নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

দ্বিপ্রহরের লিপি

২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৪



দুপুর যেন স্থবির হয়েছে আজ
আমার বিশ্বজুড়ে চালাও তুমি রাজ
চোখের কোনের সামলে রাখা জলে
কিছুক্ষণ নয় আমার প্রতিক্ষণ চলে !

ধ্যানের মগ্নতা আনল নিবিড় অলসতা
বৃষ্টি কি আনতে পারবে সজলতা ?
যে বৃষ্টি আসেইনি কখন কোনোদিন
তা কি ঝড়বে কাগজে একদিন ?

স্ক্রিনে ধরা আছে স্ক্যানছবি বৃষ্টিধারার
তুমি কি সময় পাবে দেখার ?
ভার্চুয়ালের নিরাসক্ত প্রাচীর ভেদ করে
সে ফুলবাগানে কখন পড়বে ঝরে ?

ছেদ আসে চিন্তায় বায়সকন্যার ডাকে
তার হাহাকার দুপুরের নিস্তবদ্ধতাকে ঢাকে ।
ভীতু অক্ষরেরা লুকায় ভাষার কারুকাজে
ছেঁড়া ক্যানভাসে অদৃশ্য মনছবি সাজে ।

মন্তব্য ৩৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৮

শাহরিয়ার কবীর বলেছেন: প্রথম চা.............

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:০১

নীলপরি বলেছেন: হুম । চা তো রেডি । আপনি গেলেন কোথায় ?

অনেক ধন্যবাদ প্রথমে পড়ার জন্য ।

শুভকামনা । :)

২| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধ্যানের মগ্নতা আনল নিবিড় অলসতা
বৃষ্টি কি আনতে পারবে সজলতা ?
যে বৃষ্টি আসেইনি কখন কোনোদিন
তা কি ঝড়বে কাগজে একদিন ?


অনেক সুন্দর লাগছে :)

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৮

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে খুব খুশি হলাম ।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৩৯

শাহরিয়ার কবীর বলেছেন: ধ্যানের মগ্নতা আনল নিবিড় অলসতা
ভালো লাগলো B-) B-)

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২০

নীলপরি বলেছেন: আপনার ভালো লাগা আমায় অনুপ্রাণিত করলো ।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৪| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৪১

অরুনি মায়া অনু বলেছেন: একদিন নিশ্চয় ঝরে পড়বে সেই বৃষ্টি ,এমনই এক মেঘলা দুপুরে

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২২

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৫| ২০ শে জুলাই, ২০১৬ দুপুর ২:৫৫

কল্লোল পথিক বলেছেন: স্ক্রিনে ধরা আছে স্ক্যানছবি বৃষ্টিধারার
তুমি কি সময় পাবে দেখার ?
ভার্চুয়ালের নিরাসক্ত প্রাচীর ভেদ করে
সে ফুলবাগানে কখন পড়বে ঝরে ?


সুন্দর কবিতা।

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৩

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে খুব খুশি হলাম ।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৬| ২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: অস্থির! যদিও চাপা বিরহ, তবুও দ্বিপ্রহর এর লিপি ভালো লেগেছে!

২০ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৩

নীলপরি বলেছেন: ঠিকই । বিরহটাই তো সম্বল !

আপনার কবিতা ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

আশাকরি আপনিও ভালো আছেন ।

অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৭| ২০ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

দিশেহারা রাজপুত্র বলেছেন: তোমার ছাতার রঙ কি?
নীল না হয়ে অন্য কিছু হলে ফালায় দাও। ;)

কবিতাটা নিয়ে কি তাড়াহুড়ো করেছো?
ভালো হয়েছে তবে কোন এক সুতো ছিঁড়ে গেছে মনে হচ্ছে। জানি না। ইদানীং কবিতা পড়ে তৃপ্তি পাচ্ছি কম। আর আমাকে চিপেচুপেও এলবিন্দু কবিতা বের হচ্ছে না।
খারাপ কিন্তু না। তবে তোমার স্কেল অনেকটা উপরে এখন।



সন্ধ্যের মাতাল করা হাওয়া
ছুঁয়ে বৃষ্টি সারাবেলা
ভেজার মাটিতে মুখ গুঁজে
সব তুমি বসেছি ভুলে।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১১:১১

নীলপরি বলেছেন: হুম , আছে নীলচে বা নীলের ছোঁয়া লাগাও । কিন্তু ব্যবহারে আলিস্যি ।

তাড়াহুড়ো কি না জানি না । তবে অযত্ন থাকতে পারে । তাছাড়া আমি কবি নই । কবিতা লিখব বলেও লিখি না । আমার সব লেখাই হঠাৎ সটাৎ এর খেয়ালীপনা !

ইদানীং কবিতা পড়ে তৃপ্তি পাচ্ছি কম।

এই লাইনটার সাথে আমি বাস্তবের তেমন মিল পাই নি । মানে সামুতে আর কি ! এভাবে ইন জেনারেল না করলেও চলত ।
আপনার আগে রূপক বিধৌত সাধু ও তো বলেছেন অস্থির! তাতে কি হয়েছে ? যাঁর কাছে যেমন লাগবে তেমনই বলবেন । খারাপ না মানে কিন্তু ভালোও না । সেটা ঠিক আছে । মন্দটা না বললে তো উন্নতির পথও বন্ধ হয়ে যায় । তবে সরাসরি বললেই বেশী ভালো লাগে । আপনার উপরের লাইনটা কিছুতেই মেনে নিতে পারলাম না । অনেক দুঃখ নিয়ে আসল ! তাতে কি ?
যে পায় , দুঃখ তার সম্পদও তো বটে !



সব তুমি ভুলে যাওয়ার জন্য
ভুলে যাওয়াটাই তো এখানে নিয়ম
আমিই শুধু রেখে দেব মনে
না হয় করলামই একটু অনিয়ম !


অসুস্থ অবস্থায় যে আমার কবিতা পড়েছেন , সেটাই আমার কাছে অনেক জানবেন । তাই আপনার মন্তব্য পেয়ে ভালো লাগলো ।
ভালো হয়ে উঠুন ।
শুভকামনা । অনেক ।

৮| ২০ শে জুলাই, ২০১৬ রাত ৮:৪১

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৮

নীলপরি বলেছেন: আপনার ভালো লাগাতে অনেক কৃতজ্ঞতা । আমার যা হাবিজাবি লেখা তাও যে সেগুলো নিজের সময় ব্যায় করে পড়ে ভালো মন্দ বলেন সে সবের জন্যও কৃতজ্ঞতা । এমনকি বানান শুধরে নিতেও সাহাজ্য করেন । শুধু আমাকে বলে নয় , অনেকের ক্ষেত্রেই এরকম করেন । অন্তত আদ্যপান্ত ভুল বানানের কবিতায় আপনাকে লাইক দিতে দেখিনি কখনো ।

আবেগে কি এসে যায় ?
যত সব শুধু আঁতলামি
হতাশা আবার কি ? দুর !
মগজটাই তো সবচেয়ে দামি !

আমার লেখা কোনদিকে যায়
অন গড জানি না
কোন কথা পাবলিকে খাবে
সেসব ভেবে লিখি না !


অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৯| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: তৃপ্তি পাচ্ছি কম তার মানে এই না যে কবিতা খারাপ। এর এ ও মানে হয় যে আমার টেস্ট চেঞ্জ হচ্ছে।

তোমার সুস্থতা কামনা করছি।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৮

নীলপরি বলেছেন: সেটাই তো বলছি । আপনার আমার কবিতা খারাপ লেগেছে সেটা বললেই হতো । ৮ নং মন্তব্যের উত্তরটা কষ্ট করে যদি দেখতে পারেন তবে ভালো হয় ।

১০| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: তৃপ্তি পাচ্ছি কম তার মানে এই না যে কবিতা খারাপ। এর এ ও মানে হয় যে আমার টেস্ট চেঞ্জ হচ্ছে।

তোমার সুস্থতা কামনা করছি।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১২:১৪

নীলপরি বলেছেন: এতো রাত পর্যন্ত জেগে ?

১১| ২১ শে জুলাই, ২০১৬ রাত ২:৩৬

মহা সমন্বয় বলেছেন: ওই ছাতা ধরে ঝুলে ঝুলে যদি মেঘের রাজ্যে চলে যেতে পারতাম তাহলে ভাল হত।

২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৪৬

নীলপরি বলেছেন: তেমন ইচ্ছা ত্যাগ করাই ভালো । মেঘ বড় নিষ্ঠুর ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১২| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: কবিতা আমার কাছে ভালোই লেগেছে।
তা কি ঝড়বে কাগজে একদিন ?
ঝড়বে=ঝরবে হবে কি?

২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো । তবে না ভালো লাগাটাও আমি সাদরে গ্রহন করি । শুধু সব জায়গা্য় মাপকাঠিটা একরকম থাকলে ভালো লাগে ।

হুম ঠিকই বলেছেন । টাইপো মিসটেক । পরে দেখুন ঝরে লিখেছি । শুধরে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ । ঠিক করে নিচ্ছি ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৩| ২১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৭

ডঃ এম এ আলী বলেছেন: স্ক্রিনে ধরা আছে স্ক্যানছবি বৃষ্টিধারার
তুমি কি সময় পাবে দেখার ?
ভার্চুয়ালের নিরাসক্ত প্রাচীর ভেদ করে
সে ফুলবাগানে কখন পড়বে ঝরে ?

অনেক ভাল লাগার কবিতা ।
শুভেচ্ছা রইল ।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৮

নীলপরি বলেছেন: আপনার শুভেচ্ছা যত্ন সহকারে গ্রহন করলাম । আর কবিতায় ভালো লাগা পেয়ে কৃতার্থ হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৪| ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১:০০

সাহসী সন্তান বলেছেন: নীলপরি কবিতাটা মোটামুটি লাগলো! আর একটু মনযোগী হলে কবিতাযে আরো ভাল হতো সে বিষয়ে কোন সন্দেহ নেই! কারণ আপনার পূর্বের লেখা কবিতা গুলো কিন্তু তাই বলে!

যাহোক শুভ কামনা রইলো!

২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৩

নীলপরি বলেছেন: আমার আপনার সরাসরি মন্তব্য খুব ভালো লাগলো । অনুপ্রেরণা পেলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামনা । :)

১৫| ২১ শে জুলাই, ২০১৬ দুপুর ১:১২

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৮

নীলপরি বলেছেন: আপনাকে আমার ব্লগে দেখে খুব ভালো লাগলো । কবিতা আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৬| ২১ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৭

আবুল হায়াত রকি বলেছেন: সুন্দর অনুভূতি। দিদি।

২১ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫১

নীলপরি বলেছেন: আমারও আপনার মন্তব্য খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৭| ২২ শে জুলাই, ২০১৬ রাত ২:২৭

ডঃ এম এ আলী বলেছেন: প্রতি উত্তরের জন্য ধন্যবাদ ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

২২ শে জুলাই, ২০১৬ সকাল ৭:৫৭

নীলপরি বলেছেন: এই আপনার জানাতে আসাটা খুব ভালো লাগে ।

আবারো ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৮| ২২ শে জুলাই, ২০১৬ দুপুর ২:১৩

আমিই মিসির আলী বলেছেন:

দুপুর যেন স্থবির হয়েছে আজ
আমার বিশ্বজুড়ে চালাও তুমি রাজ
চোখের কোনের সামলে রাখা জলে
কিছুক্ষণ নয় আমার প্রতিক্ষণ চলে

-প্রথমেই মুগ্ধতা।
++

২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:৫১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৯| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৫

অতৃপ্তচোখ বলেছেন: অসাধারণ লাগলো কবিতাটি।
অনেক বেদনা মিশ্রিত কবিতার প্রতিটি শব্দ লাইন।
আসলে আমরা মানুষরা মানুষের ভেতরের কান্নার অশ্রু দেখতে পাই না।
তাই তো বুঝতে পারি না ভেতরের প্রতীক্ষা ঘনত্ব কতটুকু!
তবে বুঝতে চেষ্টা থাকা উচিৎ।

২৪ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৩

নীলপরি বলেছেন: ঠিকই বলেছেন । আমারও খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.