নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কিছু মানিক্য খুঁজে পেলাম । আপনাদের সাথে শেয়ার করলাম । সময় পেলে দেখবেন ।

০৩ রা জুন, ২০১৬ রাত ৮:৪৮



কোনো মানুষের নামের অর্থ যে তার কাজের সাথেও মিলে যাবে তা নাও হতে পারে । কিন্তু আজ যাঁর কথা বলছি , তিনি মানিক অর্থাৎ সত্যজিৎ রায় , তাঁর নাম আক্ষরিক অর্থেই সার্থক । তাঁর মণিমানিক্যে ভরা কর্ম জীবনের কিছু চিত্র আমি সংগ্রহ করেছি । সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি ।



সত্যজিৎ রায়ের বাবা ও মা - সুকুমার রায় ও সুপ্রভা দেবী ।



রবি ও মানিক



বিশ্বভারতীতে ( শান্তিনিকেতন ) পড়ার সময় । ছবিটা দেখে আমার মনে হয়েছে আন্তর্জাতিক বাঙালী । চাইলে হয়ত হলিউডে হিরো হিসাবে জয়েন করতে পারতেন । তাহলে হয়ত ইতিহাসটা অন্যরাকম হত !



তাঁর আঁকা পথের পাঁচালীর স্কেচ ।



পথের পাঁচালী ছবিতে ট্রেন দেখার দৃশ্য ।



অপরাজিত ছবির দৃশ্য ।
ছবিটি বানিজ্যিক সাফল্য পায়নি ।



জলসাঘর ছবির দৃশ্য ।


এই ছবি নিয়ে একটা মজার গল্প আছে ।এই ছবি তৈরীর ইচ্ছাপ্রকাশ করতে সত্যজিৎ গিয়েছিলেন তারাশঙ্করের বাড়ী ।শুনে লেখক অনুমতিও দিলেন । কিন্তু তখনও সত্যজিৎ স্ক্রিপ্ট লেখায় হাত পাকাননি । তাই তিনি তারাশঙ্করকেই স্ক্রিপ্ট লিখতে বললেন । কিন্তু স্ক্রিপ্ট যখন হাতে পেলেন তখন দেখলেন যে কাহিনী পুরো বদলে গেছে । সেইসময় নাকি সত্যজিৎ লেখককে বলেছিলেন ' এই গল্পটাও আপনি ভালো লিখেছেন , তবে আমি জলসাঘর নিয়েই ছবি বানাবো ঠিক করেছি । ' তখন তারাশঙ্কর সত্যজিৎ রায়কেই স্ক্রিপ্ট লিখতে বললেন । শুরু হোলো তাঁর স্ক্রিপ্ট লেখা । আর এই ছবিটা লাভের মুখ না দেখলেও লোকসানও হয়নি । আর স্বয়ং তারাশঙ্করের খুব পছন্দ হয়েছিল ।




পন্ডিত রবি শঙ্করের সাথে সত্যজিৎ রায়




অভিযান ছবি । নিমাই ঘোষের তোলা স্টিল ।




শর্মিলা ঠাকুর অপুর সংসার ছবিতে নিমাই ঘোষের তোলা স্টিল ।




সুর তৈরীতে ব্যস্ত শিল্পী ।


ছবির সেটে



চারুলতা ছবি



সত্যজিৎ রায়ের আঁকা রবীন্দ্রনাথের স্কেচ




নায়ক ছবিতে নিমাই ঘোষের তোলা স্টিল ।




সতরঞ্জ কি খিলাড়ী ছবিতে শাবানা আজমি । নিমাই ঘোষের তোলা স্টিল ।





সতরঞ্জ কি খিলাড়ী ছবির সেটে সত্যজিৎ রায় অভিনেতাকে দৃশ্য বোঝাচ্ছেন । নিমাই ঘোষের তোলা স্টিল ।


হীরক রাজার দেশে ছবিতে নিমাই ঘোষের তোলা স্টিল ।






অশনি সংকেত ছবিতে ছবির সেটে সত্যজিৎ রায় অভিনেত্রীকে ( ববিতা ) দৃশ্য বোঝাচ্ছেন । নিমাই ঘোষের তোলা স্টিল ।



অশনি সংকেত ছবির সেটে সত্যজিৎ রায় অভিনেতাকে ( সৌমিত্র ) দৃশ্য বোঝাচ্ছেন । নিমাই ঘোষের তোলা স্টিল ।



সত্যজিৎ ও সুচিত্রা



কিশোর কুমার , অমিত কুমার ও সত্যজিৎ




রাজ কাপুরের সাথে সত্যজিৎ




স্ত্রী ( বিজয়া ) ও পুত্রের ( সন্দীপ ) সাথে সত্যজিৎ রায় ।


তাঁর জীবনের জীবনের প্রতিটি মুহূর্তই তো স্মরণীয় । তবু তাঁর জীবনের জীবনের অন্যতম স্মরণীয় মুহূর্ত অস্কার গ্রহনের চিত্রটি দিয়ে আপাতত এই লেখা শেষ করছি ।

মন্তব্য ৮৮ টি রেটিং +২২/-০

মন্তব্য (৮৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:০৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনকে দেখার অনুভবের আর প্রকাশে গভির দৃষ্টিটি ছিল আপনজনের মতো।

তাইতো সবাই যারযার অবস্থাে থেকেও আপনা ভেবে নিতে স্বচ্ছন্দ বোধ করেন।

সত্যিই দারুন মানিক সংগ্রহ করে শেয়ার করছেন। ধন্যবাদ।

০৩ রা জুন, ২০১৬ রাত ১০:০৩

নীলপরি বলেছেন: প্রথমে আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।
একটু আগে আমার এই পোষ্টটা সকল পোষ্ট অংশে দেখা যাচ্ছিল না । তারপর সাহসী সন্তান যেভাবে বললেন সেভাবে রিপোষ্ট করে এখন দেখা যাচ্ছে । তাই ধন্যবাদ ওনারই প্রাপ্য । প্রথম উত্তরেই এটা জানিয়ে দিলাম ।

আর আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:০৬

ঈশান আহম্মেদ বলেছেন: বাহ! অনেক ছবি সংযুক্ত করেছেন তো। অনেক কিছু দেখতে পারলাম। ভাল্লাগছে। :)

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:৫৫

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:০৯

সাহসী সন্তান বলেছেন: এইতো এবার ঠিক-ঠাক মত হইছে! আপু, পোস্ট ড্রাফটে সেভ করে রেখে সেটা তৎক্ষনাত পোস্ট না করলে তখন সেটা ব্যাক ডেটে দেখায়! তবে নতুন ভাবে আবারও পোস্ট করার জন্য ধন্যবাদ! ছবি গুলো আসলেই খুব সুন্দর!

রবীন্দ্রনাথের সাথে পিচ্চি মানিক যে সত্যজিৎ রায় সেইটা জানতাম না! হায়রে কপাল, জীবনে যে কত কিছুই জানি না। সত্যজিৎ রায় আমার সব থেকে প্রিয় লেখক, অথচ তাকেই চিনি না! এর থেকে হতভাগ্য জীবন আর কারো আছে বলে মনে হয় না! :(

যাহোক, চমৎকার ছবি ব্লগে অনেক অনেক ভাল লাগা! শুভ কামনা জানবেন!

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:০৬

নীলপরি বলেছেন: আমিও অনেক কিছুই জানতম না বা জানিনা যা সামুতে এসে জেনেছি বা জানছি । তার জন্য ধন্যবাদ সামুকে আর আপনাদের । যেমন এই পোষ্টের ব্যাপারটাই ধরুন । এটা শিখলাম আপনার কাছে । অনেক কাজে লাগবে । আবারো অনেক ধন্যবাদ । :)

আপনার ভালো লেগেছে জেনে আমিও খুশি হলাম ।

কৃতজ্ঞতা জানবেন ।

আপনাকেও শুভকামনা ।

৪| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:১৬

পেতনীর ভূত বলেছেন: ধন্যবাদ

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:০৯

নীলপরি বলেছেন: ব্লগ দেখে মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৫| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:২৩

ডঃ এম এ আলী বলেছেন: সত্যজিৎ রায়ের এই দুর্লভ ছবি অসাধারণ সংগ্রহ । চমৎকার ছবি ব্লগে অনেক অনেক ভাল লাগার ছুয়া পেলাম। সরাসরি প্রিয়তে নিলাম।
শুভেচ্ছা রইল ।

০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:১৭

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামনা ও শুভেচ্ছা । :)

৬| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:২৩

পুলহ বলেছেন: ১। সুকুমার রায়কে কিছুটা সত্যেন বোসের মত লাগছে যেনো দেখে....
২। ববিতাকে দেখে তো মনে হচ্ছে উনি এখনো চলচ্চিত্রের ক্যারেকটারের মধ্যেই আছেন!
৩। তারাশংকরের সাথে ঘটনাটাও যথেষ্ট ইন্টারেস্টিং
৪। শাবানা আজমির পার্টটা সেইরকম হয়েছে।

সব মিলে আপনার সংগৃহীত মনি-মানিক্য দেখে ভালো লাগলো। চমতকার কালেকশন
ভালো থাকবেন।

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:৫৩

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।সাথে ব্যাখ্যাটাও ভালো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৭| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:২৭

রুদ্র জাহেদ বলেছেন: অসাধারন ছবি ব্লগ।বিখ্যাত এবং প্রিয় মানুষদের দুর্লভ কিছু ছবি সাথে সুন্দর লিখনিতে তথ্য সংযুক্তিকরণ। অনেক অনেক ভালো লাগল

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:৫৫

নীলপরি বলেছেন: আপনার অসাধারন লাগায় খুশি হলাম । :)

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৮| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৪০

কালনী নদী বলেছেন: সম্পূর্ন লিখাতেই যেন ছবির সাথে হিরে মাণিক ঝড়ছে বোন!!!
অন্যভাবে সত্যজিৎ রায়-কে আমাদের কাছে উপস্থাপণ করলেন।
অসংখ্য ভালোলাগা জানবেন।

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:৫৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৯| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৪৮

প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ

০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:৫৯

নীলপরি বলেছেন: আর পোষ্টটা দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১০| ০৩ রা জুন, ২০১৬ রাত ৯:৫৬

সোজোন বাদিয়া বলেছেন: সুন্দর এতগুলো ছবির জন্য অনেক অনেক ধন্যবাদ।
আচ্ছা একটি বিষয় কি ভাবেন কখনও? এমন মানুষগুলো এই মাটিতে জন্ম নেবার পরেও আমাদের দেশের অবস্থাটা আজ এমন হলো কেমন করে?

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: আপনার প্রশ্নের উত্তরে একটা উদাহরন দেই । একবার সে সময়ের প্রখ্যাত অভিনেত্রী নার্গিস বলেছিলেন ‘ওঁর ছবিতে দারিদ্র দেখিয়ে সত্যজিৎ বিদেশের পুরস্কার তুলে নিচ্ছেন।’’

তার জবাবে সত্যজিৎ বেশ বিনম্রভাবেই জানিয়েছিলেন, ‘‘ ম্যাডাম , কই আমার তো গোটা তিন-চার ছবিতে দারিদ্র আছে। বাকি কাজে তো নেই।’’

এতে সত্যজিৎ-ভক্ত বাঙালি বুদ্ধিজীবীরা বেশ দুঃখ পেয়েছিলেন। বলা শুরু করলেন, ‘‘মানিকবাবু আবার এত নরম হতে গেলেন কেন? ওঁর বলা উচিত ছিল, বেশ করেছি। তিনটে কেন, তিরিশটা ছবি করব দারিদ্র নিয়ে। ছবি ভাল হল কি না সেটাই দেখুন।’ তবে এ তরজা আর দূর গড়ায়নি। এর অল্প ক’দিন পর ক্যানসারে অসুস্থ হয়ে পড়লেন নার্গিস। ওঁর মৃত্যুতে ওঁর প্রতি অতি উচ্চ সমাদর জানিয়ে বিবৃতি দিয়েছিলেন সত্যজিৎ রায়।
ভাবুন আজকের সময়ের দুই শিল্পীর মধ্যে এইরকম কিছু ঘটলে ব্যাপারটা কোন পর্যায় যেত । হয়ত আমাদের সার্বিক মান একটু নেমে গেছে ।
সুব্রত দত্তও তাঁর মন্তব্যে আপনার প্রশ্নের উত্তর দিয়েছেন ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১১| ০৩ রা জুন, ২০১৬ রাত ১০:৫৭

শায়মা বলেছেন: অনেক অনেক ভালো লেগেছে আপুনি!!!!!!!!


০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:৪৬

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

কষ্ট করে আবার আসার জন্য অনেক ধন্যবাদ শায়মাদি । জানিয়ে রাখি , অপ্সরাদির সাথেও পরিচয় হয়েছে ।

শুভকামনা । :)

১২| ০৩ রা জুন, ২০১৬ রাত ১০:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: বেশিরভাগ ছবিই অদেখা! নীলপরিকে ধন্যবাদ দেখার সুযোগ করে দেওয়ায়! প্রিয়তে নিলাম!

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:৪৮

নীলপরি বলেছেন: আর পোষ্টটা দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৩| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:০৭

সুব্রত দত্ত বলেছেন: ৥সাহসী সন্তান,
“সত্যজিৎ রায় আমার সব থেকে প্রিয় লেখক, অথচ তাকেই চিনি না! এর থেকে হতভাগ্য জীবন আর কারো আছে বলে মনে হয় না! :(”- এভাবে ভাববেন না, জীবনের শেষ দিন পর্যন্ত জানতে থাকলেও মহাবিশ্বের বিস্ময়ের সামান্যই জানা যাবে। আফসোস করার কিছু নেই। তবে জানার আগ্রহ এবং চেষ্টাটা প্রয়োজন।

৥সোজোন বাদিয়া,
“আচ্ছা একটি বিষয় কি ভাবেন কখনও? এমন মানুষগুলো এই মাটিতে জন্ম নেবার পরেও আমাদের দেশের অবস্থাটা আজ এমন হলো কেমন করে? ”- মহামানবরা যখন পৃথিবীতে এসেছিলেন, আসেন তখনও অনেক খারাপ লোক পৃথিবীতে রাজত্ব করতে থাকে। রবীন্দ্রনাথের ‘শেষের কবিতা’র একটি জায়গায় বলা আছে, ভালো যত কম হয় ততই ভালো। ভালো যদি বেশি বেশি হত তবে, তা নিজের আধিক্যে মাঝারি হয়ে যেত। আমি আপনার কথা খণ্ড করতে চাইছি না। অবশ্যই বিষয়টা ভাবার মতো। কিন্তু আদৌ কি কোন সমাধান আছে?

৥নীলপরি
সর্বাপরি, আপনাকে আরেকবার ধন্যবাদ এমন একটি চমৎকার পোস্ট দেয়ার জন্য। এই ধরনের সংগ্রহগুলো সকলের জন্যই ভালো। আশা করি, আরও অনেক মাণিক-রত্নের সংগ্রহে ভরে উঠবে আপনার ব্লগ।


০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:৫১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটা পড়ে খুব ভালো লাগলো ।

কষ্ট করে আবার আসার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:২১

হাসান মাহবুব বলেছেন: দারুণ সংগ্রহ +++++

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:৫৩

নীলপরি বলেছেন: পোষ্টটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৫| ০৩ রা জুন, ২০১৬ রাত ১১:২৮

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ভালো পোস্ট। দেখতে এবং অল্প বর্ননা পড়তে ভালোলাগছিলো। :)

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:৫৪

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

১৬| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:১৮

সুমন কর বলেছেন: আসলেই মানিক !!! +।

চমৎকার হয়েছে।

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:৫৬

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

১৭| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৪৯

মুসাফির নামা বলেছেন: সত্যজিতের মানিক সংগ্রহ,দারুণ ।

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১০:৫৮

নীলপরি বলেছেন: আপনার দারুণ লাগায় খুশি হলাম । :)

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৮| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১২:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: বংশের সুযোগ্য সন্তান।। এখন যা দূর্লভ ( প্রতিভাতে)।।

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:০০

নীলপরি বলেছেন: হুম , সহমত আপনার সাথে ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৯| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১:৫৪

আমিই মিসির আলী বলেছেন: বাহ্!
খুবই ভালো লাগলো সত্যজিৎ বাবুর ছবিমালা দেখিয়া

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:০২

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

২০| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:১৫

মিজানুর রহমান মিরান বলেছেন: খুবই ভালো লেগেছে ছবিগুলো। এত দুর্লভ ছবিগুলোর জন্য ধন্যবাদ পরী।

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:০৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২১| ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১১:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর পোস্ট আপি

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:১০

নীলপরি বলেছেন: পোষ্টটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা দিদি ।

শুভকামনা ।

২২| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:০৯

মনিরা সুলতানা বলেছেন: দারুন সংগ্রহ পরি অনেক অনেক ধন্যবাদ :)

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:১৫

নীলপরি বলেছেন: আপনার উপস্থিতি খুব ভালো লাগলো । সেই সাথে পোষ্ট আপনার দারুন লাগায় খুব খুশি হলাম ।

আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

২৩| ০৪ ঠা জুন, ২০১৬ দুপুর ২:৪০

বিজন রয় বলেছেন: করেছেন কি, পুরো সত্যজিত তুলে এনেছেন।
বাংলার অলঙ্কার।

ধন্যবাদ নতুন করার শেয়ার করার জন্য।

০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:১৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৪| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৩:৩২

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
চমৎকার সংগ্রহ।++++

০৫ ই জুন, ২০১৬ সকাল ৮:৩৯

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

২৫| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:০৮

বিদ্রোহী সিপাহী বলেছেন: ছবিতেই যেন তুলে আনলেন প্রিয় মানুষটির সার সংক্ষেপ...
ভাল লাগা রইল ভাই+++

০৫ ই জুন, ২০১৬ সকাল ৮:৪০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৬| ০৪ ঠা জুন, ২০১৬ বিকাল ৫:৪৫

কল্লোল পথিক বলেছেন:



অসাধারন পোস্ট।
শেয়ার করার জন্য ধন্যবাদ।

০৫ ই জুন, ২০১৬ সকাল ৮:৪২

নীলপরি বলেছেন: আর পোষ্টটা দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৭| ০৪ ঠা জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

বিজন রয় বলেছেন: ‘বহু দিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দু পা ফেলিয়া
একটা ধানের শীষের উপরে
একটি শিশির বিন্দু।’

এই কবিতাটি কবিগুরু সত্যজিত রায়কে লিখেদিয়েছিলেন সত্যজিতের খাতায়, যেদিন সুকুমার রায় প্রথমদিন তাকে কবিগুরুর কাছে নিয়ে গিয়েছিলেন। সম্ভবত এখানে ২য় ছবিটি।

০৫ ই জুন, ২০১৬ সকাল ৮:৪৬

নীলপরি বলেছেন: হুম । সত্যজিতৎ রায় অটোগ্রাফ নেওয়ার জন্য রবীন্দ্রনাথকে তাঁর খাতাটা দিয়েছিলেন । খাতাটা হাতে পেয়ে দেখেছিলেন যে অটোগ্রাফের সাথে কবি এই কবিতাটাও লিখে দিয়েছেন ।

২৮| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ৯:২৬

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: রায়-দের বাহাদুরীর শেষ নেই। সব কাজেই বাহার তুলেছেন, বাহাদুরী করেছেন। তাদের কাজের জন্য আমরা তাদের জন্য সরব।

০৫ ই জুন, ২০১৬ সকাল ৮:৪৮

নীলপরি বলেছেন: সহমত । :)

পোষ্টটা দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৯| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ৯:৪৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: শেয়ার করার জন্য আন্তরিক ধন্যবাদ, প্রিয়তে নিয়ে গেলাম

০৫ ই জুন, ২০১৬ সকাল ৮:৫০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে খুশি হলাম ।

আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩০| ০৪ ঠা জুন, ২০১৬ রাত ১১:৪০

গেম চেঞ্জার বলেছেন: একজন ক্রিয়েটিভ মানুষকে স্মরণ করিয়ে দেবার জন্য কৃতজ্ঞতা রইলো।

০৫ ই জুন, ২০১৬ সকাল ৮:৫২

নীলপরি বলেছেন: আর পোষ্টটা দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩১| ০৫ ই জুন, ২০১৬ রাত ১২:০৭

মিঃ অলিম্পিক বলেছেন: কিচ্চু জানলাম নাইচুন....

০৫ ই জুন, ২০১৬ সকাল ৮:৫৩

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৩২| ০৫ ই জুন, ২০১৬ রাত ১২:২৯

কবি হাফেজ আহমেদ বলেছেন: দারুন প্রকাশ। এগিয়ে যান প্রিয় কবি। শুভ কামনা।

০৫ ই জুন, ২০১৬ সকাল ৮:৫৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামনা ।

৩৩| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:২০

জেন রসি বলেছেন: রবি ঠাকুরের সাথে সত্যজিৎ রায়ের ছবিটা দেখে শিহরিত হলাম!

চমৎকার আয়োজন আপু। প্রিয়তে নিলাম। :)

০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৮

নীলপরি বলেছেন: আমারও একই অবস্থা হয়েছিলো । :)

পোষ্টটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩৪| ০৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৫

রিকি বলেছেন: অনেকগুলো ছবি অদেখা ছিল... চমৎকার এই শেয়ারের জন্য অনেক ধন্যবাদ আপু :) :)

০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪০

নীলপরি বলেছেন: পোষ্টটা দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩৫| ০৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৩

রিকি বলেছেন: চারজন পরিচালকের আড্ডা--- ব্রিটিশ জন বুরম্যান, আমেরিকান বিলি ওয়াইল্ডার, ইটালিয়ান মাইকেলআঞ্জেলো অ্যান্টোনিওনি এবং ইন্ডিয়ান সত্যজিত রায় ৩৫ তম কান চলচ্চিত্র উৎসবে, ১৯৮২ সালে



ঘরে বাইরের সেটে সৌমিত্র চট্টপাধ্যায়ের সাথে



তাজমহলের সামনে---বাম থেকে মাইকেলঅ্যাঞ্জেলো মাইকেলআঞ্জেলো অ্যান্টোনিওনি, আকিরা কুরোসাওয়া এবং সত্যজিত রায় (১৯৭৭)



সত্যজিত রায় এবং স্ত্রী বিজয় রায়--- লিজিয়ন ডি অনার পাবার পরে



অশনি সংকেতের শ্যুটিং এ নায়ক সৌমিত্রের সাথে-



সত্যজিত রায় তার স্টুডিওতে--



শতরঞ্জ কে খিলাড়ির সেটে আমজাদ খানের সাথে--



সত্যজিত রায়, দিলিপ কুমার, তপন সিনহা



জনঅরণ্যের সেটে সত্যজিত রায় এবং উৎপল দত্ত



সোনার কেল্লার শ্যুটিং ক্রু--



মানিকদা তার এডিটিং রুমে



আপনার শেয়ার করা মানিক্যের সাথে আরও কিছু মানিক্য যোগ করলাম আপু :) :) :) :) :)

০৭ ই জুন, ২০১৬ রাত ১২:০৮

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৩৬| ০৮ ই জুন, ২০১৬ সকাল ১১:১৭

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: চমৎকার কিছু ছবি দেখলাম , রিকির সৌজন্যে আরও কিছু ! দুজনকেই ধন্যবাদ !!!

০৯ ই জুন, ২০১৬ সকাল ৭:২৯

নীলপরি বলেছেন: পোষ্টটা দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩৭| ০৯ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

শামসুজ্জামান জামান বলেছেন: দারুন লাগ‌লো ছ‌বিগু‌লো !

১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৮

নীলপরি বলেছেন: পোষ্টটা দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩৮| ১৬ ই জুন, ২০১৬ সকাল ১০:২৫

ওসেল মাহমুদ বলেছেন: ধন্যবাদ নীলপরী ! প্রিয়তে নিলাম ! রিকি কে ও ধন্যবাদ দিতে চাই !

১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৯

নীলপরি বলেছেন: পোষ্টটা দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩৯| ২৭ শে জুন, ২০১৬ বিকাল ৫:৫৪

এহসান সাবির বলেছেন: সেরা পোস্ট।

এক গুচ্ছ ভালো লাগা।

২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৪৭

নীলপরি বলেছেন: আমার প্রয়াসে আপনার এক গুচ্ছ ভালো লাগা পেয়ে আমি অভিভূত ।
সত্যজিৎ রায়ের একটা অডিও ছিল আমার কাছে । কিন্তু ওটা আপলোড করার কোনো অপশন পাইনি !

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৪০| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:৫৫

আর. এন. রাজু বলেছেন: ধন্যবাদ জানানোর জন্য।

২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৫১

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
ধন্যবাদ কি জন্য ?

পোষ্টটা দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

৪১| ২৯ শে জুন, ২০১৬ দুপুর ১:৫৮

আর. এন. রাজু বলেছেন: ধন্যবাদ এইজন্য, যে কষ্ট করে ছবিগুলো সংগ্রহ করে সাজিয়ে লিখে আমাদের উপস্থাপন করেছেন।

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৫

নীলপরি বলেছেন: আপনাকেও আবারো ধন্যবাদ আবার প্রশ্নের উত্তর দিতে আসার জন্য ।

৪২| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:০৮

আর. এন. রাজু বলেছেন: হুঁ! আমার নতুন লেখাটা পড়ার অনুরোধ রইলো।

২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৪

নীলপরি বলেছেন: হুম । অবশ্যই পড়বো ।

৪৩| ২৯ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৭

আর. এন. রাজু বলেছেন: ধন্যবাদ আপনাকে।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৭

নীলপরি বলেছেন: শুভকামনা ।

৪৪| ০৪ ঠা জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮

মাদিহা মৌ বলেছেন: অনেকগুলি দুর্লভ ছবি দেখে খুবই ভাল লাগছে। বিশেষ করে ববিতা ম্যামকে দেখে।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:৪৯

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.