নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

কি বার্তা পাঠাস সংকেতে ?

০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:০৭



তোকে দেখলেই দাদার চোখে
সন্দেহের ঢেউ !
আমার কেনো লাগে তোকে
চেনা কেউ !

তোর সাথে মিশে আছে
নিকোটিনের ঘ্রাণ
নির্বিকারে বলেছিলি ' রুক যা -
মেরী জান ।'

গীটার পিঠে দাঁড়িয়েছিলি ঠায়
আমার অপেক্ষাতে
বুঝেছিলাম বসন্ত এসেছিল সেদিন
আমারই পাড়াতে !

তোর গীটারে রবীন্দ্রসংগীত অপরূপ
সুর তোলে
তাই শুনে ফেরার পথ
মন ভোলে ।

গোলাপ দেও্য়ার আদিখ্যেতার ঐ
তোর হাপিত্যেশ
হঠাৎ করে দেখেছিলাম আমার
মনটা নিরুদ্দেশ ।

রাত জাগা চোখ ভোরের
গন্ধে ভাবে
আমার গল্প কোনদিকে যে
বয়ে যাবে !


সঘন মেঘ নিয়ে আসে
বৃষ্টির ধারাপাত
তোর আঘাতে ভুলে গেছি
করতে প্রত্যাঘাত ।

সদ্য আসা বৃষ্টির ছাঁট
আমার ওড়নাতে
মেঘ তুই কি বার্তা
পাঠাস সংকেতে ?

মন্তব্য ৬৯ টি রেটিং +১২/-০

মন্তব্য (৬৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৩

রায়হানুল এফ রাজ বলেছেন: অন্ত্যমিল অদ্ভুদ সুন্দর।

১০ ই জুন, ২০১৬ সকাল ৭:৪৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার সুন্দর লেগেছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৮

সুমন কর বলেছেন: পড়তে মজাই লাগল। +।

১০ ই জুন, ২০১৬ সকাল ১০:২২

নীলপরি বলেছেন: কবিতাটা একটু হাল্কাসুরেই লিখেছিলাম । তাই আপনার মজা লেগেছে জেনে ভালো লাগলো । তবে কবিতায় একটা করুন শেড ও আনার চেষ্টা করেছিলাম । বোধহয় ঠিকমত ফোটাতে পারিনি । যাইহোক প্লাস পেয়ে খুব আনন্দ পেলাম । :)

অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৯

সাহসী সন্তান বলেছেন: বাংলা হিন্দি মিলাইয়া ছন্দময় কবিতা বেশ ভালই লাগলো নীলপরি! মেঘের সংকেত বুঝতে গেলে বোধ হয় বাস্প হওয়া লাগে! না হলে তো মেঘের সংস্পর্শে আসা যায় না!

কবিতা খুব সুন্দর হয়েছে! তবে একটা লাইন পড়তে গিয়ে একটু খটকা লাগছে। 'বুঝছিলাম'টা যদি বুঝেছিলাম হতো তাহলেই বোধ হয় ভাল হতো!

কবিতায় ভাল লাগা রইলো! শুভ কামনা জানবেন!

১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৩

নীলপরি বলেছেন: একদম ঠিক বলেছেন । মেঘ দেখতে যতটা সহজ সরল আসলে ততটা নয় । কখন যে বৃষ্টি হয়ে নেমে আসবে , আর কখন যে হাওয়ার সাথে উড়ে যাবে বোঝা যায় না । খুবই জটিল ।

ওখানে বুঝেছিলামই হবে , টাইপিং মিসটেক হয়েছে । ভুল ধরিয়ে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ । ঠিক করে নিয়েছি । :)

আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

কবিতা পাঠ ও সুচিন্তিত মন্তব্যের জন্য আবারো অনেক অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

৪| ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৮

কল্লোল পথিক বলেছেন: তোকে দেখলেই দাদার চোখে
সন্দেহের ঢেউ !
আমার কেনো লাগে তোকে
চেনা কেউ !

বাহ!বাহ! বেশ হয়েছে।

১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪০

কাবিল বলেছেন: ভাল লাগা রইলো।

১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৪১

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে জেনে উৎসাহ পেলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫০

সোজোন বাদিয়া বলেছেন: খুউব ভাল লেগেছে, ভাব এবং ভাষা দুটোতেই। তবে, মাঝখানে হিন্দি বাক্যটা না থাকলেই বোধ হয় ভাল হতো। ভাল থাকুন সব সময়।

১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৬

নীলপরি বলেছেন: কবিতার হাল্কা মেজাজটা ধরে রাখতে চলতি হিন্দি বাক্যটা লিখেছি । :)

আপনার মন্তব্যে আপ্লুত হয়েছি ।

অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১:১৭

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার মনোমুগ্ধকর।

১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৪৭

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহ পেলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৮| ০৯ ই জুন, ২০১৬ দুপুর ১:১৮

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: খুব চমৎকার মনোমুগ্ধকর।

১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৫২

নীলপরি বলেছেন: :)
শুভকামনা ।

৯| ০৯ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৯

তানজীম সাদিদ বলেছেন: মনের দোলা লাগাটা অপরূপ..!

১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৫১

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার অপরূপ মন্তব্য পেয়ে আমার মন খুশি হয়েছে । উৎসাহ পেলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ০৯ ই জুন, ২০১৬ রাত ৮:২৬

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার!

১০ ই জুন, ২০১৬ সকাল ১০:৫৬

নীলপরি বলেছেন: আপনার চমৎকার মন্তব্যে অনুপ্রানিত হলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:২৪

কালনী নদী বলেছেন: সদ্য আসা বৃষ্টির ছাঁট
আমার ওড়নাতে
মেঘ তুই কি বার্তা
পাঠাস সংকেতে ?

হুমম পরি বোন- আপনার ভালোবাসা আসছে!!!
হুমমম

১০ ই জুন, ২০১৬ সকাল ১১:০০

নীলপরি বলেছেন: তোকে দেখলেই দাদার চোখে
সন্দেহের ঢেউ !


এটা ঠিকই লিখেছি বলুন ? :)

কবিতা পাঠ ও মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১২| ০৯ ই জুন, ২০১৬ রাত ৯:৪১

মিঃ অলিম্পিক বলেছেন: সুন্দর তবে গীটার আইলো কই থেইক্যা....

১০ ই জুন, ২০১৬ সকাল ১১:০১

নীলপরি বলেছেন: ইশ , গীটার আমাকেও ঠিকানা জানায়নি ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৩| ০৯ ই জুন, ২০১৬ রাত ১০:০৬

মহা সমন্বয় বলেছেন: কবিতার সাথে ম্যাচিং করে দারুণ একটা ছবিটা আপলোড করছেন :)
মেঘ বৃষ্টির মাধ্যমে গুরুত্বপূর্ণ একটা সংকেত পাঠাচ্ছে, এ সংকেত বুঝতে হলে আরও বেশি করে বৃষ্টিতে ভিজতে হবে। :D

১০ ই জুন, ২০১৬ সকাল ১১:০৬

নীলপরি বলেছেন: আপনি কবিতার সাথে ছবির ম্যাচিংটা নোটিশ করেছেন দেখে খুব খুশি হলাম ।

হুম আমারও তাই মনে হয় ।

কবিতা পাঠ ও মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ০৯ ই জুন, ২০১৬ রাত ১০:১২

শেয়াল বলেছেন: ব্যতিক্রমী

১০ ই জুন, ২০১৬ সকাল ১১:১০

নীলপরি বলেছেন: হুম একটু ব্যতিক্রমী লেখার চেষ্টা করেছি বোধহয় । :)

কবিতা পাঠ ও মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ০৯ ই জুন, ২০১৬ রাত ১০:১৬

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: ভালোই লাগলো।

১০ ই জুন, ২০১৬ সকাল ১১:১২

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৬| ০৯ ই জুন, ২০১৬ রাত ১১:০৬

কালনী নদী বলেছেন: ভালোবাসার কবিতা কিন্তু ছবিতে এত দু:খ কেন বোন???

১০ ই জুন, ২০১৬ সকাল ১১:২১

নীলপরি বলেছেন: সঘন মেঘ নিয়ে আসে
বৃষ্টির ধারাপাত
তোর আঘাতে ভুলে গেছি
করতে প্রত্যাঘাত ।


এই দু:খের শেডটাও বোঝাতে চেয়েছিলাম । বোধহয় কবিতায় ঠিকমত ফোটাতে পারিনি । এবারে ব্যাপারটা খেয়াল করবো । খেয়াল করার চেষ্টা করবো । :)

খুব ভালো লাগলো আপনার সুচিন্তিত মন্তব্য পেয়ে ।

আবারো অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৭| ১০ ই জুন, ২০১৬ রাত ১২:০১

সুব্রত দত্ত বলেছেন: ভালো হয়েছে। অন্ত্যমিলের মাধুর্য ভালো লাগল।

১০ ই জুন, ২০১৬ সকাল ১১:২৮

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রানিত হলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৮| ১০ ই জুন, ২০১৬ রাত ১:৩৮

মনিরা সুলতানা বলেছেন: সুন্দর লেখা পরি :)

১০ ই জুন, ২০১৬ সকাল ১১:৩১

নীলপরি বলেছেন: আপনাকে আমার কবিতা পড়তে দেখে খুব ভালো লাগলো । আর আপনার সুন্দর লেগেছে জেনে ভীষণ খুশি হলাম ।

অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ১০ ই জুন, ২০১৬ ভোর ৪:১১

ডঃ এম এ আলী বলেছেন: মনে হয় কালীদাসের মেঘদুত
এর কাছে জেনে নেয়া যায়
কি সংকেত সে
পাঠিয়েছে ।

"সদ্য আসা বৃষ্টির ছাঁট
আমার ওড়নাতে
মেঘ তুই কি বার্তা
পাঠাস সংকেত"

খুব দারুন হয়েছে কবিতাখানি ।

১০ ই জুন, ২০১৬ সকাল ১১:৪২

নীলপরি বলেছেন: আচ্ছা আপনার কি কালীদাসের মেঘদুতের সাথে পরিচয় আছে ? থাকলে আমার সাথে একটু পরিচয় করিয়ে দেবেন প্লিজ । মেঘের সংকেতটা জানতে হবে । :)

আপনার কবিতা দারুন লেগেছে জেনে খুশি হলাম ।

১০ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৩

নীলপরি বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ১০ ই জুন, ২০১৬ সকাল ৯:০৪

রুদ্র জাহেদ বলেছেন: অনেক সুন্দর কবিতা নীলপরি আপু

১০ ই জুন, ২০১৬ সকাল ১১:৪৯

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

কবিতা পাঠ ও মন্তব্য করে উৎসাহিত করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি ।

শুভকামনা ।

২১| ১০ ই জুন, ২০১৬ দুপুর ২:২৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
হাপিত্যেশের রোদ্দুর
মেঘ খুজি
খুঁজে পাই
তোর চোখের সমুদ্দুর।

দারুন কবিতা। লাস্টটা ছাপিয়ে গেছে প্রত্যাশার পাঁচিল।

১০ ই জুন, ২০১৬ রাত ১০:৫৯

নীলপরি বলেছেন: কে যেন একজন বলেছিল লেখা ভুলে গেছে । সেটা বেঠিক প্রমানিত হয়ে গেছে !

কবিতা কি হয়েছে জানি না । তবে আপনার মন্তব্য কবিতাকে উচ্চতা দিল । মন্তব্যে অনেক ভালোলাগা ।

শুভকামনা ।

২২| ১০ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৬

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ প্রতি উত্তরের জন্য ।মেঘদুত মহাকবি কালিদাসের বিখ্যাত কাব্য গ্রন্থ এবং সম্ভবত আপনার পঠিত । তবে যেহেতু জানতে চেয়েছেন সেহতু এই ক্ষদ্র জ্ঞানে এর পুর্রাগের উপর একটু ধারণা শেয়ার করলাম।

মেঘদুতের পুর্বরাগের মুল বিষয় নিম্মরূপ:

কোন এক যক্ষ অত্যধিক পত্নিপ্রেমবশত: নীজ কর্তব্য়কর্মে অবহেলা করায় তাকে তার প্রভু কুবের রাজধাণী অলকা হতে রামগিরি পর্বতে তরুছায়া নিরির আশ্রমে এক বছরের জন্য নির্বাসিত করেন। এই নির্বাসন যক্ষের পক্ষে প্রবল বিরহের কারণ হল । এ সময় তার সকল অলৌকিক ক্ষমতা লোপ করা ছিল । বনবাসকালে রামসীতা এই রামগিরি পর্বতেই কিছুদিন ছিলেন । এখান কার নদনদী সব পুণ্যসলিলা ।
একদিন আষাঢ়ের প্রথম দিনে যক্ষ দেখল এখখানি মেঘ পর্বতগাত্রে জড়িয়ে আছে মনে হল সে পর্বতের সাথে বপ্রক্রীড়ারত। যক্ষ কামনা উদ্দিপক মেঘের সামনে দাড়িয়ে ভাবতে লাগল তার প্রিয়ের কথা , তার ও অনেক কথা বলার আছে্ ।
যক্ষ মেঘের সাহায্যে তার কুশল বার্তা প্রেরণ করতে মনস্ত করল ।সে কল্পনায় মেঘকে অর্ঘ নিবেদন করল । যক্ষ বলল হে মেঘ পুস্কর অআবর্তক ভুবন বিখ্যাত বংশে তোমার জম্ম । তুমি দেবরাজ ইন্দ্রের অনুচর, তুমি ইচ্ছেমত রূপ ধারণ করে যেখানে খুশী সেখানে যেতে পার । বিধির বিধানে আমি প্রিয় বিচ্ছিন্ন, তোমার সাহায্য প্রার্থনা করছি ।তুমি আমার বারতা নিয়ে যাও প্রিয়ার কাছে । কোথায় কি ভাবে যেতে হবে তার বিস্তারিত বিবরণ দিল । তার প্রিয়তমাকে চিনার জন্য মেঘের কাছে নিম্মোক্ত বিবরণ দিল :

কৃশাঙ্গে যৌবন-শোভা
দন্তপাতি মনলোভা
পক্কবিম্ব ফল সম সুচারু অধর
ক্ষীনকটি সমায়ত-চকিত হরিণীমত
নয়ন, গভীর অতি নাভি-সরোবর
নিতম্ববের গুরুভারে
দ্রুত চলিতে না পারে
স্তন-ভারে তনু যেন ঈষৎ আনত।
নিরখিলে রূপ যার
আদ্য সৃস্টি বিধাতার
যুবতী-সমাজে,-হেন মনে লয় কত।

মহাকবি কালিদাস প্রণীত সংস্কৃতে প্রণীত এই কাব্যগ্রন্থে ১১১টি স্তবক আছে । এর বাংলা অনুবাদ রয়েছে । বুদ্ধদেব বসুর । অনুবাদটি সেরা । গ্রন্থটিতে ১৮ টি সুন্দর সুন্দর ছবি আছে দুটি নীচে দেয়া হল ।

১০ ই জুন, ২০১৬ রাত ১১:০৪

নীলপরি বলেছেন: হুম পড়েছি । তবে আপনি এখানে এতো সুন্দর করে বর্ণনা করেছেন যে মুগ্ধ হলাম ।

আবারো অনেক অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৩| ১০ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১২

মনিরা সুলতানা বলেছেন: বাহ... মন্তব্য প্রতিউত্তর দেখতে এসে ডক্টর ভাই এর মন্তব্য মেঘদূত জানলাম আবার, এমন এক কাব্য যত বার পড়ি যত ভাবেই জানি নতুন মনে হয়।
আলী ভাই নিজের সহজ ভাষায় আমাদের জন্য একটা পোস্ট দিতে পারেন।

ধন্যবাদ পরি :)

১০ ই জুন, ২০১৬ রাত ১১:০৭

নীলপরি বলেছেন: হুম , আমিও সহমত আপনার সাথে ।

আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা । :)

২৪| ১০ ই জুন, ২০১৬ রাত ৯:৩৭

শায়মা বলেছেন: খুব সুন্দর মেঘের বারতা পাঠানো কবিতা আপুনি!!!!!!!!!
লাভ ইউ সো মাচ!!!!!!:)

১০ ই জুন, ২০১৬ রাত ১১:১১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।
অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা দিদি ।

লাভ ইউ টু ! :)

২৫| ১০ ই জুন, ২০১৬ রাত ১১:৩১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের । কালিদাসের মেঘদুত নিয়ে পোষ্ট দেয়ার ক্ষমতা ডক্টর ভাই এর নেই । ।এটা শ্রদ্ধেয় মনিরা আপুর নিপুন হাতের তুলিতেই সামুর পাঠকের জন্য অনেক অনেক বেশী উপভোগ্য হবে । এই উপভোগ্য সাহিত্য কর্মটি সম্পাদনের গুরুভার মনিরা আপার উপরই ছেড়ে দিলাম । আশা করি আমার এ অনুরোধ উনার কাছে পৌঁছবে ।

১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:১০

নীলপরি বলেছেন: আমার তো মনে হয় পৌঁছে গেছে ! তবে আপনিও আর একবার ভেবে দেখতে পারেন ।:)

২৬| ১১ ই জুন, ২০১৬ রাত ১২:০৭

মনিরা সুলতানা বলেছেন: আমি গেছি মার্কেটে বাড়িতেই নেই :-&

১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:১২

নীলপরি বলেছেন: :)

২৭| ১১ ই জুন, ২০১৬ সকাল ১০:০৬

হাসান মাহবুব বলেছেন: সুন্দর।

১১ ই জুন, ২০১৬ বিকাল ৫:১৫

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৮| ১১ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩৫

ডঃ এম এ আলী বলেছেন: মনিরা আপার ঈদের কেনাকাটা হয়ে গেছে শুরু , এবার মনে হয় ঈদটা জমবে ভাল, আমরা পাব একটা মনমাতানো ঈদ পর্ব লিখা ।

১১ ই জুন, ২০১৬ রাত ৯:১৩

নীলপরি বলেছেন: আমারও তাই মনে হয় ।

২৯| ১১ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

মানিজার বলেছেন: বাহঃ ভালু B-)

১১ ই জুন, ২০১৬ রাত ৯:১৫

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । আপনার পেয়ে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩০| ১১ ই জুন, ২০১৬ রাত ৯:০৫

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ পরীমনি লিখার কথা ভাবনায় নিলাম একদিকে আপুমনি আরদিকে আপনি ভাবনায় তো নিতেই হয় ।

১১ ই জুন, ২০১৬ রাত ৯:১৭

নীলপরি বলেছেন: কথাটা শুনে খুব ভালো লাগলো ।

শুভকামনা । :)

৩১| ১২ ই জুন, ২০১৬ রাত ১২:২০

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , ২/৪ দিন সময় তো লাগবেই । বাংলা টাইপ একদম গতি নাই । অ আ লিখতেই জান বেরিয়ে যায় এই অ অঅ যত জায়গায় আসে ৪/৫ বার অক্ষরের চাবি চাপতে হয় । যাহোক, শুভকামনাটুকু সাথে নিয়ে এগিয়ে যাচ্ছি ।
ভাল থাকুন এ কামনা রইল ।

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:০৮

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো । আবারো শুভকামনা । :)

৩২| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:৫৩

কালনী নদী বলেছেন: আমার প্রিয় পার্থ দার একটা গানের লিরিক্স শ্রদ্ধেয় পরি বোনের সাথে শেয়ার করছি---

বৃষ্টি দেখে অনেক কেঁদেছি
করেছি কতই আর্তনাদ
দু:চোখের জলে ভাসাবো বলে
তোমাকে আজ কাঁদাবো বলে
মেঘের ডানায় পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত…

দক্ষিণা বাতাসে তোমার
ভীরু দীর্ঘশ্বাস
আঁধার ঝড়াবে আমার
প্রিয় সর্বনাশ ।।
মেঘের ডানায়
পাঠিয়ে দিলাম
হাজার বর্ষা রাত…

জানালার ওপাশে তোমার
দৃষ্টি বহুদূর
ছুঁয়েছে এ গান আমায়
কান্না সাত সুর ।।
মেঘের ডানায়
পাঠিয়ে দিলাম
আমি হাজার বর্ষা রাত…


সময় করে গানটা শোনে নিবেন খারাপ লাগবে না।

১৫ ই জুন, ২০১৬ সকাল ১১:১০

নীলপরি বলেছেন: হুম ,অবশ্যই শুনবো । এতো সুন্দর একটা গান শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।

৩৩| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৩

এহসান সাবির বলেছেন: তোর সাথে মিশে আছে
নিকোটিনের ঘ্রাণ

আহা....!! :)

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৪

নীলপরি বলেছেন: কোনটা আহা ? কবিতা না নিকোটিনের ঘ্রাণ ? বাস্তবে নিকোটিনের ঘ্রাণ মোটেই ভালো নয় । :)

কবিতাটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ।

৩৪| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৫

এহসান সাবির বলেছেন: বাস্তবে নিকোটিনের ঘ্রাণ মোটেই ভালো নয় সে বিষয়ে কোন সন্দেহ নাই :)

তোর সাথে মিশে আছে নিকোটিনের ঘ্রাণ- লাইন টাই অনেক সুন্দর। একটা নারী পুরুষের গায়ের গন্ধ পাচ্ছে, হোক না সে নিকোটিনের... কিন্তু এই ঘ্রান পাওয়ার মধ্যে যে রোমান্সটা রয়েছে আমি সেই দিকটার কথা ভেবেই আহা বলেছি।

শুভ কামনা।

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২১

নীলপরি বলেছেন: আরে আমি তো এমনি মজা করে বলেছি । :)
চিন্তাটা পছন্দ হোলো ।
আপনাকেও শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.