নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

খিচুরীর সাতকাহন

১৬ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫০



বর্ষা ঋতুর সাথে যে রান্নাটির নাম ওতোপ্রতোভাবে জড়িত , তা হোলো খিচুরী । যদিও শীতেও তার রমরমা আছে । আর সারা বছর কারনে অকারনে তিনি সাথে থাকেন ।

এই খিচুরীর জন্মক্ষণ সঠিক বলা না গেলেও আলেকজান্দারের সেনাপতি সেলুকাস তাঁর লেখনীতে খিচুরীর উল্লেখ করেন । তাঁর কথায় এই রান্নাটি সাউথ এশিয়ায় জনপ্রিয় ছিল । আবার ইবনবতুতা মুগডাল আর চাল দিয়ে তৈরী খিশ্রীর কথা লিখেছেন তাঁর ভ্রমনকথায় ( ১৩৫০ খ্রীঃ ) । এরপর পনেরশ শতাব্দীতে ভারতে আসা রুশ পর্যটক নিকিতিনের লেখাতেও খচুরী জায়গা পেয়েছে ।


ঊনিশ শতকের মধ্যভাগে নিম্নবিত্ত ইজিপশিয়ানদের মধ্যে কুশারি নামে যে রান্নাটি জনপ্রিয় হয় সেটিকে খিচুরীরই ভিন্নরূপ বলা যেতে পারে । চাল , ডাল , চানা , ভিনিগার , টমেটো সস , পিঁয়াজ , আদা , রসুন ইত্যাদি উপকরন দিয়ে এটি তৈরী হত । পরে এই রান্নাটি তাদের সৈন্যশিবিরেও স্থান পায় ।



কুশারি


আবার ব্রিটিশ কেডজ্রিও আসলে আমাদের খিচুরীরই সাহেবী সংস্করন । ভিক্টোরিয়ান যুগে দেশে ফেরত ইস্টইন্ডিয়া কোম্পানীর কর্মচারীদের হাত ধরে তা ইংল্যান্ডে পৌঁছয় । তখনকার অ্যাংলোইন্ডিয়ানরা রাতের বেঁচে যাওয়া ভাত , ডাল , ডিম ,মাছ পরদিন নতুনভাবে সুস্বাদু করে রান্না করে ব্রেকফাস্ট করতেন । এটাই কেডজ্রি । তাই অনেকে দাবি করেন , বিলেত থেকেই এই রান্না ভারতীয় উপমহাদেশে এসেছে । কিন্তু এযুক্তি দোপে টেকে না ।



কেডজ্রি

ভিক্টোরিয়ান যুগের আগেই মুঘল বাদশাহদের খিচুরী প্রীতির জন্য তা শাহী খানার তকমা পায় । তার সাথে জনপ্রিয়তাও । আবুল ফজল তাঁর আইন-ই-আকবরী - তে তিন ধরনের শাহী খানার রেসিপি দিয়েছেন । ১ । মাংস ছাড়া রান্না পদ ২ । মাংস ও চাল , মশলা দিয়ে রান্না পদ আর ৩ । মাংস ও মশলা দিয়ে রান্না পদ ।
প্রথোমক্ত মাংস ছাড়া রান্না শাহি মশালা দিয়ে পদগুলোর কথা আছে , তারমধ্যে সাতরকমভাবে তৈরী খিচুরীর উল্লেখ আছে ।
আর মুঘল বাদশাহদের খিচুরী প্রেম বংশানুক্রমিক । হুমায়ুন পারস্যে যখন ছিলেন তখন সেখানকার হেঁসেলেও খিচুরীকে নিয়ে যান ।
আকবর বীরবলের গল্পে খিচুরী কাহিনী তো সর্বজনবিদিত ।
জাহাঙ্গীরের দৌলতে গুজরাটের ভুট্টার খিচুরী মুঘল হেঁসেলে স্থান পায় ।



ভুট্টার খিচুরী

শাহজাহানের পছন্দের খিচুরী তো শাহজাহানী খিচুরী নামেই বিখ্যাত । সবুজ মুগ আর গোটা গরম মশলা এই খিচুরীর প্রধান উপকাণ । কারি , পাঁপড় আর দই এই খিচুরীর সাথে পরিবেশন করা হয় । শাহজাহান এই খিচুরী পর্তুগীজ পর্যটক সেবাস্তিয়ান মানরিখকে খাইয়েছিলেন । আর মানরিখকে এটা খেয়ে খিচুরীকে মণিমাণিক্যের সাথে তুলনা করেছিলেন ।


শাহজাহানী খিচুরী

তবে খিচুরী খেটে খাওয়া মানুষেরও খুব প্রিয় ছিল । এই নিয়ে একটা ঐতিহাসিক গল্প আছে ।
জোধপুরের প্রতিষ্ঠাতা রাও জোধাকে মেওয়ারের রানা কুম্ভ চিতোর থেকে উৎখাত করেন। বিতারিত রাও তখন পথে পথে ঘুরে বেড়াচ্ছেন । নিজের পরিচয় লুকিয়ে ঘুরতে ঘুরতে, রাও জোধা এক জাঠ চাষার বাড়িতে খাবার চান। সেখানে তাঁকে খিচুরী দিলে খিদেয় কাতর জোধা গরম খিচুড়িতে আঙুল ডুবিয়ে পুড়িয়ে ফেলেন। চাষার গিন্নী তাঁকে বলে, ‘তুমি আমাদের রাজা রাও জোধার মতো ভুল করছ। খিচুরীর মাঝখানটা সবচেয়ে গরম থাকে আর ধারগুলো ঠান্ডা। ধারগুলো থেকে খেতে শুরু করো।’ এর পর রাও জোধা সরাসরি চিতোর আক্রমণের চেষ্টা না করে চারপাশের দুর্গগুলো জয়ের দিকে মন দেন। অবশেষে পনেরো বছর বাদে রাজত্ব ফিরে পান তিনি।

পূজার ভোগ হোক বা দৈনন্দীন জীবন সবজায়গায়ই খিচুরীর জয়জয়কার ।

আর বাঙালীর খিচুরী প্রীতির কথা আলাদা করে বলার কিছু নেই ।
তাই এই বাদলা দিনে খিচুরী আর ইলিশ মাছ ভাজা রইল ।


আর যাদের আমার মতো ভেজ পছন্দ বেশী , তাদের জন্য --

মন্তব্য ৭৬ টি রেটিং +২২/-০

মন্তব্য (৭৬) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:০০

ফেরদৌসা রুহী বলেছেন: খিচুড়ি কথন ভালো লেগেছে। সপ্তাহে একদিন খিচুড়ি খাওয়া আমাদের নিয়মিত রুটিন।

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৪

নীলপরি বলেছেন: প্রথম মন্তব্যই লেখা ভালো লেগেছে শুনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:১০

ইমরান আল হাদী বলেছেন: আজকে রাতে খাওয়ার পরিকল্পনা ছিল
হয়নি কোন কারনে।আপনার লেখাটি
আকাঙ্খা বাড়িয়ে দিল।

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১০

নীলপরি বলেছেন: কাল যদি না খেয়ে থাকেন তবে আজকে সবার জন্য খিচুরী নিজেই বানিয়ে ফেলুন । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৩| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৭

সুমন কর বলেছেন: পোস্ট কিন্তু পড়িনি, ভাবলাম আপনি কিছু শিখাবেন !! এতো দেখছি ইতিহাস... :(

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৮:২৯

নীলপরি বলেছেন: পড়েননি ? তাহলে রিকোয়েস্ট করলাম একবার পড়ে দেখার জন্য । আপনারা পড়লে উৎসাহ পাই ।

আসলে খিচুরীটা তো খুব কমন । তবে আপনার কথায় রেসিপি পোষ্টের কথা ভাবনায় রাখলাম ।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:১৭

কল্লোল পথিক বলেছেন:






খিচুরি আমারও প্রিয় খাবার।

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৩১

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো । কারন আমি খিচুরী পছন্দ করি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৯

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,




যাক্‌, কবিতার সুবাসের পরে খিচুরীর সুবাসও নিয়ে এলেন ! আজ দিনটি বর্ষার ছিলো বলে হয়তো ।

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৩৮

নীলপরি বলেছেন: হুম , বৃষ্টি পড়ছিল । খিচুরীর সুবাস পেয়েছেন দেখে ভালো লাগলো ।


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৬| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: বেশ প্রয়াশলব্দ ও তথ্য বহুল প্রবন্ধ , এর উপরে প্রকাশিত লিটারেচার খুবই দুষ্প্রপ্য। অনেক অজানা তথ্য জানা গেল । খিচুরী আমার কাছে খুবই প্রিয় খাবার বিশেষ করে খিচুরীর সাথে ভুনা হাসের মাংস । দেশের পুর্বাঞ্চল বিশেষ করে বৃহত্তর সিলেট অঞ্চলে রমজানের সময়ে ইফতারির সময় খিচুরী বলতে গেলে একটি কমন আইটেম দেশে বিদেশে সর্বত্রই । মনে পড়ে আশির দশকের এক ঘটনা । কার্যপলক্ষে গিয়াছিলাম দেশের উত্তরাঞ্চল বগুড়ায় । বগুড়া শহরে একটি বিখ্যাত খাবারের দোকানে বেলা দ্বিপ্রহরে মধ্যাহ্ন ভোজের জন্য শুকনা পাতার ( শালপাতা জাতীয় ) আধারে করে খিচুরী বিক্রি হোত । মানুষে লাইন ধরে সে খিচুরী কিনে নিত , আমিও নিয়েছি কিনে , সেই খিচুরীর স্বাদ এখনো মনে হয় মুখে লেগে আছে ।
দামে সস্তা কিন্তু অগনিত মানুষের ক্ষুধা নিবারণে খিচুরীর বিকল্প কিছু নেই । ছোট কালে মুক্তি যুদ্ধের সময় ভলান্টিয়ার হিসাবে দেখেছি মুক্তি যুদ্ধাদের ক্যম্পে এটাই ছিল নিয়মিত খাবার , আবার চুয়াত্তরের দুর্ভিক্ষের সময় অনাহারী হাজার হাজার আর্তমানবতার জন্য খিচুরী ছাড়া আর কোন সহজ বিকল্প ছিলনা ।
রাজ দরবার শাহিখানা থেকে শুরু করে অনাহারী ম্নানুষের এ প্রিয় খানা নিয়ে সুখ পাঠ্য পোস্টের জন্য রইল অভিনন্দন ।
ভাল থাকার শুভ কামনাও রইল ।

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৪৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য অনুপ্রাণিত করল ।
পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আর আপনার উপলব্ধী শেয়ার করার জন্যও আলাদা করে ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১০:৪০

সাহসী সন্তান বলেছেন: আমি ভাবছিলাম নীলপরি বুঝি খিচুড়ি তৈরির রেসিপি টেসিপি কিছু একটা দিছে বোধ হয়! ব্যাচেলর মানুষ, যাই পোস্টটা থেকে রেসিপিটা শিখে আসি; আর পরির হাতের খিচুড়ি খেয়ে আসি! :P

কিন্তু আইসা তো দেখি হতাসই হইলাম! আরে ইহা তো রেসিপি নহে, ইতিহাসোপি! ;)

তবে খিচুড়ির ইতিহাস বেশ ভাল্লাগছে পরি! একদম অজানা একটা বিষয় জানানোর জন্য ধন্যবাদ! পোস্টে ভাল লাগা রইলো! শুভ কামনা জানবেন!

বাই দ্যা ওয়ে, মন্তব্যে জগাখিচুড়ি ভাবের জন্য দুঃখিত! ;)

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫১

নীলপরি বলেছেন: মন্তব্য জগাখিচুড়ি মোটেই হয়নি । কিন্তু আমার রেসিপি যদি জগাখিচুড়ি হয়ে যায় সেই ভয়ে আর ঐ পথে যাইনি !

তবে শেষে আমি যে দু প্লেট খিচুরী সাজিয়ে রাখলাম আপনাদের জন্য , ইশ সেটা খেয়াল করেননি বোধহয় ! :(

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

৮| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৪

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অসাধারণ পোস্ট। তবে আমিও কিন্তু ভালো খিচুড়ি রান্না করতে পারি। হা হা হা!!!

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:৫৪

নীলপরি বলেছেন: তবে শিগগির আপনার রান্না খিচুরীর ছবি তুলে পোষ্ট করুন । দেখার আশায় থাকলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

৯| ১৬ ই জুলাই, ২০১৬ রাত ১১:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:

ভিন্নস্বাদের পোষ্ট।
তৃপ্তিভরে পড়লাম।


একপ্লেট করে খিচুরি কিন্তু সবার প্রাপ্য। :) ক্ষুধা লাগছে।

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০২

নীলপরি বলেছেন: তাই ? জেনে ভালো লাগলো ।

শেষে কিন্তু প্লেট সাজানো ছিল । আরেকবার দেখলে ভালো হয় । :)

১০| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১২:০৪

হাসান মাহবুব বলেছেন: খিচুড়ি নিয়ে এমন পোস্ট আগে পড়ি নাই। সানন্দে প্লাস।

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৪

নীলপরি বলেছেন: আর আমি প্লাস পেয়ে খুব আনন্দ পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

১১| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ৮:০৯

জুন বলেছেন: আহা খিচুড়ি!! গ্রীষ্ম বর্ষা শীত বসন্ত বলে কিচ্ছু নেই আমার কাছে নীলপরি। সব সময়ের এক প্রিয় খাবার। চাষার গিন্নীর পরামর্শ মত ডিম ভাজির সাথে গরম গরম খিচুড়ি ধার থেকে টেনে টেনে খাওয়া, এর স্বাদই অন্য রকম।
+

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৬

নীলপরি বলেছেন: আপনার সাথে সহমত । প্লাস পেয়ে খুশি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

১২| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০২

ক্লে ডল বলেছেন: দারুণ পোষ্ট! খিচুড়ি খুব পছন্দ আপনার মধ্যমে এর ইতিহাস ও জানা হল। :)

১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:০৬

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

১৩| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২১

অশ্রুকারিগর বলেছেন: ডিম ভাজি দিয়ে ভুনা খিচুড়ি খেয়ে ব্লগে এসে দেখি খিচুড়ির ঘ্রাণে মৌ মৌ করছে পুরো ব্লগ। চিতোরের গল্পটা ভালো লাগলো। সুন্দর পোস্ট।

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১৬

নীলপরি বলেছেন: তাই নাকি ? বাহ , ঘ্রাণ পেয়েছেন শুনে ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

১৪| ১৭ ই জুলাই, ২০১৬ সকাল ১১:২৬

খায়রুল আহসান বলেছেন: খিচুরীর সাতকাহন খুব ভালো লাগলো। আমার প্রিয় একটি খাবার, বর্ষার সময় গিন্নীর কাছে এর চাহিদা করে থাকি একটু বেশীই। সাথে বেগুন ভাজি, ডিম ভাজি, সাধ্যে কুলোলে মাঝে মাঝে ইলিশ মাছ ভাজি, আর লঙ্কা, পেঁয়াজ।
তবে খিচুড়ির ইতিহাস যেভাবে তুলে ধরেছেন, তার জন্যে আলাদা করে ধন্যবাদ না জানালেই নয়।
পোস্টে একাদশতম প্লাস!

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:২০

নীলপরি বলেছেন: খিচুরী আমারও প্রিয় ।
আপনার কাছ থেকে প্লাস পেয়ে ভীষণ ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

১৫| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:০৪

পুলহ বলেছেন: খিচুড়ি নিয়ে তাহলে পরীদেরও ফ্যাসিনেশন আছে!!
ভালো লাগলো আপনার লেখা; সংক্ষিপ্ত কিন্তু তথ্যপূর্ণ।
ইজিপ্সিয়ান খিচুড়িটা বেশ লোভনীয় মনে হচ্ছে দেখে।
ভালো থাকবেন। ব্যতিক্রমী এবং চমৎকার পোস্টে প্লাস

১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২১

নীলপরি বলেছেন: হুম বেশ ভালো মতোই ফ্যাসিনেশন আছে ।

আপনার মন্তব্য পড়ে আর প্লাস পেয়ে খুব খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৬| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ১:২২

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতিউত্তরের জন্য ।

১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৪

নীলপরি বলেছেন: আপনাকেও আবারো ধন্যবাদ ।

শুভকামনা ।

১৭| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:০৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: আহ খিচুরী!!!

পোষ্ট শেষ করতে করতে দেখি রসনায় মুখ ভরে এয়েচে আর পেটের সকল ইন্দ্রিয় হা করে আছে কিছূ পেতে! :((

অখন খিচুরী কই পাই :(

আবার খিচুরীর সাথে ইতিহাসের খিচুরীও কম সুস্বাদু হয়নি! ;)

++++++++++++++++++++

১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৫০

নীলপরি বলেছেন: তাই তো আমি শেষে আমি প্লেটে খিচুরী সাজিয়ে রাখলাম আপনাদের জন্য যেটা পরিয় জাদুতে তৈরী । কখনোই শেষ হবে না ! :)

আপনার মন্তব্যটা এই ধরনের পোষ্ট লেখার অনুপ্রাণিত করলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৮| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৬

রানা আমান বলেছেন: খিচুরী আমারও প্রিয় । আর আমার রাঁধা খিচুরী আমাদের বাসায় সবার প্রিয় । সুস্বাদু ও সুপাঠ্য পোস্টের জন্য ধন্যবাদ ।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

জেনে খুব ভালো লাগলো । খিচুরী রাঁধতে থাকুন আর সবাইকে পরিবেশন করুন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৯| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৯

জেন রসি বলেছেন: আলেকজান্ডারের সেলাপতি সেলুকাস আর খিচুরী! এই ব্যাপারটা জানতাম না। খুব ইন্টারেস্টিং। আমি ভাবছিলাম এই খিচুরীর আইডিয়া বাঙ্গালীদের মাথা থেকেই আসছে! সব রকম খিচুরীই আমার খুব প্রিয়। বৃষ্টির দিন হলেত কথাই নাই।

চমৎকার পোস্ট আপু। এবার খিচুরী খাওয়ার দাওয়াত দেন! :)

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৩

নীলপরি বলেছেন:

আপনার জন্য শাহী খিচুরী ।:)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৬

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুবই ইউনিক একটা পোস্ট। পোস্টে প্লাস।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৫

নীলপরি বলেছেন: আপনার কমপ্লিমেন্টটা খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২১| ১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৫:২১

ঢাকাবাসী বলেছেন: জীবনে প্রথম খিচুরী নিয়ে অসাধারণ সুন্দর তথ্যসমৃদ্ধ একটা লেখা পড়লুম আর চাকরাণীটাকে বললুম এক্ষুনি খিচুরী বানাতে। একটা একেবারেই মৌলিক আর অপুর্ব সুন্দর মনমাতানো লেখা। মনটা ভাল হয়ে গেল। আপনাকে ধন্যবাদ। অত্তোগুলো প্লাস দেয়ার টাইম নাই।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
প্লাস দেয়ার টাইম না থাকলেও পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

২২| ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৯

তানিয়াজামানরুম্পা বলেছেন: আপু, আপনারকি ইউটিউবে কোন চ্যানেল আছে? থাকলে খুব ভালো হতো।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:১৯

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

না তো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

২৩| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:৪৫

আবুল হায়াত রকি বলেছেন: হাওয়ার হাতের খাবার খেয়ে সেটার দায়ভার স্বীকার করে আদমকে একদিন মর্তে নেমে আসতে হয়েছিল! কারণ তিনি মিথ্যা কথা বলতে পারতেন না, হয়ত তখনও সেটা শিখা হয়ে ওঠে নি। যাইহোক, এখানে আসল কথা হচ্ছে খাবার, দাবার। একমাত্র এই জায়গাতেই আদম সন্তান ঈশ্বরের কাছে পরাভূথ। আর রইল ছেলেদের রন্ধন শীল্প মলিাদের চেয়ে উন্নত কেন? সেটার রহস্য অন্য কোন এক সময় খোলাসা হবে . . . . . আপাতত দিমিনির খিচুরি আমি চেটেপুটে খেয়ে নিই। খাবার সময় কথা বলতে নেই।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৩৯

নীলপরি বলেছেন: হুম এটাই হচ্ছে সবথেকে কাজের কথা । আমার খুব ভালো লাগলো কথাটা ।



এটা আপনার জন্য ।:)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৪| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:১৬

সিগনেচার নসিব বলেছেন: কল্লোল পথিক বলেছেন:
খিচুরি আমারও প্রিয় খাবার।
আমারও একই

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪১

নীলপরি বলেছেন: আমারও তাই !

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২৫| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৬

পবন সরকার বলেছেন: খিচুরির বিবরণ দেখে মুখে জল চলে এলো। আহা যদি শাহজাহানী খিচুরি এক প্লেট পেতাম= - - -

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪৪

নীলপরি বলেছেন: আরে শাহজাহানী খিচুরি তো আপনার জন্যই সাজিয়ে রেখেছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

২৬| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ৯:৩৯

অরুনি মায়া অনু বলেছেন: অনেক অজানা তথ্য জানা হল আপনার পোস্ট থেকে | ভাল লিখেছেন | আসলেই খিচুড়ি যেমন ধনী মানুষের শখের খাবার আমাদের দেশে গরিব মানুষ ও দূর্যোগ পিড়িত মানুষের জরুরি খাবার |

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪৫

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

সহমত আপনার সাথে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

২৭| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:২৬

মোঃ মঈনুদ্দিন বলেছেন: জিহ্বায় জল আসার মতো পোস্ট! খুব ভালো লাগলো। প্রিয়তে রেখেছি মাঝমধ্যে চেখে দেখবখন।ধন্যবাদ সুন্দর পোস্টের জন্য।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৮:৪৬

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

আপনাকেও পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

২৮| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:১৩

লেভিয়াথান বলেছেন: খিঁচুড়ির হিস্ট্রিক্যাল এভোল্যুশন !! চমৎকার!! আগে জানা ছিলো না !!

খেতে বসলেই মনে পড়বে !!! অন্তত আগের রাতের বেঁচে যাওয়া খাবার মিলায়ে খিঁচুড়ি বানানোর সিস্টেমটা !!

ভালো পোস্ট :)

+++

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৪৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

সুন্দর মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা আর ধন্যবাদ ।

শুভকামনা । :)

২৯| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:২৮

মাদিহা মৌ বলেছেন: রাও এর কাহিনিটা দারুণ!
খিচুড়ি খাওয়ার লোভটা বাড়িয়ে দিলেন।

পোস্টে প্লাস।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ৯:৫০

নীলপরি বলেছেন: প্লাস পেয়ে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

৩০| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:০৩

এডওয়ার্ড মায়া বলেছেন:
একদা আমার স্কুল শিক্ষক খিচুড়ি নিয়ে বলেছিলেন -
খিচুড়ি হচ্ছে গরীবের পোলাও কোর্মা ।
১০/১২ আগে দেয়া স্যারের এহেন বাণী এখন পাল্টে গেছে =p~
খিচুড়ি নিয়ে দারুন পোষ্ট ।

১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১০:২৯

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

৩১| ১৮ ই জুলাই, ২০১৬ সকাল ১১:৩৭

পিকাচু বলেছেন:
গতকাল আর এর আগেরদিন খিচুড়ী খাইসি! :D

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫২

নীলপরি বলেছেন: অনেক দিন বাদে আসলেন । ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

৩২| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪২

অশ্রুকারিগর বলেছেন: একটা কথা মনে পড়ে যাওয়াতে খিচুড়ির পোস্টে আবার আসলাম।

খিচুড়ির সাথে অনেকে অনেক কিছু খায়। খিচুড়ির সাথে আচারের তো তুলনায় হয়না। অথবা যেকোন মাংসভুনা কিংবা ইলিশ মাছ বা অন্য মাছ ভাজি অথবা বেগুন ভাজা অথবা ডিমভাজি ইত্যাদি। দুয়েকমাস আগে জাবিতে গেছিলাম, বটতলায় খেতে গিয়ে আমি নতুন একটা জিনিস দেখলাম। খিচুড়ির সাথে সরিষার তেল মাখিয়ে খাওয়া। আপনারা কেউ খেয়েছেন কিনা জানি না তবে আমি কখনোই খাইনাই। দুয়েকদিনের মধ্যে টেস্ট করে দেখব কেমন লাগে।

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

নীলপরি বলেছেন: ভাগ্যিস মনে পড়ল । তাই আমরা জানতে পারলাম ।

না এভাবে আমি তো কোনোদিন খাইনি । তবে ট্রাই করা যেতেই পারে ।

শুভকামনা । :)

৩৩| ১৮ ই জুলাই, ২০১৬ দুপুর ২:৪৫

শেয়াল বলেছেন: অফফ মেঘ বৃষ্টি আছে । বউরে কইসি আজ দুপুরে ভুনা খিচুড়ি রান্না করতে । কি মজা কি মজা ! ! :P

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

নীলপরি বলেছেন: হুম , এরকম মজাতে থাকুন ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

৩৪| ১৮ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:৪২

আবুল হায়াত রকি বলেছেন:

১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০০

নীলপরি বলেছেন: ভীষন ভালো লাগলো । আই হোপ সো ..........

আন্তরিক ধন্যবাদ ।

শুভকামনা । :)

৩৫| ১৮ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

আবুল হায়াত রকি বলেছেন: here I wud like to introduce my very best friend winnie the pooh to my beloved DiDiMony :)



প্রতিউত্তরে ধন্যবাদ বোন। :)

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৭:২৮

নীলপরি বলেছেন: এগ্রি উইথ ইউ।
আপনাকে ও শুভেচ্ছা ।
ভালো থাকবেন ।

৩৬| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৫

গরল বলেছেন: জিভে জল এসে গেল, আমার খিচুরী খুব প্রিয়। তবে আমি সব রকমের ডাল, পোলার চাল, মাংস ও শীতের সবজি সব মিলিয়ে খিচুরী খেতে পছন্দ করি।

১৯ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৩১

নীলপরি বলেছেন: ভালো রেসিপি ।
মন্তব্যের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৩৭| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১:৩৩

অতৃপ্তচোখ বলেছেন: খিচুরি তথ্য জেনে ভালো লাগলো। খিচুরির এতো নাম আগে জানতাম না।

২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪১

নীলপরি বলেছেন: বেশ কয়েকদিন বাদে এলেন । ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

৩৮| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৫০

রূপক বিধৌত সাধু বলেছেন: আমি ভাবছিলাম খিচুড়ি তৈরির প্রণালি বলবেন; কিন্তু এ তো দেখছি ইতিহাস! খিচুড়ির এত বৈচিত্রতা জানা ছিলোনা; অনেককিছু জানলাম । শুভেচ্ছা ।

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৯

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভেচ্ছা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.