নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

আলাদাভাবে ভিজবো একসাথে একই প্রহরে

৩১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৫১



তোমার হুকুমদখলের মতোই লুঠতরাজ বৃষ্টি
তছনছ করে দিচ্ছে আমার দৃষ্টি ।

জগৎ ভাসানো প্রলয়ঙ্কারী এই দিন
করেছে আমার সব প্রতিরোধ অর্থহীন ।

জলভরা বাতাস হাহাকার নিয়ে আসে
উজানের স্রোতে আমার মনতরী ভাসে ।

বর্ষাস্নাত বারান্দায় দাঁড়িয়ে আমি একা
প্রতীক্ষায় থাকি , পেতে তোমার দেখা ।

নিশুতরাতে জলপিয়ানোর করুন সুর শুনি
প্লাবন আনে নিঠুর স্মৃতির স্রোতস্বিনী ।

তবুও --
আবার বৃষ্টি আসুক তোমারআমার শহরে
আলাদাভাবে ভিজবো একসাথে একই প্রহরে ।

মন্তব্য ৩৯ টি রেটিং +৯/-০

মন্তব্য (৩৯) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১২:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: সুন্দর হয়েছে ++++

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৬

নীলপরি বলেছেন: প্রথমেই আপনার সুন্দর হয়েছে মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ০১ লা আগস্ট, ২০১৬ ভোর ৬:৫৬

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: এক সাথে ভিজব এক প্রহবে এক স্থানে

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩৭

নীলপরি বলেছেন: আমি তথাস্তু বললাম বৃষ্টি হওয়ার জন্য । এবারে যাঁর সাথে ভিজবেন তাঁকে রাজি করান । :)

অনেক ধন্যবাদ লেখাটা পড়ার জন্য ।

শুভকামনা ।

৩| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:৩৬

হাসান মাহবুব বলেছেন: জলপিয়ানো শব্দটা ভালো লাগলো।

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১২:৫২

নীলপরি বলেছেন: হঠাৎ মাথায় এলো শব্দটা । আপনার সেটা ভালো লেগেছে শুনে খুব ভালো লাগলো ।

লেখা পড়ে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৪| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: বৃষ্টির দস্যুপনা, উজানে ভাসানো মনতরী নিয়ে কারো প্রতীক্ষায় থাকা, নিশুতি রাতে জলপিয়ানোর করুন সুর শুনা এবং সর্বোপরি 'আলাদাভাবে' একসাথে একই প্রহরে দু'জনে ভেজার অভিলাষ- এইসব মিলে কবিতায় একটা মনোমুগ্ধকর দ্যোতনা প্রস্ফূটিত হয়েছে। তাই কবিতায় 'লাইক' দিয়ে গেলাম।

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:০১

নীলপরি বলেছেন: হুম আপনার লাইক পেয়ে আমার মন খুশিতে ভরপুর । আর মন্তব্যটা আমাকে অনুপ্রাণিত করলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

৫| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:১৮

অরুনি মায়া অনু বলেছেন: খুব সুন্দর লিখেছেন। যেন এক পশলা বৃষ্টি বয়ে গেল সামুর উঠোন জুড়ে।

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:০২

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে ।

শুভকামনা ।

৬| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৩৭

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দারুণ লিখেছো। ভালোলাগা প্রতি শব্দে।
তোমারআমার শহর। আজ বৃষ্টি হোক। খুব করে।
কাকভেজা শহর দিকশূন্য প্রেমিক হোক।

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:০৭

নীলপরি বলেছেন: শহর দিকশূন্য প্রেমিক হোক ? ইশ তাহলে তো পুরো শহরটাই তো নিষ্ঠুরতায় ভরে যাবে !
প্রেমিকরা শুনেছি নিষ্ঠুর টাইপ হয় !

মন্তব্যে ভালো লাগা ।




৭| ০১ লা আগস্ট, ২০১৬ সকাল ১০:৪৩

বিদ্রোহী ভৃগু বলেছেন:
ভিজবো বলে বসে আছি
সেই পুরা জন্মের কাল থেকে
বৃস্টি আর হলো কই?

যদিবা বৃষ্টি এলো
সখি হারিয়ে গেলো
ভেজা আর হলো কই? ;)

দারুন ছোঁয়াচে কাব্য :)
++++++++++++++

০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:২৭

নীলপরি বলেছেন: আপনার কাব্যিক মন্তব্য দেখে আপ্লুত হলাম । আর লাইক খুশির প্লাবন নিয়ে আসল । :)


কিন্তু সখির হারানো সংবাদে খুবই দুঃখ পেলাম ।এখুনি তাঁর জন্য সব রকম মিডিয়ায় বিজ্ঞাপন দিন । তাঁকে খুজে বের করা চাই ই ই ই ই ...................। আপনার থেকেও বেশী আমাদের জন্য ! তাহলে না জানি আরো কত ধরনের কবিতা পাবো আপনার কাছ থেকে । ভাবলেই দারুন লাগছে । খুব স্বার্থপর আমি । :)

দারুন ছোঁয়াচে কাব্য - আপনার এই কথাটা আমার কবিতাকে মর্যাদা দিল ।

লেখা পড়ে উৎসাহ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

ভালো থাকবেন আর সখিকেও ভালো রাখবেন ।:)

৮| ০১ লা আগস্ট, ২০১৬ দুপুর ১:১৪

মনিরা সুলতানা বলেছেন: দারুন তো!!!!

০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

নীলপরি বলেছেন: আপনাকে আমার ব্লগে এসেও বাইরে থেকে চলে যেতে দেখেছি । আজ আপনার দারুন মন্তব্য পেয়ে খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

৯| ০১ লা আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০

ইমরান আল হাদী বলেছেন: চমৎকার সুখপাঠ্য কবিতা।

০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১০| ০১ লা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

টাইম টিউনার বলেছেন: সুন্দর তো ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৮:৫১

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৮

নীলপরি বলেছেন: উত্তর দিতে দেরী হওয়ার জন্য দুঃখিত ।

১১| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ৮:১০

ডঃ এম এ আলী বলেছেন: দারুন সুখ পা্ঠ্য কবিতা , সে সাথে সময়োপযোগী
জলভরা বাতাস হাহাকার নিয়ে আসে
উজানের স্রোতে আমার মনতরী ভাসে

দেশের উত্তরাঞ্চলের অনেক এলাকা এখন
উজানের স্রোতে জলপ্লাবিত, অনেকের
ঘরবাড়ী জলেভাসে । কবিতাটির
মাধ্যমে সহমর্মিতা থাকল
সকলের প্রতি ।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৮:৫৮

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য সবসময় অনুপ্রাণিত করে আমাকে । এটও করেছে ।

আমারও তাঁদের প্রতি সহমর্মিতা থাকল ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ার জন্য দুঃখিত ।

১২| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:০৩

সুমন কর বলেছেন: সুন্দর হয়েছে।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:০০

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে বলেই কবিতা সুন্দর হয়েছে ।

অনেক ধন্যবাদ উৎসাহ দেওয়ার জন্য ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ার জন্য দুঃখিত ।

১৩| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১২:২০

প্রামানিক বলেছেন: সুন্দর কবিতা। খুব ভালো লাগল।

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:০১

নীলপরি বলেছেন: আপনার সুন্দর লেগেছে জেনে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ার জন্য দুঃখিত ।

১৪| ০২ রা আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৩৪

সাহসী সন্তান বলেছেন: খুব চমৎকার কবিতা নীলপরি! একদম প্রথম থেকে শেষ অবধি দারুণ একটা রোম্যান্সে ভরা! অনেক ভাল লাগলো!

অফটপিকঃ কিছু শব্দের ব্যবহারটা চোখে বাঁধছে, সেগুলো উল্লেখ করে দিলাম! চাইলে আপনি এভাবেও লিখতে পারেন-
হুকুমদখলের (মাঝে একটা স্পেস বা হুকুম-দখলের এভাবে লিখতে পারেন)!
নিশুতরাতে না দিয়ে নিশুতি রাতে দিতে পারেন, পড়তে ভাল লাগছে!
তোমারআমার (মাঝে একটা স্পেস অথবা তোমার-আমার এভাবেও লিখতে পারেন)!

চমৎকার কবিতার জন্য একটা লম্বা ধন্যবাদ, আর সাথে শুভ কামনা! ভাল থাকবেন!

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:১৮

নীলপরি বলেছেন: আমারও আপনার আন্তরিক মন্তব্যটা প্রথম থেকে শেষ অবধি খুব ভালো লাগলো ।

আসলে শব্দগুলো জোড়শব্দ হিসাবে ব্যবহার করতে চেয়েছি । তবে স্পেসের কথাটা এবার মাথায় রাখবো ।

হুম নিশুতি রাতেও ভালো লাগছে ।

আপনাকেও এতো সুন্দর একটা মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আর শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ার জন্য দুঃখিত ।

১৫| ০২ রা আগস্ট, ২০১৬ রাত ১১:৪২

মোঃ মঈনুদ্দিন বলেছেন:
অনবদ্য! হৃদয়ের তন্ত্রীতে হেঁচকা টান অনুভব করলাম আপনার আবেগি মায়াবী কাব্যের প্রতিটি পরতে পরতে!

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:১৯

নীলপরি বলেছেন: অসাম পেয়ে খুব খুশি হলাম ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ার জন্য দুঃখিত ।

১৬| ০৩ রা আগস্ট, ২০১৬ রাত ১০:১৪

দেবজ্যোতিকাজল বলেছেন: ভাল হয়েছে......

০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:২১

নীলপরি বলেছেন: আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৭| ০৪ ঠা আগস্ট, ২০১৬ সকাল ৯:২২

জুন বলেছেন: আপনার কাব্য রচনার প্রতিভায় মুগ্ধ নীলপরি। কি করে প্রতিদিন এত সুন্দর একটা কবিতা রচনা করেন ভাবতেও বিস্মিত হই।। অসাধারণ ।
+

০৪ ঠা আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৫

নীলপরি বলেছেন: খুব ভালো লাগলো মন্তব্যটা । :)

অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

১৮| ০৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সুন্দর!
(লুটতরাজ, নিশুতি, করুণ)

১২ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৫

নীলপরি বলেছেন: সুন্দর শুনে ভালো লাগলো ।

মিসটেক শুধরে দেওয়ার জন্য ধন্যবাদ ।

উত্তর দিতে দেরী হওয়ায় খুবই দুঃখিত ।

শুভকামনা ।

১৯| ০৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫৪

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: চন্দ্রাবতী তুমি রাজি!
এক সাথে ভিজব এক প্রহবে এক স্থানে
হাতে হাত
পায়ে পা
চোখে চোখ
এক সাথে ভিজব এক প্রহবে এক স্থানে।

১২ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:৩০

নীলপরি বলেছেন: তো চন্দ্রাবতী কি রাজি হলেন ?

শুভকামনা রইল ।

উত্তর দিতে দেরী হওয়ায় খুবই দুঃখিত ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.