নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টির আঘ্রাণে

২৩ শে মে, ২০১৬ রাত ৮:৫৮



আকাশে আজ চাঁদটা কেমন বৃষ্টিভেজা
মোহময়ী আজ বড্ড লাগছে রাধাচূড়া
ছাড়না আজ তুই লোকালট্রেন ধরা ।

জল দিয়ে একটা গল্প লেখ
না হয় একটু দাঁড়া বৃষ্টি হাতে
দেখ , ভেজা ফুল ফুটছে সম্পাতে ।

এস.এম .এস নয় বার্তা দিল মেঘ
দেখ আকাশে আজ বিদ্যুতের জ্যোতি
চোখের সীমায় কাজল ধুয়েছে সম্প্রতি ।

আজ মর্জিমাফিক স্বপ্ন নিয়ে বাঁচি
কাল কি হবে কে জানে
তাই রসদ নেবো বৃষ্টির আঘ্রাণে ।

মন্তব্য ৭২ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৭২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৬ রাত ৯:০৩

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল।

২৪ শে মে, ২০১৬ বিকাল ৩:৫৪

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২| ২৩ শে মে, ২০১৬ রাত ৯:০৯

মো:দেলোয়ার হোসেন বলেছেন: চলনা দিদি পথের পাঁচালীর সেই ট্রেন দেখতে যাই বালুচরে
যেখানে বৃষ্টির দিনে আকাশের বিদ্যুৎ জ্যোতি ধাক্কা খায় অহঃরহ।

সুন্দর লিখেছেন। ভাল লাগলো।

২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:০৫

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
কবিতা আপনার সুন্দর লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩| ২৩ শে মে, ২০১৬ রাত ৯:১৬

ঘটক কাজী সাহেব বলেছেন: আহা এখানে দেখি পরী কন্যা আছে, জমুক আমার ঘটকালী, =p~ !:#P =p~ !:#P

২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:১৬

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
হায় , একি কথা শুনি ? কবিতা পড়েছেন কিনা বুঝতে পারলাম না । এখানে লেখালেখির একটা প্রয়াস করা হয় । সেটা কেউ পড়লে ভালো । তারবেশী কোনো কাজ নেই ।
ধন্যবাদ ।

৪| ২৩ শে মে, ২০১৬ রাত ৯:৪০

রুদ্র জাহেদ বলেছেন: সুন্দর

২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:৩৪

নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৫| ২৩ শে মে, ২০১৬ রাত ৯:৫৩

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল। +।

২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৩

নীলপরি বলেছেন: মোটামুটতে প্লাস পেয়ে খুশি তো হলাম । তবে আবার চেষ্টা করবো । উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৬| ২৩ শে মে, ২০১৬ রাত ১০:১১

কল্লোল পথিক বলেছেন:








বাহ!চমৎকার কবিতা।
কবিতায়++++++

২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৬

নীলপরি বলেছেন: কবিতা আপনার চমৎকার লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো । প্লাস পেয়ে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৭| ২৩ শে মে, ২০১৬ রাত ১১:১৭

মুসাফির নামা বলেছেন: মোটামুটি লেগেছে।

২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৭

নীলপরি বলেছেন: কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৮| ২৪ শে মে, ২০১৬ রাত ১২:০১

উল্টা দূরবীন বলেছেন: ভালো লেগেছে।

২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:২৭

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৯| ২৪ শে মে, ২০১৬ রাত ১:৩৫

গেম চেঞ্জার বলেছেন: হাঃ হাঃ হাঃ তবে তাই হোক।

২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৩

নীলপরি বলেছেন: সমর্থন পেয়ে ভালো লাগলো । তবে আপনার হাসি পেলো কেনো ? তাই তো হোক ! কিন্তু কি হবে ?

আকাশ জুড়ে বৃষ্টি আসুক ঝমঝমিয়ে
মেঘের সাথে কথা বলবো রমরমিয়ে ! :)

কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
শুভকামনা ।
ভালো থাকুন ।

১০| ২৪ শে মে, ২০১৬ রাত ১:৫০

রিপি বলেছেন: আজ মর্জিমাফিক স্বপ্ন নিয়ে বাঁচি
কাল কি হবে কে জানে
তাই রসদ নেবো বৃষ্টির আঘ্রাণে ।


আরেহ বাহ চমৎকার।

২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৪৫

নীলপরি বলেছেন: কবিতা আপনার চমৎকার লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
শুভকামনা ।
ভালো থাকুন ।

১১| ২৪ শে মে, ২০১৬ সকাল ১০:২৩

রানার ব্লগ বলেছেন: ভালো লাগলো !! বৃষ্টি টা কে অনুভব করতে পারছি।

২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৫০

নীলপরি বলেছেন: আমার লেখায় আপনি বৃষ্টি টা কে অনুভব করতে পারছেন জেনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
শুভকামনা ।
ভালো থাকুন ।

১২| ২৪ শে মে, ২০১৬ সকাল ১১:৩৩

মিজানুর রহমান মিরান বলেছেন: চমৎকার!

২৪ শে মে, ২০১৬ বিকাল ৫:৫১

নীলপরি বলেছেন: কবিতা আপনার চমৎকার লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
শুভকামনা ।
ভালো থাকুন ।

১৩| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:২৩

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা! অল্প কয়েক লাইনের মধ্যে মনের ভাবটা বেশ স্পষ্টভাবে ফুটে উঠেছে। কাল কি হবে সেটা বোধ হয় আসলেই কেও জানে না!

সুন্দর কবিতায় অনেক অনেক ভাল লাগা নীলপরি!

অঃ টঃ- নাহয় (না হয়) এর মাঝে একটা স্পেস দিলে ভাল হয়! আর সম্প্রতী'টা কি 'সম্প্রতি' হবে? আঘ্রাণে শব্দটার মানে বুঝলাম না! যদি সম্ভব তাহলে উত্তরটা একটু বলে দিয়েন!

তবে সব মিলিয়ে কবিতা অনেক ভাল লেগেছে!

২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো ।
আর মিসটেক ধরিয়ে দেওয়ার জন্য অনেক কৃতজ্ঞতা । ঠিক করে নিয়েছি । :)
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকুন ।

২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

নীলপরি বলেছেন: আঘ্রাণে মানে গন্ধে । ফ্লেভার । :)

১৪| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:২৪

সাহসী সন্তান বলেছেন: যদি সম্ভব হয় হবে! টাইপিং মিস্টেক! :(

২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩৭

নীলপরি বলেছেন: আরে আমি বুঝেছি তো । টেক ইট ইজি । :)

১৫| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১২:৫৭

জে.এস. সাব্বির বলেছেন: আজ মর্জিমাফিক স্বপ্ন নিয়ে বাঁচি
কাল কি হবে কে জানে
তাই রসদ নেবো বৃষ্টির আঘ্রাণে ।

আপনাকে উত্তম জাঝা প্রদান করা হোক ।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:২৯

নীলপরি বলেছেন: মানে ? বুঝতে পারলাম না ।

১৬| ২৪ শে মে, ২০১৬ দুপুর ১:৫১

বিজন রয় বলেছেন: সুন্দর।

২৪ শে মে, ২০১৬ রাত ৯:১০

নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

১৭| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:১৩

কবি হাফেজ আহমেদ বলেছেন: খুব-ই ভালো লেগেছে।

২৪ শে মে, ২০১৬ রাত ৯:১১

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৮| ২৪ শে মে, ২০১৬ বিকাল ৪:২৫

সিলা বলেছেন: ঠিক সময়েই পড়লাম কবিতাটা
বৃষ্টির দিন বৃষ্টির কবিতা পড়তে ভালই লাগল।
কিসুন্দর করে কবিতা লিখ তুমি আপি..... :)
ইস তোমার মত জদি আমি পারতাম.... :(
আমি পাড়িনা এমন করে লিখতে
সুধু পিচ্চি পাচ্চিদের কবিতা পাড়ি। দারাও তোমাকে একটা শুনাই কাওকে বলনা আমার কবিতা পড়লে সবাই হাসবে।

আবহাওয়ার এ কথা কতন,
টিনের চালে ছন্দপতন। ( বৃষ্টির)
সুন্দর এ প্রকিতিটা,
ছবি তুলে রাখার মতন। :P

২৪ শে মে, ২০১৬ রাত ৯:১৫

নীলপরি বলেছেন: আমার কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ দিদি । আপনার লেখাটাও ভালো হয়েছে ।
শুভকামনা ।:)

১৯| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: চমৎকার মনোমুগ্ধকর।

২৪ শে মে, ২০১৬ রাত ৯:২৩

নীলপরি বলেছেন: বেশ কয়েকদিন বাদে আসলেন মনে হচ্ছে । উপস্থিতি ভালো লাগলো । আর কবিতা আপনার চমৎকার লেগেছে শুনে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
শুভকামনা ।
ভালো থাকুন ।

২০| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

আজিজ মোঃ ভাই অথবা মুখতারান মাই বলেছেন: মাইনাস বাটনের অভাব বোধ করছি । :``>>

২৪ শে মে, ২০১৬ রাত ৯:২৫

নীলপরি বলেছেন: সামুতে তো আপনাকে টাইপ শেখানো যাবে না । ওটা শিখে আসতে হয় ।

২১| ২৪ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: নীলপরি, আমার তো ভালো লাগেনি!

২৪ শে মে, ২০১৬ রাত ৯:৩৬

নীলপরি বলেছেন: আরে সেটা হতেই পারে ! আর আপনার মতো কবি যখন বলছেন তখন অবশ্যই কারন আছে । যদিও কবিতার ব্যকরণ অতটা বুঝি না । তবু একটু বিস্তারিত জানালে ভালো হোতো । পরবর্তীতে খেয়াল রাখতাম ।

কবিতা পাঠের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২২| ২৪ শে মে, ২০১৬ রাত ৯:৪৭

সিলা বলেছেন: আপি আমি আপনার চে অনেক ছোট মাত্র j.s.c দিলাম আমাকে তুমি ই বলতে পারেন।
তুমি বলা আমার মুদ্রাদোষ বর দের বলে ফেলি তাই আপনাকেউ বলে ফেলছি তাই সরি.... :)

২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:২৭

নীলপরি বলেছেন: আমি হঠাৎ সম্পর্ক স্থাপনে অভস্ত্য ন্ই । আপনি টাইপোগুলো খেয়াল রাখলে ভালো হয় ।
ধন্যবাদ ।

২৩| ২৪ শে মে, ২০১৬ রাত ৯:৫০

শেয়াল বলেছেন: বারেবারে পড়লাম। ভাল লাগল।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৩

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
কবিতা আপনার ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৪| ২৪ শে মে, ২০১৬ রাত ১০:১৭

দীপংকর চন্দ বলেছেন: ভিন্নতা!

ভালো লাগলো। অনেক।

//কাজল ধুয়েছে সম্প্রতি//

শুভকামনা অনিঃশেষ জানবেন কবি।

ভালো থাকবেন। সবসময়।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:৩২

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে শুনে আমারও খুব ভালো লাগলো ।
উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
আপনাকেও শুভকামনা ।
আপনিও ভালো থাকবেন। সবসময়।

২৫| ২৫ শে মে, ২০১৬ সকাল ৯:৫৫

শামছুল ইসলাম বলেছেন: খুব ভাললাগল।

বাহ, কি চমৎকার কথাঃ

//এস.এম .এস নয় বার্তা দিল মেঘ
দেখ আকাশে আজ বিদ্যুতের জ্যোতি
চোখের সীমায় কাজল ধুয়েছে সম্প্রতি ।//


ভাল থাকুন। সবসময়।

২৫ শে মে, ২০১৬ বিকাল ৫:৩৫

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে শুনে খুশি হলাম ।
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
শুভকামনা ।
আপনিও ভালো থাকবেন। সবসময়।

২৬| ২৫ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:০৩

সিলা বলেছেন: kheyal রাখি আপি কিন্তু ভুলে জদি চলেজায় সেগুলর জন্য সরি চেয়ে নিলাম।
অবস্য আপনি কেটে দিতে পারেন তাহলেও হবে :)

৩০ শে মে, ২০১৬ রাত ৯:৩৪

নীলপরি বলেছেন: না আমি তেমন গম্ভীরভাবে কিছু বলিনি দিদি ।

২৭| ২৫ শে মে, ২০১৬ রাত ৯:৩১

গেম চেঞ্জার বলেছেন: লেখক বলেছেন: সমর্থন পেয়ে ভালো লাগলো । তবে আপনার হাসি পেলো কেনো ? তাই তো হোক ! কিন্তু কি হবে ?

আজ মর্জিমাফিক স্বপ্ন নিয়ে বাঁচি
কাল কি হবে কে জানে
তাই রসদ নেবো বৃষ্টির আঘ্রাণে ।


এটার কথা বলেছি!! হাসি পেল ভিন্নমাত্রিক চিন্তাধারায়!!

দিশেহারা রাজপুত্র কোথায়? জানেন নাকি?

২৫ শে মে, ২০১৬ রাত ৯:৪২

নীলপরি বলেছেন: আরে চিন্তাধারা ভিন্নমাত্রিক লেগেছে বলে আবারো ভালো লাগা । ধন্যবাদ ।

আমি অতি সাধারণ । রাজপুত্রের খবর কি করে জানবো ?
নাহ , জানি না । ব্যস্ত আছেন মনে হয় ! ব্লগের কারো সাথেই বাইরে আর কোনো মাধ্যমে যোগাযোগ নেই ।

২৫ শে মে, ২০১৬ রাত ১০:২৭

নীলপরি বলেছেন: জানলে অবশ্যই জানাতাম আপনাকে । উনি ভালো লেখক ও কবি । ভালো লেখকদের লেখার অভাব থাকলে ব্লগের সার্বিক মান নেমে যায় ।




২৮| ২৫ শে মে, ২০১৬ রাত ১০:১৪

হাফিজ বিন শামসী বলেছেন:



"আকাশে আজ চাঁদটা কেমন বৃষ্টিভেজা
মোহময়ী আজ বড্ড লাগছে রাধাচূড়া "


লাইন দুটি সত্যিই মোহময়ী।

২৫ শে মে, ২০১৬ রাত ১০:৩০

নীলপরি বলেছেন: মন্তব্য ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৯| ২৫ শে মে, ২০১৬ রাত ১০:১৪

জেন রসি বলেছেন: প্রাত্যহিক জীবন থেকে মুক্ত হয়ে অনুভূতিগুলো কবিতার মাঝেই বৃষ্টিস্নাত হয়ে গেল। :)

২৫ শে মে, ২০১৬ রাত ১০:৩২

নীলপরি বলেছেন: অনুভূতিগুলো কবিতার মাঝেই বৃষ্টি খুঁজে পেয়েছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
শুভকামনা ।
ভালো থাকুন ।

৩০| ২৬ শে মে, ২০১৬ সকাল ১১:৩১

পিকাচু বলেছেন:
বাহ, চমৎকার লিখা পরীইইই! :)

নীলপরি বলেছেন: দরকারের জন্য নয় কৃতজ্ঞতা জানানোর জন্য ।
- কৃতজ্ঞতা জানানোর জন্য কমেন্টের রিপ্লাই ই যথেষ্ট :-B

২৬ শে মে, ২০১৬ দুপুর ২:২৫

নীলপরি বলেছেন: আপনি কে ?

৩১| ২৬ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

পিকাচু বলেছেন:
পরীইইই boLar poreo bujhe nai. heart broken X((

২৬ শে মে, ২০১৬ রাত ১০:৪৯

নীলপরি বলেছেন: বুঝে ও তো বুঝতে পারলাম না। ধন্যবাদ যে শুধু লাইকের জন্য গিয়ে দেওয়া হয়েছিল। কমেন্টের গল্প মেলেনি , তাই।

প্লিজ ডোন্ট ব্রেক ইওর হার্ট। এখন তো আপনাকে পোষ্ট লিখে আমার কনফিউশন ক্লিয়ার করতে হবে ।

স্টাইল একটু মিললেও কোথায় ই ম রা জ
আর পিকাচু । এইটুকু।

অনেক শুভকামনা ।
হ্যাপি ব্লগিং । :)

৩২| ২৬ শে মে, ২০১৬ রাত ১১:৫০

প্রীতম বলেছেন: কাজল ধোয়া বৃষ্টির ছিটেফোটা অনুভবে আপনার কবিতা পড়েছি বারংবার। খুঁজেপেতে চেয়েছি সারমর্ম।
মঞ্জিল পেয়ে খুশি আমি।
ধন্যবাদে কিছুটা অবহেলা হলেও ধন্যবাদই জানাই কপি করে করে।

২৭ শে মে, ২০১৬ সকাল ৯:১৮

নীলপরি বলেছেন: সকালবেলা ব্লগে এসে এতো সুন্দর একটা মন্তব্য পড়ে ধন্য হলাম। খুব ভালো লাগলো।
ধন্যবাদকে অবহেলিত মনে হয়নি। :)

আপনাকেও আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা।
শুভকামনা।
ভালো থাকুন ।

৩৩| ২৭ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৩

ফয়সাল রকি বলেছেন: বৃষ্টি ভেজা চাঁদ ব্যাপারটা মন্দ নয়।

২৭ শে মে, ২০১৬ রাত ১১:৪৫

নীলপরি বলেছেন: তাহলে ভালো বলছেন? :)
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩৪| ৩০ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: এত এত সুন্দর মন্তব্যরে পর আমার বলার কচ্ছিু খুজে পাচ্ছি না !!!

মুগ্ধতা টুকুই রেখে গেলাম :)

+++++++

৩০ শে মে, ২০১৬ রাত ৯:৩৯

নীলপরি বলেছেন: আর আমার ব্লগে আপনার উপস্থিতিতেই আমি মুগ্ধ হলাম ।তারপর প্লাস পেয়ে তো খুবই খুশি হয়েছি ।
অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
শুভকামনা ।
ভালো থাকুন ।

৩৫| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:২৯

এহসান সাবির বলেছেন: ছন্দময় বৃষ্টির কাব্য.....!!

জমজমাট পোস্ট।

সুস্থ থাকুন সব সময়।
শুভ কামনা।

২৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:৫৬

নীলপরি বলেছেন: আপনার জমজমাট লেগেছে শুনে খুব খুশি হলাম ।

আপনিও খুব ভালো থাকুন সবসময় ।

আপনাকেও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.