নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

রাখছি বলেও হয় না রাখা

২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১৫



' রাখছি ' - কথার শেষে বলেই থাকি
আসলে ফোনটা কি সত্যি রাখি ?

ভালোমন্দ রয়েই যায় যেখানে যত
এসবের সঙ্গে তুমিই থাকো ওতোপ্রতো ।

ব্যস্ততাতে তুমি যখন প্রবলরকম প্রবলতর
তোমার মনের স্পর্শসীমা আমার নিকটতর ।

তোমার অবহেলা জমলে নীলবেদনার মতন
বিষাদকে সহ্য করতে করি যতন ।

বাদবাকি তো যান্ত্রিকতার পৌন্‌ঃপুনিক অবশেষে
তারমধ্যেও তোমার কথার খুবসুরতি মেশে ।

তোমার যোজনগন্ধা দূরত্বকে ভরি শ্বাসে
না থেকেও তুমিই থাকো পাশে ।

কোনো অজানা শহরের এক কোনে
মেঘরঙা প্রেম যত্নে স্বপ্নজাল বোনে ।

বর্ষাস্নাত আমি হাঁটি রূপকথার পথে
বিরহ উপাচার রেখেছি ভালোবাসার রথে ।

রাখছি বলেও হয় না রাখা
আমার দুনিয়া তোমার জাদুতে ঢাকা ।

মন্তব্য ৪৬ টি রেটিং +১২/-০

মন্তব্য (৪৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০২

গেম চেঞ্জার বলেছেন: জীবন যেমন তেমনি প্রকাশ!!! শুভেচ্ছা রইলো!!!

২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:০৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো ।

আপনাকেও অনেক শুভেচ্ছা ।

ধন্যবাদ ।

২| ২৫ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
কোনো অজানা শহরের এক কোনে
মেঘরঙা প্রেম যত্নে স্বপ্নজাল বোনে ।******

দারুণ লাগল। কবিতার সিঁড়িপথচড়ে ঘুরে আসলাম সেই অজানা শহরের জানা গলিতে।
+++

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৭

নীলপরি বলেছেন: তাই ? শুনে ভালো লাগলো ।

৩| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:২১

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার কবিতা।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৯

নীলপরি বলেছেন: আপনার চমৎকার মন্তব্য আমার অনুপ্রেরণা ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শিরোনামটা তো অস্থির, বিষয়বস্তু ও উপস্থাপনাও দুর্দান্ত!

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৫

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য পড়ে ভালো লাগলো । তবে বেশী খুশি হয়েছি আপনার লাইক দেখে ।
সাধুজী সহজে লাইক দেন না ! এটাই মনে হয় আমার লেখায় প্রথম লাইক । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ২৫ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৩০

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভকামনা।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৮

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।
আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

৬| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১০:১৫

বিলুনী বলেছেন: খুব সুনদর কবিতা ভাল লাগল
শুভেচ্ছা জানবেন ।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:১৯

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

৭| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১০:২০

সুবল চন্দ্র বর্মন বলেছেন: বেশ ভাল লাগল। শুভাশিস রইল।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:২১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

৮| ২৫ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪১

অতৃপ্তচোখ বলেছেন: ভাল লাগলো,
ভালোবাসা বুঝি এমনই অদৃশ্য যাদুকর

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:২৪

নীলপরি বলেছেন: আমারও একই বিশ্বাস ।

আপনার মন্তব্যে উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৯| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১২:৩০

ডঃ এম এ আলী বলেছেন: কোনো অজানা শহরের এক কোনে
মেঘরঙা প্রেম যত্নে স্বপ্নজাল বোনে

ভাল লাগার কবিতায় জড়িয়ে থাকা কোন কোন শব্দ সম্ভার ভাবনাকে নিয়ে যায় অনেক দুরে যেখানে মেঘরঙা প্রেম যত্নে স্বপ্নজাল বোনে । মনে পরে যায় কোন এক কবিতায় পড়েছিলাম এক সন্ধ্যায়, বাইরে ট্রামলাইনের ঘর্ঘর শব্দ, ভিতরে চেয়ারের কোল ঘেঁষে মেঘরঙা প্রেম। মনে হচ্ছিল একমনে সন্ধ্যা হেঁটে বেড়াচ্ছে ঘরের মেঝেয় আর ঘরের মধ্যে আরেকটা ঘর তুলে মিশে যাচ্ছি জোনাক মেলায়। এখানেও মনে হল তাই তোমার যোজনগন্ধা দূরত্বকে ভরি শ্বাসে না থেকেও তুমিই থাকো পাশে

অনেক ধন্যবাদ সুন্দর ভাবগম্ভীর কবিতাটির জন্য ।
শুভেচ্ছা রইল ।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩১

নীলপরি বলেছেন: আপনার বর্ণিত কবিতাটা খুব ভালো মনে হচ্ছে । এতো সুন্দর মন্তব্য পেয়ে আমি আপ্লুত ।

আপনাকেও অনেক শুভেচ্ছা ।

ধন্যবাদ ।

১০| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ২:২০

অরুনি মায়া অনু বলেছেন: সুন্দর লিখেছেন :)

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩২

নীলপরি বলেছেন: খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১১| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫৪

হাসান মাহবুব বলেছেন: সুন্দর হইছে।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:৩৪

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১২| ২৬ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: কোনো অজানা শহরের এক কোনে
মেঘরঙা প্রেম যত্নে স্বপ্নজাল বোনে ।

বর্ষাস্নাত আমি হাঁটি রূপকথার পথে
বিরহ উপাচার রেখেছি ভালোবাসার রথে ।

:)

সুন্দর +++

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫০

নীলপরি বলেছেন: খুব খুশি হয়েছি সুন্দর সুন্দর প্লাস দেখে ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

১৩| ২৬ শে জুলাই, ২০১৬ দুপুর ১২:০৭

অবুজ বালক আমি বলেছেন: দারুন লিখেছেন

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫২

নীলপরি বলেছেন: আপনার দারুন লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৪| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দারুণ ভাবনা।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৫

নীলপরি বলেছেন: আপনি বললেন বলে ভাবনাটা দারুণ হওয়ার স্বীকৃতি পেল ।

উৎসাহিত হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৫| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ৮:৩১

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দারুণ ভাবনা।

২৬ শে জুলাই, ২০১৬ রাত ৯:৫৬

নীলপরি বলেছেন: শুভকামনা । :)

১৬| ২৬ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: বাপরে, সহজে যে কাউকে লাইক দেইনা এটাও খেয়াল করেছেন? ক্যামনে কী!

আমার সর্বশেষ লেখাটাও মোবাইল বিষয়ক ।

২৭ শে জুলাই, ২০১৬ সকাল ৮:৪২

নীলপরি বলেছেন: ডিমান্ড থাকলে খোঁজ খবর তো চলবেই ! :)

আপনার সর্বশেষ লেখাটা আবার পড়ে আসলাম ।

১৭| ২৭ শে জুলাই, ২০১৬ দুপুর ২:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: ওটা তো পোস্ট করিনি ।

২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৩:৫৬

নীলপরি বলেছেন: যেটা এখন আছে সেটাই পড়েছি । ভাবলাম ঐ কাহিনী বোধহয় মোবাইল থেকে শুরু হয়েছিল।

১৮| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১২

রূপক বিধৌত সাধু বলেছেন: বিষয়ভিত্তিক কবিতার বদলে ঐ কবিতাটাই পোস্ট দিতে চেয়েছিলাম, কিন্তু মন সায় দেয়নি । আপাতত কারও ঝাড়ি খেতে প্রস্তুত নই ।

২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:২৭

নীলপরি বলেছেন: সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার । যা আপনি ভালো বোঝেন। তবে অন্যকে বেশী পাত্তা দেওয়া কি ঠিক ?

১৯| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: নিরন্তর নামে একটা কবিতা ছবি সহ পোস্ট দিয়েছিলাম । যাকে নিয়ে লিখেছিলাম, সে প্রযুক্তি আইনে মামলা করবে বলে হুমকি দিয়েছিলো । লেখাটা সরাতে বাধ্য হয়েছি ।

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৫

নীলপরি বলেছেন: ভয় পেয়ে গেলাম শুনে । আপনার সাথে এমন হয়েছে ? অবাক লাগছে ভাবতে ।

২০| ২৭ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: ওটা প্রেমের কবিতা ছিলো না, তাকে ঘিরে অন্যান্য যুবকদের ভাবনার বহিঃপ্রকাশ মাত্র! পরে অবশ্য স্যরি বলেছে!

২৭ শে জুলাই, ২০১৬ রাত ৮:৫৮

নীলপরি বলেছেন: যাইহোক সব ঠিকঠাক হয়েছে । এটা ভালো কথা ।

শুভকামনা ।:)

২১| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:০২

সাহসী সন্তান বলেছেন: চমৎকার কবিতা! খুব ভাল লাগলো নীলপরি!

শুভ কামনা রইলো!

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৬

নীলপরি বলেছেন: জেনে আপ্লুত হলাম ।
অনেক ধন্যবাদ ।
আপনাকেও অনেক শুভকামনা । :)
ভালো থাকবেন ।

২২| ২৭ শে জুলাই, ২০১৬ রাত ৯:০৬

জেন রসি বলেছেন: মনের কোনে যা থেকে যায়- দৃশ্যমান না হলেও তার অস্তিত্ব আছে।

সুন্দর হইছে আপু। :)

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:০৭

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

২৩| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১:১১

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৪:১০

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য সবসময়ই উৎসাহ দে্য় । আপনার সুন্দর লেগেছে জেনে খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.