নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

হে কৃষ্ণ , কবিতার নামকরণ করো

০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:২০



অভিসারে চলেন রাধা গাঢ় সন্ধ্যায়
মঞ্জীর ধ্বণীতে লোকে বলে হায় ।

বেল ফুলে সাজে শবদেহী চুল
দুহাত ভরিয়েছে বিপদ নামক ভুল ।

চরাচর দুলে ওঠে ছিঃ ছিঃ রব
যত দায় একা তার সব ।

বিছানায় মা একা উদবেগ শত
ভাইয়ের পড়ার খরচ কেনো অত ?

ছাদের ছিদ্রপথে ঘরে পড়ছে জল
রাধিকার ভালোবাসা মানুষ ঠকানো ছল !

পাত ভরেছে তার অসম্ভবের ঋণে
কান্না দিয়ে ভাত মাখে দিনে !


গৃহ ধরে রাখা ভীষণ দায়
তাই নিয়তির চালে পুরুষ বদলায় !

পাথর হয়েছেন আজ কৃষ্ণ ভগবান
রাধা এছাড়া পারেনি বাঁচাতে প্রাণ ।

অশ্রাব্য , অবাচ্য সব কি লিখলাম ?
এহেন পঙতিগুলিকেই কবিতা বলে শিখলাম !

রাধামাধব , তুমিও এগুলোকেই কবিতা ধরো
হে কৃষ্ণ , কবিতার নামকরণ করো !

মন্তব্য ৫৮ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৩৬

বিজন রয় বলেছেন: কৃষ্ণ তো নিজেই এক বিশাল কবিতা! তিনি আবার কবতার নাম দেবে কি!!

অপনার প্রতিভায় সবসময় মুগ্ধ হই।

০২ রা জুলাই, ২০১৬ সকাল ৯:৪৩

নীলপরি বলেছেন: হুম ঠিক ই বলেছেন । তিনি নিজেই কাব্যমালঞ্চ । :)

নিয়মিত উৎসাহ দেওয়ার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ ।

অনেক ধন্যবাদ ও শুভকামনা ।

২| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৫৩

আলম দীপ্র বলেছেন: বাহ ! ভাল লেগেছে ! :D

০২ রা জুলাই, ২০১৬ সকাল ৯:৪৬

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

৩| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:২১

নীলপরি বলেছেন: আপনার সুন্দর খুশি হলাম।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

৪| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১০:৫৮

অতৃপ্তচোখ বলেছেন: ভালো কঠিন প্রশ্ন। উত্তর পাইলাম না।

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:২৩

নীলপরি বলেছেন: তাই ? আমিও উত্তরের সন্ধান করছি ! :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৫| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:০১

আর. এন. রাজু বলেছেন: নীলপরী আপনি কি হিন্দু?

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:২৫

নীলপরি বলেছেন: আপনার প্রশ্নের উত্তর সহব্লগার সুমন কর ও বিজন রয় দিয়ে দিয়েছেন । আমি ওনাদের সাথে একমত ।


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

৬| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:০৪

শায়মা বলেছেন: এই রাঁধার জন্য ভালোবাসা আর প্রার্থনা!!!!

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:২৮

নীলপরি বলেছেন: সেই , এর থেকে বেশী আমরা কই আর কিছু করতে পারি ! আপনার সাথে সহমত শায়মাদি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

ভালো থাকবেন ।

৭| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:১০

সুমন কর বলেছেন: সুন্দর। তবে কবিতায়,
বিছানায় মা একা উদবেগ শত
ভাইয়ের পড়ার খরচ কেনো অত ?
-- এ দু'টো লাইন কি দরকার ছিল? কবিই ভালো জানে, আমি এমনি প্রশ্ন করলাম। কিছু মনে করবেন না।

@ আর. এন. রাজু, ব্লগারকে ব্লগার হিসেবেই থাকতে দিন।


০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৪০

নীলপরি বলেছেন: আসলে লাইন দুটো প্রেক্ষাপট বোঝাতে লিখেছিলাম । অনাবশ্যক মনে হল কি ? আর মনে করার কোনো কারন নেই । আমি পাঠকের সুচিন্তিত মতকে গুরুত্ব দেওয়ার চেষ্টা করি ।

নিয়মিত উৎসাহ দেওয়ার জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আর. এন. রাজুর প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আলাদা করে ধন্যবাদ । সহব্লগার হিসাবে পাশে আছেন দেখে ভালো লাগলো ।


শুভকামনা ।:)

ভালো থাকবেন ।

৮| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:১০

বিজন রয় বলেছেন: আর. এন. রাজু বলেছেন: নীলপরী আপনি কি হিন্দু?

@ আর. এন. রাজু........ হাসলাম। এটা কোন প্রশ্ন হলো!! এভাবে প্রশ্ন করা শোভন নয়।
নীলপরি একজন ব্লগার।

হিন্দু-মুসলিম দিয়ে কি করবেন?

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৪১

নীলপরি বলেছেন: আপনার এই মন্তব্যটা পড়ে আপ্লুত হলাম । সহব্লগার হিসাবে পাশে আছেন দেখে ভালো লাগলো ।

আবারো অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।:)

ভালো থাকবেন ।

৯| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:১৫

বিদ্রোহী ভৃগু বলেছেন:
রাধার করুনোপাখ্যানে
কাব্যের দ্যুতি
ঠিকড়ে পড়ছে যেন
তারকা অরুন্ধতি..

জীবনের এ মহাকাব্যের
নামকরণে কৃষ্ণ্ও অসহায়
রাধার এ পরিণতি তারেও কাঁদায়

যতদিন রবে ভবে অর্বাচীন সবে
এভাবেই নিত্য রাধা রচে যাবে
গোপন বেদনার মহাকাব্য
মূখোশর আড়ালে রবো আমরাও সভ্য!


আপনার আবেগের কান্ড দেখেন --কেমন ভাইরাল হয়ে আমাকে দু'চার লাইন লেখিয়ে ছাড়ল ;)

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যের কবিতা পড়ে আমি মুগ্ধ । মন্তব্যে ++

আর আবেগ নয় , আবেগ রাধার । আপনার লেখা রাধাকে নিয়ে লেখা কবিতাটা আমার মনে আছে । খুব ভালো হয়েছিল । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

১০| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর +

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৪৭

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে খুশি হলাম।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

১১| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:২১

জনৈক অচম ভুত বলেছেন: ভাল লেগেছে। :)

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৪৯

নীলপরি বলেছেন: অনেক দিন বাদে এলেন । ভালো লাগলো ।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

ভালো থাকবেন ।

১২| ০১ লা জুলাই, ২০১৬ রাত ১১:৪২

কল্লোল পথিক বলেছেন:







দারুন লিখেছেন!
অসম্ভব ভাল লেগেছে,
সত্যি আপনি মারান্তক প্রতিভাবান।

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৫২

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত হলাম ।

প্রতিভাবান শব্দে লজ্জ্বায় পড়ে গেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

ভালো থাকবেন ।

১৩| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:০৮

পরিবেশ বন্ধু বলেছেন: কবিতায় ভাললাগা _

০২ রা জুলাই, ২০১৬ সকাল ১১:৫৪

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনার ভালো লেগেছে জেনে প্রীত হলাম।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

১৪| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:১৪

কালনী নদী বলেছেন: দারুন প্রতিভাবান।

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য সবসময় অনুপ্রাণিত করে । কিন্তু প্রতিভাবান শুনে তো লজ্জা পেয়ে যাচ্ছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

ভালো থাকবেন ।

১৫| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:২২

সিদ্ধার্থ ভট্টাচার্য্য বলেছেন: অসাধারণ দিদি। আপনার অতুলনীয় প্রতিভা ☺

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:১৬

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনার অতুলনীয় লেগেছে জেনে খুশি হলাম।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

১৬| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:৩০

সুব্রত দত্ত বলেছেন: শ্লেষাত্মক কবিতা। কৃষ্ণ রাধার প্রসঙ্গকে একেবারে একবিংশ শতকের প্লটে এনেছেন। তাও দুপদাপ করে সপ্তম লাইনে আচমকাতে। ভালো লাগল। মাঝে মাঝে পৌরাণিক অনুষঙ্গ নিয়ে ভাবি কিন্তু লেখায় ব্যবহার করে উঠতে পারি না। আপনার কবিতাটা ভাবনার জায়গা করে দিল। ধন্যবাদ। কবিতার যা নাম দিয়েছেন, সেটাই যথার্থ মনে হচ্ছে আমার। ভালো থাকবেন। শুভ রাত্রি।

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:১৮

নীলপরি বলেছেন: হুম চেষ্টা করেছি ঐভাবে লেখার । কিজানি কতটা হয়েছে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

ভালো থাকবেন ।

১৭| ০২ রা জুলাই, ২০১৬ ভোর ৫:১০

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লেগেছে।

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:২০

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৮| ০২ রা জুলাই, ২০১৬ ভোর ৬:১৪

আবুল হায়াত রকি বলেছেন: কালনীর সাথে, সহমত।

০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৫৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৯| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ১২:০৭

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর।
যারা এই রাধিকাদের নামে খারাপ কথা বলে, ওরা আসলে কারো নামেই ভাল কিছু বলে না।
আমি কৃষ্ণ হলে এটার মান দিতাম, ......
নাহ নাম খুঁজে পাচ্ছি নাহ!

০২ রা জুলাই, ২০১৬ রাত ৮:১৩

নীলপরি বলেছেন: হুম , একেবারে ঠিক কথা বলেছেন । এধরনের পুরুষরা কিন্তু মাথা উঁচু করেই বাঁচে । পরিবার বা সমাজ জানলেও মান্যতা দিয়ে দেয় । কি অদ্ভুত এই সমাজ !

নাম খুঁজেছেন শুনে ভালো লাগলো । তাহলে আর একবার খুঁজুন । আশাকরি পেয়ে যাবেন !

কবিতা সুন্দর লেগেছে জেনে খুশি হলাম।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

২০| ০২ রা জুলাই, ২০১৬ দুপুর ২:৩৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: শব্দ চয়ন এবং অন্ত্যমিল ভালো হয়েছে। যদিও আমি এই ইতিহাস জানিনা।

০২ রা জুলাই, ২০১৬ রাত ১০:৪৭

নীলপরি বলেছেন: আসলে আমি পুরানোকে মাথায় রেখে সমসাময়িক সমাজটাকেই তুলে ধরার চেষ্টা করেছি ।

যাহোক আপনার ভালো লেগেছে জেনে অনুপ্রাণিত হলাম ।



পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

ভালো থাকবেন ।

২১| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৩

মিঃ অলিম্পিক বলেছেন: সুন্দর লগলো....

০২ রা জুলাই, ২০১৬ রাত ১০:৪৮

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে খুশি হলাম।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

২২| ০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:১৪

ঝরা পাতার ক্ষরা দিন বলেছেন: চমৎকার কবিতা ।

০২ রা জুলাই, ২০১৬ রাত ১১:১৬

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে জেনে খুশি হলাম।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

২৩| ০৩ রা জুলাই, ২০১৬ সকাল ৯:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: চমৎকার কবিতা, দেব দেবীর দারিদ্রতার লীলা
শেষ চড়ণে এসে একটু থেমেই গেলাম
কৃষ্ণ কবিতার নামটি কি রাখতে পারে
ভাবতে লাগলাম < গেলাম কবিতার
বাণীগুলি নিয়ে রাধা কৃষ্ণ সকাশে<
জিজ্ঞাসিনু তাদের প্রভু বল নাম কি
দিবে এ কবিতার:
সহাস্যে কৃষ্ণ বলেন শুন বৎস
কবিতার নামটি হতে পারে
"দোষ কি বল"
বলিলাম প্রভু কিভাবে তা হয়
কহিলেন তিনি নীচ মতে হয়

কৃষ্ণের কি দোষ বল
ভাল লাগে রাধাকে
প্রভুর কি দোষ বল
বানিয়েছে রাধাকে
রাধিকার কি দোষ বল
দারিদ্রতা ঠেলে তাহাকে
দারিদ্রের কি দোষ বল
এটা মানায় রাধাকে
রাধিকর কি দোষ বল
সে মানেনা কলঙ্ককে ।

০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১২

নীলপরি বলেছেন: খুব সুন্দর মন্তব্য । মন্তব্যে ++

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।:)

ভালো থাকবেন ।

২৪| ০৬ ই জুলাই, ২০১৬ ভোর ৫:০২

কালনী নদী বলেছেন: বোন মনে হয় ঈদের কবিতা দিতে সময় নিচ্ছেন।

০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৩

নীলপরি বলেছেন: আমি চেষ্টা করবো দিতে ।

শুভকামনা ।:)

২৫| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৪৬

জুন বলেছেন: কবিতায় অনেক ভালোলাগা রইলো নীলপরি।
+

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:০১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম।

অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা ।

২৬| ০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:০৮

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কিছু অপেক্ষা উত্তরের।

০৯ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:২৬

নীলপরি বলেছেন: কার উত্তরের অপেক্ষা ? কৃষ্ণের তো ? সে তো আবহমান কাল ধরেই মানুষ করে চলেছে ।

২৭| ০৯ ই জুলাই, ২০১৬ রাত ৮:২৯

রূপক বিধৌত সাধু বলেছেন: খুশি হলাম । ক্ষ বর্ণটা এমনিতে এসে গেছে । মুছে দেন । ধন্যবাদ ।

০৯ ই জুলাই, ২০১৬ রাত ৯:১২

নীলপরি বলেছেন: হুম দিচ্ছি ।

২৮| ১১ ই জুলাই, ২০১৬ রাত ১২:১২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



এ কবিতার কোনও নামকরণ হয়না । এ তো রাধাদের বেঁচে থাকার প্রতিদিনের কষ্টকৃত সংগ্রাম । বাস্তব যে বড় নিঠুর ।
তবে মনে হয়, আপনার এ কবিতাটি অনেক বেশী সুগঠিত । ছন্দ-অন্ত্যমিল-বক্তব্য মিলে ঠাস বুনটের ।

১১ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে উৎসাহ পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

২৯| ১২ ই জুলাই, ২০১৬ রাত ১২:৫৯

গেম চেঞ্জার বলেছেন: কি চমৎকার লিখতে পারেন আপনি!! :|| :)

সাধুবাদ রইল।

১৬ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৫

নীলপরি বলেছেন: সাধুবাদ পেয়ে কৃতার্থ হলাম । অনুপ্রেরণা পেলাম । আন্তরিক কৃতজ্ঞতা জানবেন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.