নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

প্রেমের বেহেস্ত

১২ ই জুন, ২০১৬ রাত ৯:৪৭




হে ঈশ্বর , যখনই তোমায় ডেকেছি
তখনই তুমি নির্লিপ্তভাবে ঘুমিয়ে পড়েছ
তোমাকে না পেয়ে অন্ধকারকেই চেয়েছি ।

আসলেই কি চেয়েছিলাম আমি কিছু ?
দেখেছি , দূরডাক মিশেছে নীল কুয়াশায়
মানুষ ছুটছে মোহরের পিছু পিছু !


হয়ত বা অজানাকেই চেয়েছি বারবার
তার অস্তিত্বকে ধরে নিয়েছি বিশ্বাসে
বিফলতায় জেনেছি কিছু নেই হারাবার ।


পরিত্রান চেয়ে বিদ্ধ হয়েছি তিরে
তবু , হতে পারিনি কঠোর , নির্বিকার
ভালোবাসাশূণ্য হৃদয় ফিরেছে যাতনার নীড়ে ।

প্রভু , যাতনাই লিখেছ নিয়তিতে আমার
আবার ভালোবাসা থেকেও মুক্তি দাওনি
তোমারই জন্য লড়াই সঙ্গে তোমার ।

তুমি ভাঙতে পারো , স্বপ্নসংহিতা রোজ
হারাবার পর হারানোর ভয় নেই
চালিয়ে যাবো প্রেমের বেহেস্তের খোঁজ ।

মন্তব্য ৫৮ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:১৬

বিজন রয় বলেছেন: প্রেমে ঈশ্বরের অস্তিত্ব প্রেমকে মহান করে।

কয়েকটি টাইপো আছে।

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:১২

নীলপরি বলেছেন: হুম । একমত ।
টাইপো তো চোখে পড়ছে না !

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা কবিতা পড়ে মন্তব্য করার জন্য ।

শুভকামনা ।

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৪

নীলপরি বলেছেন: উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:২৩

কল্লোল পথিক বলেছেন:





সুন্দর কবিতা।

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:১৭

নীলপরি বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

শুভকামনা ।

৩| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: অসাধারন!!

মুগ্ধ!

হে ঈশ্বর , যখনই তোমায় ডেকেছি
তখনই তুমি নির্লিপ্তভাবে ঘুমিয়ে পড়েছ
তোমাকে না পেয়ে অন্ধকারকেই চেয়েছি ।

তোমারই জন্য লড়াই সঙ্গে তোমার ।

তুমি ভাঙতে পারো , স্বপ্নসংহিতা রোজ
হারাবার পর হারানোর ভয় নেই
চালিয়ে যাবো প্রেমের বেহেস্তের খোঁজ ।

অনন্য।

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:২৭

নীলপরি বলেছেন: আর আপনার কাছ থেকে এতো সুন্দর করে লেখা একটা মন্তব্য পেয়ে আমি মুগ্ধ হয়ে গেছি । সাথে আপ্লুতও হয়েছি ।

উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

শুভকামনা ।

৪| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:৪৯

বৈশাখের আমরণ নিদাঘ বলেছেন: সুন্দর। +

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩০

নীলপরি বলেছেন: আপনার কবিতা সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

শুভকামনা ।

৫| ১২ ই জুন, ২০১৬ রাত ১০:৫৬

কালনী নদী বলেছেন: তুমি ভাঙতে পারো , স্বপ্নসংহিতা রোজ
হারাবার পর হারানোর ভয় নেই
চালিয়ে যাবো প্রেমের বেহেস্তের খোঁজ ।

খোজে পাক আমার প্রিয় পরি বোন তার বেহেস্তের ঠিকানা!!!
অসাধারণ লিখাতে ++++++++

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৩

নীলপরি বলেছেন: আপনার এই আন্তরিক মন্তব্য পেয়ে আমি আপ্লুত ।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

শুভকামনা ।

৬| ১৩ ই জুন, ২০১৬ রাত ১২:০৪

কথাকথিকেথিকথন বলেছেন: কবিতায় ভাল লাগা । সহজ ভাষায় গভীর ভাবনা ।

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৪

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানবেন ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

শুভকামনা ।

৭| ১৩ ই জুন, ২০১৬ রাত ৩:২৯

মিজানুর রহমান মিরান বলেছেন: ইশ্বরকে যতই বলি না কেন দয়ালু, জীবনের হালখাতা খুলে দেখলেই দেখি বড় নির্দয় ইশ্বর।

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:৩৭

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । বড়ই নিঠুর দরদী তিনি !

কবিতা পাঠ ও মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

শুভকামনা ।

৮| ১৩ ই জুন, ২০১৬ সকাল ১০:৩৫

হাসান মাহবুব বলেছেন: আপনার অন্য লেখাগুলোর চেয়ে বেশ আলাদা। এখানেও নিপুনতা।

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪১

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে এরকম কমপ্লিমেন্ট পেয়ে খুবই ভালো লাগছে ।

কবিতা পাঠ ও মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

শুভকামনা ।

৯| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৯

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




কবিতার বক্তব্যটি ভালো । কবিতার ধরনটাও চলনসই ।

আর, যখনই ঈশ্বর কে ডাকেন আর তখনই সে যদি নির্লিপ্তভাবে ঘুমিয়ে পড়ে, তবে প্রেমের বেহেস্তের খোঁজ না ও পেতে পারেন। কারন , রাস্তাটা তো তাঁরই দেখিয়ে দেয়ার কথা ।

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫০

নীলপরি বলেছেন: হুম । সে তো জানি !

কিন্তু উনি জেদ করলে আমিও জেদ করি । তবে এখানেও দোষ আমার নয় । আমি যন্ত্র , উনি যন্ত্রী । যেমন চালান , তেমনি চলি । :)

কবিতা পাঠ ও মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

শুভকামনা ।

১০| ১৩ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৯

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




কবিতার বক্তব্যটি ভালো । কবিতার ধরনটাও চলনসই ।

আর, যখনই ঈশ্বর কে ডাকেন আর তখনই সে যদি নির্লিপ্তভাবে ঘুমিয়ে পড়ে, তবে প্রেমের বেহেস্তের খোঁজ না ও পেতে পারেন। কারন , রাস্তাটা তো তাঁরই দেখিয়ে দেয়ার কথা ।

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫২

নীলপরি বলেছেন: :)

১১| ১৩ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

সুমন কর বলেছেন: আমার কাছে মোটামুটি লাগল। তবে বিষয়বস্তুর জন্য ভালো লাগা রইলো।

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৭

নীলপরি বলেছেন: আপনার বিষয়বস্তু ভালো লেগেছে শুনে অনুপ্রেরনা পেলাম । বাকিটা চেষ্টা করবো ।

কবিতা পাঠ ও মন্তব্য করে উৎসাহ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

শুভকামনা ।

১২| ১৪ ই জুন, ২০১৬ রাত ১:০৪

আরণ্যক রাখাল বলেছেন: চমৎকার।
ঈশ্বর এখন ঘুমোচ্ছেন। ওকে বিরক্ত করবেন না!!

১৪ ই জুন, ২০১৬ দুপুর ১:০৭

নীলপরি বলেছেন: অনেকদিন বাদে আসলেন । ভালো লাগলো আপনার উপস্থিতি ।

কিন্তু আমি নিজে ঘুমতে না পারলে ওনাকে কেনো শান্তিতে ঘুমাতে দেবো ? ইশস ।, সহব্লগার হিসাবে কোথায় আমাকে সাপোর্ট করবেন তা না , ওনার দলে চলে গেলেন ? এটা কি ঠিক হোলো ?

কবিতা পাঠ ও মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

শুভকামনা । :)

১৩| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ১:৫০

আরণ্যক রাখাল বলেছেন: ইমেইল আর পাসওয়ার্ডের ঝামেলায় ছিলাম। তাই একমাস ছিলাম,লাপাত্তা।
ঈশ্বরের বিরুদ্ধে সব্বার নালিশ। বেচারাকে সাপোর্ট করলাম তাই। কাউকে না কাউকে তো পাশে থাকতেই হবে!!

১৪ ই জুন, ২০১৬ রাত ১০:৫৩

নীলপরি বলেছেন: হুম , এরকম অসুবিধা অনেকেরই হয়েছে শুনেছি । যাক , একটু সময় লাগলেও ঝামেলা মিটে গেছে ।খুবই মূল্যবান একটা বিষয় নিয়ে পোষ্ট দিয়ে শুরু করেছেন । দেখে এসেছি । হ্যাপিং ব্লগিং ।

আপনার ঈশ্বরকে বেচারা মনে হয় ? আমার তো মনে হয় উনি অ্যাটেনশনসিকার ! :)

১৪| ১৪ ই জুন, ২০১৬ দুপুর ২:৫৫

সাহসী সন্তান বলেছেন: নামকরণটা চমৎকার হয়েছে নীলপরি! কবিতার মূল বক্তব্যটা খুবই স্বাভাবিক! মানুষ যখন কাউকে মন থেকে ডাকে আর সে যখন তার ডাকে সাড়া না দেয়, তখন সবাই-ই একটু ভিন্ন পন্থা অবলম্বন করে! কেউ ভাল আবার কেউ খারাপ, আপনি না হয় অন্ধকারটাকেই বেছে নিয়েছেন!

দোয়া রইলো ইশ্বর যেন আপনার ডাকে সাড়া দিয়ে আপনাকে প্রেমের বেহেস্তে অবগাহন করিয়ে আনেন! ;)
মন্তব্য দিতে দেরি হওয়ায় দুঃখিত! :P
শুভ কামনা জানবেন!

১৪ ই জুন, ২০১৬ রাত ১১:১৬

নীলপরি বলেছেন: আরে দুঃখিত কেনো ? কেউ দুঃখ পেলে আমার মোটেই ভালো লাগে না । :|

এতো আন্তরিক মন্তব্য পেয়ে আমি খুব খুশি হলাম । আর আমার লেখা পড়ার কোনো সময়সীমা নেই । যে যখনই পড়ুক না কেনো আমার ভালো লাগে । :)

কবিতা পাঠ ও মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভ কামনা ।

ভালো থাকবেন ।

১৫| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:০৪

দিশেহারা রাজপুত্র বলেছেন:
খোঁজাটা যেন অভ্যেস না হয়ে যায়। অভ্যেসে আনন্দ নেই। আনন্দের মাঝে থাকো।

১৪ ই জুন, ২০১৬ রাত ১১:৩৯

নীলপরি বলেছেন: আপনি যে ব্যস্ততার মধ্যেও যে আমার কবিতা পড়েছেন , সেটা দেখে খুব ভালো লাগলো ।কৃতজ্ঞতা জানবেন ।
তবে অভ্যেস ? মানে কি বুঝব ? আপনি তো কেমন লেগেছে বলেননি , তাই নিজেই মানে বোঝার চেষ্টা করছি ! অভ্যেস মানে কি ? একঘেয়েমি লেগেছে আপনার ? রিপিটেশন মনে হয়েছে ?

এরপরে আর আনন্দের মাঝে কি করে থাকবো ? আশপাশে যেটুকু আনন্দ ছিল , তারাও বাই বলে চলে গেলো । :(

আবারো বলি , কবিতাটা যে পড়েছেন সেটাই আমার কাছে অনেক ।

১৪ ই জুন, ২০১৬ রাত ১১:৫৩

নীলপরি বলেছেন: শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৬| ১৪ ই জুন, ২০১৬ বিকাল ৪:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: তুমি ভাঙতে পারো , স্বপ্নসংহিতা রোজ
হারাবার পর হারানোর ভয় নেই
চালিয়ে যাবো প্রেমের বেহেস্তের খোঁজ ।" বেশ ভালো; গঠনরীতিও ভালো লেগেছে!

১৪ ই জুন, ২০১৬ রাত ১১:৫৭

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।
কবিতা পাঠ ও মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৭| ১৪ ই জুন, ২০১৬ রাত ৮:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: তুমি ভাঙতে পারো , স্বপ্নসংহিতা রোজ
হারাবার পর হারানোর ভয় নেই
চালিয়ে যাবো প্রেমের বেহেস্তের খোঁজ।

কবে একটি কথা বাজে মনে :

যদি পাওয়া যায় বেহেস্তের নাগাল
লাগবেনাক ডানা আর দিতে উড়াল
ডানা কাটা পরী হয়ে রবে যে পড়ে
ডানাহীন নীল পরী ফিরবে কি করে্।
এ ধরার বুকে মোরা হব কবি শুন্য
বেহেস্ত পেয়ে প্রেমের সূখে হবে কি ধন্য ।

খুব ভাল লাগল কবিতাখানি । শুভচ্ছা রইল

১৫ ই জুন, ২০১৬ রাত ১২:০১

নীলপরি বলেছেন: আমার কবিতা কি হয়েছে জানিনা । তবে আপনার মন্তব্যটা ভীষন ভীষন ভালো লাগলো ।

কবিতা পাঠ ও মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভচ্ছা ও শুভ কামনা ।

ভালো থাকবেন ।

১৮| ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:১৭

কালনী নদী বলেছেন: বুকের মাঝে বসত গড়ে কেন তবু দূরে
চাই যখন পাইনা তখন খুঁজে ফিরি তারে।।
আমার দরদিয়া এমন নিঠুর
দেখেনা তা ফিরে……
শাফিন আহমেদ।

১৫ ই জুন, ২০১৬ রাত ১২:০৭

নীলপরি বলেছেন: এতো সুন্দর কবিতার লাইন গুলো শোনানোর জন্য অনেক ধন্যবাদ ।

ভালো থাকবেন । :)

১৯| ১৪ ই জুন, ২০১৬ রাত ১১:২৪

সাহসী সন্তান বলেছেন: আপনি এক থেকে বারটা মন্তব্যের সবটাতেই বলছিলেন, 'উত্তর দিতে দেরি হওয়ার জন্য দুঃখিত!' তাই আমি আপনার ঐ কথাটাকেই ফলো করে মজা করেই বলেছিলাম যে, 'মন্তব্য দিতে দেরি হওয়ায় দুঃখিত!' শেষের ইমোটা দেখেননি? ;)

অনেকে তো পোস্ট দিয়ে মন্তব্যই করে না! সেক্ষেত্রে আপনার দুঃখিত হওয়াটাও অনৈতিক! প্রতিউত্তর আজ হোক কাল হোক এক সময় করলেই হলো! :)

১৫ ই জুন, ২০১৬ রাত ১২:২৯

নীলপরি বলেছেন: আরে সেটা আমি আগেই বুঝেছি । :)

হুম আমিও দেখেছি , অনেকে পোস্ট দিয়ে মন্তব্যই করে না ! তাঁদের দর্শন জানিনা । তবে আমার কাছে প্রতিটি মন্তব্যই প্রনম্য আর খুবই গুরুত্বপূর্ণ । একজন পাঠক নিজের সময় ব্যয় করে আমার লেখা পড়ে মন্তব্য করছেন । এটা আমার কাছে অনেক । হয়ত ঠিক ভাষায় বোঝাতে পারবো না । আমার মনে হয় পাঠকদের সাথে যোগাযোগ থাকাটা খুবই দরকার । তাই উত্তর দিতে দেরী হলে খারাপ লাগে আমার !

ভালো থাকবেন । :)

২০| ১৫ ই জুন, ২০১৬ রাত ১২:০৭

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ উত্তরের জন্য । অআপনার কবিতাটি খুব সুন্দর হয়েছে আবারো বলে গেলাম ।

১৫ ই জুন, ২০১৬ রাত ১২:৩১

নীলপরি বলেছেন: আপনাকেও আবারো ধন্যবাদ । :)

২১| ১৬ ই জুন, ২০১৬ রাত ১২:৫৯

অশ্রুকারিগর বলেছেন: কবিতা অতটা বুঝিনা। আমার কাছে সব কবিতাই ভালো। তবে বিষয়বস্তুটা সুন্দর ছিল বলতেই হয় সুমন কর দাদার মত।

ভাষাটাও সহজ ছিল।

১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৫

নীলপরি বলেছেন: কবিতা পাঠ ও মন্তব্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভ কামনা ।

ভালো থাকবেন ।

২২| ১৬ ই জুন, ২০১৬ রাত ৩:১৪

ডঃ এম এ আলী বলেছেন: আষাঢ়স্য প্রথম দিবসে আপনার ইচ্ছার মেঘদূত অবমুক্ত হয়েছে আমার ব্লগে । ইচ্ছে হলে দেখা যেতে পারে ।
ভাল থাকার শুভ কামনা থাকল ।

১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

নীলপরি বলেছেন: হুম , দেখে তো মন্তব্যও করেছিলাম । এখন তো দেখছি নেই । কিছু বুঝতে পারলাম না ।

২৩| ১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ কষ্ট করে লিখাটা পরিদর্শন করার জন্য । আমি আপনার মন্তব্যটি দেখেছি এবং আপনি অসাধারণ হয়েছে বলেছেন। তবে লিখাটা আমার নীজের কাছেই খুব একটা ভাল মনে হয়নি তাই নীজেই মুছে দিয়েছি যদিও এত বড় একটা লিখা লিখতে একটু প্রয়াস দিতে হয়েছিল । যাহোক অাপনি যে দেখেছেন তাতেই আমি খুশী , আপনার ইচ্ছাটাকে সম্মান করি বলে চেষ্টা করেছিলাম । কিন্তু আমার অজ্ঞতা লিখাটি মুখতে আমাকে প্রলুব্ধ করেছে । দ্বিতীয়বার পরিদর্শনে গিয়ে না পাওয়ার জন্য ক্ষমাপ্রার্থী্।
ভাল থাকুন এ শুভ কামনা রইল ।

১৬ ই জুন, ২০১৬ রাত ১০:২২

নীলপরি বলেছেন: আমিও আপনার সিদ্ধান্তকে সম্মান করি । তবে কঠিন বিষয় ছিল ওটা । তাও আপনি লিখেছিলেন বেশ গুছিয়ে । আবার না হয় অন্য কোনো সময় লিখবেন । :)
আর ক্ষমা চেয়ে লজ্জা দেবেন না দয়া করে ।

শুভকামনা ।

২৪| ১৬ ই জুন, ২০১৬ রাত ১১:১৯

ডঃ এম এ আলী বলেছেন: অনেক ধন্যবাদ । দৃশ্য কারণে এখন এটাকে উঠিয়ে নিয়ে এসেছি । কাজটি অসময়ে হয়ে গেছে । রমজান পার হলে চিন্তা করব ।
লিখাটি ভাল হয়েছিল শুনে ভাল লাগল ।
ভাল থাকার শুভকামনা রইল ।

২০ শে জুন, ২০১৬ রাত ৯:৪১

নীলপরি বলেছেন: আপনাকেও শুভকামনা ।

২৫| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:১০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
না তা না। কবিতা দারুণ হয়েছে।

আমি সবসময় বলি এক আর তুমি বোঝ অন্যকিছু। :(

২০ শে জুন, ২০১৬ রাত ৯:৪৬

নীলপরি বলেছেন: আমার আই.কিউ কম । আমি অবুঝ । :(

কেমন আছেন ? এর উত্তরটা আশাকরি বুঝতে পারবো ।

২৬| ২১ শে জুন, ২০১৬ রাত ৩:৩১

জেন রসি বলেছেন: প্রার্থনা চলুক। যদিও পথটা মনে হয় কবিকেই খুঁজে নিতে হবে।

কবিতা ভালো লেগেছে।

২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:৩২

নীলপরি বলেছেন: হুম । ঠিক ই বলেছেন । কিন্তু কাজটা বড় ই কঠিন । :)
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

২৭| ২৩ শে জুন, ২০১৬ ভোর ৪:৫৭

গেম চেঞ্জার বলেছেন: দারুণস!!!

২৩ শে জুন, ২০১৬ সকাল ১০:৩৬

নীলপরি বলেছেন: আপনার দারুন লেগেছে শুনে আমিও দারুন খুশি হলাম।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভকামনা।

২৮| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৯

এহসান সাবির বলেছেন: হে ঈশ্বর , যখনই তোমায় ডাকতে গিয়েছি
তখনই আমি নিজেই ঘুমিয়ে গেছি.... :)

কবিতা ভালো হয়েছে।

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

নীলপরি বলেছেন: বাহ খুব ভালো । সৎ স্বীকারক্তী । আপনাকে তো ঈশ্বর এমনিতেই দেখবেন । ডাকার প্রয়োজন নেই ।

আর আমি তো একটা ইয়ারিং কিনতে গেলেও ঈশ্বরকে দশবার বলি তাড়াতাড়ি ম্যাচিং কানের দুলটা পাইয়ে দাও । জানিনা উনি সেই ভয়ে ঘুমিয়ে পড়েন কিনা ! :)

কবিতা ভালো হয়েছে শুনে উৎসাহ পেলাম ।
অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।
শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.