নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কবিতা হয়েছে কিনা তা বুঝিনি

২৭ শে মে, ২০১৬ রাত ১০:২৫



ওয়াটার কালার মেখে সন্ধ্যা নামে
আরক্ত গোধূলীর গল্প লুকাই খামে ।

ভাবো যদি শুধু অভিযোগ শোনাই
তবে এ তোমার মনের ভুল
আজ তোমার গল্পের কুড়াই ফুল ।

আমার পায়ের নীচে দুঃখের স্তুপ
তোমার গল্পে আকাশ ছোঁয়া সুখ
তোমায় ভেবে ভালো লাগছে খুব ।


তুমি আবার বাজাতে ওস্তাদ দোতারা
এক তার ছিঁড়লে অন্যতারে মীরা ।


পৃথিবীর শোভা বাড়ায় তোমার দেবমহল
হে কৃষ্ণ , জীবনমৃত্যু তোমার হাতে
অমৃত নাহোক , যত্নে দিয়েছ হলাহল ।

খেলা হলে ভুলে তুমি যাও
আমি তো একমাত্র খেলনা নই
তাই নির্বিকার শুন্যতায় রেখে দাও ।

খেলনা-অন্ত-প্রাণ ছোটে নতুন খেলনার সন্ধানে
খেলাঘরে গুমরে মরি আমি প্রতিক্ষণে ।


জৈষ্ঠ্যের আজ কত , বৈশাখ জানে ?
কেনো আমি আজও বসে আছি
তাকিয়ে শুধু তোমার পথের পানে !

কি লিখলাম এতোক্ষণ কি জানি
কবিতা হয়েছে কিনা তা বুঝিনি ।

মন্তব্য ৫২ টি রেটিং +৬/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:৩১

কালনী নদী বলেছেন: খেলা হলে ভুলে তুমি যাও
আমি তো একমাত্র খেলনা নই
তাই নির্বিকার শুন্যতায় রেখে দাও ।

অসাধারণ হয়েছে বোন!

২৮ শে মে, ২০১৬ সকাল ৮:৩৪

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার অসাধারণ লেগেছে শুনে খুব খুশি হলাম ।
উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

২| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:৪৮

শামছুল ইসলাম বলেছেন: খুব সুন্দর কবিতা হয়েছে।

২৮ শে মে, ২০১৬ সকাল ৮:৩৯

নীলপরি বলেছেন: আপনার কবিতা সুন্দর লেগেছে জেনে প্রীত
হলাম।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৩| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:৪৮

লক্ষ্মীছেলে বলেছেন: খেলনা-অন্ত-প্রাণ ছোটে নতুন খেলনার সন্ধানে
খেলাঘরে গুমরে মরি আমি প্রতিক্ষণে ।

সুন্দর লিখনি... অনেক ভালো লাগা রেখে গেলাম, ভালো থাকুন বোন।

২৮ শে মে, ২০১৬ সকাল ৮:৪৬

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । কবিতায় আপনার ভালোলাগা পেয়ে আমার খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
আপনি ও ভালো থাকুন ।

৪| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:৫৪

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: কল্পনা, ভাল লাগা, ভালবাসা -----

২৮ শে মে, ২০১৬ সকাল ৮:৫৯

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠের জন্য অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৫| ২৭ শে মে, ২০১৬ রাত ১০:৫৭

বিজন রয় বলেছেন: বোঝার দরকার নেই।

লিখুন, এখানে, এভাবে অবিরাম।
++++

২৮ শে মে, ২০১৬ সকাল ৯:২৩

নীলপরি বলেছেন: যাক আশ্বস্ত হলাম। :) সাথে প্লাস পেয়ে খুশি ও।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

৬| ২৭ শে মে, ২০১৬ রাত ১১:২৪

কল্লোল পথিক বলেছেন:






চমৎকার কবিতা।
কবিতায় প্লাস।

২৮ শে মে, ২০১৬ সকাল ৯:২৭

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্য।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা উৎসাহ দেওয়ার জন্য।
শুভকামনা ।

৭| ২৭ শে মে, ২০১৬ রাত ১১:৩৬

সুমন কর বলেছেন: মোটামুটি লাগল।

২৮ শে মে, ২০১৬ সকাল ৯:২৯

নীলপরি বলেছেন: তাহলে আবারো চেষ্টা ।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৮| ২৮ শে মে, ২০১৬ রাত ১২:২৩

মাহমুদুর রহমান সুজন বলেছেন: কবিতা সুন্দর হয়েছে। ভাল লাগল।

২৮ শে মে, ২০১৬ সকাল ৯:৩২

নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে জেনে আপ্লুত হলাম।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৯| ২৮ শে মে, ২০১৬ সকাল ১১:২৭

পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা। খুব ভালো লাগল।

২৮ শে মে, ২০১৬ সকাল ১১:৪১

নীলপরি বলেছেন: মনে হচ্ছে প্রথম এলেন। স্বাগতম ।
আপনার মন্তব্যে প্রীত হলাম।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

১০| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৪:০২

জে.এস. সাব্বির বলেছেন: কেন এত সন্ধিহান-
কবিতা হয়েছে কিবা..
"পয়েম অফ দ্যা মান্থ" ঘোষণা
করছি একে ।প্লাস কত নিবা(ন)?

টেকেতে তেতুলিয়া পঞ্চগড়ে নাফ
আমার ঘোষণায় দ্বিমত করলে
নাই তার মাফ ।

২৯ শে মে, ২০১৬ সকাল ৯:৫৪

নীলপরি বলেছেন: ছন্দময় মন্তব্যে আমি আপ্লুত ।
অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১১| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৪:৪৫

মুসাফির নামা বলেছেন: খেলা হলে ভুলে তুমি যাও
আমি তো একমাত্র খেলনা নই
তাই নির্বিকার শুন্যতায় রেখে দাও ।


এগুলো বড্ড পাজি,এদের থেকে সাবধান।কবিতায়+

২৯ শে মে, ২০১৬ সকাল ১০:০৯

নীলপরি বলেছেন: প্লাস দেখে খুশি হলাম।
সাবধানবানী মনে থাকবে।
অনেক অনেক ধন্যবাদ ।

১২| ২৮ শে মে, ২০১৬ বিকাল ৪:৫৬

জেন রসি বলেছেন: প্রথম দুইটা লাইন বেশী ভালো লেগেছে। বিশেষ করে ওয়াটার কালার করে সন্ধ্যা নামে এই এক্সপ্রেশনটা দারুণ।

মীরা অর্থ কি?

কবিতা ভালো লেগেছে। :)

২৯ শে মে, ২০১৬ সকাল ১০:১৮

নীলপরি বলেছেন: ওয়াটার কালার কথাটা লিখব কি লিখব না ভাবছিলাম । এখন আপনার ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো।:)

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৯ শে মে, ২০১৬ সকাল ১০:৩২

নীলপরি বলেছেন: মীরা মানে মীরাবাঈ । শ্রী কৃষ্ণের সাধিকা ।

১৩| ২৮ শে মে, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

রূপক বিধৌত সাধু বলেছেন: শেষ লাইনটা অহেতুক মনে হয়েছে আর শিরোনামটাও ভালো লাগেনি । শিরোনামের সাথে কবিতার সম্পর্ক কোথায়? লেখা ভালো হয়েছে ।

২৯ শে মে, ২০১৬ সকাল ১০:২৯

নীলপরি বলেছেন: আরে শেষের লাইনটা তো যেকোনো কিছু লেখার পরই ভাবি ! কি জানি কি হোলো ! এখানে সেই কথাটাই লিখেছি ।

এখন ভাবছি কয়েনএজটা বদলে ফেলতে হবে।
বিস্তারিত ভাবে বলার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩০ শে মে, ২০১৬ রাত ৯:৫৮

নীলপরি বলেছেন: আর বদলাম না । অনেকেই এই শিরোনামেই মন্তব্য করেছেন তাই । তবে বিষয়টা খেয়াল রাখবো ।

১৪| ২৮ শে মে, ২০১৬ রাত ৯:৩৭

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল

৩০ শে মে, ২০১৬ রাত ৯:৫১

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । কবিতায় আপনার ভালোলাগা পেয়ে আমার খুব ভালো লাগলো।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
আপনি ও ভালো থাকুন ।

১৫| ৩০ শে মে, ২০১৬ রাত ২:৪১

মহা সমন্বয় বলেছেন: আপনি এতক্ষণে যা লিখলেন তা হচ্ছে একটি কবিতা.. অসাধারণ একটি কবিত। :D

৩০ শে মে, ২০১৬ রাত ৯:৫৩

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো ।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ,
ভালো থাকুন ।

১৬| ৩০ শে মে, ২০১৬ রাত ৯:৪৭

প্রামানিক বলেছেন: কবিতা খুব ভালো লাগল। ধন্যবাদ

৩০ শে মে, ২০১৬ রাত ৯:৫৪

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
ভালো থাকুন ।

১৭| ৩০ শে মে, ২০১৬ রাত ১০:৩৭

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর কবিতা খুবই ভাল লাগল । ভাল থাকার শুভ কামনাও থাকল এ সাথে ।

৩১ শে মে, ২০১৬ রাত ৯:৫৩

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে আপ্লুত হলাম।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
আপনিও ভালো থাকুন ।

১৮| ৩১ শে মে, ২০১৬ সকাল ১১:৩৮

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




না , এটি তেমন একটি কবিতা হয়ে উঠতে পারেনি । আমার কাছে সাদামাটা মরে হয়েছে ।
কবিতায় অন্ত্যমিল থাকতেই হবে এমন কোনও কথা নেই । ছন্দের মিল না থাকলেও লাইনে লাইনে ছন্দ থাকতে হবে ।
কবিতায় অহেতুক বিদেশী শব্দ প্রয়োগ তেমন যুৎসই হয়না । এই প্রবনতা এড়িয়ে চলাই ভালো ।

যেমন --- "ওয়াটার কালার মেখে সন্ধ্যা নামে" এই লাইনটির বদলে " জল রং মেখে সন্ধ্যা নামে" লিখলে ধ্বনিময়তা লেগে থাকতো লাইনটির গায়ে ।

প্রশংসা আপনার লেখনীকে থামিয়ে দিতে পারে বলেই সস্তা মন্তব্যে গেলুম না । মনে রাখবেন , নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো......

শুভেচ্ছান্তে ।

৩১ শে মে, ২০১৬ রাত ১০:০৬

নীলপরি বলেছেন: প্রথমেই বলি যে আপনাকে আমার ব্লগে দেখে আনন্দ পেলাম । এখন সামুতে অনেক ভালো লেখকদেরই দেখা যাচ্ছে না । তারপরে আবার হোলো লগ ইন সমস্যা । মনে হচ্ছে সবাই ঠিকমত লগ ইন করতে পারছেন কিনা ! আপনাকে না দেখেও তাই ভয় হচ্ছিল ! :)
ওয়াটার কালার না জল রং তা নিয়ে আমার মনেও দ্বন্দ্ব ছিল ।মনটা ওয়াটার কালারেই ঝুঁকলো । কিন্তু এবার আপনার কথাটা মনে রাখবো ।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
ভালো থাকুন ।

১৯| ৩১ শে মে, ২০১৬ সকাল ১১:৪০

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



কারেকশান ------
আমার কাছে সাদামাটা মনে হয়েছে ....

৩১ শে মে, ২০১৬ রাত ১০:০৭

নীলপরি বলেছেন: আরে আমি বুঝেছি । :)
শুভকামনা ।

২০| ৩১ শে মে, ২০১৬ দুপুর ২:৫১

মিজানুর রহমান মিরান বলেছেন: আমার পায়ের নীচে দুঃখের স্তুপ
তোমার গল্পে আকাশ ছোঁয়া সুখ
তোমায় ভেবে ভালো লাগছে খুব ।


দারুন হয় আপনার কবিতা গুলো। সন্দেহের নেই কিছু, এটাই কবিতা! +++

৩১ শে মে, ২০১৬ রাত ১০:০৯

নীলপরি বলেছেন: কথাটা জেনে খুবই আনন্দ পেলাম ।আর প্লাস পেয়ে খুশি হয়েছি ।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা উৎসাহ দেওয়ার জন্য।
শুভকামনা ।

২১| ৩১ শে মে, ২০১৬ রাত ১১:২২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।

০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫৫

নীলপরি বলেছেন: আবারো ধন্যবাদ ।

২২| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:১০

এইচ এম শরীফ উল্লাহ বলেছেন: কহিলে তুমি ললিত কণ্ঠে-
আসনা কেন আর.....
যাহাকে তুমি প্রত্যাশিতে
হেরিতে বারবার.....
----শুভেচ্ছা জানবেন

০৫ ই জুন, ২০১৬ রাত ১০:৫৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম।
কবিতা পাঠের জন্য অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
আপনাকেও শুভেচ্ছা ও শুভকামনা ।

২৩| ০৬ ই জুন, ২০১৬ রাত ১২:৪০

ডঃ এম এ আলী বলেছেন: প্রতি উত্তরের উত্তর খুবই ভাল লাগল ।

২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:০৬

নীলপরি বলেছেন: আবারো ধন্যবাদ ।:)

২৪| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৩১

এহসান সাবির বলেছেন: কবিতা হয়েছে কিনা কবির জানবার দরকার নাই।

পাঠকের বাহবাই বলে দিচ্ছে এটা কি হয়েছে।

প্লাস।
শুভ কামনা।

২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:১৯

নীলপরি বলেছেন: মনে রাখবো আপনার এই কথাটা । :)

প্লাস পেয়েও ভীষন খুশি হলাম ।

কবিতা পাঠের জন্য অনেক অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
আপনাকেও শুভকামনা ।

২৫| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:২৩

ইকরাম উল হক বলেছেন: আবার জিগায় !!

হানড্রেডে হান্ড্রেড

২৬| ১১ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪০

দিশেহারা রাজপুত্র বলেছেন: কিছু উত্তর আশা করছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.