নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

ও ছেলে তুই

২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:০৫




ও ছেলে --

তুই কেমন করে আগুন নিয়ে
খেলতে পারিস ?
তোর আগুনের গল্পটা তবে বল
বহ্নিশিখা নেভাতে কখনো কি নিয়েছিলি
আঁজলাভরা জল ?

শান্ত দিনে ঝড়-তুফান সঙ্গে হঠাৎ
কেন আসিস ?
উত্তরীয় তোর উড়তে চেয়েছিল যখন
মন কি তোর উদাস হতে
চায়নি তখন ?

পলাশের ফাগুনকে ছিনিয়ে আনতে পারিস
বর্ষার রাতে ?
বিপদ তোকে আপন করে ছলেবলে
মুক্তোদানা তুলতে কি নেমেছিলি ঐ
সূর্যোদয়ের ডুবজলে ?

দূর দিগন্তে কখনো কি উড়িয়েছিলি
ইচ্ছেঘুড়ি আকাশনীলা ?
হৃদমাঝারে তোরও ছিল সাতরঙা আশা
ও ছেলে --
তুই কি পড়তে পারবি রাধিকার
চোখের ভাষা ?

মন্তব্য ৪৬ টি রেটিং +১৬/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:১৫

ডঃ এম এ আলী বলেছেন: খুব সুন্দর কবিতা , আসছি ফিরে একটু পরেই, ভাল লাগাটুকু জানিয়ে গেলাম এ যাত্রায় ।

২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৯

নীলপরি বলেছেন: হুম । অবশ্যই আসবেন ।

ধন্যবাদ ।

২| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১:২৩

অরুনি মায়া অনু বলেছেন: সেই "তুই" এর প্রতি এত এত প্রশ্ন!
তার হয়ত জানা নেই প্রতিটা উত্তর |

২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

নীলপরি বলেছেন: ইশ! এরকম আন্ডার এস্টিমেট করবেন না। দু:খ পাই যে ! :(

অনেক ধন্যবাদ।:)
শুভকামনা ।

৩| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ২:০৩

শাহরিয়ার কবীর বলেছেন: দূর দিগন্তে কখনো কি উড়িয়েছিলি
ইচ্ছেঘুড়ি আকাশনীলা ?

সুন্দর হয়েছে++++++++++++

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:১৮

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৪| ২৩ শে জুলাই, ২০১৬ ভোর ৫:৪৯

কল্লোল পথিক বলেছেন:






ও মেয়ে তুই কেমন করে এত সুন্দর কবিতা লিখতে পারিস?
তোর লেখার গল্প বল!

হা.....হা.....হা......

কবিতা চমৎকার হয়েছে।
একরাশ মুগ্ধতা রেখে গেলাম।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:২৬

নীলপরি বলেছেন: একরাশ মুগ্ধতাকে সযত্নে গ্রহন করলাম । আর আপনার মন্তব্য পড়ে আমিও মুগ্ধ হয়ে গেছি । খুব ভালো লাগলো কমপ্লিমেন্টটা ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৫| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৭:০২

বিলুনী বলেছেন: সুন্দর কবিতা খুব ভাল লাগছে ।
কবিতা পাঠে মুগ্ধ ।
ধন্যবাদ জানবেন

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩০

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৬| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

দারুণ লিখেছো।
তবে চোখটা পড়তে পারা বেশ ঝক্কির ব্যাপার। =p~


সাইন ল্যাঙ্গুয়েজ নিয়ে কিছুদিন আগে এপিঠওপিঠ করেছিলাম। :)

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৪

নীলপরি বলেছেন: সাইন ল্যাঙ্গুয়জও জানেন ? ভালো কথা ।

৭| ২৩ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১০

প্রামানিক বলেছেন: শান্ত দিনে ঝড়-তুফান সঙ্গে হঠাৎ
কেন আসিস ?
উত্তরীয় তোর উড়তে চেয়েছিল যখন
মন কি তোর উদাস হতে
চায়নি তখন ?


ভালো লাগল।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৬

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৮| ২৩ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২৫

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আমি যা লিখতে চেয়েছিলাম তা কল্লোল পথিক বলে দিয়েছে । হাহাহাহাহা

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯

নীলপরি বলেছেন: তাহলে আপনার মন্তব্যটা আমার কাছে একটা কমপ্লিমেন্ট । ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৯| ২৩ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৭

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: রাধিকার চোখের ভাষা পড়তে যাওয়ার মানে হলো আগুনে ঝাপ দেওয়া, হা হা হা!!!
কবিতা ভালো লেগেছে।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৩

নীলপরি বলেছেন: কথাটা কি আপনি নিজস্ব অভিঙ্গতা থেকে বললেন ?


জাস্ট জোকিং । আশাকরি কিছু মনে করলেন না !

উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১০| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:০০

উল্টা দূরবীন বলেছেন: ও ছেলে --

তুই কেমন করে আগুন নিয়ে
খেলতে পারিস ?
তোর আগুনের গল্পটা তবে বল
বহ্নিশিখা নেভাতে কখনো কি নিয়েছিলি
আঁজলাভরা জল ?


সেই ছেলে জানেনা, আগুন নিয়ে খেলা কপ্রতে নেই। ;)

অসম্ভব ভালোলাগা রইলো কবিতায়। শুভকামনা জানবেন।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৪৮

নীলপরি বলেছেন: আপনার অসম্ভব ভালোলাগাকে সযত্নে রেখে দিলাম ।

অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা ।

১১| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:০১

রূপক বিধৌত সাধু বলেছেন: শান্ত দিনে ঝড়-তুফান সঙ্গে হঠাৎ
কেন আসিস ?
উত্তরীয় তোর উড়তে চেয়েছিল যখন
মন কি তোর উদাস হতে
চায়নি তখন?"

দূর দিগন্তে কখনো কি উড়িয়েছিলি
ইচ্ছেঘুড়ি আকাশনীলা ?
হৃদমাঝারে তোরও ছিল সাতরঙা আশা
ও ছেলে --
তুই কি পড়তে পারবি রাধিকার
চোখের ভাষা ?"

অস্থির! ভালো লাগা রইলো ।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৭

নীলপরি বলেছেন: কবিতায় আপনার ভালো লাগা গ্রহন করলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১২| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৭

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১০

নীলপরি বলেছেন: আপনার কাছ থেকে কবিতা সুন্দর হয়েছে শুনে ভীষন ভালো লাগলো।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৩| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৪

শায়মা বলেছেন: মজার মজার মজার!!!!!!!!! :) :) :)

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৬

নীলপরি বলেছেন: আর আপনাকে দেখে আমি খুব মজা পেলাম । খুব ভালো লাগলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

১৪| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১০:০৬

অশ্রুকারিগর বলেছেন: কল্লোল পথিক বলেছেনঃ ও মেয়ে তুই কেমন করে এত সুন্দর কবিতা লিখতে পারিস?
তোর লেখার গল্প বল!


কবিতায় ভাললাগা।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৪

নীলপরি বলেছেন: আপনার কবিতা ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৫| ২৩ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫০

সাহসী সন্তান বলেছেন: কবিতা পড়তে গিয়া বারবার হোঁচট খাচ্ছিলাম কেন বুঝতাছি না! মাঝে-মাঝে বেশ সুর আসছিল, কিন্তু হুট কইরাই আবার কিছু শব্দগত জঠিলতার কারণে সুরটা কেটে যাচ্ছিল! ও ছেলে কইয়া বেশ কয় আলিফ টান দিয়া, পরের লাইনে আইসা দাঁত ভেঙে হুড়মুড় করে পড়ার অবস্থা! ;)

হা হা হা, মজা করলাম একটু! কবিতা খুব সুন্দর হইছে নীলপরি! আশির্বাদ রইলো, ছেলে যেন রাধীকার চোখের ভাষাটা বুঝতে পারে!

শুভ কামনা জানবেন!

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৩

নীলপরি বলেছেন: আপনার আশীর্বাদ আমি শ্রদ্ধার সাথে গ্রহন করলাম ।

অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা ।
ভালো থাকবেন । :)

১৬| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ৯:২৩

শামছুল ইসলাম বলেছেন: চমৎকার কবিতা।

পারবে কি, ছেলেটাঃ

//ও ছেলে --
তুই কি পড়তে পারবি রাধিকার
চোখের ভাষা ?//


ভাল থাকুন। সবসময়।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৬

নীলপরি বলেছেন: সেটা ঈশ্বরই জানেন । সব স্ক্রিপ্ট তো তিনিই লেখেন । :)

উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
আপনিও ভালো থাকবেন ।

১৭| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১০:১৯

জুন বলেছেন: ছেলেটি যেন রাধিকার চোখের ভাষা সহ এই অপরূপ কবিতাটি পড়তে পারে এই কামনা করি নীলপরি।
+

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৯

নীলপরি বলেছেন: খুউব মিষ্টি লাগলো আপনার মন্তব্যটা । আর প্লাস পেয়ে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকবেন । :)

১৮| ২৪ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৮

হাসান মাহবুব বলেছেন: সুখপাঠ্য।

২৪ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪০

নীলপরি বলেছেন: জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকবেন ।

১৯| ২৪ শে জুলাই, ২০১৬ রাত ১১:০২

অতৃপ্তচোখ বলেছেন: খুব ভালো লিখেছেন। প্রশ্ন গুলোও চমৎকার।

জীবন'তো প্রায় অর্ধেক চলেই গেলো আমার
তবুও জানা হলো না আজও চোখের ভাষা রাধিকার!

২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৪

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যে উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকবেন ।

২০| ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৩৯

অবুজ বালক আমি বলেছেন: বাহ বাহ.....

২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪৩

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।
ভালো থাকবেন ।

২১| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:৫১

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখাটা শেয়ার দিয়ে ভুল করলাম নাকি?

২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৩৮

নীলপরি বলেছেন: না । শেয়ার করলেন বলে তো যারা জানতেন না তাঁরা জানলেন । তবে আমি একটু অবাক হয়েছিলাম । মাত্র কয়েকদিন আগেই বলেছিলেন পোষ্ট দেওয়া নিয়ে প্রবলেম হচ্ছে । আপনি নিজেই ভালো লেখেন । পোষ্টের সাথে নিজের বিশ্লেষন দিলে ভালো হত ।

একটা কঠিন নিয়ম ভাঙা মানে কি আরো একটা কঠিন নিয়ম তৈরী করা ? সব ধর্মেরই ভালো কিছু দর্শন আছে । বিতর্ক কিছু সময় চলে । সিস্টেমে থেকে সিস্টেমকে বদলাতে পারেন বা বদলানোর চেষ্টা করেন তারাই আসল বিপ্লব আনেন ।

বিবেকানন্দের শিকাগো স্পীচ থেকে আমার একটা প্রিয় অংশ দিচ্ছি । হয়ত আপনিও পড়ে থাকবেন ।

The seed is put in the ground, and earth and air and water are placed around it. Does the seed become the earth, or the air, or the water? No. It becomes a plant, it develops after the law of its own growth, assimilates the air, the earth, and the water, converts them into plant substance, and grows into a plant. Similar is the case with religion. The Christian is not to become a Hindu or a Buddhist, nor a Hindu or a Buddhist to become a Christian. But each must assimilate the spirit of the others and yet preserve their individuality and grow according to their own law of growth.

যারা অসহিষ্ণু তাদের বিরূদ্ধে যদি অসহিষ্ণুতার ্সাথে কথা বলা হয় তবে আর পার্থক্য কি থাকল ? আমার সীমাবদ্ধতার মধ্যে এটুকুই বুঝি ।

২২| ২৯ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: আসলেই ভুল হয়েছে! ওভাবে ভাবিনি আমি । তাই তো নিজস্ব মতামতও দেইনি । কেবল কবি ও কবিতাটা সম্পর্কেই জানাতে চেয়েছি ।

২৯ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:০২

নীলপরি বলেছেন: আরে এভাবে বলছেন কেনো ? কবি ও কবিতাটার সাথে ঐ লেখকের দৃষ্টিভঙ্গি রয়ে গেছে । যদি মনে করেন তবে আপডেট দিয়ে দিতে পারেন ।

আসলে আমরা খুব সাধারণ । আমি অন্তত । কোনো গ্রাস নেই আমাদের ।

তবে আপনার এই পোষ্ট দেখে আমার কিছু কথা মাথায় আসল । দেখি পারলে পোষ্ট দেবো ।


আনারকলির খোঁজখবর চালাচ্ছি ।:)

২৩| ০২ রা আগস্ট, ২০১৬ সকাল ৮:২২

টাইম টিউনার বলেছেন: ভালো লাগলো ।

০৩ রা আগস্ট, ২০১৬ রাত ৮:৪২

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনার ভালো লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.