নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আত্মার জাগরণ

৩১ শে মে, ২০১৬ রাত ৯:১৯



সায়াহ্নে মঠে ফেরেন নবীন শ্রমন
মঠে ধ্বণিত হচ্ছে প্রার্থণার সুর
কেনো আজ মন গিয়েছিল বহুদূর ?
স্মৃতিরা কেনো করতে এসেছিল ভ্রমন ?

তাঁর সামনে এখন মায়ার আয়না
ক্ষমা ,ঘৃণা বা ত্যাগকে করেছিলেন যতন
মন্ত্রধণীতে সবই লাগছে ধূলোর মতন !
না , মন আর কোনোদিকে যায়না ।

জেনেছেন শোক হল মূঢ়ের আবরণ
জন্ম , সেও তো পূর্বে নির্ধারিত
মৃত্যুই হল সত্য যা অবধারিত ।
মনের মধ্যে হল আত্মার জাগরণ ।

মন্তব্য ৩৬ টি রেটিং +১১/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:৩৮

গেম চেঞ্জার বলেছেন: কঠিন কবিতা!! বুঝা অসম্ভব, এই অধমের কাছে।

০১ লা জুন, ২০১৬ সকাল ৭:৫০

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো । কিন্তু এটা কঠিন কবিতা লেগেছে ? এ কি কথা শুনলাম আপনার কাছে ? আমি তো কঠিন বাংলা জানি না ! তো লিখব কি করে ? আমি যে বঙ্কীম রচনাবলী খুলে দেখারও সাহস পাইনি ! :(

পাঠ ও মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।:)

২| ৩১ শে মে, ২০১৬ রাত ৯:৩৯

বিদ্রোহী ভৃগু বলেছেন:

আত্মার জাগরন..
আজ বড় বেশি প্রয়োজন
পঞ্চভুতের দখলি রাজত্বে
মুক্তির পথ একটাই-আত্মার জাগরণ।

++++++++++++++

০১ লা জুন, ২০১৬ সকাল ৭:৫৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা খুব সুন্দর লাগলো । প্লাস পেয়ে খুশি হলাম । অনুপ্রেরণা পেলাম ।
অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩| ৩১ শে মে, ২০১৬ রাত ১০:০২

সুমন কর বলেছেন: মনের মধ্যে হল আত্মার জাগরণ। -- পুরোটাই সুন্দর হয়েছে।
+।

০১ লা জুন, ২০১৬ সকাল ৮:০১

নীলপরি বলেছেন: এইবার আপনার কবিতা সুন্দর লাগায় উৎসাহ পেলাম । আর প্লাস পেয়ে খুশি হলাম ।
অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৪| ৩১ শে মে, ২০১৬ রাত ১১:৫৭

বিজন রয় বলেছেন: একবারে আধ্যাতিক।

++++

০১ লা জুন, ২০১৬ সকাল ৮:০৩

নীলপরি বলেছেন: আধ্যাত্মিক হয়েছে বলছেন ? কথাটা শুনে ভালো লাগলো ।
প্লাসের জন্য অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৫| ০১ লা জুন, ২০১৬ রাত ১২:২৭

পবন সরকার বলেছেন: চমৎকার কবিতা। ভালো লাগল।

০১ লা জুন, ২০১৬ সকাল ৮:১৩

নীলপরি বলেছেন: আপনার কবিতা চমৎকার লাগায় খুশি হলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৬| ০১ লা জুন, ২০১৬ রাত ১২:৫১

মিজানুর রহমান মিরান বলেছেন: শেষ লাইন টুকুই আবার মৃত্যুর কথা মনে করিয়ে দিলো! কঠিন লিখেছেন। প্লাস হবে..

০১ লা জুন, ২০১৬ সকাল ৮:১৭

নীলপরি বলেছেন: মৃত্যুই হল সত্য যা অবধারিত ।


আপনার মন্তব্যে অনুপ্রেরণা পেলাম । আর প্লাস পেয়ে খুশি হয়েছি । :)
অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৭| ০১ লা জুন, ২০১৬ সকাল ৮:৪৬

শামছুল ইসলাম বলেছেন: সুন্দর কবিতা।

অবধারিত সত্যটা মনে করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদঃ

//জেনেছেন শোক হল মূঢ়ের আবরণ
জন্ম , সেও তো পূর্বে নির্ধারিত
মৃত্যুই হল সত্য যা অবধারিত ।
মনের মধ্যে হল আত্মার জাগরণ ।//


ভাল থাকুন। সবসময়।

০১ লা জুন, ২০১৬ সকাল ৮:৫৫

নীলপরি বলেছেন: আপনার কবিতা সুন্দর লাগায় আমারও খুব ভালো লাগলো । উৎসাহ পেলাম ।
অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
আপনিও ভালো থাকুন। সবসময়।

৮| ০১ লা জুন, ২০১৬ সকাল ৯:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: অাধ্যাতিক ভাবনা বটে! ভালো হয়েছে । নীলপরি, ছন্দের প্রণালিটা দৃষ্টি অাকর্ষণ করেছে! সনেট লিখতে চেষ্টা করতে পারেন ।

০১ লা জুন, ২০১৬ দুপুর ১:১৬

নীলপরি বলেছেন: আপনাদের কবিতাটা আধ্যাত্মিক লাগছে আমারও ভালো লাগছে । লেখার সময় সেরকম একটু ভাবনা তো ছিলো !
সনেট লেখার কথা কোনোদিন ভাবিনি । আমার দ্বারা মনে হয় না হবে ! তবু যে আপনি বললেন তার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
ভালো থাকুন।

৯| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:১০

কল্লোল পথিক বলেছেন:



দারুন ছন্দময়!
ভীষণ ভালো লেগেছে।
কবিতায়++++++++++

০২ রা জুন, ২০১৬ রাত ১০:১৮

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লাগায় আমারও খুব ভালো লাগলো । উৎসাহ পেলাম ।
অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

১০| ০১ লা জুন, ২০১৬ বিকাল ৪:৩২

প্রামানিক বলেছেন: কবিতা ভালো লাগল। ধন্যবাদ

০২ রা জুন, ২০১৬ রাত ১০:২০

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লাগায় আমারও খুব ভালো লাগলো । উৎসাহ পেলাম ।
অনেক অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

১১| ০১ লা জুন, ২০১৬ রাত ১০:৫০

গেম চেঞ্জার বলেছেন: কবিতা দুর্বোধ্য হওয়ার জন্য শব্দই দায়ি নয়। সহজ শব্দের বাক্যও হয়ে যায় কঠিন বোধগম্য যদি রুপকের আশ্রয় নেয়া হয়। :)

এই কবিতায় আধ্যাত্মিকতার ছোঁয়া পেলাম মনে হয়।

০২ রা জুন, ২০১৬ রাত ১০:২৬

নীলপরি বলেছেন: আপনাদের কাছ থেকে এরকম মন্তব্য পেয়ে আমি এবার সত্যিই আকাশে উড়ছি । কিন্তু ভয়ও করছে ! পড়ে না যাই !

হুম কবিতাটা লেখার সময় মনটা একটু অন্যরকম ছিল ।

আবারো অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়। :)

১২| ০২ রা জুন, ২০১৬ সকাল ৭:২০

মোঃ মঈনুদ্দিন বলেছেন: অসাধারণ! অনবদ্য কবিতা! ভাষায়, বিষয়ে, সুরে, ছন্দে, সমাপ্তিতে! এতো সংক্ষেপে আপনি সবটুকুই বলে ফেললেন। খুব খুব ভালো লাগল।
আপনি আমার লেখায় মন্তব্য না করলে হয়তো হাজার হাজার ব্লগারদের ভিতর আপনাকে খুঁজেই পেতামনা। ধন্যবাদ আপনার চমৎকার কবিতার জন্য।

**জেনেছেন শোক হল মূঢ়ের আবরণ
জন্ম , সেও তো পূর্বে নির্ধারিত
মৃত্যুই হল সত্য যা অবধারিত ।
মনের মধ্যে হল আত্মার জাগরণ ।**
এই লাইনগুলো দারুণ লেগেছে।।

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

নীলপরি বলেছেন: জানিনা কি লিখেছি ! আপনি এতো সুন্দরকে ব্যাখ্যা করে আমার লেখাকে যে সম্মান দিলেন তার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

১৩| ০৩ রা জুন, ২০১৬ ভোর ৪:১২

মহা সমন্বয় বলেছেন: কেনো আজ মন গিয়েছিল বহুদূর ?
স্মৃতিরা কেনো করতে এসেছিল ভ্রমন ?


এর উত্তর হচ্ছে এই ছবিটি। :-P

০৩ রা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৮

নীলপরি বলেছেন: উত্তর পেয়ে ভালো লাগলো । কিন্তু কবিতা আপনার কেমন লাগলো বললেন না তো ?

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়। :)

১৪| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৪৩

কালনী নদী বলেছেন: কত সহযেই না কঠিন কথাটা কবিতায় ফুঠিয়ে তুললেন, মনের মধ্যে হল আত্মার জাগরণ
অসাধারণ হয়েছে।

০৫ ই জুন, ২০১৬ সকাল ৯:০০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে খুব অনুপ্রানিত বোধ করছি ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

১৫| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর

০৫ ই জুন, ২০১৬ সকাল ৯:০১

নীলপরি বলেছেন: মন্তব্যে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৬| ০৫ ই জুন, ২০১৬ রাত ১১:০৩

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



অতি সত্য উৎঘাটন শ্রমনের,
মৃত্যুই হল সব জীবনের
শেষপ্রহরের খেলা ।

ক্ষমা ,ঘৃণা ত্যাগী যে জন
করে আত্মার জাগরণ,
সে তো বিধাতারই লীলা ।

০৫ ই জুন, ২০১৬ রাত ১১:১১

নীলপরি বলেছেন: কাব্যিক মন্তব্য পড়তে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকুন। সবসময়।

১৭| ২৩ শে জুন, ২০১৬ রাত ৯:৩৪

দীপংকর চন্দ বলেছেন: চিরন্তন সত্যের মুখোমুখি দাঁড়াতে অপ্রস্তুত লাগে আসলে!!!

অনেক শুভকামনা কবি।

অনেক ভালো থাকবেন। সবসময়।

২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:২৪

নীলপরি বলেছেন: হুম । সহমত আপনার সাথে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
আপনিও ভালো থাকুন। সবসময়। :)

১৮| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪২

এহসান সাবির বলেছেন: প্রার্থনা কবিতা এটা?


শুভেচ্ছা।

২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৩৪

নীলপরি বলেছেন: আসলে কবিতাটা লেখার সময় পাহাড়ি মনাস্ট্রির কথা মনে হচ্ছিল । মাঝে মাঝে মনটা অন্যরকম হয়ে যায় । কি জানি ঠিক কি রকম ! :)

আবারো অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।
আপনাকেও অনেক শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.