নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

এরবেশী নেই জানা

০৬ ই মে, ২০১৬ রাত ৯:৫৬



কিছুই আমি পারিনা
ভাবলাম আজ সারাদুপুর
কেনো ? তাও বুঝিনা ।

শিখিনি ঘোড়ায় চড়তে
স্মার্টনেসের স্বাধিকা হয়ে
স্বাধিকার ছিঁনিয়ে আনতে ।


দুপুরবেলা স্বপ্নচরকা চালাই
ভালো লাগে না শাষন
মন বলে পালাই ।


র‌্যাম্পে হেঁটে যাইনি
নিভৃত অন্তরালে দাঁড়িয়ে
আলোর স্পর্শ পাইনি ।

হারানো নক্ষত্রকে খুঁজেছি
রাতাকাশের কালো চাদরে
অবশেষে নিষ্ফলতাকে বুঝেছি ।


মনকাড়া কবিতা লিখিনি
কখনো নির্ভূল ছন্দে
আজও ব্যকরণ শিখিনি ।

তুমি খোঁজ রাখোনি
রূপকথা মেখেছিল কবিতাটা
তুমি পড়ে দেখোনি ।


রন্ধনশিল্পেও নই পারদর্শী
শ্রাবণকণায় ঝরতে চাই
গল্পটা হয়নি মর্মস্পর্শী ।

অভিমুখ না পাক
এই গল্প আমার
তারজন্য নির্জনতাই থাক ।



সুখ বইছে একডানা
অন্যডানাতে রেখেছি অশ্রু
এরবেশী নেই জানা ।


মন্তব্য ৪৪ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই মে, ২০১৬ রাত ১০:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: এত এত না পারা? ক্যমনে হবে! পারতে হবে!

০৬ ই মে, ২০১৬ রাত ১০:১৫

নীলপরি বলেছেন: সেটাই তো দুঃখ । :(
এখন পারাটাই মুশকিল !


অনেক ধন্যবাদ পাঠ ও মন্তব্যের জন্য । :)

২| ০৬ ই মে, ২০১৬ রাত ১০:৩১

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

০৭ ই মে, ২০১৬ রাত ১০:৪৫

নীলপরি বলেছেন: আবার চেষ্টা করবো।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩| ০৭ ই মে, ২০১৬ রাত ১২:১৭

ইমরাজ কবির মুন বলেছেন:
apnar chondo niye experiment vaLoi Lagtese Poriii

০৭ ই মে, ২০১৬ রাত ১০:৫০

নীলপরি বলেছেন: আর এই কথাটা শুনে আমি আপ্লুত ।
আপনাকে অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৪| ০৭ ই মে, ২০১৬ দুপুর ১:৪৪

মুসাফির নামা বলেছেন: সুখ বইছে একডানা
অন্যডানাতে রেখেছি অশ্রু


অনেক ভালো লাগা একটি কবিতা।

০৭ ই মে, ২০১৬ রাত ১১:২১

নীলপরি বলেছেন: এরকম একটা মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৫| ০৭ ই মে, ২০১৬ রাত ৯:০৫

কালনী নদী বলেছেন: পরি রানী কিন্তু ঠিকই তার কথার জাদুতে আমাদের মুগ্ধ করে রাখছেন। অনেক সুন্দর কবিতা বোন সহজ ও প্রান্জল। এটাও প্রিয়তে :)

০৮ ই মে, ২০১৬ সকাল ৭:১০

নীলপরি বলেছেন: প্রিয়তে রেখেছেন শুনে অত্যন্ত খুশি হলাম।
উৎসাহ দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৬| ০৭ ই মে, ২০১৬ রাত ৯:৩২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: চমৎকার!

০৮ ই মে, ২০১৬ সকাল ৭:৩১

নীলপরি বলেছেন: নিয়মিত কবিতা পাঠ করে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভকামনা।

৭| ০৮ ই মে, ২০১৬ সকাল ৭:৩৯

রাফা বলেছেন: পরী যদি না পারে তাহোলে পারবেটা কে শুনি..! আমি'তো জানি পরীরা আমাদের চাইতে পারেও বেশি জানেও এক'টু বেশি।
ভালোই হইছে কবিতা-ধন্যবাদ পেতেই পারে, নীলপরি।

০৮ ই মে, ২০১৬ সকাল ১০:২৪

নীলপরি বলেছেন: তাই ?
আমি তাহলে নিষ্কর্মা পরী! :)

পাঠ করার জন্য কৃতজ্ঞতা ।
আপনাকে ধন্যবাদ ।
শুভকামনা ।

৮| ০৮ ই মে, ২০১৬ সকাল ৮:০৯

শায়মা বলেছেন:
সুখ বইছে একডানা
অন্যডানাতে রেখেছি অশ্রু
এরবেশী নেই জানা ।

পরীরা এমনই ভালো আপুনি!!!!!:)

০৮ ই মে, ২০১৬ সকাল ১০:২৯

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে মন্তব্য পেতে সবসময় ভালো লাগে শায়মাদি।

উৎসাহ পেলাম।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৯| ০৮ ই মে, ২০১৬ সকাল ১০:৪৮

রুদ্র জাহেদ বলেছেন: সুখ বইছে একডানা
অন্যডানাতে রেখেছি অশ্রু
এরবেশী নেই জানা ।

কবিতায় কবিতায় নীলপরী আপু আনমনা।কিন্তু পরীরা আরো প্রাণোচ্ছ্বল হতে হয়।না প্রাণ পাবো কোথা সুখানুভূতি আসবে কোথা হতে।
:)
কবিতায় স্নিগ্ধ প্রকাশ।ভালো লেগেছে

০৮ ই মে, ২০১৬ বিকাল ৩:৩০

নীলপরি বলেছেন: অনেক অনেক ধন্যবাদ আপনাকে দিদি ।
শুভকামনা । :)

১০| ০৮ ই মে, ২০১৬ সকাল ১০:৫৫

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



রূপক বিধৌত সাধুর মতো বলি এত এত না পারা ?

আমরা তো জানিই, নীলপরি কিছুই পারেনা ....................... :( :(( :P :-P =p~
+

০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:০৭

নীলপরি বলেছেন: সব জেনেও না পারাগুলোকে প্রশ্রয় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।
আর প্লাস পেয়ে অত্যন্ত আনন্দ পেলাম ।

শুভকামনা । :)

১১| ০৮ ই মে, ২০১৬ সকাল ১১:২৮

শায়মা বলেছেন:

নীলপরিমনি তোমার জন্য .......:)

০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:১৮

নীলপরি বলেছেন: অপূর্ব হয়েছে।
খুউব খুশি হলাম এটা পেয়ে।
আবারো অনেক ধন্যবাদ । :)

১২| ০৮ ই মে, ২০১৬ দুপুর ১২:৩৭

আমিই মিসির আলী বলেছেন: রন্ধনশিল্পেও নই পারদর্শী
শ্রাবণকণায় ঝরতে চাই
গল্পটা হয়নি মর্মস্পর্শী ।


কবিতা ভালো হইছে।
তয় ভিতরের কথা গুলা এত না পারার দোষে দুষ্টু কেন!

০৮ ই মে, ২০১৬ বিকাল ৪:২৫

নীলপরি বলেছেন: এতো কিছুই পারি না যে !

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা কবিতা পাঠের জন্য।
শুভকামনা ।

১৩| ০৮ ই মে, ২০১৬ রাত ৯:১২

হাফিজ বিন শামসী বলেছেন:



"সুখ বইছে একডানা
অন্যডানাতে রেখেছি অশ্রু
এরবেশী নেই জানা । "

শত অক্ষমতার মাঝেও যে সুখ আছে তা বড়ই মধুর।
অশ্রু আছে পাশেই প্রয়োজনে ছুয়ে যাবে চোখের পাপড়ি।
ভাল লাগল কবিতা।

০৮ ই মে, ২০১৬ রাত ১০:৪৩

নীলপরি বলেছেন: খুব সুন্দর লাগলো আপনার মন্তব্যটা।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৪| ০৯ ই মে, ২০১৬ রাত ১২:৩৯

খায়রুল আহসান বলেছেন: নিজের অপারগতার কথাগুলো এত নিঃসংকোচে, স্বচ্ছন্দে আর ছন্দময়তায় বলে গেলেন, এটাই বা পারে ক'জনা?
কবিতা ভালো লেগেছে। এবারে কী কী ভালো পারেন, তাও জানাতে পারেন।

১০ ই মে, ২০১৬ ভোর ৬:৫৩

নীলপরি বলেছেন: দুপুরবেলা স্বপ্নচরকা চালাই .......।
ব্যস এরকম কাজই পারি । :)

আপনার ভালো লেগেছে শুনে আনন্দ পেলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৫| ০৯ ই মে, ২০১৬ দুপুর ১২:১০

জেন রসি বলেছেন: এত সুন্দর কবিতা যে লিখতে পারে তার আর কিছু দরকার আছে? :P

সুন্দর হয়েছে। :)

১০ ই মে, ২০১৬ ভোর ৬:৫৬

নীলপরি বলেছেন: আপনার মতো লেখকের কাছ থেকে এই রকম মন্তব্য পেয়ে আমি আপ্লুত ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা । :)

১৬| ১০ ই মে, ২০১৬ সকাল ১০:২২

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল কাব্য কথামালা। ধন্যবাদ

১০ ই মে, ২০১৬ রাত ৮:৩৯

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে ।
শুভকামনা ।

১৭| ১১ ই মে, ২০১৬ সকাল ১১:৩৪

সাহসী সন্তান বলেছেন: খুব চমৎকার কবিতা! সত্যিই অনেক ভাল লাগলো!

শুভ কামনা নীলপরি!

১২ ই মে, ২০১৬ ভোর ৬:৩৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে আমারও খুব ভালো লাগলো ।
অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা আপনাকেও ।

১৮| ১২ ই মে, ২০১৬ সকাল ৯:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: সুখ বইছে একডানা
অন্যডানাতে রেখেছি অশ্রু
এরবেশী নেই জানা

দারুন লিখেছেন । পরীদের ডানায় অশ্রু থাকে জানা ছিলনা । হুমায়ুন শুনে যেতে পারলে সেও খুশী হইত । খুব ভাল লেগেছে কবিতাটি । শুভ কামনা থাকল ।

১২ ই মে, ২০১৬ দুপুর ১:২৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্টা পড়তে আমারও খুব ভালো লাগলো ।
অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা আপনাকেও ।

১৯| ১৩ ই মে, ২০১৬ সকাল ৭:১৯

এহসান সাবির বলেছেন: কেমন আছেন আপনি?

বিষন্নতায় ভরা মনে হল কবিতা টি।

১৮ ই মে, ২০১৬ ভোর ৬:৪৭

নীলপরি বলেছেন: দেখি যে শুধু বিষণ্ণতাই রয়ে গেছে কাছে । তাই তাকেই বন্দনা করি। তবু তো আছে!

আপনি আমার কবিতা পড়েছেন দেখে খুব ভালো লাগছে । অনেক অনেক ধন্যবাদ আর আন্তরিক কৃতজ্ঞতা জানাই । আমারই উত্তর দিতে দেরী হয়ে গেলো । দু:ক্ষিত।

আমি তো ভালো মন্দ মিশিয়ে আছি । আর আপনি কেমন আছেন ?
শুভকামনা ।

২০| ১৯ শে মে, ২০১৬ রাত ৮:৫২

সিলা বলেছেন: কবিতাটা খুব সুন্দর হইছে আপি..... :)

২১ শে মে, ২০১৬ রাত ১০:১৩

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
কবিতা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

ধন্যবাদ আপনাকে দিদি ।
শুভকামনা । :)

২১| ১৯ শে মে, ২০১৬ রাত ৮:৫৪

সিলা বলেছেন: কবিতাটা খুব সুন্দর হইছে আপি..... :)

২১ শে মে, ২০১৬ রাত ১০:১৪

নীলপরি বলেছেন: শুভকামনা । :)

২২| ২১ শে জুলাই, ২০১৬ ভোর ৬:৪২

রূপক বিধৌত সাধু বলেছেন: নীলপরি, আমিও যে কিছুই পারিনা! তাই তো রাগে-দুঃখে মাঝেমধ্যেই নিরুদ্দেশ হয়ে যাই ।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৭

নীলপরি বলেছেন: কোথায় পারেন না ? লিখতে পারেন এতো ভালো ।আমি সাহিত্যর কথা বলছি । এটা খুব কম মানুষই পারে । ঈশ্বর কারো কারো ক্ষেত্রে বড়ই কৃপন । তাই যেটুকু পেয়েছেন সেটুকু আর হাত ছাড়া করবেন না । বাকিটা তো সেই একঘেয়ে ।

আর কোথায় যাবেন ? সব জায়গাই একরকম । হয়ত একটু অন্যরূপে আছে । হয়ত বুঝতে পারছি আপনার অবস্থাটা । ছেলেদের দায়িত্বটা বেশী থাকে । তাই প্রেশারটাও বেশী । যাহোক এভাবেই চলতে হবে !

কালকে আমিও খুব অফ মুডে ছিলাম । আপনার মন্তব্যটা দেখে জেবের কথাটা ভাবছিলাম । শাহজাদী অনেকটা জীবন কাটিয়েছিলেন কারাগারে । আর আমরা তো পুরো জীবনই অদৃশ্য কারাগারে বন্দী । কি বলেন ? :)


শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.