নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ছোটো ছোটো গল্প , ছোটো খাটো অনুভূতি

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৫


দ্য আদার পেয়ার
মোহ ত্যাগ করলেই প্রকৃত আনন্দ পাওয়া যায় ! অনেকটা এরকম কথাই বলে মিনিট ছয়েকের শর্ট ফিল্ম ' দ্য আদার পেয়ার ' । এই ইজিপশিয়ান ফিল্মটি গড়ে উঠেছে দুই কিশোরকে কেন্দ্র করে । প্রথমজনের সম্বল একজোড়া চটি । যার একটি আবার ছিঁড়ে যায় । সেটাকে সে প্রাণপণে সারানোর চেষ্টা করেও ব্যর্থ হয় । ঠিক তখনই দেখতে পায় তারই বয়সের আরেকটি ছেলের পায়ে ঝাঁ চকচকে জুতো । দেখে মনে হয় জুতো জোড়া তার খুবই প্রিয় । মাঝে মাঝেই রুমাল দিয়ে মুছে সে ( ২য় ছেলেটি ) তার জৌলুস বজায় রাখে । কিন্তু জুতো জোড়া কি তার কাছেই থাকে ? জানতে হলে শেষ পর্যন্ত দেখতে হবে সিনেমাটা । সময় পেলে দেখে নিন । আশাকরি ভালোই লাগবে ।লিঙ্ক দিলাম ।

https://youtu.be/gkWdyZFyvO8

International Title: The Other Pair
Director: Sarah Rozik
Running time: 6:00
Country of production: Egypt

Production: Sarah Rozik
Distribution: Sarah Rozik


ভূতনামা








যে কোনো ছেলেই হয়তো কুইনের খেয়াল রাখতে রাজি হয়ে যাবে ! কিন্তু ম্যানিকুইন ? কোনো ছেলের সম্পর্ক কি ম্যানিকুইনের সাথে গড়ে উঠতে পারে ? এই প্রশ্নের উত্তরই যেন খুঁজেছেন অ্যানি যাইদি তাঁর ফিল্ম ভূতনামাতে । ছবির নায়ক রিঙ্কুর মেয়েদের রাতপোষাকের ছোট্ট দোকান । সেই ম্যানিকুইনকে সাজিয়ে গুছিয়ে প্রত্যেকদিন দোকানের সামনে রাখে । এদিকে আবার সে কথায় কথায় নিজেকে রাজবংশের উত্তরাধিকারী বলে দাবি করে ! তার একমাত্র বন্ধু মার্কেটের একজন সিকিউরিটি গার্ড । সে আবার রিঙ্কুর সাথে ম্যানিকুইনের সম্পর্কটাকে মোটেই সোজা চোখে দেখে না । প্রছন্ন ঈর্ষা যেন ফুটে ওঠে তার অভিব্যক্তিতে । ছবিতে এও জানা যায় যে রিঙ্কু মেয়েদের সম্মান করে । কিন্তু সে কি একইরকম সম্মান একটা ম্যানিকুইনকেও করে ? হাতে ২৪ মিনিট সময় থাকলে দেখতে পারেন । ছবিতে একটা গান ব্যবহার করা হয়েছে । গানটা খুবই মনগ্রাহী । এটারও লিঙ্ক দিলাম ।
https://youtu.be/G2Yf06Ouhh0

Director:
Annie Zaidi
Writer:
Annie Zaidi
Stars:
Mukul Chadda, Ram Menon, Rati Tripathi

মন্তব্য ৫৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫৩) মন্তব্য লিখুন

১| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:০৬

ইমরাজ কবির মুন বলেছেন:
butnama ta dekhbo dekhi.

apni AhaLya dekhsen?

২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১১

নীলপরি বলেছেন: দেখতে পারেন । অ্যানি যাইদির ফিল্মগুলো ভালোই হয় ।
হুম , অহল্যা দেখেছি ।
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য ।

২| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: কাহিনী তো ভালোই মনে হচ্ছে! দেখবো ।

২৪ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:৫৩

নীলপরি বলেছেন: হুম একটু সময় পেলে দেখে নিন । :)
বেশ অন্যরকম গল্পগুলো । আশাকরি ভালো লাগবে ।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২১

প্রামানিক বলেছেন: কাহিনী পড়ে মনে হচ্ছে মজার ছবি। দেখার ইচ্ছা আছে।

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:০০

নীলপরি বলেছেন: মজার মানে কি বেশ অন্যরকম গল্পগুলো । একটু সময় পেলে দেখে নিতে পারেন । দ্য আদার পেয়ার তো মাত্র মিনিট পাঁচেকের ফিল্ম । :)
ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:০১

এহসান সাবির বলেছেন: দেখবো আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:১৭

নীলপরি বলেছেন: তো আমিও আশা করছি যে আপনি আপনার আশাটা পূর্ণ করবেন । :)
আর ধন্যবাদ এখন কেনো ? আগে দেখে ভালো লাগুক । তারপর । না হলে যদি মনে হয় আমি সময় নষ্ট করলাম , তখন ? :)

আপনাকে ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:১৬

মুসাফির নামা বলেছেন: ছবির প্রচারণায় নামলেন কেন?

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২০

নীলপরি বলেছেন: ওদের মার্কেটিং ডিপারমেন্টে কোনো কাজ পাওয়া যায় নাকি , তার চেষ্টায় আছি ।
ধন্যবাদ মন্তব্যের জন্য । :)

৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:২৮

বিজন রয় বলেছেন: সিনেমা দেখার সময় নেই।

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৩

নীলপরি বলেছেন: তাহলে আর কি বলবো !
ধন্যবাদ মন্তব্যের জন্য । :)

৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৫

সুমন কর বলেছেন: ভিন্ন রকম পোস্ট। ভালো হয়েছে। কাহিনী পড়ে ভালোই লাগল। দেখা যাক, দেখি কিনা !!

রিভিউতে প্লাস। !:#P

২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৯

নীলপরি বলেছেন: হ্যা , বেশ অন্যরকম গল্পগুলো ।আর বেশী সময়ও খরচ হবে না ! আশাকরি দেখবেন ।

প্লাস আর মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১০:৩৮

কল্লোল পথিক বলেছেন: রিভিউ পড়ে মনে হচ্ছে মজার ছবি।
দেখার ইচ্ছা আছে।

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫২

নীলপরি বলেছেন: তাহলে , সময় পেলে দেখে নেবেন । আশাকরি ভালো লাগবে ।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:০৯

মিজানুর রহমান মিরান বলেছেন: সময় করে দেখবো দেখি। রিভিউ পড়ে তো কৌতুহলী হলাম!

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:২৬

নীলপরি বলেছেন: কৌতুহল যখন হয়েছে তখন দেখতে পারেন ।:)
আশাকরি ভালো লাগবে ।
ধন্যবাদ মন্তব্যের জন্য ।

১০| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৩

খায়রুল আহসান বলেছেন: দ্য আদার পেয়ার দেখলাম। খুব ভালো লেগেছে। অনেক ধন্যবাদ।
আগের ভুল মন্তব্যটা মুছে দেবেন দয়া করে।

২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩০

নীলপরি বলেছেন: হুম মুছে দিয়েছি ।
যাক , ভালো লেগেছে তাহলে ! কথাটা জানানোর জন্য আপনাকেও ধন্যবাদ ।

১১| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৫

ফয়সাল রকি বলেছেন: সংক্ষিপ্ত কিন্তু ভাল রিভিউ।
লিংকের জন্য ধন্যবাদ। দেখতে হবে।
+++

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২২

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।
অনেক ধন্যবাদ ।

১২| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫০

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কোনোটাই দেখা হয়নি। তবে অবশ্যই দেখবো।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২৭

নীলপরি বলেছেন: সময় পেলে দেখে নেবেন । আশা করছি ভালো লাগবে। ভালো লাগলো মন্তব্য পেয়ে ।
ধন্যবাদ অনেক সময় করে আসার জন্য।

১৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪১

সাথিয়া বলেছেন: কাহিনি শুনে ভালোলেগেছে, দেখবো আপু

২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩২

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

১৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১১

কালনী নদী বলেছেন: চমৎকার অণুগল্প!

২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১

নীলপরি বলেছেন: হুম। ফিল্মগুলো দেখতে আশাকরি আর ও ভালো লাগবে । :)
অনেক ধন্যবাদ ।

১৫| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:২৮

হাসান মাহবুব বলেছেন: প্লাস না দিয়ে পারলাম না!

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১০

নীলপরি বলেছেন: আর আপনার কাছ থেকে প্লাস পেয়ে আমার খুব ভালো লাগলো।
অনেক অনেক ধন্যবাদ ।

১৬| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: প্রথমটা দেখেছি, পরেরটাও দেখে নেবো........শুভেচ্ছা

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

নীলপরি বলেছেন: সময় পেলে দেখে নিন। :)
অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

১৭| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১০:২২

গেম চেঞ্জার বলেছেন: মুসাফির নামা বলেছেন: ছবির প্রচারণায় নামলেন কেন?
২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২০ ১
লেখক বলেছেন: ওদের মার্কেটিং ডিপারমেন্টে কোনো কাজ পাওয়া যায় নাকি , তার চেষ্টায় আছি ।
ধন্যবাদ মন্তব্যের জন্য । :)


B-) =p~

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৪

নীলপরি বলেছেন: :)
কি হোলো ?
আমার লেখার বিষয় বস্তু হাসির ছিলোনা । তবু আপনাকে হাসতে দেখে খুব ভালো লাগলো।

ধন্যবাদ ।
শুভ কামনা।

১৮| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩

রিপি বলেছেন:
একটাও দেখিনি। তবে রিভিউ পড়ে দেখতে ইচ্ছে হচ্ছে। ভালো লেগেছে রিভিউ। :)

২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:২৭

নীলপরি বলেছেন: দেখতে পারেন। হয়ত ভালোই লাগবে ।
অনেক ধন্যবাদ ।

১৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:২৬

হাফিজ বিন শামসী বলেছেন:
The other pair টা ধেখলাম। খুবই ছোট্ট। তবে শিক্ষণী।।
ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৩

নীলপরি বলেছেন: যাক দেখে আপনার ভালো লেগেছে শুনে ভালো লাগছে ।
আপনাকেও ধন্যবাদ ।

২০| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৪

কালনী নদী বলেছেন: তাহলেত অবশ্যই দেখে নিতে হয়!

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০২

নীলপরি বলেছেন: হুম দেখতে পারেন । :)
ধন্যবাদ ।

২১| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন:
:)
ভিন্ন। চমৎকার।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১০

নীলপরি বলেছেন: তাই?
ব্যস্ততার মাঝে লেখাটা আপনাকে পড়তে দেখে আমার ও ভালো লাগলো। খুব। :)

ভালো থাকবেন ।
শুভকামনা ।

২২| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৭

শেয়াল বলেছেন: ওয়েল, ওয়েল, ওয়েল।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৫

নীলপরি বলেছেন: ধন্যবাদ ।

২৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯

অতঃপর হৃদয় বলেছেন: কাহিনী তো ভালই। দেখার চেষ্টা করবো।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৮

নীলপরি বলেছেন: হুম দেখতে পারেন।

২৪| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৮

কালনী নদী বলেছেন: আজকে রাতে ডাউনলোডের ইচ্ছা রাখি, সংগ্রহে রাখলাম। শুভ সকাল পরি বোন! সুন্দর একটি দিনের কামনায়। :)

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৬

নীলপরি বলেছেন: আমি তো অনলাইনে দেখেছি । ডাউনলোড করিনি। :)

আপনাকেও শুভ সকাল।
দিন ভালো কাটুক। সিনেমা গুলো দেখেও ভালো লাগুক। :)

২৫| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:১৪

কাবিল বলেছেন: ডাউনলোডের এম বি নাই :(

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩০

নীলপরি বলেছেন: ইশ, আমার কাছেও সমাধান নেই।

ধন্যবাদ ।

শুভকামনা । :)

২৬| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৯

কালনী নদী বলেছেন: কাবিল ভাইর জিপির ২০ টাকায় ২ গিগা নিয়া নেন, রাত ১২টা থেকে সকাল ১০টা ১সপ্তাহের মেয়া আছে। আমার এমব নিয়ে আর চিন্তা করতে হয় না।

২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৩৩

নীলপরি বলেছেন: যাক আমার হয়ে সমাধানের জন্য আপনাকে আবারো ধন্যবাদ । :)

২৭| ২৮ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:৪৫

কাবিল বলেছেন: ভাল অফার, তয় ক্যামতে নিতে হয় জানালে খুশি হমু @ কালনী নদী ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.