নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

২২ শে শ্রাবণকে কিছু স্মরণীয় ছবি দিয়ে স্মরণ করার আমার ক্ষুদ্র প্রয়াস ।

০৭ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৫৩

আজ ২২ শে শ্রাবণ , ৭ ই আগস্ট । বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৫ তম তিরোধান দিবস । আজ তাঁরই জীবনের কিছু স্মরণীয় মুহূর্তের ছবি দিয়ে তাঁকে স্মরণ করার ইচ্ছে হোলো । আমার সেই প্রয়াসকে আপনাদের সাথে শেয়ার করলাম । যদিও তাঁর জীবনের প্রতিটি ক্ষণই স্মরণীয় ।



কিশোর রবি



যুবক রবীন্দ্রনাথ



জ্যোতি দাদার সাথে রবি



স্ত্রী মৃণালিনী দেবীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুর



মাধুরীলতা ( কন্যা ) ও রথীন্দ্রনাথের ( পুত্র ) সাথে রবীন্দ্রনাথ



যথাক্রমে মীরা ( কন্যা ) , রথীন্দ্রনাথ ( পুত্র ) প্রতিমা ( পুত্রবধূ ) বেলার ( কন্যা ) রবীন্দ্রনাথ ঠাকুর



ইন্দিরা দেবীর সাথে রবীন্দ্রনাথ




শিলাইদহে পরিবারের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর



বাল্মীকি প্রতিভা নাটকে ইন্দিরা দেবীর সাথে রবীন্দ্রনাথ



রথীন্দ্রনাথ ( পুত্র ) ও প্রতিমার ( পুত্রবধূ ) সাথে



মহাত্মা গাঁধীর সাথে


মহাত্মা ও কস্তুরবাঁ গাঁধীর সাথে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে




মহাত্মা গাঁধীর সাথে



উপাসনারত কবি



মানিক ( সত্যজিৎ রায় ) ও রবি



ত্রিপুরার রাজার সাথে রবীন্দ্রনাথ ঠাকুর



তাঁর ছাত্রছাত্রীদের সাথে



হেলেন কেলারের সাথে



কবি ও হেলেন কেলার



আইনস্টাইনের সাথে



আইনস্টাইনের সাথে রবীন্দ্রনাথ ঠাকুর



রাধাকৃষণনের ( বাম দিক থেকে ২য় ) সাথে



শান্তিনিকেতনের একটি অনুষ্ঠানে



চীনে রবীন্দ্রনাথ ঠাকুর



মস্কোতে রবীন্দ্রনাথ ঠাকুর



হাঙ্গেরীতে রবীন্দ্রনাথ ঠাকুর




ক্যালিফোর্নিয়াতে



হাঙ্গেরীতে প্রশান্তচন্দ্র মহলানবিশ ও রানী নির্মলা কুমারীর সাথে





হাঙ্গেরীতে



ভিক্টোরিয়া ওকাম্পোর ( বসে আছেন ) সাথে



জওহরলাল নেহেরুর সাথে



সুভাসচন্দ্র বোসের সাথে একই স্থানে



জার্মান বুদ্ধিজীবিদের সাথে ( ১৯২৬ )





চীনে



তেহরানে



একাকী কবি



একাকী কবি শান্তিনিকেতনের অবসরে

সবশেষে রবীন্দ্রনথ ঠাকুরকে নিয়ে সত্যজিৎ রায়ের তৈরী ডকুমেন্টরী ফিল্মটার লিঙ্ক দিলাম । দেখতে পারেন ।

https://youtu.be/SPqQ7-XuLeA

মন্তব্য ৫১ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

হাসান মাহবুব বলেছেন: দুর্দান্ত কালেকশন! কৈত্থিকা পাইলেন এত কিছু?

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৪

নীলপরি বলেছেন: কয়েক জায়গা থেকে জোগার করেছি । যেমন দ্য হিন্দু আর্কাইভ , ইন্ডিয়া টু ডে প্রভৃতি । বিভিন্ন সময়ে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৭

রূপক বিধৌত সাধু বলেছেন: চমৎকার সংগ্রহ! সরাসরি প্রিয়তে!

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৭

নীলপরি বলেছেন: আপনার চমৎকার লেগেছে বলে সংগ্রহ সার্থক হোলো ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ । প্রিয়তে রাখার জন্য কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৩| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৫

জেন রসি বলেছেন: চমৎকার আয়োজন। :)

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৯

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম । :)

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৪| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩১

সাহসী সন্তান বলেছেন: কিশোর রবিকে দেখে তো আমার কাছে রবিনহুড বলে মনে হচ্ছে! চমৎকার কালেকশন! খুব ভাল লাগলো নীলপরি! শুভ কামনা জানবেন!

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৩

নীলপরি বলেছেন: আপনার দেখলেন বলেই কালেকশন করা সার্থক হোলো । আমারও ভালো লাগলো আপনার মন্তব্য পেয়ে ।

অনেক ধন্যবাদ ।
আপনাকেও শুভকামনা ।

৫| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

শ্রাবণধারা বলেছেন: চমৎকার কালেকশন । ছবিগুলো আগে দেখেছিলাম, আবারও দেখলাম । সত্যজিতের ডকুমেন্টরীটাও দূর্দান্ত ।

আর হ্যা, একদম উপরের ছবিদুটোর ক্যাপশন সম্পর্কে একটু আপত্তি আছে । কিশোর রবি'র ছবিটা আসলে বালক রবির ছবি, সম্ভবত বাবার সাথে হিমালয়ে বেড়াতে যাবার আশেপাশে সময়ের তোলা, বয়স তখন দশের কম । আর যুবক রবীন্দ্রনাথের ছবিটা আসলে কিশোর রবি, বিলেত যাত্রার প্রাক্কালে তোলা, পরণে বিলেতি ড্রেস; বয়স তখন ১৭।

শুভকামনা ......।

০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:১৬

নীলপরি বলেছেন: হুম দশ দিনের ছুটিতে এর বিবরণ আছে ।

পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা ।

৬| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪০

ডঃ এম এ আলী বলেছেন: কবি গুরুর উপর অসাধারণ সব দুর্লভ ছবির
সমাহার । আপনি শান্তি নিকেতনের অধিবাসী ছিলন নিশ্চয়ই ।
আপনার ছবির সাথে গ্রামীন ক্ষুদ্র ঋণ কর্মসুচীর মুল প্রবক্তা
রবি ঠাকুরের একটি স্থির চিত্র দেয়া হল নীচে ।

Rabindranath Tagore suggested to end poverty and privation as a matter of right of the poor. He emphasises on man to capacitate himself from within.

০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০২

নীলপরি বলেছেন: এই ছবিটা তো আমি দিয়েছি । এর সাথে একটা গল্পও আছে । বোধহয় জানেন , তবু বলছি -
সত্যজিতৎ রায় অটোগ্রাফ নেওয়ার জন্য রবীন্দ্রনাথকে তাঁর খাতাটা দিয়েছিলেন । খাতাটা হাতে পেয়ে দেখেছিলেন যে অটোগ্রাফের সাথে কবি এই কবিতাটাও লিখে দিয়েছেন ।
‘বহু দিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দু পা ফেলিয়া
একটা ধানের শীষের উপরে
একটি শিশির বিন্দু।’


পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা । কৃতজ্ঞতা ।

৭| ০৭ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: দুর্লভ সব ছবি। শেয়ার করার জন্য অবশ্যই ধন্যবাদ।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০২

নীলপরি বলেছেন: দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।
শুভকামনা । কৃতজ্ঞতা ।

৮| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৯

সাদা মনের মানুষ বলেছেন: ভালোলাগা অ-নে-ক

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৩

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা । কৃতজ্ঞতা ।

৯| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৪১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দুর্দান্ত কাজ করছো।
+ ও প্রিয়তে।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৫

নীলপরি বলেছেন: তাই ?

ভালো লাগলো শুনে । কৃতজ্ঞতা জানবেন ।

১০| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৩২

কামরুন নাহার বীথি বলেছেন: দুর্লভ সংগ্রহ!!!! অনেক অনেক শুভকামনা আপনার জন্য!!!!!!

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৬

নীলপরি বলেছেন: দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।
শুভকামনা । কৃতজ্ঞতা ।

১১| ০৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৪

নেয়ামুল নাহিদ বলেছেন: অসাধারণ আয়োজন।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৯

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আপনি দেখলেন বলে আয়োজন অসাধারণ হোলো ।

দেখার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা । কৃতজ্ঞতা ।

১২| ০৮ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:১৬

রমিত বলেছেন: দুর্দান্ত কালেকশন! আপনাকে ধন্যবাদ।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১১

নীলপরি বলেছেন: আপনারা দেখলেন বলেই কালেকশন করা সার্থক হোলো ।

দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।
শুভকামনা । কৃতজ্ঞতা ।

১৩| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৫

বিদ্রোহী ভৃগু বলেছেন: এক পলকে শুরু থেকে শেষ বর্ণাঢ্য জীবেনর টুকেরা টুকরো স্মৃতি :)

অনেক ভাললাগা...........
+++++++++

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৪

নীলপরি বলেছেন: আর আপনার এই ছোটো কিন্তু সুন্দর মন্তব্যটা আমারও খুব ভালো লাগলো ।

দেখার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা । কৃতজ্ঞতা ।

১৪| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ১২:০৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: ধন্যবাদ সুন্দর পোস্টটির জন্য

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৭

নীলপরি বলেছেন: দেখার জন্য আপনাকেও অনেক ধন্যবাদ ।
শুভকামনা । কৃতজ্ঞতা ।

১৫| ০৮ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৩৮

সোহাগ সকাল বলেছেন: দুর্দান্ত সংগ্রহ! আইনস্টাইনের সাথে কবির কখনো দেখা হয়েছিলো জানতাম না, আজই প্রথম জানলাম।

অনেক কষ্ট করেছেন নিশ্চয়?

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২১

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

আইনস্টাইনের সাথে কবির দেখা হয়েছিলো আর সেই নিয়ে অনেক লেখালেখিও আছে । কোনোদিন পারলে লিখবো ।

দেখার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা । কৃতজ্ঞতা ।

১৬| ০৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৩

ফেরদৌসা রুহী বলেছেন: ছবিতে ছবিতে দেখা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের খন্ড চিত্র।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২২

নীলপরি বলেছেন: দেখার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা । কৃতজ্ঞতা ।

০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৩

নীলপরি বলেছেন: আমার ছোট্টো চেষ্টা ।

১৭| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৪৬

মোহাম্মদ গোফরান বলেছেন: অসাধারণ । আমিও মাঝে মাঝে স্বপ্নের ভেতর রবিন্দ্র নাথ রবিন্দ্র নাথ বলে জেগে উঠি।

০৯ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮

নীলপরি বলেছেন: দারুন ব্যপার তো ।

দেখার জন্য অনেক ধন্যবাদ ।
শুভকামনা । কৃতজ্ঞতা ।

১৮| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৫৭

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য । ছবিটি আপনার স্টক থেকেই নেয়া কথাটা আমর লিখায় অসাবধানতা বশত ড্রপ পরে গেছে । সাথের কবিতাটি মনে করতে গিয়ে অামি কিছুটা আনমনা হয়ে গিয়েছিলাম । সে জন্য আমি দু:খিত । ছবিটা আমি আমার কুষ্টিয়া এলাকায় তাঁতীদের জন্য ক্ষুদ্রঋণ দান কর্মসুচীর উপর একটি লিখায় কবিগুরুকে ক্ষুদ্র ঋন কর্মসুচীর মুল প্রবক্তা হিসাবে আলোচনায় টেনে আনার সময় এই ছবি ও কবিতাটির শেষ লাইনটি উদ্ধৃত করেছিলাম । তুলে ধরতে চেয়েছিলাম একটি ধানের শীষৈর উপর একটি শিশির বিন্দুও কবির দৃষ্টি এরায় নি । তিনি শিশির বিন্দুর মত তৃণ মুলের চাষী, কৃষক ,শ্রমিক তাঁতীদেরকেও হৃদয়ে ধারণ করে রেখেছেন , তিনি শিলাইদহ এলাকায় ক্ষুদ্র কৃষকদের জন্য ঋনের ব্যবস্থা করেছিলেন বলে সেখানকার প্রবিন অনেক চাষী ও তাঁতী জানিয়েছিলেন । অনেকদিন পুর্বের কথা তারাহুরা করে আমার মন্তব্য লিখার সময় পুরাটা তুলে ধরতে পারিনি । অনেক ধন্যবাদ কবিতাটির পটভুমিকা ব্যখা করার জন্য ।
‘বহু দিন ধরে বহু ক্রোশ দূরে
বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দু পা ফেলিয়া
একটা ধানের শীষের উপরে
একটি শিশির বিন্দু।’

শুভেচ্ছা রইল

১০ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩১

নীলপরি বলেছেন: ধন্যবাদ স্মৃতিটা শেয়ার করার জন্য। ভালো লাগলো।

শুভকামনা ।

১৯| ০৮ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৫

অশ্রুকারিগর বলেছেন: মারাত্মক কালেকশন। হাসান মাহবুবের মন্তব্যের প্রতিউত্তরে বুঝলাম অনেক সময় ও শ্রম ব্যয় হয়েছে। ভাললাগা রইলো পোস্টে।

১০ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪০

নীলপরি বলেছেন: দেখলেন বলে সব সার্থক হল।
অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২০| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৩৪

শাহরিয়ার কবীর বলেছেন: ভালো লাগা রেখে গেলাম++++

১০ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৪৬

নীলপরি বলেছেন: অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

২১| ০৮ ই আগস্ট, ২০১৬ রাত ১১:২৪

সুমন কর বলেছেন: দুর্লভ পোস্ট। দেখে ভালো লাগল। +।

১০ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৫১

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

উত্তর দিতে দেরী হওয়ায় দুঃখিত ।

২২| ০৯ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩১

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
দুর্দান্ত কালেকশন!

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১২

নীলপরি বলেছেন: শুনে ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।
সামুর পেজ তো খুলছিলই না । আর এটাতে এতগুলো ছবি থাকার জন্য বোধহয় এটা মোটেই খুলছিল না ।

তাই উত্তর দিতে অনেক দেরী হওয়ায় দুঃখিত ।

২৩| ০৯ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪০

মনিরা সুলতানা বলেছেন: দারুন তো !!!!

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৩

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো । অনেক ধন্যবাদ ।

শুভকামনা ।

সামুর পেজ তো খুলছিলই না । আর এটাতে এতগুলো ছবি থাকার জন্য বোধহয় এটা মোটেই খুলছিল না ।

তাই উত্তর দিতে অনেক দেরী হওয়ায় দুঃখিত ।

২৪| ০১ লা সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১২

গেম চেঞ্জার বলেছেন: অনেক কৃতজ্ঞতা!! এই অসাধারণ ছবিব্লগের জন্য!!

০১ লা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯

নীলপরি বলেছেন: আর আপনাকেও অনেক কৃতজ্ঞতা এই ছবিব্লগ দেখার জন্য । অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

২৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫৮

মাদিহা মৌ বলেছেন: সবে মাত্র প্রথম আলো পড়ে শেষ করলাম। রবীন্দ্রনাথের সাথেকার প্রায় প্রত্যেকটা ব্যক্তি বইয়ে ছিল। তাই এখন এই ছবিব্লগ অন্যরকম ভাবে ধরা পড়ল আমার চোখে। ১৫ নাম্বার ছবিটায় ত্রিপুরার কোন রাজার সাথে কবি? বীরচন্দ্র মানিক্য নাকি রাধাকিশোর? জ্যোতি দাদার সাথে ছবি আছে, কাদম্বরী দেবীর সাথেও থাকতো? তাঁকে একটু দেখার শখ ছিল।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৩

নীলপরি বলেছেন: রাধাকিশোর মানিক্য ।



কাদম্বরী দেবী ।

এই ছবিব্লগ দেখার জন্য অনেক ধন্যবাদ ।

শুভকামনা । :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.