নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

হৃদকথন

১৬ ই জুন, ২০১৬ রাত ১০:১১



একটু দাঁড়িয়ে যা নীলাম্বর মেঘ
অকারনে তুই বাড়াস কেনো গতিবেগ ?

বেশ তো মাঠের উপর ছিলি
চোখ ঘোরাতেই মাঠ পেরিয়ে গেলি ?

তুই যেন না শোনা কবিতা
না না মধুর কোনো জটিলতা !

কিংবা তুই মহাযন্ত্র নিপুন মন্ত্রবলে
যান্ত্রিকতায় কি কোনো আবেগ চলে ?

জানি , জলযাপন তোর একটা ছল
বাধ্যবাধকতাতেই তুই নীচে নামলে জল ।

নিজের ইচ্ছেমতনই ভরাস তুই ঝিল
কাঁচসার্সিতে কি লেখে তোর জলমিছিল ?

আসলে মেঘ তুই খুব বাজে
মর্জি মতো ব্যাঘাত ঘটাস কাজে !

নাহ , তুই উদ্বেগ যখন তখন
তুই আমার না বোঝা হৃদকথন !

মন্তব্য ৫২ টি রেটিং +১২/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৬ রাত ১০:২৪

গেম চেঞ্জার বলেছেন: কিছুক্ষণ ভাবলাম, কি বলবো। পরে একটি শব্দই পেলাম, সেটা হলো-

হৃদয়ের অভিলাষের বহিঃপ্রকাশ!

১৬ ই জুন, ২০১৬ রাত ১০:৫১

নীলপরি বলেছেন: কয়েকদিন বাদে মনেহয় এলেন আমার ব্লগে । আপনার কাছ থেকে মন্তব্য পেয়ে ভালো লাগলো । আর মন্তব্যটাও খুব সুন্দর লেগেছে ।

অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানবেন ।

শুভকামনা ।

২| ১৬ ই জুন, ২০১৬ রাত ১০:৩৬

মনিরা সুলতানা বলেছেন: ঠিক ঠিক :)

১৬ ই জুন, ২০১৬ রাত ১০:৫৬

নীলপরি বলেছেন: আপনার উপস্থিতি সবসময়ই ভালোলাগা দেয় । তবে কোনটা ঠিক ? বুঝতে পারলাম না যে !

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

৩| ১৬ ই জুন, ২০১৬ রাত ১০:৪১

সুমন কর বলেছেন: হৃদয়ের কথা বুঝে উঠুন.....কবিতা ভালো লাগল।

১৬ ই জুন, ২০১৬ রাত ১১:০২

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লেগেছে শুনে ভীষন খুশি হয়েছি । উৎসাহ পেলাম ।
তবে হৃদয়ের কথা বুঝে ওঠাটা বড্ড কঠিন কাজ !

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

৪| ১৬ ই জুন, ২০১৬ রাত ১১:০১

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




আমি হৃদয়ের কথা বলিতে ব্যাকুল
শুধাইলো না কেহ ...............

গানের এই লাইনটিই মনে হলো কবিতাটা পড়ে ।

১৮ ই জুন, ২০১৬ ভোর ৬:৫৫

নীলপরি বলেছেন: আমারও এই গানটা খুব ভালো লাগে । আমার এই সামান্য লেখাটা পড়ে আপনার এই গানটা মনে পরেছে শুনে কৃতার্থ হলাম ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

৫| ১৭ ই জুন, ২০১৬ রাত ১:৪৬

আরণ্যক রাখাল বলেছেন: শুভরাত্রী।

১৮ ই জুন, ২০১৬ ভোর ৬:৫৯

নীলপরি বলেছেন: শুভসকাল ।
শুভরাত্রী জানানোর জন্য অনেক ধন্যবাদ ।:)

৬| ১৭ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৫

শায়মা বলেছেন: আমার মনে পড়ে গেলো

মন মোর মেঘের সঙ্গী ......:)

১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:০৬

নীলপরি বলেছেন: আরে এই গানটা তো আমারও খুব প্রিয় । আপনার এই মন্তব্যটা আমি মনে রাখবো । এটা দারুন একটা কমপ্লিমেন্ট আমার কাছে । :)

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

৭| ১৭ ই জুন, ২০১৬ সকাল ৯:৪৯

কল্লোল পথিক বলেছেন:




চমৎকার কবিতা।
কবিতায়++++++++++++

১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:৪৩

নীলপরি বলেছেন: কবিতা আপনার চমৎকার লেগেছে শুনে ভালো লাগলো । প্লাস পেয়ে খুশি হলাম ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

৮| ১৭ ই জুন, ২০১৬ দুপুর ১:১৮

রূপক বিধৌত সাধু বলেছেন: চরম হইছে! এত ভালো লিখ ক্যামনে, কন্যা?

১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:৪৫

নীলপরি বলেছেন: ভালো শুনতে খুব ভালোবাসি । :)

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।


শুভকামনা ।

৯| ১৭ ই জুন, ২০১৬ দুপুর ২:৪৯

সিক্ত শ্রাবণ বলেছেন: অসাধারণ কথামালা। খুব ভাল লাগলো।

১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:৪৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । কবিতা আপনার অসাধারণ লেগেছে শুনে ভালো লাগলো ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১০| ১৭ ই জুন, ২০১৬ বিকাল ৩:৪৬

ইমরান আল হাদী বলেছেন: কবিতায় ভাল লাগা প্রতিটি শব্দের গাঁথুনিতে।

১৮ ই জুন, ২০১৬ সকাল ৭:৫০

নীলপরি বলেছেন: কবিতা আপনার ভালো লেগেছে শুনে আমারও ভালো লাগলো ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১১| ১৭ ই জুন, ২০১৬ রাত ৯:৫২

বিদ্রোহী ভৃগু বলেছেন: মেঘকাব্যে মুগ্ধতা!

ভাবনার দারুন এক পথে একেবেঁকে চলে আঁকলেন এক অনিনদ্য সুন্দর কাব্য :)

+++

১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:১৪

নীলপরি বলেছেন: বাহ সুন্দর কাব্য ! কাব্য শব্দটা শুনে আপ্লুত হয়ে গেছি । উৎসাহ পেলাম । :)

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১২| ১৭ ই জুন, ২০১৬ রাত ৯:৫৯

জুন বলেছেন: নীলপরি কবিতার কথা আর কি বলবো এক কথায় বলা যায় অনিন্দ্য সুন্দর। আপনার প্রতিটি কবিতাই মনে দাগ কেটে যায়।
+

১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:১৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটাও আমার খুব সুন্দর লাগলো ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৩| ১৮ ই জুন, ২০১৬ রাত ১২:০০

কালনী নদী বলেছেন: বাহ শ্রদ্ধেয় পরি বোন, অনেকদিন পর সুন্দর একটি কবিতা দিয়েছেণ। অসংখ্য শুভ কামনা রইল।

১৮ ই জুন, ২০১৬ সকাল ৮:১৮

নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে শুনে আমি খুব খুশি হলাম । অনুপ্রেরণা পেলাম ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামনা ।

১৪| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৪৪

তার আর পর নেই… বলেছেন: শেষের দুই লাইন খুব খুব ভালো। মেঘ আমারো ভালো লাগে। আকাশের মেঘ, মনের মেঘ … অনেকটাই মিল।

নীলপরী কি উড়ে বেড়ায়?

১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৭

নীলপরি বলেছেন: পরিরা তো উড়েই বেড়ায় !:)

এইমাত্র রূপক বিধৌত সাধুর ব্লগে আপনার উদ্দেশ্যে মেসেজ দিয়ে এসেছি ।
কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৫| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৭

জসিম বলেছেন: নীলাকাশ খুবই প্রিয়. অনেক সময় মেঘগুলা সেটাকে যখন জড়িয়ে জড়িয়ে রাখে তখন ভালোই লাগে. কিন্তু যখন নীল সেই আকাশটাকেই ঢেকে দেয়, তখন মেঘকে অনেক অভিশাপ দেয়ারও ইচ্ছা হয়. তবুও এর রং সবগুলারই ভিন্নতা আছে.
আপনার হৃদকথনের রংগুলো সুন্দর থাকুক.

ভালো থাকুন.

১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:০১

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম । কবিতা মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৬| ১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:১৬

তার আর পর নেই… বলেছেন: আপনাকে নিয়ে একবার দিশেহারা রাজপুত্র একটা ফানপোস্ট দিছিলো। সেই পোস্টে যে কী সবাই মজা করলো!!

দিশেহারা রাজপুত্র কি এখন আর লেখে না, পরিচিত অনেককেই খুজলাম।

শুভকামনা থাকলো।

১৮ ই জুন, ২০১৬ দুপুর ১:৩১

নীলপরি বলেছেন: হুম । উনি খুবই ভালো লেখেন বলেই সবাই মজা পেয়েছিলাম ! আমার নামের জায়গায় কাকের নাম দিলেও একই হতো । :)

কিছুদিন লিখছেন না । মনে হয় ব্যস্ত আছেন ।

আশাকরি আপনার লেখাও আমরা আবার পড়তে পারবো ।

আপনাকেও শুভকামনা ।


১৭| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৩:৩৭

মোঃ মঈনুদ্দিন বলেছেন: আপনার কবিতার বারি সিঞ্চনে ভিজিয়া গেলাম। অসাধারণ! অমৃতের স্বাদ পেলাম। ভালো থাকবেন।
বিশেষ করে এই লাইন দুটি এক্কেবারে হার্টে লেগেছেঃ
কিংবা তুই মহাযন্ত্র নিপুন মন্ত্রবলে
যান্ত্রিকতায় কি কোনো আবেগ চলে ?
সত্যিইতো!

১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৮

নীলপরি বলেছেন: সকাবেলা ব্লগে এসে আপনার মন্তব্যটা পড়ে বেশ ভালো লাগলো ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৮| ১৮ ই জুন, ২০১৬ বিকাল ৫:৪৪

অপরিচিত সেই আমি বলেছেন: কবিতা খুব সুন্দর হয়েছে! শেষের দুই লাইন সব থেকে বেশি ভাল লেগেছে!
'বাধ্যবধকতাতেই < বাধ্যবাধকতাতেই'-ঠিক করে নিয়েন!

১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:২৬

নীলপরি বলেছেন: কবিতা আপনার সুন্দর লেগেছে শুনে আমি খুব খুশি হলাম ।
টাইপো ঠিক করিয়ে দেওয়া ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৯| ১৮ ই জুন, ২০১৬ রাত ১১:২০

সুব্রত দত্ত বলেছেন: শেষ চার লাইনে এসে যে ইউটার্ন নিয়েছেন, সেটা ভালো লাগল। তবে মেঘ আর নীলপরি শব্দের যে ভাব-গাম্ভীর্যগত মিল আছে, সেটাকে প্রাধান্য দিয়ে মেঘকে কবুল বলে ভালোবেসে ফেলাই উত্তম। অবশ্য মেঘকে বাজে বলাটা ছল করে। পূর্বরাগের মতো। দূর, বেশি পাঁকামো হয়ে যাচ্ছে। এক বাক্যে বলি, ভালো হয়েছে। চালিয়ে যান।

১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৩১

নীলপরি বলেছেন: আমার কবিতার কেউ বিশ্লেষণ করলে আমার খুব ভালো লাগে । আপনার বিশ্লেষণও আমার খুব ভালো লেগেছে । উৎসাহ পেলাম ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২০| ১৮ ই জুন, ২০১৬ রাত ১১:২৯

মনিরা সুলতানা বলেছেন: তুই আমার না বোঝা হৃদকথন!!
এই লাইন টাকে বলছে ঠিক ঠিক :)

১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৪০

নীলপরি বলেছেন: সমর্থন পেয়ে খুব ভালো লাগলো । আমি দেখেছি , আপনার সাথে আমার মনের খুব মিল হয় । :)

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২১| ১৯ শে জুন, ২০১৬ রাত ১:৫০

ডঃ এম এ আলী বলেছেন: ''আসলে মেঘ তুই খুব বাজে
মর্জি মতো ব্যাঘাত ঘটাস কাজে ! ''

মেঘ খুব বাজেনা মেঘেরা আসলে খুবই ভাল
ভুবনবিদিত পুস্কর আবর্ত্তকাদি উচ্চ বংশে তার জম্ম
মেঘ দেবরাজের প্রধান পুরুষ সে কামরূপী অনুচর
যারা সন্তপ্ত তাদের জন্য মেঘেরাই একমাত্র শরণ
ধনপতি কুবেরের ক্রোধে প্রিয়ার সান্নিধ্য হতে যক্ষ যখন ছিল বিচ্ছিন্ন
তখন তার কুসল অলকাপুরীতে তার প্রিয়ার কাছে মেঘই করেছিল বহন।

তাই মেঘ কে অর্ঘ্য দিবেন তার স্তুতি করবেন সে আর কোন কিছুতে ব্যাঘাত ঘটাবেনা ।
আমি হলফ করে বলতে পারি ।

আপনার কবিতাটি অসাধারণ হয়েছে ।
শুভেচ্ছা রইল ।

১৯ শে জুন, ২০১৬ সকাল ৮:৪৫

নীলপরি বলেছেন: হুম ঠিকই বলেছেন । :)

কবিতা আপনার অসাধারণ লেগেছে শুনে ভালো লাগলো ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২২| ১৯ শে জুন, ২০১৬ সকাল ১০:৫৩

হাসান মাহবুব বলেছেন: শব্দগুলো সুন্দর। ছন্দ আরেকটু ঘষামাজা করলে ভালো হতো।

১৯ শে জুন, ২০১৬ দুপুর ১২:১১

নীলপরি বলেছেন: আমি চেষ্টা করবো ।

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ আর কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৩| ২১ শে জুন, ২০১৬ রাত ৩:৪৪

জেন রসি বলেছেন: চমৎকার। :)

২৩ শে জুন, ২০১৬ বিকাল ৪:৫৪

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

২৪| ২৭ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

এহসান সাবির বলেছেন: অফলাইনে যখন পড়ি তখন অনেক কিছুই লিখতে ইচ্ছা করে, ভাবি অনলাইন হলেই সব লিখে ফেলব। কিন্তু লগইন করলেই সব ভুলে যাই অথবা আলস্য লাগে।

পোস্টে ভালো লাগা।

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:২৬

নীলপরি বলেছেন: হুম । এরকম হয় । আমিও খুব অলস ।

আপনার ভালো লেগেছে । এটাতো জানলাম । এটাই অনেক আমার কাছে । অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা । :)

২৫| ২৯ শে জুন, ২০১৬ সকাল ৯:০৭

আর. এন. রাজু বলেছেন: প্রথম আপনার ব্লগে।

ভালো লাগলো।

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

নীলপরি বলেছেন: স্বাগতম আগেই জানিয়েছি । :)

কবিতা পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৬| ২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

আর. এন. রাজু বলেছেন: স্বাগতম

২৯ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

নীলপরি বলেছেন: খুশি হলাম । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.