নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

হারানো সংবাদ

০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৯



আজ , হঠাৎ দেখি অক্ষরেরা হারিয়ে গেছে
কাগজ বলে , সকালবেলাই ওরা হারিয়ে গেলো
আমি ভাবি , ডানা ওরা কোথায় পেলো ?

হারিয়ে গেলে , বাদবাকিরা হয় ভাঙা মানুষ
ঠিক যেন ভোকাট্টা একলা ঘুড়ির সূতো
ভাঙা মনে শূন্যতা আসে করে ছুতো !

সন্ধ্যা নামলে হারিয়ে যায় আলোর রেখা
একলা করে হারিয়ে গেছে শৈশবের খাতা
কি হবে হারিয়ে গেলে স্মৃতির পাতা ?

কেনো সবাই হারিয়ে যায় একলা একা ?
কাগজ তুমি ওদের সব খুঁজে আনো
হারিয়ে গেলে ভয় আসে তা জানো ?

মন্তব্য ৩৩ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:১৫

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর লাগলো

০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৫

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

ঈদের শুভেচ্ছা নেবেন ।

০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৪৯

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

২| ০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৩০

জিসান উদ্দিন সেখ বলেছেন: ভালো লাগলো। তবে কিছু বানান ভুল আছে হয়তো।

০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
হুম চেক করেছি । কিছু নয় একটা মিসটেক ছিল । আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।

ঈদের শুভেচ্ছা নেবেন ।

৩| ০৬ ই জুলাই, ২০১৬ দুপুর ১:৫৩

সুমন কর বলেছেন: ভালো লাগল।

শূণ্যতা < শূন্যতা।

০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫২

নীলপরি বলেছেন: হুম ঠিক করে নিয়েছি ।
আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।অনেক ধন্যবাদ ।

ঈদের শুভেচ্ছা নেবেন ।

৪| ০৬ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:৪০

কল্লোল পথিক বলেছেন:






চমৎকার ভাবনার প্রকাশ।
দারুণ হয়েছে।

০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫৩

নীলপরি বলেছেন: আপনার দারুন লেগেছে জেনে ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।

ঈদের শুভেচ্ছা নেবেন ।

৫| ০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

খায়রুল আহসান বলেছেন: খুব সুন্দর হয়েছে কবিতা। শিরোনাম এবং ছবিটাও সুন্দর। কবিতায় + +।
ভাঙা মনে শূণ্যতা আসে করে ছুতো! - চমৎকার অভিব্যক্তি।
কি হবে হারিয়ে গেলে স্মৃতির পাতা? - ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) হবে। প্রায় দু'বছর আগে ফেইসবুকে স্মৃতিহারা এক বৃ্দ্ধলোকের ভুল করে ঠিকানা হারিয়ে অন্যত্র চলে যাওয়া সংক্রান্ত একটি পোস্ট পড়ে আমি এ বিষয়ে একটা কবিতা লিখেছিলাম, সেটা পড়তে পারেন এখানেঃ হঠাৎ সাদা

০৭ ই জুলাই, ২০১৬ ভোর ৬:৫৬

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

ডিমেনশিয়া ভয়ংকর । আপনার লেখাটা অবশ্যই দেখব ।

অনেক ধন্যবাদ ।

ঈদের শুভেচ্ছা নেবেন ।

৬| ০৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: পড়তে পড়তে হারিয়ে গেছি!! সুন্দর হয়েছে।

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০১

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

সামুর অনেকেই আজকাল ব্যস্ত হয়ে গেছেন । তাঁদের অভাব দেখা দিয়েছে । দয়াকরে আপনি আর হারাবেন না ।

অনেক ধন্যবাদ ।

ঈদের শুভেচ্ছা নেবেন ।

৭| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩১

সিগনেচার নসিব বলেছেন: আপনি দারুন লিখেছেন । অসাধারণ !! ভাল লাগা জানিয়ে দিলাম ++

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০২

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনার দারুন লেগেছে জেনে ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।

ঈদের শুভেচ্ছা নেবেন ।

৮| ০৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৬

কালনী নদী বলেছেন: ঈদ মোবারক শ্রদ্ধেয় পরি বোন। এইত শব্দরা আবার ফিরে আসল, আপন হলে কেউ হারায় না।

অগ্রিম ঈদের শুভেচ্ছা জানবেন। পরিবারের সবাইকে ঈদের সালাম দিবেন। কালনীর হয়ে। ধন্যবাদ।

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০৪

নীলপরি বলেছেন: হয়ত বা । :)

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।

আপনিও ঈদের শুভেচ্ছা নেবেন ।

৯| ০৭ ই জুলাই, ২০১৬ রাত ২:২২

হাসান মাহবুব বলেছেন: সুন্দর। ঈদের শুভেচ্ছা রইলো।

০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৭:০৫

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।

আপনিও ঈদের শুভেচ্ছা নেবেন ।

১০| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৩৩

জে.এস. সাব্বির বলেছেন: ভাল অভিব্যক্তি ।মনের কথা ফুটিয়ে তোলার এত সুন্দর অভিব্যক্তির বলেই মানুষ কবিতা পড়ে ,কবিতার প্রেমে পরে আর কবিদের নেশায় ধরে...ঠিক আক্রান্ত নয়!!

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২৬

নীলপরি বলেছেন: বেশ কয়েকদিন বাদে এলেন । ভালো লাগলো ।
পাঠ ও দারুন মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।

ঈদের শুভেচ্ছা নেবেন ।

১১| ০৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩

বিজন রয় বলেছেন: বক্তব্যে গভীরতা আছে।

সূতো-সূঁতো
ছুতো-ছুঁতো

++++

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৩৯

নীলপরি বলেছেন: গভীরতা আছে জেনে খুশি হলাম ।অনেক ধন্যবাদ ।

সূতো,ছুতো ও চলে । :)


ঈদের শুভেচ্ছা নেবেন ।

১২| ০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:৪৫

জনৈক অচম ভুত বলেছেন: হারানোটাই নিয়ম। :|
হারানো সংবাদ পরিবেশনা ভাল হয়েছে। :)

০৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২৩

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।

ঈদের শুভেচ্ছা নেবেন ।

১৩| ০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৪:৫৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আপনার অক্ষরেরা হারিয়ে গেছে আর আমি নিজেই হারিয়ে গেছি ।
লেখা ভালো হয়েছে । মাঝেমাঝে আমার অক্ষরেরাও হারিয়ে যায় ।

০৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:১০

নীলপরি বলেছেন: হুম ।ঐ আর কি !

আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।
আপনি হারাননি । বেঠিক সময়ে আবদ্ধ হয়ে গেছেন । তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাক ।
৬ নং মন্তব্যেও একই উত্তর দিয়েছি । যে সামুতে অনেকেই আজকাল ব্যস্ত হয়ে গেছেন । তাঁদের অভাব দেখা দিয়েছে । তাই সামু থেকে দয়াকরে আপনি আর হারাবেন না । অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।:)

১৪| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ৮:৩৫

দিশেহারা রাজপুত্র বলেছেন: নিজ বৃত্তে হারাই। কেন্দ্র জুড়ে ছুটাছুটি ক্ষান্ত যায় নীলাস্পর্শে।
ভালোলাগা রইল।

০৮ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪১

নীলপরি বলেছেন: তাই ?
ভালোলাগা দেখে ভালো লাগলো । অনেক ........

ভালো থাকুন । অনেক ........ :)

১৫| ০৮ ই জুলাই, ২০১৬ রাত ১১:৫৩

প্রথমকথা বলেছেন: ব্যতিক্রম এবং সুন্দর বিষয়বস্তু খুব ভাল লেগেছে ,,,,

০৯ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৫৭

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৬| ১৯ শে জুলাই, ২০১৬ দুপুর ২:২২

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




যা হারিয়ে যায় তাকে আর মনের মাঝে আগলে রেখে রইবো কতোকাল !!!!!
যা হারিয়ে যায় তাকে আর ডেকে আনা নিরর্থক ।
+

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৭

নীলপরি বলেছেন: হুম ঠিকই । ব্রহ্ম সত্য । জগৎ মিথ্যা । তবু এ জগৎ বড়ই মায়াময় । আর মায়া কাটানো খুবই কষ্টকর ।

পাঠ ও মন্তব্যের জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.