নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বলা না বলা কথা

নীলপরি

গল্পের বই পড়তে , গান শুনতে , ব্লগ লিখতে ও পড়তে ভালবাসি

নীলপরি › বিস্তারিত পোস্টঃ

জন্ম-জন্ম-প্রতিক্ষণ

১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৫৩



দেখো , বৃষ্টিভেজা নীল-অভিমান তোমারই অপেক্ষারত
বরফের মতো জমিয়েছে আকুলতা যত ।

স্পর্শ করুক তাকে উষ্ণ হাত
দেখবে , সেও হবে তরলের ধারাপাত ।

সাফল্যের আলোতেও কারো জগতে অন্ধকার
রিক্ত মন পায় না পারাপার ।

নীল , নিস্পন্দ মেরিলিন মনরো হয়
প্রেম-অপমান শুধু অভিমান হয়ে রয় ।

স্তব্ধতার আগেই শোনো তার ভাষা
তোমার কাছে অভিমানের এইটুকুই আশা ।

যে ভাষা অন্যকে্উ করেনি উচ্চারণ
যা শুনতেই প্রতীক্ষারত তুমিও জন্ম-জন্ম-প্রতিক্ষণ ।

মন্তব্য ৫৬ টি রেটিং +১০/-০

মন্তব্য (৫৬) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৫

blackant বলেছেন: ভালো ছিলো ।

১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:১৭

নীলপরি বলেছেন: আমার ব্লগে স্বাগতম ।

ভালো শুনে খুশি হলাম ।

সামুতে তো পেজ খুলতেই চাইছে না । তারমধ্যেও কষ্ট করে পাঠ ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২| ১০ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২৯

দিশেহারা রাজপুত্র বলেছেন:

এক প্রচ্ছন্ন ভালোলাগা কবিতা জুড়ে।
অভিমানে ক্ষতি নেই তো।

১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:২২

নীলপরি বলেছেন: প্রচ্ছন্ন ভালোলাগটা অনেক ভালো লাগলো ।

অভিমানে ক্ষতি আছে ।

৩| ১০ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

দিশেহারা রাজপুত্র বলেছেন:

এক প্রচ্ছন্ন ভালোলাগা কবিতা জুড়ে।
অভিমানে ক্ষতি নেই তো।

১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

নীলপরি বলেছেন: অবুঝের উপর অভিমান যে করে তার ক্ষতি । যদিও তাও করে ।

যে অভিমানকে জানলই না সে তো বেচারা ! মনে হয় তারও ক্ষতি ।

বোঝা গেলো ?

৪| ১০ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৯

বিদ্রোহী ভৃগু বলেছেন: নীল আভিজাত্যের অহম
নীল রক্ত বেশ গরম
নীল অভিমান, নীল কষ্ট
বিষের নীলতো চিহ্ণ স্পষ্ট!

নীলাদ্রীতার নীল স্পন্দন
আকাশের নীলের মতোই..
যাকে কেবলই দেখা যায়
অনুভব করা যায়
স্বপ্ন কাব্য লেখা যায়...

যতই কাছে যাই নীল হারিয়ে যায়
ধূসর বাস্তবতায় .....

+++++++++++++++++++

১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৪

নীলপরি বলেছেন: প্রতিটা লেখার পরেই ভাবি , কি যে হাবিজাবি লিখলাম ! কিন্তু আজ , এতো সুন্দর কাব্যিক মন্তব্য পেয়ে মনে হচ্ছে ভাগ্যিস লিখেছিলাম ।

আপনার কবিতার আলোর ছটা আমার কবিতায় পড়ায় আমি ধন্য হলাম । প্রতিটা শব্দই খুব ভালো লাগলো । মন্তব্যে প্লাস । অনেক ..........

কষ্ট করে পাঠ ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৫| ১০ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১৬

মেহেদী রবিন বলেছেন: ভালো লাগা

১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:০৭

নীলপরি বলেছেন: ভালো লেগেছে জেনে ভালো লাগলো ।

সামুতে তো পেজ খুলতেই চাইছে না । তারমধ্যেও কষ্ট করে পাঠ ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

৬| ১১ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২০

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিদ্রোহী ভৃগু

নীলাদ্রিতা!!! B:-)

১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১২

নীলপরি বলেছেন: আটটা চোখ লাগলো ? উত্তরটা আশাকরি বিদ্রোহী ভৃগু দেবেন ।

৭| ১১ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিদ্রোহী ভৃগু

নীলাদ্রিতা!!! B:-)

১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:১৩

নীলপরি বলেছেন: শুভকামনা । :)

৮| ১১ ই আগস্ট, ২০১৬ সকাল ১১:২২

দিশেহারা রাজপুত্র বলেছেন: বিদ্রোহী ভৃগু

নীলাদ্রিতা!!! B:-)

১১ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫৮

নীলপরি বলেছেন: ধৈর্য্য ধরতে হবে একটু । উত্তরটা নিশ্চয়ই বিদ্রোহী ভৃগু দেবেন । :)

৯| ১১ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: Good

১১ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০১

নীলপরি বলেছেন: শুনে খুশি হলাম ।

সামুতে তো পেজ খুলতেই চাইছে না । তারমধ্যেও কষ্ট করে পাঠ ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১০| ১১ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:১৪

রূপক বিধৌত সাধু বলেছেন: Good

১১ ই আগস্ট, ২০১৬ রাত ৮:০৩

নীলপরি বলেছেন: শুভকামনা ।

১১| ১৩ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: রাজপুত্র কমেন্টে টাইপো এডিটের সুযোগের দাবী তুলতেই পারেন ;)

ধন্যবাদ।

মজারু কৌতুক দিয়ে শেষ করি-
ছাত্র পিলার বানান লিখেছে ডাবল এল দিয়ে।
শিক্ষক: পিলার বানান লিখতে ডাবল এল লিখলি কেন?
ছাত্র: স্যার! একটা দিলেই পিলার পোক্ত হয়- দুইটা দিলে ডাবল পোক্ত হয় ! :P

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:১৮

নীলপরি বলেছেন: দারুন উত্তর । :)

আশাকরি রাজপুত্র আপনার কমেন্টটা দেখবেন !

১২| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৮:৩৩

ডঃ এম এ আলী বলেছেন: অসাধারণ কবিতা, কথাগুলি চমৎকার

নীল , নিস্পন্দ মেরিলিন মনরো হয়
প্রেম-অপমান শুধু অভিমান হয়ে রয় ।


ভালই লাগল কথা, জগতের সব প্রেমের
অপমান -অভিমান- ব্যাথা সকল নীল
নিস্পন্দ হয়ে অাশ্রয় নিক এক থালায়।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:২২

নীলপরি বলেছেন: আমারও খুব ভালো লাগলো আপনার মন্তব্যটা ।

ছবিটাও খুব সুন্দর ।

পাঠ ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৩| ১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৫

হাসান মাহবুব বলেছেন: ছন্দের ব্যাপারে আরো মনোযোগী হওয়া দরকার।

১৪ ই আগস্ট, ২০১৬ সকাল ৯:৫৮

নীলপরি বলেছেন: চেষ্টা করবো ।

পাঠ ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৪| ১৪ ই আগস্ট, ২০১৬ দুপুর ২:৫০

দিশেহারা রাজপুত্র বলেছেন:
দাবি বেশ ভারী। তাই তুললাম না।
:)

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২০

নীলপরি বলেছেন: তাই ?

বিদ্রোহী ভৃগু এই মন্তব্য দেখবেন আশা করছি । :)

১৫| ১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৩০

জসিম বলেছেন: খুব সুন্দর.

১৪ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২১

নীলপরি বলেছেন: পাঠ ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৬| ১৪ ই আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

মোঃ সাইফুল্লাহ শামীম বলেছেন: অভিমানী কবিতা ভীষণ ভালো হয়েছে। দেরীতে হাজির হওয়ার জন্য দুঃখিত।

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৩

নীলপরি বলেছেন: আপনার মন্তব্যটাও ভীষণ ভালো লাগলো । সবসময়ের মতোই অনুপ্রাণিত করলো ।

আর সামুই তো ঠিকমতো খুলছিল না । দুঃখিত , একথা বলবেন না প্লিজ । যখনই হোক আমার কবিতা পড়লেই আমি খুশি হই ।


অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৭| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪৮

সুমন কর বলেছেন: আগেই পড়ে গিয়েছিলাম, সমস্যার কারণে মন্তব্য করতে পারিনি।

কবিতা ভালো হয়েছে।

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৬

নীলপরি বলেছেন: হুম , বুঝতে পেরেছি । লাইক দেখেছিলাম ।

আপনার মতো কবির কাছ থেকে ভালো হয়েছে শুনতে খুব ভালো লাগে । উৎসাহ পাই ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

১৮| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৫

জুন বলেছেন: ভালোলাগলো নীলপরি।
+

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৯

নীলপরি বলেছেন: সেটা জানতে পেরে আমারও খুব ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

১৯| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:০৯

সাহসী সন্তান বলেছেন: কবিতা পূর্বেই পড়া ছিল, তবে ঐ সামুর সমস্যার কারণে মন্তব্য করা হয়ে ওঠেনি! রিয়েলি একটা সিরিয়াস কমেন্ট করি! রাগ কইরেন না যেন? আসলে আপনার বর্তমান লেখা কবিতা গুলো আর পূর্বের মত অসাধারণ আবেগ সৃষ্টি করতে পারছে না!

তবে এইটা মোটামুটি লাগলো! আপনার কাছ থেকে আরো ভাল ভাল কবিতা পড়ার অপেক্ষায় রইলাম! শুভ কামনা জানবেন!

১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১১

নীলপরি বলেছেন: আরে , না জানালে জানবো কি করে ? জেনে ভালো লাগলো । আমি চেষ্টা করবো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

ভালো থাকবেন ।

২০| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:২৪

গেম চেঞ্জার বলেছেন: অভিমানহীন ভালবাসা সে-তো লবণ ছাড়া তরকারির মতো। আর অভিমানের পরিমাণ বেশি হলে সেটা হলো কাঁটার গাছ!! হেঃ হেঃ :)

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৭

নীলপরি বলেছেন: হুম । ঠিকই ।

পাঠ ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা । :)

২১| ১৪ ই আগস্ট, ২০১৬ রাত ১০:৪৬

আহমেদ জী এস বলেছেন: নীলপরি ,





কবিতাগুনো আজকাল আপনার গতানুগতিক ছন্দের হয়ে যাচ্ছে । ষ্টাইল চেঞ্জ করুন । আপনার ভাবনার আকাশ বেশ রঙিন । ছন্দময় লাইনেই তা হতে হবে এমন কথা নেই । আর মনে হয় মেরেলিনের উল্লেখ এখানে ঠিক ভালো লাগেনি । শুভেচ্ছান্তে ।

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:২৯

নীলপরি বলেছেন: তাই ? মনে রাখবো কথাগুলো । আর চেষ্টাও করবো ।

পাঠ ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২২| ১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৩৭

সৈয়দ আবুল ফারাহ্‌ বলেছেন: যে ভাষা অন্যকে্উ করেনি উচ্চারণ
যা শুনতেই প্রতীক্ষারত তুমিও জন্ম-জন্ম-প্রতিক্ষণ ।

তোমার হাতের ছোঁয়া, নড়া-চড়ার শব্দ, কাছে-পাশে হাঁটা
এ-ও এক অন্য ভাষা, আমি টের পাই। অভিমানের বরফ গলিয়ে পানি করে
বিলীন করে দেয়া।

১৫ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৭

নীলপরি বলেছেন: বাহ খুব সুন্দর মন্তব্য । সকালবেলা মন্তব্য পড়ে মুগ্ধ হলাম ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৩| ১৫ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৫৮

শাহরিয়ার কবীর বলেছেন: কবিতা সুন্দর হয়েছে +++

১৫ ই আগস্ট, ২০১৬ রাত ৯:৪২

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৪| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:০৯

অদৃশ্য বলেছেন:



লিখাটি আগেই পড়েছিলাম, কিন্তু সামু ডাউনের কারনে মন্তব্য করা হয়নি... অবশ্য লাইক দিতে পেরেছিলাম... যা হোক, আপনার লিখাটি ভালো লেগেছে...

কবিতায় সুর ও ছন্দ থাকাটা খুবই জরুরি বলে অনেকেই মনে করেন... কথাটি সঠিক, আমিও মনে করি... তবে কথা হলো অন্তমিলের মাধ্যমেও সুর ও ছন্দ তৈরি করা যায় আবার অন্তমিল ছাড়াও সেটা করা যায়... সামনে আপনার আরও লিখা পড়া হবে আশা করি...

শুভকামনা...

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৮

নীলপরি বলেছেন: চেষ্টা করবো ।

পাঠ ও মন্তব্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

আপনাকেও শুভকামনা ।

২৫| ১৬ ই আগস্ট, ২০১৬ দুপুর ১:৩৩

প্রামানিক বলেছেন: ভালো লাগল। ধন্যবাদ

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৯

নীলপরি বলেছেন: জেনে ভালো লাগলো ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৬| ১৬ ই আগস্ট, ২০১৬ রাত ৮:৩৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ প্রতি উত্তরের জন্য, সামু এত স্লো ছিল যে যথা সময়ে দেখতে পারি নাই ।

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৪৯

নীলপরি বলেছেন: হুম বুঝেছি ।

শুভকামনা ।

২৭| ১৭ ই আগস্ট, ২০১৬ রাত ১০:১২

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
সাফল্যের আলোতেও কারো জগতে অন্ধকার
রিক্ত মন পায় না পারাপার ।
বাহ !!!

১৮ ই আগস্ট, ২০১৬ সকাল ৭:৫১

নীলপরি বলেছেন: আপনার মন্তব্য উৎসাহিত করলো ।
অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

২৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৯

ভ্রমরের ডানা বলেছেন: এক অবয়বহীন বায়বীয় ভাললাগা কাজ করছে। কবিতায় এমনি কিছু পেলাম। ধন্যবাদ!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৭

নীলপরি বলেছেন: ভীষন ভালো লাগলো আপনার মন্তব্যটা ।

অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.