নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

হারিয়ে ফেলেছি জীবন

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:০০



বাঁচতে গিয়ে হারিয়ে ফেলেছি জীবন
জানি ভেবে দূরে সরিয়েছি জ্ঞান
ভাষার জখম থেকে ঝরছে রক্ত
অভিধান লাগছে আজ খুব শক্ত ।

ওয়াটারপ্রুফ কাজল গলে না অশ্রুজলে
যন্ত্রকে হার মানিয়েছি যান্ত্রিকতা দিয়ে
মনের মধ্যে লুকিয়েছি একাকিত্বের ভয়
যেতে আসতে শুধু মোনালিসাহাসিরই জয় ।

শহরের সীমন্তনী রাঙায় সূর্য্যের লালীমা
চাঁদ নামে জানলার কার্নিশ বেয়ে
আজও কবিতা লেখ অচীনপুরে তুমি
রামধনুরঙা আকাশটার আড়ালে থাকি আমি ।

মন্তব্য ৩৫ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩৫) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৭

শাহরিয়ার কবীর বলেছেন: প্রথম ......... B-) B-)

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩১

নীলপরি বলেছেন: হুম । অবশ্যই । :)

২| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:১৬

শাহরিয়ার কবীর বলেছেন: যন্ত্রকে হার মানিয়েছি যান্ত্রিকতা দিয়ে

অনুভুতিগুলো এখন অফলাইনে যাচ্ছে,

আর মন তৈরী হচ্ছে মায়া-মমতাহীনের
পাঠশালা।

সুন্দর হয়েছে ।

টাইপিং সচেতন হতে হবে।

ভালো থাকুন, বোন।

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৫

নীলপরি বলেছেন: তেমনই মনে হয় ।

অনেক ধন্যবাদ আর শুভকামনা ।

৩| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩১

সুমন কর বলেছেন: কিছু ভালো লেগেছে, পুরোটা মোটামুটি...

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৩

নীলপরি বলেছেন: আপনি যে আমার লেখা পড়েন , এটাই আমাকে উৎসাহিত করে । আবার চেষ্টা করবো ।



অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৫

কল্লোল পথিক বলেছেন:







বেশ হয়েছে।

৩০ শে জুলাই, ২০১৬ রাত ১১:৪৭

নীলপরি বলেছেন: অনুপ্রেরণা পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ১২:০৩

গেম চেঞ্জার বলেছেন: কবিতা ভাল হয়েছে। :) শুভকামনা রইলো!!

০১ লা আগস্ট, ২০১৬ রাত ১২:০৩

নীলপরি বলেছেন: হুম শুভকামনা গ্রহন করলাম । আর কবিতা ভাল হয়েছে শুনলে খুব ভালো লাগে । :)

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

৬| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ১২:৪৪

ডঃ এম এ আলী বলেছেন: সুন্দর কবিতা, মনে হল জীবনের
কিছু অব্যক্ত কথা পেয়েছে ভাষা
সবচেয়ে বেশী ভাল লেগেছে
কবিতার শেষের দুটি লাইনের
কথা যেখানে বলা হয়েছে
আজও কবিতা লেখ অচীনপুরে তুমি
রামধনুরঙা আকাশটার আড়ালে থাকি আমি ।

কবিতার কথাগলি অনুভূতিতে ছড়ায় রামধনুরঙা আবীর
এ ধূসর পৃথিবীতে রঙের কারবার বড়ই মজাদার, অনুভূতিতো
আকাশের মতো,সারাদিন রং বদলায়, লাল থেকে নীল, হলুদ থেকে কালো
কোনটা বা আবার হয়ে যায় রং হীন । তাই আশায় আছি এ কবিতার তুলিতে
রামধনুরঙা আকাশটার আড়ালে থাকা কবি পৃথিবীর বুকে রঙ্গীন হয়ে ফিরুক আবার ।

০১ লা আগস্ট, ২০১৬ রাত ১২:০৮

নীলপরি বলেছেন: একেতেই আমি একটু আবেগী । তারপর যখনই আপনার এতো সুন্দর মন্তব্য পড়ি তখনই আপ্লুত হয়ে যাই ।

খুব খুব উৎসাহ পেলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৭| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ২:৩১

জেন রসি বলেছেন: ওয়াটার প্রুফ কাজল আধুনিক শব্দচয়ন।

কবিতা ভালো লেগেছে।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৭

নীলপরি বলেছেন: আপনার মতো আধুনিক লেখকের কাছ থেকে এই কমপ্লিমেন্টটা পেয়ে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৮

নীলপরি বলেছেন: উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

৮| ৩১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৪১

পুলহ বলেছেন: প্রথম দু'টো স্তবক বেশি ভালো লেগেছে।
যন্ত্রকে হার মানিয়েছি যান্ত্রিকতা দিয়ে, মোনালিসাহাসি - কনসেপ্টগুলো তাৎপর্যপূর্ণ...
শুভকামনা নীলপরি !

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:০১

নীলপরি বলেছেন: অনেক উৎসাহ পেলাম আপনার মন্তব্য থেকে ।

অনেক ধন্যবাদ ।

আপনাকেও শুভকামনা ।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:০১

নীলপরি বলেছেন: উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

৯| ৩১ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৩৩

হাসান মাহবুব বলেছেন: বেশ ভালো লাগলো।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:০০

নীলপরি বলেছেন: জেনে আমারও খুব ভালো লাগলো ।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।
উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:১৫

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ আর শুভকামনা ।

১০| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ৯:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ কিছু শব্দচয়ন ভালো লেগেছ আলাদাভাবেই।

কবিতা দারুণ হয়েছে।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:১০

নীলপরি বলেছেন: কিছু শব্দচয়ন ভালো ? মানে পুরোটা না । তাও যে লেখাটা নজরে এসেছে তা অভিভূত হলাম ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১১| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ৯:০০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বেশ কিছু শব্দচয়ন ভালো লেগেছ আলাদাভাবেই।

কবিতা দারুণ হয়েছে।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:১২

নীলপরি বলেছেন: আমার লেখায় নেই রাজকীয় স্বাদ
তা জানি ।
রাজপুত্রের কমেন্টে লাগলো ভালো
তা মানি ।

ভালো থাকবেন ।

১২| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৬

ইমরান আল হাদী বলেছেন: বাহ! সুন্দর লিখেছেন।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:১৪

নীলপরি বলেছেন: কথাটা জেনে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

১৩| ৩১ শে জুলাই, ২০১৬ রাত ৯:৪৬

ইমরান আল হাদী বলেছেন: বাহ! সুন্দর লিখেছেন।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:১৪

নীলপরি বলেছেন: শুভকামনা ।

১৪| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৩

দিশেহারা রাজপুত্র বলেছেন: ভালো লেগেছে পুরোটাই। তামধ্যে কিছু শব্দ আলাদাভাবে ভালো লাগল।

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:০৩

নীলপরি বলেছেন: বুঝলাম ।

১৫| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:০১

বিদ্রোহী ভৃগু বলেছেন: জীবনের জটিল কঠিন তাৎপর্যময় অনুভগুলোকে কি দারুন শব্ধ বন্ধনে প্রকাশ করলেন!

মুগ্ধ!

এভাবে জীবন হারাতে হারাতেই প্রকৃত জীবনের সন্ধান সামনে এসে যায় :)

++++++++++++++++++

০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১১:০৯

নীলপরি বলেছেন: আপনার মুগ্ধতা যত্নের সাথে গ্রহন করলাম । আমার লেখাকে অনুপ্রেরনা দিল অনেক ।

এখন তো সন্ধানই করে যাচ্ছি । আপনার কথামতো হলে খুব ভালো লাগবে । :)
আপ্লুত হলাম আপনার মন্তব্য পেয়ে ।
অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৬| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,



মোটামুটি । নীরেট কোনও ভাব নেই , ছেঁড়া খোঁড়া ।
ভাবের ব্যাপারে আরও সচেতন হলে ভালো হয় ।
যদিও জানি, আমার মন্তব্যটুকু আপনাকে স্বস্তি দেবেনা তবুও বিশ্বাস এটা আপনাকে আরও শক্তিশালী করবে ।
জানবেন, নিন্দুকই একজন বন্ধু ।
শুভেচ্ছান্তে ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৩

নীলপরি বলেছেন: স্বস্তি দেবেনা কি ? উল্টে খুব স্বস্তি পেলাম। আমার ব্লগে আপনার মন্তব্যের অভাব বোধ করছিলাম । মন্তব্য পেয়ে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

উত্তর দিতে দেরী হওয়ার জন্য দুঃখিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.