেন: আপনার দারুণ লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।
কবিতা পাঠ আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকও ।
শুভকামনা ।

১৭| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৫৭

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা পাঠে ভাল লাগল। শুভকামনা রইল অনেক।

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৩

নীলপরি বলেছেন: কবিতা পাঠ আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা ।

১৮| ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ১১:৫২

বিজন রয় বলেছেন: ভাল আলো জ্বালিয়েছেন।
চারিদিকে কবিতার আলো।
+++

১৯ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৩৮

নীলপরি বলেছেন: তাই ? জেনে প্রীত হলাম । আর প্লাস পেয়ে অনেক খুশি ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৯| ২০ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০২

সাথিয়া বলেছেন: দারুণ

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৮

নীলপরি বলেছেন: আপনার দারুণ লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।
কবিতা পাঠ আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনকে ।
শুভকামনা ।

২০| ২০ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৩৯

কল্লোল আবেদীন বলেছেন:




বাহ!চমৎকার কবিতা।

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৯

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।

২১| ২১ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৭

ফয়সাল রকি বলেছেন: জেনো , সমস্ত অপরাধের রঙই কালো
ঐ বিষবৃক্ষের তলায় দাঁড়িয়ে আমি
লোহিত কণিকা কমলেও , জ্বালবো আলো ।


সুন্দর +++

২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৯

নীলপরি বলেছেন: আপনার খুব সুন্দর লেগেছে জেনে প্রীত হলাম ।আর প্লাস পেয়ে অনেক খুশি ।
কবিতা পাঠ আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।
ভালো থাকবেন।

২২| ২১ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১

দ্যা রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: চমৎকার কবিতার কথা মালা! কিছুটা আক্ষেপ, কিছুটা অভিমান আর একটু খানি ভালবাসার ছোঁয়ায় কবিতা অনেক সুন্দর হয়ে ফুটে উঠেছে। খুব ভাল লাগলো কবিতা!

লোহিত কণিকা কমলেও, জ্বালবো আলো।
-শুধুমাত্র এই লাইনটার জন্য একটা স্পেশাল থ্যাংস্...... :D

শুভ কামনা জানবেন!

২১ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২১

নীলপরি বলেছেন: বেশ কয়েকদিন বাদে এলেন ।মন্তব্য দেখে ভালো লাগলো ।
আপনার খুব ভালো লেগেছে জেনে প্রীত হলাম । আর ধন্যবাদ গ্রহন করেছি ।:)
কবিতা পাঠ আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকেও ।
আপনিও শুভকামনা জানবেন ।
ভালো থাকবেন।

২৩| ২২ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:০৮

এহসান সাবির বলেছেন: পোস্টের পিকটা মনে হয় একবার আমি গুগল থেকে নিয়ে ফেবুর প্রো পিক বানিয়েছিলাম :)

২৩ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৪৮

নীলপরি বলেছেন: পিকটা খুব ফেমাস দেখছি ! :)
সময় করে আমার লেখাগুলো পর পর পড়ছেন দেখে খুব ভালো লাগছে ।
অনেক অনেক ধন্যবাদ ।

২৪| ২২ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

একদিনের ভোরে রোদপোড়া দুপুর হয়েছিল।

২৩ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৪

নীলপরি বলেছেন: সেই ভোরটা কি রাজপুত্র দেখেছিল ? মনে হচ্ছে কথাটা রাজপুত্র শুভ্রর কাছ থেকে শুনে বলছে !
শুভ্রর মন্তব্যে ভালো লাগা ।:)

২৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪

উল্টা দূরবীন বলেছেন: কবিতায় অনেক ভালো রইলো।

২৩ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৭

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম ।
কবিতা পাঠ আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
শুভকামনা জানবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.